(a) What is the name of the zoo you visited? (b) When did you visit it? (c) Where is it located? (d) How big is the area of the zoo? (e) How many kinds of birds and animals did you find there? (f) What were the main attractions of the zoo? (g) How long did you stay there? (h) How was your feeling at that time? [BB '04]
A Zoo I Visited
The name of the zoo I visited is the Mirpur Zoo. The Mirpur Zoo which is located at Mirpur in Dhaka is the biggest zoo in our country. A few days back, I along with some of my friends visited the zoo. In the morning, we entered into the zoo and spent five hours there. The area of the zoo is about 313 acres and in this huge area, there are about 2500 species of living birds and animals. While visiting, we saw many birds and animals. The birds were of different sizes and shapes chirping melodiously in their cages. Peacocks, bulbuls, maynas, magpies were very nice to look at. Then we started visiting the animals. Tigers, lions, giraffes, elephants, monkeys were remarkable. In the morning all of them were fresh. When we went near them, they came forward and we watched them closely. During my visit, I enjoyed every minute though many times it occurred in my mind that those birds and animals were chained. They did not have that carefree life which they could get in the forests. We got pleasure but they were helpless. After passing five hours there, we became very tired and also hungry. We returned home safely. It was a remarkable visit.
আমার ভ্রমণ করা একটি চিড়িয়াখানা
আমি যে চিড়িয়াখানাটি ভ্রমণ করেছিলাম তার নাম মিরপুর চিড়িয়াখানা। ঢাকার মিরপুরে অবস্থিত মিরপুর চিড়িয়াখানাটি আমাদের দেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা। কিছুদিন আগে, আমি আমার কয়েকজন বন্ধুদের সাথে চিড়িয়াখানাটিতে বেড়াতে যাই। সকালে আমরা চিড়িয়াখানাতে প্রবেশ করি এবং সেখানে পাঁচ ঘণ্টা সময় অতিবাহিত করি। চিড়িয়াখানাটি ৩১৩ একর জায়গা জুড়ে অবস্থিত এবং এই বিশাল জায়গায় প্রায় ২৫০০ প্রজাতির পশু-পাখি আছে। ভ্রমণের সময় আমরা অনেক পাখি এবং জন্তু দেখেছি। খাঁচায় সুরেলাভাবে কিচিরমিচির করা পাখিগুলো বিভিন্ন আকার ও ধরনের। ময়ূর, বুলবুলি, ময়না, দোয়েল দেখতে খুবই সুন্দর। তারপর আমরা জীবজন্তু দেখা শুরু করলাম। বাঘ, সিংহ, জিরাফ, হাতি, বানর প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। সকালে তারা সকলেই সতেজ ছিল। যখন আমরা তাদের নিকটে গেলাম তারা সামনে এগিয়ে এল এবং আমরা তাদেরকে নিকট থেকে দেখলাম। আমি ভ্রমণের প্রতিটি মূহুর্ত উপভোগ করেছি, যদিও অনেক সময় মনে হয়েছে এ সকল পাখি ও জন্তুরা খাঁচায় বন্দি। তারা স্বাধীন জীবন যাপন করতে পারছে না যা তারা বনে থাকলে পেতে পারতো। আমরা আনন্দ পেয়েছিলাম কিন্তু তারা অসহায় ছিল। পাঁচ ঘণ্টা সেখানে কাটানোর পর আমরা ক্লান্তি ও ক্ষুধা অনুভব করলাম। আমরা নিরাপদে বাড়ি ফিরলাম। এটি ছিল একটি স্মরণীয় ভ্রমণ।
0 Comments:
Post a Comment