এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গণিত সমাধান
সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী: ১৬.১
General Math Guide Srijonshil and MCQ for Class 9-10. SSC General Math Solution MCQ and Srijonshil Question and Answer pdf download.
SSC General Math Solution
Exercise-16.1
পরিমিতি
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
◈ ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা
(1) সমকোণী ত্রিভুজ : মনে করি, ABC সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে BC = a এবং AB = b। BC কে ভূমি এবং AB কে উচ্চতা বিবেচনা করলে,
△ABC এর ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা
= ½ ab
প্রশ্নঃ 2 : 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে?
সমাধান :
মনে করি, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে ওপরের প্রান্ত A থেকে 4 মিটার নিচে B বিন্দুতে নামবে। মইয়ের দৈর্ঘ্য = AC = BD = 20 মি. এবং AB = 4 মি.
∴ BC = (20 - 4) মিটার = 16 মিটার
এখন, সমকোণী ত্রিভুজ BCD এ BC² + CD² = BD²
বা, CD² = BD² - BC²
= (20)² - (16)² = 400 - 256 = 144
∴ CD = 12
দেওয়াল থেকে মইটির গোড়ার দূরত্ব 12 মিটার। (Ans.)
৯ম-১০ম শ্রেণি
সাধারণ গণিত সমাধান
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি।
SSC General Math Solution Download pdf version.
Exercise-16.1
0 Comments:
Post a Comment