'Traffic Education' Paragraph - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

'Traffic Education' Paragraph

(a) What do you mean by traffic education? (b) What does it intend? (c) What is its importance?(d) What are some traffic rules? (e) What should be done to improve traffic education?

Traffic Education
Traffic education means a training on traffic rules and regulations and also on penalties if they are breached. It intends for public awareness of traffic system ensuring their security from unexpected accidents on roads. Traffic education is very important for all in the modern era. It is an age of automobiles and heavy vehicles. If one does not know traffic systems and rules, one will find it difficult to more from one place to another. For the lack of traffic awareness, people suffer from accidents and untimely death. Such losses are irreparable. Traffic rules include some directions indicated by typical marks. Some mark will indicate a way one must not go, some other will direct one to choose a road among several ones, and some others will restrict a driver in speeding up his/ her vehicle. Traffic rules also comprise of some obligations like not being drunk, not using cell-phones and keeping quiet when driving an automobile. The importance of traffic education stresses its worth in academic level. It should have a place in regular curricula. Besides, the mass media should take steps to increase public consciousness. Only then traffic education will find its goal fulfilled i.e. ensuring public safety and secured transport.
'Traffic Education' Paragraph

যান চলাচল সংক্রান্ত শিক্ষা
ট্র্যাফিক শিক্ষা বলতে বোঝায় যান চলাচল সংক্রান্ত আইন ও নিয়মকানুন এবং এগুলো ভঙ্গজনিত শাস্তির ওপর প্রশিক্ষণ। এর উদ্দেশ্য হচ্ছে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে গণসচেতনতা তৈরি যা অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনা থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আধুনিক যুগে সবার জন্যেই ট্র্যাফিক শিক্ষা অতি গুরুত্বপূর্ণ। এটি যান্ত্রিক যানবাহন ও ভারী পরিবহণের যুগ। যদি কেউ ট্র্যাফিক পদ্ধতি ও আইন-কানুন না জানে, তার পক্ষে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কঠিন হবে। ট্রাফিক সচেতনতার অভাবে মানুষ দুর্ঘটনায় পড়ে অকালে মৃত্যুবরণ করে। এমন ক্ষতি অপূরণীয়। ট্র্যাফিক আইনের মধ্যে আছে বিশেষ কিছু চিহ্নের মাধ্যমে নির্দেশনা। এগুলো কোনোটি নির্দেশ করবে এমন একটি পথ যা দিয়ে কারও যাওয়া আইনানুগ নয়, আবার কোনোটি বেশ কয়েকটি রাস্তার মধ্যে একটি বেছে নিতে নির্দেশ দেবে, আবার কিছু চিহ্ন যানের গতি বৃদ্ধি ব্যাপারে চালকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে। ট্র্যাফিক আইনের মধ্যে আরও কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেমন- মদ পান করে, সেল ফোন ব্যবহার করা অবস্থায় কিংবা কথা বলা অবস্থায় পাড়ি না চালানো। ট্র্যাফিক শিক্ষার গুরুত্ব এতোই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পর্যায়ে এর মূল্য বোধগম্য হয়। নিয়মিত পাঠক্রমে এর স্থান থাকা উচিত। পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। কেবল তখনই ট্র্যাফিক শিক্ষার লক্ষ্য অর্থাৎ জন নিরাপত্তা ও নিরাপদ পরিবহণ নিশ্চিতকরণের লক্ষ্য অর্জিত হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here