এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ১ম পত্র
৮ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Physics 1st Paper pdf download
Chapter-08
Srijonshil
Question and Answer
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. পর্যাবৃত্ত কী?
উত্তর: যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে অথবা একই স্থান দিয়ে নির্দিষ্ট সময় অন্তর অতিক্রম করে তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে।
প্রশ্ন-২. কৌণিক কম্পাঙ্ক কাকে বলে?
উত্তর: সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোনো কণা একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক কম্পাঙ্ক বলে।
প্রশ্ন-৩. সরল দোলকের প্রথম সূত্র (সমকাল সূত্র) বিবৃত কর।
উত্তর: কোনো এক স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি সরল দোলকের বিস্তার 4° এর মধ্যে থাকলে তার প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে।
প্রশ্ন-৪. সরল দোলকের দ্বিতীয় সূত্র (দৈর্ঘ্যর সূত্র) বিবৃত কর।
উত্তর: বিস্তার 4° এর মধ্যে থাকলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।
প্রশ্ন-৫. সরল দোলকের চতুর্থ সূত্র (ভরের সূত্র) বিবৃত কর।
উত্তর: বিস্তার 4° এর মধ্যে এবং কার্যকর দৈর্ঘ্য স্থির থাকলে কোনো স্থানে সরল দোলকের দোলনকাল দোলকপিন্ডের ভর, আকৃতি বা উপাদানের উপর নির্ভর করে না।
প্রশ্ন-৬. পূর্ণ দোলন কী?
উত্তর: সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই নিয়মে একটি নির্দিষ্ট পথে আবার ঐ বিন্দুতে ফিরে এলে তাকে পূর্ণ দোলন বলে।
প্রশ্ন-৭. সরল দোলকের ঝুলন বিন্দু কী?
উত্তর: যে বিন্দু হতে সুতার সাহায্যে ববকে ঝুলানো হয় তাকে ঝুলন বিন্দু বা নিলম্বন বিন্দু বলে।
প্রশ্ন-৮. বেগ কাকে বলে?
উত্তর: সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১. স্প্রিং-এর দৈর্ঘ্য কেটে ছোট করে দিলে স্প্রিং-এর বল ধ্রুবকের কী পরিবর্তন হবে?
উত্তর: স্প্রিং-এর ক্ষেত্রে F = -kx সমীকরণের x হলো প্রসারণ। স্প্রিং কেটে ছোট করে দিলে, একই বল প্রয়োগে স্প্রিং পূর্বাপেক্ষা কম প্রসারিত হয় ফলে k এর মান বৃদ্ধি পায়। অর্থাৎ স্প্রিং-এর বল ধ্রুবক পরিবর্তিত হবে এবং এক্ষেত্রে মান বেড়ে যায়।
প্রশ্ন-২. বিলিয়ার্ড বোর্ডের উপর বিলিয়ার্ড বলে যাতায়াত সরল দোলগতি নয় কেন?
উত্তর: বিলিয়ার্ড বলটির সঙ্গে টেবিলের ধারের স্থিতিস্থাপক সংঘাত হলে বিলিয়ার্ড বলটি এপাশ-ওপাশ যাতায়াত শুরু করে। এটি একটি পর্যাবৃত্ত নয়। কিন্তু কোনো বস্তুর গতি পর্যাবৃত্ত হলেই দোলগতি হয় না। বিলিয়ার্ড বলটি পুনঃপুন প্রতিক্ষিপ্ত হয়ে সরলরেখা বরাবর এপাশ-ওপাশ যাতায়াত করলেও সরল দোলগতির শর্ত পূরণ করছে না। কারণ, টেবিল মসৃণ হওয়ায় গতিপথের কোথাও বিলিয়ার্ড বলের কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না। কেবলমাত্র টেবিলের ধারে সংঘাতের সময় তার ত্বরণ সৃষ্টি হয়। এজন্যই বিলিয়ার্ড বলের এরূপ যাতায়াত সরল দোলগতি নয়।
প্রশ্ন-৩. বৈদ্যুতিক পাখার গতি পর্যাবৃত্ত গতি কেন?
উত্তর: বৈদ্যুতিক পাখা ঘূর্ণনের সময় এর গতিপথে একই দিক বরাবর নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে চলে। কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। সুতরাং বৈদ্যুতিক পাখার গতি একটি পর্যাবৃত্ত গতি।
প্রশ্ন-৪. কেঁচোর চলার গতি কী ধরনের গতি - ব্যাখ্যা কর।
উত্তর: কেঁচো যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তার শরীরটা কিছু অংশ সংকুচিত এবং কিছু অংশ প্রসারিত হয়। কেঁচোর শরীরের এই সংকোচন ও প্রসারণ কেঁচোর গতির সমান্তরালে সংঘটিত হয়। তরঙ্গ প্রবাহের অভিমুখের সমান্তরালে যদি মাধ্যমের কণাগুলো অগ্র-পশ্চাৎ কাঁপতে থাকে তবে সেই তরঙ্গকে লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। সুতরাং কেঁচোর চলার গতিটি এক ধরনের লম্বিক তরঙ্গগতি।
প্রশ্ন-৫. বিকৃতির একক নেই কেন?
উত্তর : বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন সাধিত হয় তাকে ঐ বস্তুর বিকৃতি বলে।
বিকৃতি = (বস্তুর মাত্রার পরিবর্তন/বস্তুর আদিমাত্রা)
বিকৃতি একই জাতীয় দুইটি রাশির অনুপাত বলে এর কোনো একক নেই।
প্রশ্ন-৬. অগ্রগামী তরঙ্গের ৪টি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : অগ্রগামী তরঙ্গের ৪টি বৈশিষ্ট্য:
i. অগ্রগামী তরঙ্গ মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। এক বিশেষ গতিবেগে ইহা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়।
ii. মাধ্যমের কণাগুলো সাম্যাবস্থানের সাপেক্ষে একই কম্পাঙ্ক ও বিস্তারে কম্পিত হয়। তরঙ্গ গতির অভিমুখের সাপেক্ষে এ কম্পন আড় অথবা অনুদৈর্ঘ্য হতে পারে।
iii. অগ্রগামী তরঙ্গের প্রবাহে মাধ্যমের চাপ ও ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না।
iv. কণার কম্পনের দশা, তরঙ্গের বিস্তার রেখা বরাবর পরবর্তী কণাতে স্থানান্তরিত হয় এবং এ রেখা বরাবর দুইটি কণার দশা পার্থক্য তাদের দূরত্বের সমানুপাতিক।
0 Comments:
Post a Comment