(a) Who is known as Bangabandhu? (b) What do you know of his student life? (c) How did he contribute to the language movement? (d) What were his activities for the Awami League? (e) How did the liberation war occur?
Bangabandhu Sheikh Mujibur Rahman
Sheikh Mujibur Rahman, known as Bangabandhu, is the 'Greatest Bengali of All Time'. He was born in a respectable Muslim family on 17 March, 1920, at Tungipara village under the Gopalganj district. He started his student life at Gimadanga Primary School at the age of seven. He passed the entrance examination from this school and got admitted to the Kolkata Islamia College. Then he took admission into Dhaka University and founded the Muslim Students League. He was one of the front-line leaders of the Language Movement and was arrested on March 11, 1948. In 1970, he was re-elected President of Awami League. Under his leadership, Awami League took part in the General Election of 1970 and gained absolute majority. On March 7, Bangabandhu Sheikh Mujibur Rahman addressed a mammoth public rally at the Race Course ground. On the fierce night of March 25, the Pakistani Army cracked down on the innocent unarmed Bangalees, and arrested Sheikh Mujib. All the Bangalees, jumped into a bloody battle against the occupation forces. On December 16, 1971, Bangladesh became a free nation and Bangabandhu was freed from the Pakistani jail on January 8, 1972 and returned to his beloved country on January 10. It is a matter of regret that, Bangabandhu, the founding father of the nation, was killed by a group of wayward army officers.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু হিসেবে পরিচিত শেখ মুজিবুর রহমান সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে একটি সম্ভান্ত মুসলিম পরিবারে তিনি জš§গ্রহণ করেন। তিনি সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রজীবন শুরু করেন। তিনি এই বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন এবং কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং মুসলিম ছাত্রলীগ গঠন করেন। তিনি ভাষা আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন এবং ১৯৪৮ সালের ১১ মার্চ গ্রেপ্তার হন। ১৯৭০ সালে তিনি পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে অংশ নেয় এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের বিশাল জনসভায় বক্তৃতা প্রদান করেন। ২৫ শে মার্চের হিংস্র রাতে, পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং শেখ মুজিবকে গ্রেফতার করে। সকল বাঙালি রক্তাক্ত যুদ্ধে ঝাপিয়ে পড়ে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং ১৯৭২ সালের জানুয়ারি মাসের ৮ তারিখে বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে মুক্তি লাভ করেন এবং জানুয়ারি মাসের ১০ তারিখে প্রিয় ভূমিতে ফিরে আসেন। এটা পরিতাপের বিষয় যে কিছু বিপৎগামী সেনা কর্মকর্তা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে।
Good
ReplyDelete