আলোচ্য বিষয়ঃ পাকিস্তান সরকারের বৈষম্য, ভাষা আন্দোলনের প্রথম-দ্বিতীয়-শেষ পর্যায়, ভাষা আন্দোলনের শহীদবৃন্দ, এক নজরে একুশে ফেব্রুয়ারী, পাকিস্তানের শাসনতন্ত্র ও রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়, যুক্তফ্রন্ট গঠন, প্রাদেশিক নির্বাচন-৫৪, পূর্ববাংলায় কেন্দ্রের শাসন, আইযূব খানের ক্ষমতা দখল, ছয়দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, এগারদফা, ঊনসত্তরের গণঅভ্যূত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ৭ মার্চের ভাষন, মুজিব-ইয়াহিয়া বৈঠক, সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন, অপারেশন সার্চলাইট, স্বাধীনতারঘোষনা, মুক্তিফৌজ ও মুক্তিবাহিনী গঠন, অন্যান্য বাহিনী, প্রবাসী সরকার গঠন, অপারেশন জ্যাকপট, মিত্রবাহিনী গঠন, বৃদ্ধিজীবি হত্যাকান্ড, চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা অর্জন, মুক্তিযুদ্ধে খেতাব প্রদান, প্রাপ্ত স্বীকৃতি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, মুক্তিযুদ্ধে বিদেশীদের অবদান।
বিভিন্ন সালে আগত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ
১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৯৯ সালে স্বীকৃতি পায়।
২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৬৮ জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।
৩. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে শহীদ মিনার ছিল।
৪. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাই নবাবগঞ্জ জেলায়।
৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২০০১ সালের ২৩ অক্টোবর।
৬. বাংলা ভাষা ব্যবহারের দাবী প্রথম করেন ধীরেন্দনাথ দত্ত।
৭. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
৮. ছয়-দফা দাবী প্রথম লাহোরে উত্থাপন করা হয়।
৯. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
১০. মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত।
১১. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।
১২. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নম্বর সেক্টরের অধীনে ছিল।
১৩. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ৭জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়।
১৪. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছি।
১৫. মুজিবনগরে ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল।
১৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন।
১৭. আওয়ামী লীগের ছয়-দফা ১৯৬৬ সালে পেশ করা হয়।
১৮. বীরশ্রেষ্ঠ হামিদুররহমানের পদবী ছিল সিপাহী।
১৯. তৎকালীন পাকিস্তানে বাংলাভাষা রাষ্টভাষা হিসেবে ১৯৫৬ সালে স্বীকৃতি লাভ করে।
২০. বাংলাদেশের মহিলা বীরপ্রতীক ক্যাপ্টন সেতারা বেগম ও তারামন বিবি।
২১. মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল চট্টগ্রাম।
২২. অপারেশন সার্চ রঅইট শুরু হয় ২৫ মার্চ, ১৯৭১।
২৩. তৎকালীন মেজর জিয়াউর রহমানকালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
২৪. তমদ্দুন মজলিস ১৯৪৭ সালে গঠিত হয়।
২৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান ছিলেন জিয়াউর রহমান।
২৬. রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয় ১৯৫২ সালে।
২৭. ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরষদ গঠন করা হয়।
২৮. সাইমন ড্রিং নামক বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন।
২৯. ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এ. কে খন্দকার।
৩০. বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এম. এ. জি ওসমানী।
৩১. বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ঘোষণা করেন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”।
৩২. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ফাল্গুন মাসের ৮ তারিখ ছিল (১৩৫৮)।
৩৩. মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়।
৩৪. সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ১৮৫৭ সালের ২৬ জানুয়ারী।
৩৫. ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতিবছর ‘ভাষা দিবস’ বলে একটি দিন পালন করা হয়। দিবসটি ছিল ১১ মার্চ।
৩৬. আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল ১৯৭১ সালে ‘স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর ঘোষণা দেয়া হয়েছিল।
৩৭. লাহোর প্রস্তাব ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্থানীয় রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব।
৩৮. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ছিলেন এ কে খন্দকার।
৩৯. ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে জেনারেল নিয়াজী ঢাকা রেসকোর্সে মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
মুক্তিযুদ্ধ সংক্রান্ত অন্যান্য তথ্যঃ
১. বীরশ্রেষ্ট ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।
২. মহিলা বীরপ্রতীক তারামন বিবি ও সেতারা বেগম। তারামন বিবি গণবাহিনী ও সেতারা বেগম সেনাবাহিনীর সদস্য ছিলেন।
৩. ২ মার্চ ১৯৭১ সালে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
৪. জিয়া স্বাধীনতা ঘোষণা করেন ২৭ মার্চ ১৯৭১ সালে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে।
৫. প্রথম সর্বাধিনায়ক- সৈয়দ নজরুল ইসলাম।
৬. মুজিব নগরের পূর্বনাম- ভবেরপাড়া, বৈদ্যনাথ তলা।
৭. মুজিবনগর সরকারের ঘোষণা পত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী
৮. আত্মসমর্পণ অনুষ্ঠানে মিত্র বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন জেনারেল অরোরা ও পাকিস্তানের পক্ষে এ. কে. নিয়াজী।
৯. কে. এম সাহাবুদ্দীন ও আমজাদুল হক কুটনীতিকদ্বয় প্রথম বাংলাদেশের আনুগত্য স্বীকার করেন।
১০. প্রথম স্বাধীন মন্ত্রীসভা গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১।
১১. “এ দেশের মাটি চাই, মানুষ নয়” ইয়াহিয়া খানের উক্তি।
১২. যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয় (৬ ডিসেম্বর ১৯৭১)।
১৩. মুক্তিযুদ্ধের উপর রচিত September on jessore road কবিতাটির রচয়িতা মার্কিন কবি অ্যালেন গিনেসর্বাগ।
১৪. বাংলাদেশ- ভারত যৌথবাহিনী গঠিত হয় ৩ ডিসেম্বর ১৯৭১ সালে।
১৫. শেখ মুজিবকে পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে রাখা হয়।
১৬. সর্ব কনিষ্ট খেতাবধারী মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম (টাঙ্গাইল)।
১৭. বিদেশী বীর প্রতীক ডব্লিও এইচ ওয়াডারল্যান্ড (নেদারল্যান্ডস)।
১৮. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল ও শেষ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর।
১৯. মেজর জিয়া ১ নং সেক্টরের কমান্ডার ছিলেন।
২০. যুদ্ধের সময় সাবাদেশে ১১টি সেক্টর ছিল।
২১. ঢাকা ২নং সেক্টরের অধীনে ছিল
২২. ১০ নং সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিল না।
২৩. প্রবাসী সরকার স্থাপিত ১০ এপ্রিল ও শপথ গ্রহণ ১৭ এপ্রিল ১৯৭১।
২৪. অস্থায়ী সচিবালয় মুজিবনগর ও ক্যাম্প অফিস ৮ থিয়েটার রোড, কলকাতা।
২৫. প্রামান্যচিত্র ‘স্টপ জেনোসাইট’ ও “এ স্টেট ইজ বর্ণ” এর নির্মাতা জহির রায়াহান।
২৬. বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল- শহীদ ৮ এপ্রিল ৭১, বাড়ী- ভোলা।
২৭. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আঃ রব- শহীদ ২০ এপ্রিল ৭১, বাড়ী- ফরিদপুর।
২৮. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফনেন্যান্ট মতিউর রহমান- শহীদ ২০ আগস্ট ৭১, বাড়ী নরসিংদী।
২৯. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ- শহীদ ৫ সেপ্টেম্বর ৭১, বাড়ী- নড়াইল।
৩০. বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান- শহীদ ২৮ অক্টোবর ৭১, বাড়ী-ঝিনাইদহ।
৩১. বীরশ্রেষ্ঠ ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমী-শহীদ ১০ ডিসেম্বর ৭১, বাড়ী- নোয়াখালী।
৩২. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর- শহীদ ১৪ ডিসেম্বর ৭১, বাড়ী- বরিশাল।
৩৩. ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
৩৪. আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন এ, কে. খন্দকার।
৩৫. তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।
৩৬. বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত মনোরঞ্জন ধর (জাপানে নিযুক্ত)।
৩৭. ১৯৬৬ সালে ছয় দফা ঘোষণা করা হয়।
৩৮. ১৯৪৭ সালে গঠিত তমদ্দুন মজলিশ প্রথম রাষ্ট্রভাষার দাবীতে আন্দোলন গড়ে তোলে।
৩৯. বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় ১৯৫৬ সালে।
৪০. ২০০১ সালে ১৮৮ টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
৪১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দেয়।
৪২. ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
৪৩. ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
৪৪. মো. আলী জিন্নাহ প্রথম রেসকোর্স ময়দানে ঘোষণা করেন “উদুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা”।
৪৫. ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
৪৬. পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর ১৯৭০ সালে।
৪৭. পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় ৭ অক্টোবর ১৯৫৮ সালে।
৪৮. ১ ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন সর্বদলীয় রাষ্ট্রভষা সংগ্রাম কমিটি, ৩০ জানুয়ারি, ১৯৫২ এর এক জনসভায়।
৪৯. প্রথম শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউরের পিতা।
নিজে নিজে চেষ্টা করিঃ
১. শেখ মুজিবুর রহমান করাচীর কোন কারাগারে বন্দী ছিলেন?
২. মুজিবনগরের পূর্বনাম কি ছিলো?
৩. মুক্তিযুদ্ধে কয়টি সাবসেক্টর ছিল?
৪. কোন সেক্টর কমান্ডার কোন খেতাব পাননি?
৫. বীরশ্রেষ্ঠ মতিউরের ছিনতাইকৃত বিমানের নাম কি?
৬. মুক্তিবাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ কে ছিলেন?
৭. ‘এখনও অনেক রাত’ চলচ্চিত্রের পরিচালক কে?
৮. ‘A Golden Age’ গ্রন্থের লেখক কে?
৯. মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের বর্হিবিশ্বের বিশেষ দূত কে ছিলেন?
১০. ভাষাভাষী জনগোষ্ঠীর দিক হতে কোনটি পাকিস্তানের দ্বিতীয় ভাষা ছিল?
১১. পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল?
১২. ‘আওয়ামী মুসলিম লীগ’ শুধু ‘আওয়ামী লীগে’ পরিণত হয় কবে?
১৩. ২১ শে ফেব্রুয়ারীতে কার নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গকরা হয়?
১৪. আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সংগীত গৃহীত হয় কবে?
১৫. প্রথম শহীদমিনার উদ্বোধন করেন কে?
১৬. একুশে ফেব্রুয়ারীর বাংলা তারিখ কত?
১৭. একুশের প্রথম কবিতার কবি কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
১৮. পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন?
১৯. বীর শ্রেষ্ঠ মতিউরের দেহাবশেষ কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
২০. বীর শ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
২১. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু উপাধি কবে দেয়া হয়?
২২. পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন?
২৩. ২১ দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবী কোনটি?
২৪. বাংলাদেশ সফরকারী প্রথম সরকার প্রধান কে?
২৫. মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে?
২৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাট হতে কোথায় স্থানান্তর করা হয়?
২৭. ‘The liberation of Bangladesh’ গ্রন্থের লেখক কে?
২৮. মুক্তিযুদ্ধের প্রথম ৮টি ডাকটিকিটের নকশা করেন কে?
২৯. এ পর্যন্ত মোট কতবার মুক্তিযোদ্ধ তালিকা প্রস্তুত করা হয়েছে?
৩০. উর্দু কোন ভাষার শব্দ এবং অর্থ কি?
0 Comments:
Post a Comment