(a) Who is an ideal student? (b) What are the duties of an ideal student? (c) What are the outstanding qualities of an ideal student? (d) Is he obedient to his parents and teachers? [CB '17; SB ’14]
An Ideal Student
An ideal student is an all-rounder having many different qualities, skills and abilities. He/she is an asset for the school and for the country. Punctuality is a good virtue for all. An ideal student is always regular and punctual in attending the class and submitting the assignment. A good student is very studious. He/she learns and earns and his/her learning is an asset. He/She does not leave anything undone for tomorrow that can be done today. An ideal student always speaks the truth. So it is seen that an ideal student always remains ahead and success embraces him/her all the times. All these qualities make him/ her different from other students. We need simplicity and sincerity in all walks of life. An ideal student is simple in behaviour, sincere in activities and dedicated towards the nation. He/she should be polite in his/her behaviour in order to be loved and cared for by all. He provides a model that other students follow. He/she is always obedient to his parents and teachers. Bangladesh is marching towards the progress since her birth. The whole nation wants brilliant students. In this context, an ideal student is given utmost priority. Everybody loves an ideal student.
একজন আদর্শ ছাত্র
একজন আদর্শ ছাত্রের অনেক গুণ, যোগ্যতা ও দক্ষতা থাকে। সে বিদ্যালয় এবং দেশের জন্য সম্পদ। নিয়মানুবর্তিতা সকলের জন্য একটি ভালো গুণ। একজন আদর্শ ছাত্র শ্রেণীতে উপস্থিত ও শ্রেণীর কাজ প্রদানের ক্ষেত্রে সর্বদা নিয়মিত থাকে। একজন ভালো ছাত্র খুব পড়াশোনা করে। সে পড়াশোনা করে এবং উপার্জন করে এবং তার বিদ্যার্জন সম্পদের মত মূল্যবান। সে আজ যা করতে পারে তা আগামীকালের জন্য ফেলে রাখে না। একজন আদর্শ ছাত্র সর্বদা সত্য কথা বলে। তাই দেখা যায়, একজন আদর্শ ছাত্র সব সময় এগিয়ে থাকে এবং সফলতা সব সময় তাকে আলিঙ্গন করে। এসব গুণাবলী তাকে অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে পৃথক করে। জীবনের সর্বক্ষেত্রে আমাদের সরলতা ও আন্তরিকতা প্রয়োজন। একজন আদর্শ ছাত্র আচরণে সরল প্রকৃতির, কাজের প্রতি আন্তরিক এবং দেশের প্রতি নিবেদিত। তাকে আচরণে নম্র হতে হবে যাতে সবাই তাকে ভালোবাসে এবং তার যতœ নেয়। সে একটি নমুনা প্রদান করে যা অন্যান্য ছাত্রছাত্রীরা অনুসরণ করে। সে সর্বদা তার পিতামাতা ও শিক্ষকদের প্রতি অনুগত। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সমগ্র জাতি মেধাবী ছাত্র চায়। এই পরিপ্রেক্ষিতে একজন আদর্শ ছাত্রকে সবচেয়ে বেশি গুরুত¦ দেওয়া হয়। সবাই একজন আদর্শ ছাত্রকে ভালবাসে।
very well
ReplyDelete