(a) Who is Valentina Tereshkova? (b) When and where was she born? (c) What was she selected for? (d) What do you know about her space travel? (e) What do you think about her?
Valentina Tereshkova
Valentina Tereshkova is a famous astronaut and living legend. She was born on 6 March 1937 in the village Maslennikovo, Tutayevsky district, in central Russia. At first she was a textile worker in a factory. After the space flight of Yuri Gagarin in 1961, the Soviet Union decided to send a woman in space. Yuri Gagarin was the first human being for space flight. Anyway, Soviet Union selected Tereshkova for that mission on 16 February 1962. She had to undergo a series of training. After the successful launch of a spacecraft, Tereshkova began to prepare for her own flight. On the due date, she completed her communication and life support checks, and then was sealed inside the spacecraft Vostok-6. It was launched faultlessly and Tereshkova oRajshahi Boardited the earth 48 times spending almost three days in space. In 1977, she earned a doctorate in Engineering from Zhukovsky Air Force Academy. Once she turned to politics. During the Soviet era, she became one of the presidium members of the Supreme Soviet. Now she is a member in the lower house of the Russian legislature. On her 70th birthday, Vladimir Putin invited her and she expressed her desire to fly to Mars. She is now old, will die someday but will live for ever as a famous astronaut.
ভ্যালেন্তিনা তেরেসকোভা
ভ্যালেন্তিনা তেরেসকোভা একজন বিখ্যাত নভোচারী ও জীবন্ত কিংবদন্তী। তিনি ৬ মার্চ ১৯৩৭ তারিখে মধ্য রাশিয়ার তুতায়েভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি একটি কারখানার বস্ত্রকর্মী ছিলেন। ১৯৬১ সালে ইউরি গ্যাগারিনের মহাকাশযাত্রার পর সোভিয়েত ইউনিয়ন একজন নারীকে মহাকাশে প্রেরণের সিদ্ধান্ত নেয়। মহাকাশ যাত্রার জন্য ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মানব। যা হোক, ১৯৬২ সালের ১৬ ফেব্র“য়ারি তারিখে সোভিয়েত ইউনিয়ন তেরেসকোভাকে সেই উদ্দেশ্যে নির্বাচিত করে। তাঁকে কিছু ধারাবাহিক প্রশিক্ষণ নিতে হয়েছিল। একটি নভোযানের সফল উড্ডয়নের পর তেরেসকোভা তাঁর নিজ যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। নির্দিষ্ট তারিখে তিনি তাঁর যোগাযোগ ও লাইফ সাপের্ট পরীক্ষা শেষ করে নভোযান ভোস্টক-৬ এ চড়ে বসেন। এটি নির্ভুলভাবে নিক্ষেপ করা হয় এবং মহাশূন্যে প্রায় তিন দিন কাটিয়ে তেরেসকোভা ৪৮ বার পৃথিবী পরিভ্রমণ করেন। ১৯৭৭ সালে তিনি জুকোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে প্রকৌশল বিষয়ে ডক্টোরেট ডিগ্রী লাভ করেন। এক সময় তিনি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। সোভিয়েত আমলে তিনি সুপ্রীম সোভিয়েতের অন্যতম প্রেসিডিয়াম সদস্য হন। বর্তমানে তিনি রুশ আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। তাঁর ৭০ তম জন্মদিনে ভ্লাদিমির পুতিন তাঁকে আমন্ত্রণ জানান এবং তিনি মঙ্গলগ্রহে যাওয়ার অভিপ্রায় প্রকাশ করেন। তিনি এখন বৃদ্ধা, কোনো একদিন মারাও যাবেন, কিন্তু একজন বিখ্যাত নভোচারী হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।
0 Comments:
Post a Comment