এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ১ম পত্র
৩য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Physics 1st Paper pdf download
Chapter-03
Srijonshil
Question and Answer
ক নং প্রশ্ন (জ্ঞানমূলক)
প্রশ্ন-১. একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তর: যে বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা হয় তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।
প্রশ্ন-২. দ্বি-মাত্রিক বস্তুর সংজ্ঞা দাও।
উত্তর: কোনো একটি বস্তুর বিভিন্ন কণার অবস্থান দুটি স্থানাঙ্ক থাকলে দ্বিমাত্রিক বস্তু বলে।
প্রশ্ন-৩. ত্রিমাত্রিক বস্তুর সংজ্ঞা দাও।
উত্তর: কোনো একটি বস্তুর বিভিন্ন কণা এই কাঠামোর অবস্থান করলে বস্তুটিকে ত্রিমাত্রিক বস্তু বলে।
প্রশ্ন-৪. পরম গতি কাকে বলে?
উত্তর: প্রসঙ্গ বস্তুটি যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে অন্যকোনো বস্তু গতিশীল থাকলে তাকে পরম গতি বলে।
প্রশ্ন-৫. অপেক্ষক কাকে বলে?
উত্তর: যদি একটি রাশি অন্য একটি রাশির উপর নির্ভর করে, তাহলে গণিতের ভাষায় ঐ নির্ভরশীল রাশিটি অপরটির অপেক্ষক বলে।
প্রশ্ন-৬. সুষম বৃত্তীয় গতি কাকে বলে?
উত্তর: বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে।
প্রশ্ন-৭. পর্যাবৃত্ত ত্বরণ কাকে বলে?
উত্তর: যে ত্বরণ সব সময় একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয় এবং নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক হয় তাকে পর্যায়বৃত্ত ত্বরণ বলে।
প্রশ্ন-৮. বস্তু কী?
উত্তর: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে।
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১: পরম স্থিতি ও পরম গতি অস্তিত্বহীন কেন?
উত্তর: নিশ্চল কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তার স্থিতিকে পরম স্থিতি এবং সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে তার গতিকে পরম গতি বলে। মহাবিশ্বের সব বস্তুই একটির সাপেক্ষে অন্যটি গতিশীল। তাই বাসত্মবে সম্পূর্ণ নিশ্চল প্রসঙ্গ কাঠামো পাওয়া যায় না। সুতরাং বলা যায়, পরম স্থিতি ও পরম গতি অস্তিত্বহীন।
প্রশ্ন-২. সমবেগ সম্পন্ন কণার দ্রুতি অসম হতে পারে না কেন?
উত্তর: বেগ একটি ভেক্টর রাশি, যার মান ও দিক দুই-ই আছে। তাই বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকলে বলা যায় কণাটি সমবেগ সম্পন্ন। দ্রুতি একটি স্কেলার রাশি, যার শুধু মান আছে। ফলে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে দ্রুতির মানও অপরিবর্তিত থাকবে। তাই সমবেগ সম্পন্ন কণার দ্রুতি অসম হতে পারে না।
প্রশ্ন-৩. কোনো গতিশীল কণার ত্বরণ থাকলেও তার বেগের মান ধ্রুব হতে পারে কেন?
উত্তর: কোনো গতিশীল কণার ত্বরণ থাকলেও তার বেগের মান ধ্রুব হতে পারে। কণাটির ত্বরণ যদি সবসময় তার বেগের লম্বদিকে ক্রিয়াশীল হয় তবে তার বেগের মান পরিবর্তিত হবে না। ঐ ত্বরণ কেবল বেগের দিক পরিবর্তন করে দেয়। যেমন বৃত্তাকার পথে গতিশীল কণার সর্বদা কেন্দ্রবিমুখী ত্বরণ থাকে, কিন্তু তার বেগের মান ধ্রুব থাকে।
প্রশ্ন-৪. গুলির বেগ দ্বিগুণ হলে গুলি চারগুণ দূরে গিয়ে পড়ে কেন?
উত্তর: নিক্ষিপ্ত বস্তুর পাল্লা R এর সমীকরণটি হচ্ছে নিম্নরূপ-
R = eq \f(v02,g) sin2q
সর্বোচ্চ পাল্লা, Rmax = eq \f(v02,g) sin(2×45°) = eq \f(v02,g) sin90° = eq \f(v02,g)
এখন, লক্ষণীয় যে, কোনো নির্দিষ্ট স্থানে g ধ্রুব সংখ্যা।
\ Rmax µ v02
অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর পাল্লা আদিগতির বর্গের সমানুপাতিক। এজন্যই গুলির বেগ দ্বিগুণ করা হলে গুলি চারগুণ দূরে গিয়ে পড়ে।
প্রশ্ন-৫. পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায় কেন?
উত্তর: মনে করি, বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার পর্যায়কাল T এবং T সময়ে বস্তুটি 2π দূরত্ব অতিক্রম করে।
আমরা জানি, কৌণিক বেগ = বয় \ভ(কৌণিক দূরত্ব,সময়)
বা, w = eq \f(2π,T)
বা, w µ eq \f(1,T) [∴ 2π ধ্রুবক]
অর্থাৎ কৌণিক বেগ পর্যায়কালের ব্যস্তানুপাতিক। ফলে পর্যায়কাল বৃদ্ধি পেলে কৌণিক বেগ হ্রাস পায়।
প্রশ্ন-৬. খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা, H এবং বিচরণকাল, T এর মাঝে সম্পর্ক নির্ণয় কর।
উত্তর : কোনো বস্তু u আদিবেগে খাড়াভাবে নিক্ষিপ্ত হলে,
সর্বোচ্চ উচ্চতা, H = eq \f(u2,2g) .............(i)
বিচরণকাল, T = eq \f(2u,g)
বা, T2 = eq \f(4u2,g2) ................(ii)
(i) কে (ii) দ্বারা ভাগ করে, eq \f(H,T2) = eq \f(u2,2g) × eq \f(g2,4u2)
বা, eq \f(H,T2) = eq \f(g,8) = ধ্রুবক
বা, H µ T2; অর্থাৎ, সর্বোচ্চ উচ্চতা বিচরণকালের বর্গের সমানুপাতিক।
একাদশ-দ্বাদশ শ্রেণি
পদার্থবিজ্ঞান ১ম পত্র
অধ্যায় -৩ (গতিবিদ্যা)
আরো পড়ুনঃ
পদার্থবিজ্ঞান ১ম পত্র অধ্যায়-৩ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
0 Comments:
Post a Comment