এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Accounting 1st Paper MCQ and Srijonshil question and answer pdf download.
নবম অধ্যায়
HSC Accounting 1st Paper
MCQ and Srijonshil
Question and Answer pdf download
অধ্যায়-০৯: আর্থিক বিবরণী
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১। প্রারম্ভিক মজুদ বেশি দেখালে কোনটি বেশি দেখানো হবে ?
ক. সম্পত্তি
খ. বিক্রীত পণ্যের ব্যয়✓
গ. নিট আয়
ঘ. মালিকানা স্বত্ব
২। অদৃশ্যমান সম্পত্তি ও ভূয়া সম্পত্তির মধ্যে পার্থক্য কী ?
ক. ভূয়া সম্পত্তির বিক্রয়মূল্য থাকে না✓
খ. অদৃশ্যমান সম্পত্তির বিক্রয় হয় না
গ. এদের মধ্যে কোনো পার্থক্য নাই
ঘ. এরা একটি অন্যটির পরিপূরক
৩। নিচের কোনটির সর্বাধিক শুদ্ধ চলতি সম্পদের ক্রম ?
ক. নগদ, প্রাপ্য হিসাব, ব্যাংক, মজুদ
খ. ব্যাংক, নগদ, মজুদ, প্রাপ্য হিসাব
গ. মজুদ, ব্যাংক, নগদ, প্রাপ্য হিসাব
ঘ. নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, মজুদ✓
৪। রপ্তানি শুল্ক ব্যবসায়ের কী ?
ক. পরোক্ষ পরিচালন ব্যয়✓
খ. পরিচালন ব্যয়
গ. প্রত্যক্ষ আয়
ঘ. অপরিচালন ব্যয়
৫। ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা ?
ক. ৫,৪৭৫
খ. ৫,১৭৫
গ. ৪,৫০০✓
ঘ. ৪,০০০
৬। ব্যবস্থাপকের কমিশন ধার্যের পূর্ববর্তী নিট লাভ ১,১০,০০০ টাকা এবং ব্যবস্থাপককে তার কমিশন ধার্যের পরবর্তী নিট লাভের ওপর ১০% কমিশন প্রদান করা হলে কারবারের নিট লাভ কত ?
ক. ১,০৯,০০০ টাকা
খ. ১,০৮,০০০ টাকা
গ. ১,০২,০০০ টাকা
ঘ. ১,০০,০০০ টাকা✓
৭। জনাব জাকিয়ার ব্যবসায় প্রতিষ্ঠানে ২০১২ সালের ১ জানুয়ারি তারিখের মূলধন ৪০,০০০ টাকা, নিট মুনাফা ১০,০০০ টাকা, আয়কর ৪,০০০ টাকা, উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ৮,০০০ টাকা হলে মালিকানা স্বত্তে¡র সমাপনী উদ্বৃত্ত কত ?
ক. ৬৮,০০০
খ. ৪৮,০০০
গ. ৪৯,০০০✓
ঘ. ৫৫,০০০
৮। ক্রয় ফেরত কী ?
ক. আয়
খ. দায়
গ. খরচ
ঘ. বিপরীত খরচ✓
৯। যে সকল চলতি সম্পদ তিন মাসের মধ্যে নগদে রূপান্তর হবে তাকে কী বলে ?
ক. নগদ সম্পদ
খ. পরিচলন সম্পদ
গ. অদৃশ্য সম্পদ
ঘ. নগদ সমপর্যায়ের সম্পদ✓
১০। যে খরচসমূহে ব্যবসায় পরিচালনার সহিত প্রধানত সম্পৃক্ত তাকে কী বলে ?
ক. প্রশাসনিক খরচ
খ. অপ্রশাসনিক খরচ
গ. বিক্রয় খরচ
ঘ. পরিচালন খরচ✓
১১। বিলম্বিত খরচ কোথায় দেখানো হয় ?
ক. আর্থিক বিবরণীর সম্পত্তির দিকে✓
খ. আর্থিক বিবরণীর দায়ের দিকে
গ. বিশদ আয় বিবরণীতে
ঘ. মালিকানা স্বত্ব বিবরণীতে
১২। পরিচালনা সংক্রান্ত পরোক্ষ ব্যয় কোনটি ?
ক. জাহাজ ভাড়া
খ. ডক চার্জ
গ. আমাদানি শুল্ক
ঘ. বিজ্ঞাপন✓
১৩। কারবারের কমিশন পূর্ববর্তী নিট লাভ ৪০,০০০ টাকা। ম্যানেজার কমিশন পরবর্তী নিট লাভের ওপর ৫% কমিশন পাবে। কমিশনের পরিমাণ কত ?
ক. ১,৯০৫ টাকা✓
খ. ২,০০০ টাকা
গ. ২,১০৫ টাকা
ঘ. ২,২০০ টাকা
১৪। ব্যবসায়ের ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাব কাল শেষে কী প্রস্তুত করা হয় ?
ক. আর্থিক বিবরণী✓
খ. বিশদ আয় বিবরণী
গ. আয়-ব্যয় হিসাব
ঘ. বৈষয়িক বিবৃতি
১৫। রেওয়ামিলে প্রদত্ত ভাড়া ১৮,০০০ টাকা (১/২ অংশ পরিশোধিত) বকেয়া ভাড়া কত ?
ক. ৬,০০০ টাকা
খ. ৯,০০০ টাকা✓
গ. ৮,০০০ টাকা
ঘ. ১২,০০০ টাকা
১৬। জনাব আতাউর ধারে ৪০,০০০ টাকার পণ্য বিক্রি করে। বিক্রয়ের ওপর ১৫% ভ্যাট ধার্য করা হলে তার দেনাদারের পরিমাণ কত ?
ক. ৬,০০০ টাকা
খ. ৩৪,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ৪৬,০০০ টাকা✓
১৭। বিক্রীত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২০% মুনাফা হলে বিক্রয়ের পরিমান কত হবে ?
ক. ১২,৮০০
খ. ১৮,৬৬৭
গ. ১৯,২০০✓
ঘ. ২০,০০০
১৮। ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ৬০,০০০ টাকা। বকেয়া বেতনের পরিমাণ কত ?
ক. ১০,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা✓
গ. ১২,৫০০ টাকা
ঘ. ১৫,০০০ টাকা
১৯। কোন পেশা বা বৃত্তি শিক্ষা দেয়ার বিনিময়ে ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থ গ্রহন করে তাকে কী বলে ?
ক. বৃত্তিমূলক আয়
খ. শিক্ষানবিশ ভাতা
গ. পরিচালন আয়
ঘ. শিক্ষানবিশ সেলামি✓
২০। বিক্রয়মূল্য থেকে বিক্রীত পণ্যের ব্যয় বেশি হলে কী হয় ?
ক. মোট ক্ষতি✓
খ. মোট লাভ
গ. নিট লাভ
ঘ. নিট লাভ
২১। বিক্রীত পণ্যের ব্যয়=?
i. প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় + প্রত্যক্ষ খরচ - সমাপনী মজুদ
ii. সমন্বিত ক্রয় + প্রত্যক্ষ খরচ
iii. বিট বিক্রয়-মোট লাভ
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✓
২২। অপরিচালন আয় হচ্ছে-
i. বাট্টা প্রাপ্তি
ii. শিক্ষানবিশ সেলামি
iii. উপভাড়া
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✓
(ঘ) i, ii ও iii
২৩। অগ্রিম প্রদত্ত ভাড়ার ২,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হলে-
i. নিট আয় ২,০০০ টাকা কমবে
ii. ইকুইটি ২,০০০ টাকা কমবে
iii. চলতি সম্পত্তি ২,০০০ টাকা কমবে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✓
২৪। প্রারম্ভিক জের অন্তর্ভূক্ত থাকে-
i. সমাপনী হাতে নগদের মধ্যে
ii. সমাপনী ব্যাংক জমার মধ্যে
iii. সমাপনী মজুদ পণ্যের মধ্যে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii✓
২৫। আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে-
i. আর্থিক ফলাফলের
ii. আর্থিক অবস্থার
iii. নগদ প্রবাহের
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✓
►নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। সংশ্লিষ্ট বছরে ধারে বিক্রয় ১,০০,০০০ টাকা। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত ছিল ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবের ওপর ৫% কুঝণ সঞ্চিতি ধরতে হবে।
২৬। সমপানী প্রাপ্য হিসাব কত ?
ক. ২,২০,০০০ টাকা
খ. ২,১৮,০০০ টাকা
গ. ২,০৭,১০০ টাকা✓
ঘ. ২,০১,১০০ টাকা
২৭। আয় বিরণীতে কত টাকা দেখাতে হবে ?
ক. ৬,৯০০✓
খ. ১০,৯০০
গ. ১২,৯০০
ঘ. ১৮,৯০০
►নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব সাব্বিরের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, উত্তোলন ১০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,৫০,০০০ টাকা এবং বিক্রয় ২,৫০,০০০ টাকা। এ বছরে তার নিট লাভ হয়েছে ৬০,০০০ টাকা।
২৮। জনাব সাবিবরের ব্যবসায়ের মালিকানা স্বত্বর পরিমাণ কত ?
ক. ১,৫০,০০০ টাকা
খ. ১,৮০,০০০ টাকা
গ. ২,০০,০০০✓
ঘ. ২,১০,০০০ টাকা
২৯। বিক্রীত পণ্যের ব্যয় ১০% কম হলে ব্যবসায়ের আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে-
i. নিট লাভ বৃদ্ধি পাবে
ii. নিট লাভ হ্রাস পাবে
iii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii
(খ) i ও iii✓
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাকিনের ২০১৫ সালের মোট আয় ৫০,০০০ টাকা। এ বছরের প্রশাসনিক খরচ ১৫,০০০ টাকা, বিক্রয় খরচ ৫,০০০ টাকা এবং সুদ আয় ২,০০০ টাকা।
৩০। জনাব রাকিনের ২০১৫ সালের নিট আয় কত ?
ক. ৩০,০০০ টাকা
খ. ৩২,০০০ টাকা✓
গ. ৩৫,০০০ টাকা
ঘ. ৩৭,০০০ টাকা
৩১। যদি জনাব রাকিন মোট আয় স্থির রেখে নিট আয় বৃদ্ধি করতে চায়, তবে-
i. প্রশাসনিক খরচ কমাতে হবে
ii. বিক্রয় খরচ হ্রাস করতে হবে
iii. বিক্রয় বৃদ্ধি কমাতে হবে
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii✓
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে তনু ব্রাদার্স - এর হিসাবের বই থেকে নিন্মোক্ত রেওয়ামিলটি প্রস্তুত করা হয়েছে: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০২২]
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৯ | সৃজনশীল প্রশ্ন: ০২
তমা কোম্পানির খতিয়ান হিসাবের উদ্ধৃত্ত থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিচের রেওয়ামিলটি প্রস্তুত করা হয়েছে: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০২২]
তমা কোম্পানি
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৭
হিসাবের নাম
|
ডেবিট টাকা
|
হিসাবের নাম
|
ক্রেডিট টাকা
|
নগদ তহবিল
বাড়িভাড়া (১০ মাসের)
বেতন (৯ মাসের)
প্রারম্ভিক মজুত
পণ্য ক্রয়
মজুরি
চালান কারবারে পণ্য প্রেরণ
দালানকোঠা
১২% বিনিয়োগ
অফিস সরঞ্জাম
প্রাপ্য হিসাব
অফিস খরচ
|
৩৭,০০০
৩০,০০০
৩৬,০০০
৫৫,০০০
৩,৫৫,০০০
২২,০০০
১০,০০০
২,৯০,০০০
১,২২,০০০
৩১,০০০
৮৫,০০০
২২,০০০
১০,৯৫,০০০
|
পণ্য বিক্রয়
ব্যাংক জমাতিরিক্ত
১০% ব্যাংক ঋণ (১-১-২০১৭)
প্রদেয় হিসাব
মূলধন
|
৫,২০,০০০
৮৫,০০০
১,৮০,০০০
৮৫,০০০
২,২৫,০০০
১০,৯৫,০০০
|
অন্যান্য তথ্যাবলি:
১) সমাপনী মজুত পণ্যের মূল্য ১,০০,০০০ টাকা; এর বর্তমান বাজারমূল্য ১,০৫,০০০ টাকা।
২) ক্যাশিয়ারের নিকট থেকে ৩,৫০০ টাকা ছিনতাই হয়েছে, যা এখনও হিসাবভূক্ত করা হয়নি।
৩) প্রাপ্য হিসাবের ৫% আদায়যোগ্য নয় বলে বিবেচনা করা হয়।
৪) দালানের উপর ১০% হারে এবং অফিস সরঞ্জামের উপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে।
ক. অপরিচালন আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. বছর শেষে তমা কোম্পানির মোট লাভ নির্ণয় কর।
গ. বছর শেষে তমা কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ দেখাও।
উত্তর: ক) অপরিচালন আয় ১৪৭,৬৪০ টাকা এবং অপরিচালন ব্যয় ২১,৫০০ টাকা; খ) মোট লাভ ১,৮৮,০০০ টাকা; গ) মোট সম্পদ ৬,৫১,৩৪০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৯ | সৃজনশীল প্রশ্ন: ০৩
২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোয়ালিটি ট্রেডার্স এর রেওয়ামিল নিম্ন: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]
কোয়ালিটি ট্রেডার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৭
বিবরণ
|
ডেবিট (টাকা)
|
ক্রেডিট (টাকা)
|
অফিস সরঞ্জাম
সাপ্লাইজ
ভাড়া
নগদ তহবিল
মূলধন
অনুপার্জিত সেবা আয়
সেবা আয়
কমিশন আয়
বিজ্ঞাপন
বেতন
পূঞ্জীভূত অবচয়- অফিস সরঞ্জাম
প্রাপ্য হিসাব
|
১,৪০,০০০
৭,০০০
৩৬,০০০
৪৫,০০০
২৪,০০০
৪৮,০০০
৪০,০০০
|
২,০০,০০০
১৫,০০০
৮০,০০০
২০,০০০
২৫,০০০
|
সমন্বয়সমূহ:
৬) সেবা প্রদান করা হয়েছে ১৫,০০০ টাকা যা এখনও পাওয়া যায়নি।
৭) ভাড়া ৩ বছরের জন্য প্রদান করা হয়েছে।
৮) অনুপার্জিত সেবা আয়ের ৩,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
৯) হিসাব কাল শেষে ২,০০০ টাকার সাপ্লাইজ অব্যবহৃত হয়েছে।
ক. মোট সেবা আয় গণনাসহ নির্ণয় কর।
খ. ২০১৭ সালের ৩১ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণী প্রস্তুত কর।
গ. বছরের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক) মোট সেবা আয়ের পরিমাণ ৯৮,০০০ টাকা; খ) নিট মুনাফা ২৯,০০০ টাকা; গ) আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২,৪১,০০০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৯ | সৃজনশীল প্রশ্ন: ০৪
চৌধুরী ট্রেডিং-এর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিম্ন: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]
চৌধুরী ট্রেডিং
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৭
হিসাবের
নাম
|
ডেবিট (টাকা)
|
ক্রেডিট (টাকা)
|
প্রারম্ভিক মজুত পণ্য
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয়
বিক্রয় ফেরত
উত্তোলন ও মূলধন
মজুরি
ক্রয় পরিবহন
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব
বিক্রয় বাট্টা
আসবাবপত্র
বিক্রয় পরিবহন
বেতন (১০ মাস)
|
30,000
1,42,000
5,000
10,000
8,000
10,000
60,000
2,000
1,60,000
5,000
20,000
|
2,10,000
2,00,000
42,000
|
|
|
সমন্বয়সমূহ:
৫) সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৫০,০০০ টাকা যার মধ্যে ৩,৫০০ টাকার বিক্রীত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
৬) মালিক নিজ প্রয়োজনে ৩,০০০ টাকার পণ্য গ্রহন করেছেন যা হিসাবভূক্ত হয়নি।
৭) নিম্নমানের জন্য সরবরাহকারীকে ২,০০০ টাকার পণ্য ফেরত প্রদান করা হয়েছে যা হিসাবভ’ক্ত হয়নি।
ক. নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।
খ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি আয় বিবরণী প্রস্তুত কর।
গ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে মালিকানা স্বত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: ক) নিট ক্রয়ের পরিমাণ ১,৩৭,০০০ টাকা, নিট বিক্রয়ের পরিমাণ ২,০৩,০০০ টাকা; খ) নিট মুনাফা ৩৫,৫০০ টাকা; গ) মালিকানা স্বত্ব (সমাপনী) ২,২২,৫০০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৯ | সৃজনশীল প্রশ্ন: ০৫
প্রীতি টেড্রার্স-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিচে দেওয়া হলো; [ঢা.বো. ২০১৭]
হিসাবের নাম
|
ডেবিট টাকা
|
ক্রেডিট টাকা
|
হাতে
নগদ
|
৩,০০০
|
|
মূলধন
|
|
৬০,০০০
|
বিনিয়োগ
|
৫০,০০০
|
|
প্ররম্ভিক
মজুদ পণ্য
|
২৭,০০০
|
|
ক্রয়
ও বিক্রয়
|
১,৩৬,০০০
|
১,৯৫,০০০
|
বিক্রয়
বাট্টা ও ক্রয় বাট্টা
|
৭,০০০
|
৫,০০০
|
মজুরি ও
বেতন
|
১৩,০০০
|
|
ভাড়া
(১০ মাসের)
|
২৮,০০০
|
|
শিক্ষানবিশ
সেলামী
|
|
৬,০০০
|
শিক্ষানবিশ
ভাতা
|
৫,০০০
|
|
বিজ্ঞাপন
|
১০,০০০
|
|
জলযান
ভাড়া
|
২,০০০
|
|
|
৩,১৪,০০০
|
৩,১৪,০০০
|
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৫৪,০০০ টাকা।
(২) ধারে পণ্য ক্রয় ১২,০০০ ও ধারে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা হিসাবভূক্ত হয়নি।
(৩) প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা।
(৫) ক্রয় ফেরত ৩,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।
করণীয়ঃ- (ক) প্রীতি ট্রেডার্সের নিট বিক্রয় মূল্য নির্ণয় কর।
(খ) মোট মুনাফা ৮৩,০০০ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় কর।
(গ) উপর্যুক্ত তথ্যের আলোকে প্রীতি ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: (ক) নিট বিক্রয়মূল্য ২,০৬,০০০ টাকা, (খ) নিট মুনাফা ৩১,৯০০ টাকা, (গ) মোট সম্পদ ১,৪৫,৫০০ টাকা।
0 Comments:
Post a Comment