আগুনমুখোঃ পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাইশদিয়ার উত্তরে ৫টি নদীর মোহনাকে আগুন মুখো বলে।
ত্রিশালঃ ময়মনসিংহ জেলায়। নজরুল পড়াশুনা করতেন।
কুতুবদিয়াঃ কক্সবাজারে। বঙ্গোপসাগরের দ্বীপ। বাতি ঘর আছে।
কুয়াকাটাঃ পটুয়াখালী জেলার কুলাউড়া থানার লতাচাপলী ইউনিয়নে, সদুধ্র তটটি দৈর্ঘ্যে ৭ মাইল ও প্রন্থে প্রায় ৩ মাইল।
চাখারঃ বরিশালে, এ. কে. ফজলুল হকের জন্মস্থান।
রামুঃ কক্সবাজারে, রাবার চাষের জন্য বিখ্যাত।
সাগরদাঁড়িঃ যশোরে, মধুসূদন দত্তের জন্মস্থান।
হেমায়েতপুরঃ পাবনা শহর থেকে ৫ মাইল পশ্চিমে দেশের প্রথম মানসিক হাসপাতাল।
নারায়নগঞ্জঃ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত বৃহত্তম নদী বন্দর।
জাফলংঃ বাংলাদেশের মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম হলো জাফলং। এটি দেশের উত্ত-পূর্ব সীমান্ত জেলা সিলেটের ঘোয়াইনঘাট থানার উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত।
জলদিয়াঃ চট্টগ্রামের সমুদ্র উপকূলে অবস্থিত। মৎস্য প্রজনন কেন্দ্র, মেরিন একাডেমি ও নৌ প্রশিক্ষণ কেন্দ্র এখানে অবস্থিত।
নোয়াপাড়াঃ খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত। ভৈরব নদীর তীরে অবস্থিত। রেল স্টেশন ও কাপড়ের কলের জন্য বিখ্যাত।
ডুলাহাজরাঃ কক্সবাজার জেলায় অবস্থিত। এখানে হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে।
মহেশখালিঃ কক্সবাজার জেলার অন্তর্গত। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ। শুটকি মাছ ও মিঠাপানির জন্য বিখ্যাত।
কোটবাড়ীঃ কুমিল্লা জেলায় অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী স্থান। এখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন পাওয়া গিয়াছে। এই স্থানটি শালবন বিহার নামে পরিচিত।
বিলোনিয়াঃ ফেনী জেলার সীমান্ত অঞ্চল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এখানে পাক ও মুক্তিবাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়।
টেকনাফঃ বাংলাদেশের সর্বদক্ষিণের থানা। কক্সবাজার জেলায় অবস্থিত। মাছ ব্যবসার জন্য বিখ্যাত।
সেন্টমার্টিনঃ বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে চুনাপাথর পাওয়া যায়। এর অপর নাম- নারিকেল জিনজিরা।
বানিয়াচংঃ হবিগঞ্জ জেলায় অবস্থিত। এশিয়া মহাদেশের বৃহত্তর গ্রাম।
হবিগঞ্জঃ সিলেট বিভাগের একটি জেলা। খোয়াই নদীর তীরে অবস্থিত।
বেগমগঞ্জঃ নোয়াখালী জেলায় অবস্থিত। ইহা জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম খানা।
পঞ্চগড়ঃ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এবং সর্ব উত্তরের সীমান্ত শহর।
কুতুবদিয়াঃ কক্সবাজার জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। এখানে একটি বাতিঘর আছে।
দহগ্রামঃ লালমনির হাট জেলায় অবস্থিত। পাটগ্রাম ইউনিয়নের একটি গ্রাম। এর আয়তন ৩৫ বর্গমাইল।
পুঠিয়াঃ রাজশাহী জেলায় অবস্থিত। প্রাচীন জমিদার বাড়ীর জন্য বিখ্যাত।
মৌচাকঃ গাজীপুর জেলায় অবস্থিত। স্কাউট প্রশিক্ষণের স্থায়ী কেন্দ্র।
চন্দ্রঘোনাঃ রাঙামাটি জেলায় অবস্থিত। কাগজ কলের জন্য বিখ্যাত।
আশুগঞ্জঃ ব্রাহ্মণবাড়ীয় জেলায় অবস্থিত। সার কারখানার জন্য বিখ্যাত।
ভেড়ামারাঃ কুষ্টিয়া জেরার পদ্মা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত।
পতেঙ্গাঃ চট্টগ্রাম জেলায় অবস্থিত। সমুদ্র সৈকত, বিমান বন্দর ও আবহাওয়া অফিসের জন্য বিখ্যাত। বাংলাদেশ নেভাল একাডেমী এখানে অবস্থিত।
সোমপুর বিহারঃ নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। রাজা ধর্মপাল ৮ম শতকে এটি নির্মাণ করেন। এখানে বৌদ্ধ সভ্যতা ও হিন্দু সভ্যতার নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ নির্দশন।
শালবন বিহারঃ কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত। রাজাধিরাজ ভবদের দ্বারা তৈরি একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
রাজবন বৌদ্ধ বিহারঃ রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। প্রাচীন বৌদ্ধ সভ্যতার ঐতিহ্যবাহী স্থান।
জগদল বিহারঃ নওগাঁ জেলায় অবস্থিত। পাল রাজাদের শাসনামলে নির্মিত একটি বৌদ্ধ বিহার।
সীতাকোটি বিহারঃ দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার।
মহামুনি বিহারঃ চট্টগ্রামের রাউজানে অবস্থিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থস্থান।
আনন্দ বিহারঃ কুমিল্লা জেলার ময়নামতিতে লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি রাজা আনন্দ কর্তৃক নির্মিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
নিজে নিজে চেষ্টা করিঃ
১. রাজশাহী বৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
২. গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কবে যাত্রা শুরু করে?
৩. GSP-এর পূর্ণ অর্থ কি?
৪. বাংলাদেশের একমাত্র শিল্পপার্ক কোথায়?
৫. বাংলাদেশের বৃহত্তম মোটর গাড়ী সংযোজন কেন্দ্রের নাম কি?
৬. বাংলাদেশের অস্ত্র তৈরীর কারখানা কোথায় অবস্থিত?
৭. নর্থবেঙ্গল চিনিকল কোন জেলায় অবস্থিত?
৮. কাফকো কি?
৯. কবে গার্মেন্টস শিল্পে কোটা প্রথা উঠে যায়?
১০. বাংলাদেশে তৈরী পোষাক শিল্পকে শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হয় কবে?
১১. তৈরী পোষাক শিল্পের GDP-তে অবদান কত?
১২. GDP-তে শিল্পের অবদান কত?
১৩. চট্টগ্রামকে বানিজ্যিক রাজধানী কবে ঘোষণা করা হয়?
১৪. এটলাস বাংলাদেশ লিঃ কি ধরনের কারখানা?
১৫. দেশের বৃহত্তম বৈদ্যুতিক সরঞ্জাম তৈরী কারখানা কোনটি?
১৬. মেশিন টুলস কারখানা দেশের কোথায় অবস্থিত?
১৭. সিমেন্ট তৈরীর কাঁচামাল কি?
১৮. বিবিয়ানা গ্যাসফিল্ড কবে আবিস্কৃত হয়?
১৯. বর্তমানে কোন গাছটি পরিবেশের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হচ্ছে?
২০. বাতাস হতে বিদ্যুৎ উপৎপাদন যন্ত্রের নাম কি?
২১. দেশে সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
২২. কবে, কোথায় প্রথম খনিজ অনুসন্ধান কুপ খনন করা হয়?
২৩. বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার কবে শুরু হয়?
২৪. পাহাড়ী মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি?
২৫. দেশের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
২৬. দেশের আম গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
২৭. বাংলাদেশে কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গিয়েছে?
২৮. দেশে কবে এনার্জি রেগুলেটরী কমিশন আইন পাশ হবে?
২৯. ‘শোলাকিয়া’ কোথায় অবস্থিত?
৩০. ‘ময়নামতি’ কোন সভ্যতার নিদর্শন?
0 Comments:
Post a Comment