বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ পর্ব-০২

সাধারণ জ্ঞান
বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ পর্ব-০২

১. মুঘল বংশের প্রতিষ্ঠাতা- জহির উদ্দিন মোহাম্মদ বাবর

২. গ্রন্থাগারের সিড়ি থেকে পড়ে মারা যান হুমায়ুন।

৩. ঈশা খাঁর রাজধানী সোনারগাঁও।

৪. ধোলাই খাল খনন করেন- ইসলাম খান

৫. পরিবিবি (ইরান দুখত) ছিলেন শায়েস্তা খানের কন্যা।

৬. বিরান বিবি ছিলেন শায়েস্তা খানের বোন।

৭. ‘প্রিন্স অব বিল্ডার্স’ বলা হয় শাহজাহানকে।

৮. সর্বশেষ মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।

৯. আকবরের সমাধি সেকেন্দ্রায়।

১০. দ্বীন-ই-ইলাহী ধর্মের বিলুপ্তি করেন আওরঙ্গজেব।

১১. ঢাকা প্রথম রাজধানী হয় ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে, তৃতীয় ১৯৪৭ সালে এবং চতুর্থ ১৯৭১ সালে।

১২. দীন-ই-এলাহী ধর্মের প্রবর্তক সম্রাট আকবর।

১৩. বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ. কে ফজলুল হক।

১৪. মুসলিমদের জন্য পৃথক আবাসভূমির কথা প্রথম উল্লেখ করেন আল্লামা ইকবাল।

১৫. সতীদাহ প্রথা রহিতকরণে ভূমিকা রাখেন রাজা রামমোহন রায়।

১৬. বিধবা বিবাহের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৭. দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম ও শেষ মুসলমান নারী সুলতানা রাজিয়া।

১৮. দাউদ কররানীর আমলে সম্রাট আকবর বাংলা জয় করেন।

১৯. মোঙ্গল শব্দের অর্থ দুর্ধর্ষ।

২০. সুলতানা রাজিয়া বাহরাম শাহের হাতে পরাজিত ও নিহত হন।

২১. পলাশীর যুদ্ধ হয় ১৭৫৭ সালের ২৩ জুন।

২২. দ্বৈত শাসন ব্যবস্থায় শাসনভার নবাবের হাতে ও রাজস্ব আদায় ক্লাইভের হাতে ছিল।

২৩. উইলিয়াম হাণ্টারের লেখায় মুসলমান জমিদারের করুণ চিত্র তুলে ধরা হয়। 

২৪. বণিকদের ভিতরে প্রথম আসে পর্তুগীজ, দ্বিতীয় ওলন্দাজ।

২৫. মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী স্থানান্তর করেন ওয়ারেন হেস্টিংস।

২৬. বর্গী নামে পরিচিত মারাঠীরা।

২৭. ১৮৫৩ সালে রেলযোগাযোগ স্থাপন করেন-লর্ড ডালহৌসী (উপমহাদেশে) (বাংলাদেশে ১৮৬২)।

২৮. বাংলার শেষ নবাব-মীর জাফরের পুত্র নিজাম উদ্দৌলা।

২৯. ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত ছিল ফোর্ট উইলিয়াম কুঠি।

৩০. ‘আজাদ হিন্দ ফৌজ’ এর প্রতিষ্ঠাতা নেতাজী সুভাষ চন্দ্রবসু।

৩১. বাংলায় মহাদূর্ভিক্ষ দেখা দেয় ১৯৪৩ সালে।

৩২. দণ্ড বিধি আইন হয় ১৮৬১ সালে।

৩৩. ফকির আন্দোলনের নেতা মজনু শাহ।

৩৪. ক্ষুদিরামের ফাঁসি হয় ১৯০৮ সালে।

৩৫. বর্গী বা মারাঠা লুণ্ঠনকারী দলের নেতা ভাস্কর পন্ডিত।

৩৬. মুর্শীদকুলী খানের উপাধি করতলব খান।

৩৭. সিরাজউদ্দৌলা ২৩ বছর বয়সে নবাব হন।

৩৮. সিরাজউদ্দৌলার পক্ষে প্রাণপন যুদ্ধ করেন ফরাসি সেনাপতি সিনফ্রে।

৩৯. বীর মোহনলালের পিতুভূমি কাশ্মীর।

৪০. উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপক‚লে অবস্থিত।

৪১. ১৮৫৮ সালের ভারত শাসন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন বিলুপ্ত হয়।

৪২. ভাইসরয় অর্থ রাজপ্রতিনিধি।

৪৩. ১৮৬১ সালে লর্ড ক্যানিং এর আমলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাশ হয়।

৪৪. জমিদার কৃষ্ণদের রায় মুসলমানদের দাড়ির উপর আড়াই টাকা হারে কর আরোপ করেছিলেন।

৪৫. ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপন।

৪৬. হাজী শরীয়তউল­হর নামে শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে।

৪৭. ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিলো ফরিদপুর জেলা।

৪৮. দুদু মিয়াকে সমাহিত করা হয়েছে ঢাকার বংশালে।

৪৯. ‘দার-উল-হরব’ কথাটির অর্থ বিধর্মীর রাজ্য।

৫০. কলকাতায় মুসলিমসাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালে।

৫১. কোলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ মাহমুদ, ২য় আমীর আলী।

৫২. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ খান।

৫৩. স্বরাজ দলের (১৯২২) নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস।

৫৪. ব্রাহ্ম সমাজের পাল্টা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় ধর্মসভা।

৫৫. প্রথম গোলটেবিল বৈঠক হয় ১৯৩০ সালে।

৫৬. ‘Essays on the life of Mohammad’- এর লেখক সৈদয় আহমদ খান

৫৭. ‘A short history of the saracens’- এর লেখক আমীর আলী।

৫৮. ‘The spirit of Islam’- এর লেখক আমীর আলী।

৫৯. ‘The Indian Musalmans’- এর লেখক L. Hunter।

 

নিজে চেষ্টা করিঃ

১. ঈশাঁ খার পরে বার ভূঁইয়াদের নেতৃত্ব দেন কে?

২. পর্তুগীজ জলদস্যুদের কি নামে ডাকা হতো?

৩. মমতাজমহলের আসল নাম কি?

৪. ‘জিজিয়া’ কর রহিত করে হিন্দুদের প্রিয়ভাজন হতে চেয়েছিলেন কে?

৫. সেকেন্দ্রা ও দেবকেটি কোথায় অবস্থিত?

৬. ‘ভুলুয়া’ বলতে কোন জেলাকে বুঝানো হত?

৭. দিল্লীর লালকেল্লা কে তৈরী করেন?

৮. ‘ভূঁইয়া’ শব্দের অর্থ কি?

৯. পলাশীর প্রান্তর কোন নদীর তীরে?

১০. মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিলো?

১১. কাদেরকে বর্গী বলা হত?

১২. ভারতে ইউরোপীয়দের নির্মিত প্রথম দুর্গের নাম কি?

১৩. দ্বৈতশাসন ব্যবস্থা বিলুপ্ত হয় কবে?

১৪. পুলিশ বিভাগের প্রতিষ্ঠা করেন কে?

১৫. মহীশূরের রাজধানীর নাম কি ছিল?

১৬. ‘১৮৫৭’ গ্রন্থের লেখক কে?

১৭. বিচার বিভাগকে প্রশাসন হতে সর্বপ্রথম পৃথক করেন কে?

১৮. টিপু সুলতান কোন রাজ্যের শাসন কর্তা ছিলেন?

১৯. ফকির-সন্ন্যাসী আন্দোলনের সেনাপতির নাম কি?

২০. কত সালে উপমহাদেশে প্রথম আদমশুমারী হয়?

২১. শায়েস্তা খান ব্যতীত কোন সম্রাটের আমলে এক টাকায় ৮মন চাল পাওয়া যেত?

২২. উপমহাদেশে নীলচাষ শুরু হয় কবে?

২৩. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা সাল কত?

২৪. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি?

২৫. হাজী শরীয়তউল্লাহকে কোন জেলায় সমাহিত করা হয়?

২৬. ভারতীয়দের মধ্যে কে সর্বপ্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন?

২৭. জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ড কবে সংঘটিত হয়?

২৮. কার উদ্যোগে এবং কবে ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয়?

২৯. ইংরেজ ম্যাজিস্টেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করে কে?

৩০. কে প্রথম ‘পাকিস্তান’ নামটি উল্লেখ করেন?
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide