A Rainy Day Paragraph

(a) How is a rainy day? (b) How are the roads and paths on a rainy day? (c) How is a rainy day for poor people? (d) What do the students and rich people do in a rainy day?

A Rainy Day
A rainy day is a day on which it rains in torrents continuously. The day is dull and gloomy. The sky remains cloudy all day long. The sky is not seen. Sometimes it rains heavily; sometimes it drizzles and sometimes gusts of wind blow. The heavy downpour is associated with roars of thunder, flashes of lightning and stormy wind. Nobody can go out without an umbrella. Water stands on roads and roads become muddy and slippery. Sometimes people slip and fall on the muddy road. Rivers, tanks and canals swell up. Roads and paths become muddy and impassable. Many people walk along the road with shoes in hand and clothes folded up. A rainy day is bad for poor people. The day labourers cannot go to work. So they don't earn any money and may remain unfed. Students enjoy a holiday at home. The rich people who have no urgent work enjoy the day at home. They entertain themselves with rich dishes like bhuna khichuri, polao etc. The rain washes away dirt and dust and makes the soil soft. The farmers can prepare the fields for sowing seeds. Thus, though a rainy day has some negative aspects, it has positive effects too. However, a rainy day is not pleasant at all.

A Rainy Day Paragraph

একটি বৃষ্টির দিন
বৃষ্টির দিন হচ্ছে এমন একটি দিন যেদিন অনবরত প্রবলধারায় বৃষ্টিপাত হয়। দিনটি মেঘাচ্ছন্ন ও অন্ধকার থাকে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। আকাশ দেখা যায় না। মাঝে মাঝে ভারী বর্ষণ হয়, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং মাঝে মাঝে দমকা হাওয়া প্রবাহিত হয়। প্রচুর বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের গর্জন, বিজলীর ঝলকানি ও ঝড়ো হাওয়াও যুক্ত হয়। ছাতা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। রাস্তায় পানি জমে যায় এবং রাস্তাঘাট কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায়। মাঝে মাঝে লোকেরা পা পিছলে কর্দমাক্ত রাস্তায় পড়ে যায়। নদী, পুকুর, খাল পানিতে ভরে যায়, রাস্তাঘাট এবং পথ কর্দমাক্ত হয় এবং পার হওয়া দুরূহ হয়ে পড়ে। অনেক লোক জুতা হাতে নিয়ে এবং কাপড় ভাঁজ করে রাস্তা দিয়ে হেঁটে যায়। বৃষ্টির দিন গরিব লোকদের জন্য দুরবস্থার। দিনমজুরেরা কাজে যেতে পারে না। তাই তারা অর্থ উপার্জন করতে পারে না, ফলে তাদেরকে অভুক্ত থাকতে হয়। শিক্ষার্থীরা বাড়িতে ছুটির দিন হিসেবে দিনটিকে উপভোগ করে। ধনী লোকেরা যাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে না তারা বাড়িতে থেকে দিনটি উপভোগ করে। তারা ব্যয়বহুল খাবার যেমন ভুনা খিচুড়ি, পোলাও ইত্যাদির মাধ্যমে নিজেদের পরিতৃপ্ত করে। বৃষ্টি ময়লা আবর্জনা ধুয়ে নিয়ে যায় এবং মাটি নরম করে। কৃষকেরা বীজ বপনের জন্য মাঠ প্রস্তুত করতে পারে। তাই, যদিও বৃষ্টির দিনের কিছু নেতিবাচক দিক রয়েছে, এর ইতিবাচক দিকও আছে। যা হোক, বৃষ্টির দিন মোটেও সুখকর নয়।
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide