SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০১ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ফিন্যান্স ও ব্যাংকিং
প্রথম অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-01
Finance and Banking
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?
[ক] ঊর্ধ্বমুখী
✅ বিপরীত
[গ] নিম্নমুখী
[ঘ] সমানুপাত

২. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো-
i. পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
ii. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
iii. অর্থ বণ্টন-সংক্রান্ত সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী? (সকল বোর্ড ’১৫)
[ক] সাফল্য অর্জন
[খ] সুনাম অর্জন
[গ] সম্পদ অর্জন
✅ মুনাফা অর্জন

৪. অর্থায়ন কী নিয়ে কাজ করে? (সকল বোর্ড ’১৫)
[ক] বিনিময় ব্যবস্থাপনা
✅ তহবিল ব্যবস্থাপনা
[গ] মূলধন ব্যবস্থাপনা
[ঘ] মুনাফা ব্যবস্থাপনা

৫. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত- (সকল বোর্ড ’১৫)
[ক] অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
[খ] পারিবারিক অর্থায়ন
✅ সরকারি অর্থায়ন
[ঘ] আন্তর্জাতিক অর্থায়ন

৬. অর্থায়ন ব্যবস্থার নীতিমালা- (সকল বোর্ড ’১৫(
i. তারল্য বনাম মুনাফা নীতি
ii. উপযুক্ততার নীতি
iii. কারবারে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে। (সকল বোর্ড ’১৫)

৭. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
[ক] সমবায় সংগঠন
[খ] অংশীদার সংগঠন
✅ পাবলিক কোম্পানি
[ঘ] প্রাইভেট কোম্পানি

৮. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে-
[ক] সুদ
[খ] কমিশন
[গ] বোনাস
✅ লভ্যাংশ

অর্থায়নের ধারণা : পৃষ্ঠা - ২

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? (অনুধাবন)
[ক] দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়
[খ] তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
[গ] নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়
✅ ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়

১০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়? (অনুধাবন)
[ক] আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে
[খ] সঠিক পণ্য নির্বাচন করে
✅ অর্থের সদ্ব্যবহার করে
[ঘ] তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে

১১. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ কীভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সমর্থ হয়? (অনুধাবন)
[ক] অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে
✅ বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে
[গ] কাঁচামালের সহজলভ্যতা যাচাই করে
[ঘ] নিজস্ব ও বাহ্যিক মূলধনের উৎস যাচাই করে

১২. কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
[ক] উপযোগিতা
✅ অর্থায়ন
[গ] পরিকল্পনা
[ঘ] নির্দেশনা

১৩. অর্থায়নের নানাবিধ নীতি কী কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] অর্থায়নের গুরুত্ব বোঝাতে
[খ] অর্থের উপযোগিতা বৃদ্ধি করতে
✅ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে
[ঘ] অর্থের সময়মূল্য বিবেচনা করতে

১৪. অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে একজন ব্যবসায়ীকে সহায়তা করে? (অনুধাবন)
[ক] দীর্ঘমেয়াদি পুঁজি বিনিয়োগে উৎসাহিত করে
[খ] অধিক পুঁজি বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে
✅ স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে
[ঘ] সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে

১৫. ব্যবসায়ের মূল চালিকাশক্তি কোনটি? (অনুধাবন)
✅ অর্থায়ন
[খ] বিনিয়োগ
[গ] শিল্পায়ন
[ঘ] আত্মবিশ্বাস

১৬. কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায় তার দিক নির্দেশনা দিয়ে থাকে কোনটি? (অনুধাবন)
[ক] মুনাফা নীতি
✅ অর্থায়ন
[গ] বিক্রয় নীতি
[ঘ] বিনিয়োগ নীতি

১৭. নজরুল সাহেব একজন নতুন ব্যবসায়ী। তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনাদি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় নজরুল সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কিসের প্রয়োজন? (প্রয়োগ)
[ক] স্থায়ী সম্পদ
✅ তহবিল
[গ] বিনিয়োগ
[ঘ] পরিকল্পনা

১৮. পরিকল্পনামাফিক তহবিল সংগ্রহ করতে হয় কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] আমদানি শুল্ক যাতে কম থাকে
✅ উৎপাদন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে
[গ] ব্যয়ের সাথে আয় যাতে জড়িত থাকে
[ঘ] মুনাফা যাতে বেশি বেশি বৃদ্ধি হতে থাকে

১৯. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
✅ অর্থায়ন
[খ] পরিকল্পনা
[গ] বাস্তবায়ন
[ঘ] প্রকল্প

২০. লিয়াকত হোসেন একটি দর্জি দোকান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দোকানটি পরিচালনা করার জন্য তাকে মেশিন, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হবে। এজন্য তাকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে কোন উৎস হতে? (উচ্চতর দক্ষতা)
[ক] স্বল্পমেয়াদি
[খ] দীর্ঘমেয়াদি
[গ] মধ্যমেয়াদি
✅ স্বল্প ও দীর্ঘমেয়াদি

২১. মি. রাশেদ একজন দর্জি দোকানের ব্যবসায়ী। দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হয়। মি. রাশেদ ব্যবসায়ের শুরুতে এসব সামগ্রী ক্রয়ের জন্যে প্রয়োজনীয় তহবিল কোন উৎস থেকে নির্বাহ করেছিলেন? (প্রয়োগ)
[ক] সরকারি
[খ] আর্থিক প্রতিষ্ঠান
✅ নিজস্ব
[ঘ] আন্তর্জাতিক

২২. কোন কোন মাধ্যমে পরিবারে আয়ের সংস্থান হতে পারে? (অনুধাবন)
[ক] ব্যবসায়, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল
[খ] কৃষিকাজ, স্কুলের বেতন, বাজার খরচ
✅ আত্মউদ্যোগ, বাড়িভাড়া, চাকরি
[ঘ] চাকরি, বাজার খরচ, পানি বিল

২৩. নিচের কোনটি পারিবারিক আয়ের অন্যতম উৎস? (প্রয়োগ)
[ক] বিদ্যুৎ বিল
[খ] বাজার খরচ
[গ] বাড়িভাড়া
✅ আত্মউদ্যোগ

২৪. জাহিদ সাহেব চাকরি বাবদ প্রতিমাসে যে টাকা আয় করেন তা দিয়ে তার পরিবারের নিয়মিত খরচগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন। এবার তিনি বেতন পেয়ে বাসার জন্য পূর্বপরিকল্পনা ছাড়াই একটি টেলিভিশন ক্রয় করেন। (উচ্চতর দক্ষতা)
[ক] তিনি অর্থায়নের সঠিক প্রয়োগ করেছেন
✅ তিনি অর্থায়নের ভুল প্রয়োগ করেছেন
[গ] তিনি ঋণ ও মালিকানায় ভারসাম্য রক্ষা করেছেন
[ঘ] তিনি বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন

২৫. পারিবারিক ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া প্রয়োগের কারণ কোনটি? (প্রয়োগ)
[ক] পারিবারিক আয় বৃদ্ধি করা
[খ] পারিবারিক ব্যয় হ্রাস করা
✅ পারিবারিক তহবিলের উৎস নির্ধারণ ও সুষ্ঠু ব্যবহার
[ঘ] পারিবারিক সঞ্চয় বৃদ্ধি

২৬. বাসার জন্য নতুন টেলিভিশন ক্রয়ের অর্থায়নের উপযুক্ত উৎস কোনটি? (প্রয়োগ)
[ক] বেতন
[খ] বাড়িভাড়া
✅ দীর্ঘমেয়াদি ঋণ
[ঘ] বিভিন্ন বিল

২৭. সোহেল বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্যে একটি টেলিভিশন কিনতে ইচ্ছুক। কিন্তু প্রতি মাসে তার নিয়মিত আয় থেকে টেলিভিশন কেনার অর্থ সরবরাহ করা অসম্ভব। এক্ষেত্রে সোহেল কীভাবে এ অর্থের ব্যবস্থা করতে পারেন? (প্রয়োগ)
[ক] লিজিং কোম্পানি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে
[খ] সমবায় সমিতি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে
[গ] বন্ধু-বান্ধব থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
✅ ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে

২৮. সামাজিক প্রতিষ্ঠানে মুনাফার উদ্দেশ্য থাকে না তা সত্তে¡ও প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানে তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রতিষ্ঠানটিকে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে
✅ প্রতিষ্ঠানটিকে টিকে থাকতে বহুবিধ কার্য সম্পাদন করতে
[গ] প্রতিষ্ঠানটিকে মানব কল্যাণের বিভিন্ন খাতে ব্যয় করতে
[ঘ] প্রতিষ্ঠানটিকে পণ্য ক্রয়বিক্রয় সংক্রান্ত কার্যসম্পাদন করতে

২৯. নিচের কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] পরিবার
[খ] বিদ্যালয়
✅ মুদি দোকান
[ঘ] দাতব্য চিকিৎসালয়

৩০. দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? (জ্ঞান)
✅ চলতি মূলধন
[খ] স্থায়ী মূলধন
[গ] নিজস্ব মূলধন
[ঘ] ঋণকৃত অর্থ

৩১. দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? (অনুধাবন)
✅ চলতি মূলধন
[খ] স্থায়ী মূলধন
[গ] নিজস্ব মূলধন
[ঘ] ঋণকৃত অর্থ

৩২. ব্যবসায়ের স্থায়ী খরচ কোনটি? (জ্ঞান)
[ক] পণ্য ক্রয়
[খ] বিদ্যুৎ বিল
✅ রেফ্রিজারেটর ক্রয়
[ঘ] দোকান ভাড়া

৩৩. ব্যবসায়ের স্থায়ী সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অর্থায়ন উৎস কোনটি? (জ্ঞান)
[ক] নিয়মিত আয়
[খ] স্বল্পমেয়াদি ঋণ
✅ দীর্ঘমেয়াদি ঋণ
[ঘ] নগদ তহবিল

৩৪. দীর্ঘমেয়াদি ঋণের ঝুঁকি কম কেন? (অনুধাবন)
[ক] ঋণের সুদের হার কম হয় বলে
[খ] ঋণের অর্থ সময়মতো পরিশোধ করতে হয় না বলে
✅ দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা রয়েছে বলে
[ঘ] দীর্ঘমেয়াদি ঋণ দ্বারা স্থায়ী মূলধন সরবরাহ করা হয় বলে

৩৫. দীর্ঘমেয়াদে অর্থ গ্রহণ করলে ঋণ পরিশোধের ঝুঁকি কিরূপ হয়? (অনুধাবন)
[ক] অত্যধিক
✅ কম
[গ] বেশি
[ঘ] সমপরিমাণ

৩৬. স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনূর কেমিক্যালস বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
✅ শেয়ার বিক্রয়
[খ] ঋণপত্র বিক্রয়
[গ] ব্যাংক ঋণ
[ঘ] অংশীদারদের বিনিয়োগ

৩৭. নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] মুদি দোকানের অর্থায়ন বাটা কোম্পানি থেকে জটিল
[খ] বাটা কোম্পানির অর্থায়ন কোহিনূর কেমিক্যালস অপেক্ষা সহজ
✅ স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অর্থায়ন মুদি দোকান অপেক্ষা জটিল
[ঘ] ছোট প্রতিষ্ঠান অর্থায়নে বড় প্রতিষ্ঠান অপেক্ষা বেশি সুবিধা পায়

৩৮. একটি কোম্পানি মূলত কিসের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে? (অনুধাবন)
✅ শেয়ার বিক্রির মাধ্যমে
[খ] ন্যূনতম চাঁদা সংগ্রহের মাধ্যমে
[গ] বাকিতে পণ্য বিক্রির মাধ্যমে
[ঘ] ব্যক্তিগত সম্পত্তি বিক্রির মাধ্যমে

৩৯. কোম্পানি তার প্রয়োজনীয় মূলধন কীভাবে সংগ্রহ করে? (অনুধাবন)
[ক] প্রাইজবন্ড বিক্রি করে
✅ শেয়ার বিক্রি করে
[গ] মালিকের বিনিয়োগ দ্বারা
[ঘ] সঞ্চয়পত্র বিক্রি করে

৪০. শেয়ারবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? (জ্ঞান)
[ক] কর্মচারীদের সন্তুষ্টি
✅ মুনাফার হার
[গ] প্রারম্ভিক মূলধন
[ঘ] ঝুঁকির পরিমাণ

৪১. দর্জি দোকানের কোন জিনিসটি স্থায়ী মূলধন? (প্রয়োগ)
[ক] কাঁচামাল ক্রয়
[খ] শ্রমিকের মুজরি প্রদান
✅ সেলাই মেশিন
[ঘ] সুতা

৪২. নিচের কোন অর্থায়ন প্রক্রিয়াটি অন্যগুলো থেকে আলাদা? (অনুধাবন)
[ক] পরিবারের অর্থায়ন
[খ] পাড়ার পাঠাগারের অর্থায়ন
[গ] বিদ্যালয়ের অর্থায়ন
✅ দর্জির দোকানের অর্থায়ন

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৩. বর্তমানকালে ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ার কারণ- (অনুধাবন)
i. সমাজ-সভ্যতার ক্রমবিকাশ
ii. বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন
iii. মুনাফার নিশ্চয়তা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার কারণ- (অনুধাবন)
i. সমাজ সভ্যতার ক্রমবিকাশ
ii. বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন
iii. ব্যবসায় বাণিজ্যের পরিধি বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. অর্থায়ন যে সকল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে তা হলো- (অনুধাবন)
i. কীভাবে উৎপাদন করা হবে
ii. কী পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে
iii. কোথায় কীভাবে বিনিয়োগ করা হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. অর্থায়নে তহবিল ব্যবস্থাপনার কাজের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা হবে
ii. কোন পণ্যের বিক্রয় মূল্য কত হবে
iii. কোথায় কীভাবে বিনিয়োগ করা হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. তহবিলের ব্যবহার হয়- (অনুধাবন)
i. মেশিনাদি ক্রয় করতে
ii. কাঁচামাল ক্রয় করতে
iii. শ্রমিকদের মজুরি প্রদান করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে। উৎসগুলো হতে পারে- (প্রয়োগ)
i. ব্যবসায়
ii. আত্মউদ্যোগ
iii. বিভিন্ন বিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. পরিবারে আয়ের সংস্থান হয়- (অনুধাবন)
i. ব্যবসায় করে
ii. চাকরি করে
iii. আত্মউদ্যোগের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয়- (অনুধাবন)
i. দৈনন্দিন বাজার খরচ
ii. স্কুলের বেতন
iii. আসবাবপত্র ক্রয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. অর্থায়নের প্রক্রিয়া হলো- (অনুধাবন)
i. তহবিলের উৎস নির্ধারণ
ii. তহবিলের সুষ্ঠু ব্যবহার
iii. তহবিলের উপযোগিতা নির্ণয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. একটি মুদি দোকানের ক্ষেত্রে স্থায়ী খরচ হলো- (অনুধাবন)
i. দোকানের আয়তন বৃদ্ধি করা
ii. রেফ্রিজারেটর ক্রয় করা
iii. কর্মচারীর বেতন দেয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনায় অর্থায়নের ধারণা সহায়তা করে- (অনুধাবন)
i. পরিকল্পনা অনুযায়ী তহবিলের উৎস নির্ধারণ করতে
ii. তহবিল ব্যবহারের খাত বৃদ্ধি করতে
iii. তহবিলের ব্যবস্থাপনা করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. সোনালি পাবলিক লি. কোম্পানি শেয়ারের মূল্য বৃদ্ধি করে তহবিল গঠন করতে চায়। কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে- (প্রয়োগ)
i. গ্রাহক সেবা
ii. প্রতিষ্ঠানের সুনাম
iii. মুনাফার হার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
জুনায়েদ একজন মুদি দোকানদার। সে সুষ্ঠুভাবে অর্থায়ন করে। মাঝে মধ্যে সে বিক্রয়লব্ধ আয় হতে বিনিয়োগের তহবিল সংস্থান করতে পারে না। তাই তাকে বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে হয়। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য তার বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়।

৫৫. জুনায়েদ বড় অঙ্কের অর্থের প্রয়োজন কীভাবে পূরণ করতে পারে? (প্রয়োগ)
[ক] আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে
[খ] কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে
✅ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে
[ঘ] আত্মীয়-স্বজনের মাধ্যমে

৫৬. জুনায়েদের তহবিল সংস্থানের উৎস হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. বন্ধু-বান্ধব
ii. ধারে পণ্য ক্রয়
iii. নিজস্ব তহবিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অর্থায়নের শ্রেণিবিভাগ : পৃষ্ঠা-৪

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৭. অর্থায়নের শ্রেণিবিভাগের মূল বিষয় কোনটি? (জ্ঞান)
[ক] সরকারি অর্থায়ন
[খ] পারিবারিক অর্থায়ন
[গ] আন্তর্জাতিক অর্থায়ন
✅ কারবারি অর্থায়ন

৫৮. পরিবারের অসংখ্য ব্যয়ের মধ্য থেকে আগে কোনটি করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] কম গুরুত্বপূর্ণ ব্যয়গুলো আগে পূরণ করা
✅ অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো আগে পূরণ করা
[গ] ছোট অংকের ব্যয়গুলো আগে পূরণ করা
[ঘ] বড় অংকের ব্যয়গুলো আগে পূরণ করা

৫৯. পরিবারের নিয়মিত ব্যয়সমূহ কীভাবে নির্ধারণ করা হয়? (অনুধাবন)
[ক] পরিবারের চাহিদার সাথে সংগতি রেখে
✅ পরিবারের আয়ের সাথে সংগতি রেখে
[গ] পরিবারের সদস্য সংখ্যার সাথে সংগতি রেখে
[ঘ] পরিবারের সঞ্চয়ের সাথে সংগতি রেখে

৬০. নিয়মিত আয়ের সাথে সংগতি রেখে কোনটি নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] মূলধন বাজেট
✅ নিয়মিত ব্যয়
[গ] বাৎসরিক খরচ
[ঘ] পারিবারিক বাজেট

৬১. সরকারের অর্থায়নের জন্যে কোনটি থাকা দরকার? (অনুধাবন)
✅ অর্থ ব্যবস্থাপনা
[খ] পরিকল্পনা ব্যবস্থাপনা
[গ] রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা
[ঘ] উৎপাদন ব্যবস্থাপনা

৬২. আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, প্রাইজবন্ড, ট্রেজারি বিল ইত্যাদি কী? (জ্ঞান)
[ক] পারিবারিক অর্থায়নের উৎস
✅ সরকারি অর্থায়নের উৎস
[গ] আন্তর্জাতিক অর্থায়নের উৎস
[ঘ] ব্যবসায়িক অর্থায়নের উৎস

৬৩. সরকারি অর্থায়নের উৎস কোনগুলো? (অনুধাবন)
[ক] আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, বেতন
[খ] আয়কর আত্মউদ্যোগ, সঞ্চয়পত্র
✅ প্রাইজবন্ড, ট্রেজারি বিল, গিফট ট্যাক্স
[ঘ] বেতন, সঞ্চয়পত্র, আমদানি শুল্ক

৬৪. সরকারি অর্থায়নে প্রথম কোন কাজটি করা হয়? (প্রয়োগ)
[ক] তহবিলের উৎস নির্ধারণ
[খ] তহবিলের পরিমাণ নির্ণয়
✅ ব্যয়ের পরিমাণ নির্ণয়
[ঘ] বৈদেশিক ঋণের উৎস নির্ণয়

৬৫. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী? (জ্ঞান)
[ক] মুনাফা অর্জন
[খ] ব্যবসায় সম্প্রসারণ
✅ সমাজকল্যাণ
[ঘ] স্থায়ী সম্পত্তি ক্রয়

৬৬. কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি? (অনুধাবন)
[ক] ব্যবসায় অর্থায়নে
[খ] আন্তর্জাতিক অর্থায়নে
[গ] পারিবারিক অর্থায়নে
✅ সরকারি অর্থায়নে

৬৭. BCIC-এর অধীনে কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] কুটির শিল্প
✅ রাসায়নিক শিল্প
[গ] ক্ষুদ্র শিল্প
[ঘ] বাণিজ্যিক শিল্প

৬৮. IDB-এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
[ক] International Development Board
[খ] Islamic Development Board
✅ Islamic Development Bank
[ঘ] International Development Bank

৬৯. সরকারি ও বেসরকারি সহযোগিতার অর্থায়ন প্রকল্পকে কী বলে? (জ্ঞান)
[ক] ADB
[খ] IDB
✅ PPP
[ঘ] BCIC

৭০. কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানি খাত বিচার বিশ্লেষণ করা হয়? (অনুধাবন)
[ক] পারিবারিক
✅ আন্তর্জাতিক
[গ] অব্যবসায়ী প্রতিষ্ঠানের
[ঘ] ব্যাংকিং

৭১. আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা কোন ধরনের অর্থায়নের কাজ? (প্রয়োগ)
[ক] ব্যবসায় অর্থায়ন
[খ] সরকারি অর্থায়ন
✅ আন্তর্জাতিক অর্থায়ন
[ঘ] পারিবারিক অর্থায়ন

৭২. শফিক সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি নিচের কোন কাজটি করে থাকেন? (উচ্চতর দক্ষতা)
[ক] তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণ করেন
[খ] অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক ব্যয় নির্বাহ করেন
[গ] প্রয়োজন অনুযায়ী কারবারের অর্থসংস্থান করেন
✅ আমদানি-রপ্তানি খাতগুলো বিচার বিশ্লেষণ করেন

৭৩. আমাদের দেশে প্রতিবছর বাণিজ্য ঘাটতি দেখা দেয় কেন? (অনুধাবন)
✅ রপ্তানি হতে আমদানি বেশি করায়
[খ] আমদানি হতে রপ্তানি বেশি করায়
[গ] বিপুল পরিমাণে বিভিন্ন সামগ্রী রপ্তানি করায়
[ঘ] পণ্য রপ্তানির ক্ষেত্রে অধিক বিধিনিষেধ থাকায়

৭৪. যমুনা সেতুর মতো কোনো বড় প্রকল্পের অর্থায়নে কোন উৎসটি সবচেয়ে উপযুক্ত? (প্রয়োগ)
[ক] সরকারি তহবিল
[খ] ব্যাংক ঋণ
[গ] PPP
✅ বৈদেশিক ঋণ

৭৫. বাণিজ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? (অনুধাবন)
✅ রেমিটেন্স
[খ] বৈদেশিক ঋণ
[গ] বৈদেশিক সাহায্যে
[ঘ] আয়কর

৭৬. নিচের কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান? (অনুধাবন)
[ক] দর্জি দোকান
✅ এতিমখানা
[গ] সোনালী ব্যাংক
[ঘ] বাটা কোম্পানি

৭৭. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলেও অর্থায়নের প্রয়োগ রয়েছে কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] যথাযথ বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ প্রয়োজনে
✅ প্রতিষ্ঠান পরিচালনায় অর্থের সদ্ব্যবহার প্রয়োজনে
[গ] ব্যবসায়িক পণ্য ক্রয়ে অর্থায়ন প্রয়োজনে
[ঘ] প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধির জন্য অর্থায়ন প্রয়োজনে

৭৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন করা হয় কীভাবে? (অনুধাবন)
[ক] পণ্য বিক্রয় দ্বারা মুনাফা অর্জন করে
[খ] সেবা বিক্রয় দ্বারা অর্থ উপার্জন করে
✅ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ করে
[ঘ] সরকারের নিকট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে

৭৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়ন প্রয়োজন কেন? (অনুধাবন)
[ক] বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করতে
[খ] মুনাফার উদ্দেশ্যে লাভজনক খাতে বিনিয়োগ করতে
[গ] প্রতিষ্ঠানের বিভিন্ন ঝুঁকি কমাতে
✅ প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নানাবিধ কার্য সম্পাদনে

৮০. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোথায় ব্যবহার করা হয়? (প্রয়োগ)
[ক] অব্যবসায়ী প্রতিষ্ঠানে
[খ] সরকারি প্রতিষ্ঠানে
[গ] পরিবারে
✅ ব্যবসায় প্রতিষ্ঠানে

৮১. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে? (জ্ঞান)
[ক] অব্যবসায়ী প্রতিষ্ঠান
[খ] সমবায় প্রতিষ্ঠান
[গ] ধর্মীয় প্রতিষ্ঠান
✅ ব্যবসায় প্রতিষ্ঠান

৮২. একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে? (অনুধাবন)
[ক] পারিবারিক অর্থায়ন
[খ] অব্যবসায়ী অর্থায়ন
[গ] সরকারি অর্থায়ন
✅ ব্যবসায় অর্থায়ন

৮৩. অর্থায়ন কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
[ক] সরকারি প্রতিষ্ঠান
[খ] বেসরকারি প্রতিষ্ঠান
[গ] ব্যবসায় প্রতিষ্ঠান
✅ সকল প্রতিষ্ঠান

৮৪. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
✅ একমালিকানা
[খ] যৌথমালিকানা
[গ] অংশীদারি
[ঘ] সমবায়

৮৫. ব্যবসায় লোকসান হলে ব্যক্তিগত সম্পত্তি হতে ক্ষতিপূরণ করা হয় কোন ব্যবসায়ে? (জ্ঞান)
[ক] কোম্পানি
[খ] সমবায়
✅ একমালিকানা
[ঘ] যৌথমূলধনী

৮৬. একমালিকানা ব্যবসায়ের দায়-দেনা কীভাবে পরিশোধ করা হয়? (অনুধাবন)
[ক] ঋণপত্র বিক্রি করে
[খ] সদস্যদের থেকে চাঁদা সংগ্রহ করে
[গ] অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি দ্বারা
✅ মালিকের ব্যক্তিগত সম্পত্তি দ্বারা

৮৭. একমালিকানা কারবারি প্রতিষ্ঠানের জনপ্রিয়তা লাভের কারণ কোনটি? (অনুধাবন)
[ক] মালিক একা মূলধন বিনিয়োগ করে
[খ] মালিক স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করে
✅ মালিক একা সমস্ত মুনাফা ভোগ করে
[ঘ] মালিক যাবতীয় ঝুঁকি ও দায়দায়িত্ব বহন করে

৮৮. অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
✅ নিজস্ব তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন
[খ] শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন
[গ] সংগৃহীত তহবিল মানবকল্যাণে দান করা
[ঘ] অর্জিত মুনাফা একা ভোগ করা

৮৯. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক? (জ্ঞান)
✅ যৌথ মূলধনী
[খ] একমালিকানা
[গ] অংশীদারি
[ঘ] সমবায় সমিতি

৯০. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নে প্রক্রিয়া ভিন্ন হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] একমালিকানা ব্যবসায়
[খ] অংশীদারি ব্যবসায়
[গ] সমবায় ব্যবসায়
✅ যৌথ মূলধনী ব্যবসায়

৯১. কোন প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন দেওয়ার আগে বিচার বিশ্লেষণের প্রয়োজন হয়? (অনুধাবন)
[ক] কোম্পানি সংগঠন
[খ] অংশীদারি
✅ যৌথ মূলধনী
[ঘ] একমালিকানা

৯২. কোম্পানির বড় অংকের কাঙ্ক্ষিত মূলধন কীভাবে সংগ্রহ করা হয়? (অনুধাবন)
[ক] সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে
✅ মূলধনকে ছোট অংকের শেয়ার হিসেবে বিক্রি করে
[গ] অংশীদারদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে
[ঘ] জনসাধারণের কাছে ঋণপত্র বিক্রি করে

৯৩. কোম্পানিসমূহ বড় অঙ্কের প্রয়োজনীয় মূলধন ছোট ছোট অঙ্কের শেয়ারে বিভক্ত করে কার নিকট বিক্রি করে? (অনুধাবন)
[ক] ব্যবস্থাপক
[খ] পরিচালনা পর্ষদ
[গ] সরকারি কর্মচারি
✅ ক্ষুদ্র বিনিয়োগকারী

৯৪. যৌথ মূলধনী কোম্পানির ডিবেঞ্চার হোল্ডাররা আসলে কী? (অনুধাবন)
[ক] শেয়ার মালিক
[খ] শেয়ার বিক্রেতা
[গ] ব্যবসায়ের অংশীদার
✅ ঋণপত্রের মালিক

৯৫. কোম্পানি বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রি করে বিনিময়ে কী প্রদান করে? (জ্ঞান)
✅ ডিভিডেন্ড
[খ] বন্ড
[গ] ডিবেঞ্চার
[ঘ] সুদ

৯৬. কোম্পানিসমূহ ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে? (জ্ঞান)
[ক] সম্পদ
✅ সুদ
[গ] লভ্যাংশ
[ঘ] বন্ড

৯৭. কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে আবর্তিত হয়? (অনুধাবন)
[ক] সে দেশের সরকার ও রাজনীতিকে কেন্দ্র করে
[খ] সে দেশের সরকার ও অর্থনীতিকে কেন্দ্র করে
✅ সে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে
[ঘ] সে দেশের সঙ্গে বিদেশের সম্পর্ককে কেন্দ্র করে

৯৮. রূপালী ব্যাংক কোন ধরনের ব্যাংক? (অনুধাবন)
[ক] কেন্দ্রীয় ব্যাংক
[খ] ইসলামিক ব্যাংক
[গ] আন্তর্জাতিক ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক

৯৯. ন্যাশনাল ব্যাংক আমদানিকারিদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে মেয়াদি জামানত সৃষ্টি করে। এক্ষেত্রে আমানতকারিকে ন্যাশনাল ব্যাংক কোনটি প্রদান করে? (প্রয়োগ)
[ক] শেয়ার
[খ] বন্ড
[গ] ডিবেঞ্চার
✅ সুদ

১০০. ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কীভাবে মুনাফা অর্জন করে? (অনুধাবন)
✅ প্রদেয় সুদের হার অপেক্ষা অধিক হারে ঋণ দিয়ে
[খ] প্রদেয় সুদের হার অপেক্ষা কম হারে ঋণ দিয়ে
[গ] পণ্য ও সেবা দ্রব্য ক্রয় বিক্রয় করে
[ঘ] বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে

১০১. আকবর আলী প্রিমিয়ার সিমেন্টের ১০,০০০ শেয়ার ক্রয় করলেন। এখন প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সাথে তার সম্পর্ক কিরূপ? (প্রয়োগ)
✅ একজন মালিক
[খ] একজন ঋণদাতা
[গ] একজন ঋণ গ্রহীতা
[ঘ] একজন ক্রেতা

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০২. সরকারকে অর্থ ব্যয় করতে হয়- (অনুধাবন)
i. রাস্তাঘাট উন্নয়নে
ii. সরকারি প্রতিষ্ঠানে
iii. আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৩. সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উৎস হলো- (অনুধাবন)
i. আয়কর
ii. আমদানি শুল্ক
iii. ট্রেজারি বিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৪. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ। তাই এরূপ অর্থায়নে- (উচ্চতর দক্ষতা)
i. আয়-ব্যয় সমান হতে পারে
ii. আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে
iii. ব্যয় অপেক্ষা আয় বেশি হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৫. আন্তর্জাতিক অর্থায়নের জন্য বিচার বিশ্লেষণ করা হয়- (অনুধাবন)
i. আমদানি খাত
ii. প্রাকৃতিক সম্পদ
iii. রপ্তানি খাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. বাংলাদেশে আমদানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো- (অনুধাবন)
i. খাদ্যসামগ্রী
ii. পেট্রোলিয়াম
iii. ওষুধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৭. বাংলাদেশ হতে রপ্তানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো- (অনুধাবন)
i. বিলাসবহুল দ্রব্য
ii. পাটজাত দ্রব্য
iii. কৃষিজাত দ্রব্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. মানবকল্যাণের সেবায় নিয়োজিত
ii. মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত
iii. অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের যে তথ্যগুলো সত্য- (অনুধাবন)
i. বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা
ii. অংশীদারি ব্যবসায় ক্ষতি বহনে ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ
iii. যৌথ মূলধনী কোম্পানি মূলধন ছোট ঋণে বিভক্ত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. ব্যবসায় প্রসার
ii. অর্থ সংগ্রহ
iii. অর্থ ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. ব্যবসায়ে অর্থ সংগ্রহের ক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. স্বীয় মূলধন
ii. ঋণকৃত মূলধন
iii. আন্তর্জাতিক তহবিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১২. বাংলাদেশে জনপ্রিয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হলো- (অনুধাবন)
i. একমালিকানা ব্যবসায়
ii. সমবায় সংগঠন
iii. অংশীদারি ব্যবসায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. ক্ষুদ্র ও কুটির শিল্পে অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. মুদি দোকান
ii. সেলুন
iii. বুটিক শপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৪. বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক প্রতিষ্ঠান হলো- (অনুধাবন)
i. আইসিবি
ii. বাংলাদেশ গৃহনির্মাণ অর্থায়ন সংস্থা
iii. বাংলাদেশ কৃষি ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৫. শেয়ার ছাড়াও কোম্পানি বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহ করতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. সম্পত্তি বিক্রির মাধ্যমে
ii. বন্ড বিক্রির মাধ্যমে
iii. ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৬. ব্যাংকিং প্রতিষ্ঠানের মুনাফা হলো- (অনুধাবন)
i. ধার্যকৃত ও প্রদেয় সুদের হারের পার্থক্য
ii. ব্যাংকিং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য
iii. ব্যাংকিং প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. অর্থায়নের প্রয়োগ রয়েছে- (অনুধাবন)
i. পরিবারে
ii. অব্যবসায়ী প্রতিষ্ঠানে
iii. ব্যাংকিং প্রতিষ্ঠানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
হানিফ সরকার চন্দনাইশ থানার বড় বাজারে একটি দর্জি দোকান দিয়েছেন। তিনি তার নিজস্ব তহবিল এবং বড় ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়ে দোকানের জন্য সেলাই মেশিন, সুই, সুতা, কাঁচি, বোতাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন। দোকানের নৈমিত্তিক খরচগুলো মিটিয়ে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন।

১১৮. হানিফ সরকারের দর্জি দোকানটি কোন ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
✅ একমালিকানা প্রতিষ্ঠান
[খ] অংশীদারি প্রতিষ্ঠান
[গ] যৌথ মূলধনী কোম্পানি
[ঘ] সমবায় সমিতি

১১৯. হানিফ সরকারের ব্যবসায়ের প্রয়োজনীয় তহবিল গঠন করা যায়- (উচ্চতর দক্ষতা)
i. মালিকের একক বিনিয়োগে
ii. অংশীদারদের যৌথ বিনিয়োগে
iii. গ্রামীণ মহাজন থেকে গৃহীত ঋণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

কারবারি অর্থায়নের গুরুত্ব : পৃষ্ঠা-৭

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২০. ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে
[খ] উদ্যোক্তাদের শিক্ষিত করে
✅ সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন নিশ্চিত করে
[ঘ] উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করে

১২১. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে নিত্যনৈমিত্তিক ঘটনা কোনটি? (জ্ঞান)
[ক] কর্মচারী সংকট
[খ] কাঁচামাল সংকট
✅ আর্থিক সংকট
[ঘ] ব্যবস্থাপক সংকট

১২২. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ ঋণের জন্য আবেদন করলে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে তা পাওয়া অসম্ভব কেন? (প্রয়োগ)
[ক] অধিক হারে সুদের ব্যবস্থা থাকায়
[খ] প্রতিষ্ঠানের মুনাফা অনিশ্চিত হওয়ায়
✅ আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত না হওয়ায়
[ঘ] আর্থিক স্বল্পতা থাকায়

১২৩. বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সাধারণত কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
[ক] অশিক্ষিত
[খ] শিক্ষিত
✅ স্বল্প শিক্ষিত
[ঘ] অধিক শিক্ষিত

১২৪. উদ্যোক্তারা কেন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়? (অনুধাবন)
[ক] সঠিকভাবে ব্যবসায় গঠন করতে না পারায়
✅ সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনায় অক্ষম থাকায়
[গ] প্রয়োজনীয় অর্থ সংকট থাকায়
[ঘ] ব্যবসায়ের লাভজনক খাত নির্বাচনে ব্যর্থ হওয়ায়

১২৫. সর্বোচ্চ মুনাফা অর্জনে কীভাবে সফলকাম হওয়া যায়? (অনুধাবন)
✅ পরিকল্পনামাফিক অর্থের সদ্ব্যবহার করে
[খ] উৎপাদন খরচের পরিমাণ বাড়িয়ে
[গ] অধিক সুদে ঋণ গ্রহণ করে
[ঘ] কম মূল্যের দ্বারা বিক্রয় বাড়িয়ে

১২৬. প্রতিযোগিতার বাজারে মুনাফা অর্জন করতে একজন ব্যবসায়ী নিচের কোন কাজটি করবে? (প্রয়োগ)
[ক] সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ
[খ] উৎপাদন ও বিক্রয় খরচ কমিয়ে দেবে
✅ পরিকল্পনামাফিক অর্থের সদ্ব্যবহার
[ঘ] যথাসম্ভব অধিক অর্থায়ন

১২৭. একজন ব্যবসায়ী কীভাবে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করতে পারবে? (প্রয়োগ)
[ক] কারখানা ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
[খ] প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
✅ অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে
[ঘ] রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে

১২৮. জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি? (জ্ঞান)
✅ উৎপাদনমুখী বিনিয়োগ
[খ] রক্ষণশীল বিনিয়োগ
[গ] সেবামূলক বিনিয়োগ
[ঘ] আমদানিমুখী বিনিয়োগ

১২৯. মি. ফয়সাল একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। নতুন অর্ডার পাওয়ায় তার কাঁচামালের সরবরাহ প্রয়োজন। কিন্তু অর্থ সংকটের জন্য সে উপযুক্ত পরিমাণ কাঁচামাল কিনতে অপরাগ হয়। এ জন্য মি. ফয়সালের কোন ধারণা থাকা প্রয়োজন? (প্রয়োগ)
[ক] উৎপাদন সংক্রান্ত
[খ] প্রকল্প সংক্রান্ত
[গ] পরিকল্পনা সংক্রান্ত
✅ অর্থায়ন সংক্রান্ত

১৩০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা অর্জন করার জন্য একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয়। এজন্য একজন ব্যবসায়ীর কোন জ্ঞান থাকা প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
[ক] হিসাববিজ্ঞান বিষয়ক জ্ঞান
[খ] অর্থ পরিকল্পনা বিষয়ক জ্ঞান
✅ অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান
[ঘ] ব্যাংকিং ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩১. প্রতিযোগিতামূলক মুক্ত বাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য বিশেষ গুরুত্বের সাথে অর্থায়ন করতে হয়- (অনুধাবন)
i. সরকারি প্রতিষ্ঠানকে
ii. বেসরকারি প্রতিষ্ঠানকে
iii. আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩২. সুচিহ্নিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর- (উচ্চতর দক্ষতা)
i. মুনাফা বৃদ্ধি পায়
ii. শেয়ারহোল্ডার হ্রাস পায়
iii. ঝুঁকি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৩. অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের অর্থ সংকট হতে উদ্ভুত সমস্যা মোকাবিলায়- (উচ্চতর দক্ষতা)
i. পরিকল্পনামাফিক আয়কর কমানোর ব্যবস্থা করতে হয়
ii. পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয়
iii. সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৪. বাংলাদেশের ক্ষুদ্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য- (প্রয়োগ)
i. উদ্যোক্তারা স্বল্পশিক্ষিত
ii. আর্থিক অব্যবস্থাপনা
iii. মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৫. বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে- (প্রয়োগ)
i. কোম্পানির দায় বৃদ্ধি পায়
ii. শেয়ারহোল্ডারদের অধিকার প্রতিষ্ঠা পায়
iii. কোম্পানির স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

কারবারি অর্থায়নের নীতি : পৃষ্ঠা-৮

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৬. নগদ তহবিলের সাথে কোনটির বিপরীত সম্পর্ক বিদ্যমান? (জ্ঞান)
✅ মুনাফা
[খ] ব্যবসায়িক কার্যক্রম
[গ] তারল্য
[ঘ] ঝুঁকি

১৩৭. নিচের কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
✅ নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান
[খ] নগদ ও মুনাফার মধ্যে সহায়ক সম্পর্ক বিদ্যমান
[গ] নগদ অর্থ ও মুনাফার মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান
[ঘ] নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোনো সম্পর্ক নেই

১৩৮. নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়। আবার মুনাফা বৃদ্ধি-কল্পে বেশি বিনিয়োগ করা হলে কোনটি হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] ঝুঁকি বৃদ্ধি
[খ] তারল্য বৃদ্ধি
✅ তারল্যে ঘাটতি
[ঘ] মুনাফা হ্রাস

১৩৯. একজন মুদি দোকানি যদি তার প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থের একটা বিরাট অংশ ব্যাংকে রেখে দেয় তাহলে কোনটি ঘটবে? (প্রয়োগ)
[ক] মুনাফা কমে যাবে
[খ] নগদ অর্থ বেড়ে যাবে
✅ তারল্য ঘাটতি দেখা দিবে
[ঘ] দীর্ঘমেয়াদি মূলধন বেড়ে যাবে

১৪০. কারবারের তারল্য বজায় রাখতে কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (প্রয়োগ)
[ক] আমদানি বাজেট
[খ] রপ্তানি বাজেট
✅ নগদ অর্থ প্রবাহের বাজেট
[ঘ] বিনিয়োগ বাজেট

১৪১. নিয়ামত উল্লাহ তার দোকানের বিক্রয়লব্ধ অর্থের সমস্তটাই কাঁচামাল ক্রয়ে ব্যয় করেন।এতে তার ব্যবসায়ে কোনটি হবে? (প্রয়োগ)
[ক] নগদ অর্থ হ্রাস পাবে
[খ] মুনাফা প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি পাবে
[গ] তারল্য বজায় থাকবে
✅ তারল্য ঘাটতি দেখা দিবে

১৪২. শাহীন তার ছোট ভাই শামীমকে তার কারবার পরিচালনার দায়িত্ব দিলেন এবং অর্থায়নে ঝুঁকির ধারণা বুঝিয়ে দিলেন। তিনি শামীমকে সর্বদা মুনাফা বৃদ্ধির চেষ্টা করতে নিষেধ করলেন কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] অধিক মুনাফা ব্যবসায়িক শত্রু সৃষ্টি করে বলে
[খ] অধিক মুনাফা হলে অধিক কর দিতে হয় বলে
✅ মুনাফা বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায় বলে
[ঘ] মুনাফা বৃদ্ধিতে অধিক বিনিয়োগ প্রয়োজন হয় বলে

১৪৩. উপযুক্ততার নীতি অনুসারে কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] স্বল্পমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
[খ] দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
[গ] স্থায়ী মূলধন দিয়ে প্রতিষ্ঠানকে চালিয়ে রাখা
✅ স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা

১৪৪. ব্যবসায় প্রতিষ্ঠানে চলতি মূলধন কেন প্রয়োজন? (অনুধাবন)
[ক] প্রতিষ্ঠানের দালানকোঠা নির্মাণের জন্য
[খ] প্রতিষ্ঠানের মেশিন ক্রয় করার জন্য
✅ প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য
[ঘ] প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করতে

১৪৫. স্থায়ী ব্যয় নির্বাহ করতে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়? (জ্ঞান)
[ক] মধ্যমেয়াদি
✅ দীর্ঘমেয়াদি
[গ] স্বল্পমেয়াদি
[ঘ] অনির্দিষ্ট মেয়াদি

১৪৬. কারবারের জন্য মেশিন ক্রয়ে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
[ক] নগদ তহবিল
[খ] ব্যাংকে জমাকৃত অর্থ
[গ] বিনিয়োগকৃত অর্থ
✅ দীর্ঘমেয়াদি ঋণ

১৪৭. চলতি মূলধনের উৎস কোনটি? (জ্ঞান)
[ক] ব্যাংক ঋণ
✅ বিক্রয়লব্ধ অর্থ
[গ] মালিকের মূলধন
[ঘ] দীর্ঘমেয়াদি ঋণ

১৪৮. চলতি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের উৎস ব্যবহার করা হয়? (অনুধাবন)
✅ স্বল্পমেয়াদি
[খ] দীর্ঘমেয়াদি
[গ] মধ্যমেয়াদি
[ঘ] অনিয়মিত আয়

১৪৯. বরকত আলী তার দর্জি দোকানের দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল দিয়ে নির্বাহ করেন। তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? (উচ্চতর দক্ষতা)
[ক] তারল্য নীতি
[খ] মুনাফা নীতি
✅ উপযুক্ততার নীতি
[ঘ] বৈচিত্র্যায়ণ নীতি

১৫০. কারবারের ঝুঁকি হ্রাস করতে কোন কাজটি করা দরকার? (অনুধাবন)
[ক] মুনাফানীতির সর্বোচ্চ প্রয়োগ
[খ] সঠিক আয় সিদ্ধান্ত গ্রহণ
✅ কারবারের বৈচিত্র্যায়ণ
[ঘ] সঠিক ব্যয় সিদ্ধান্ত প্রয়োগ

১৫১. কারবারের জন্য বৈচিত্র্যপূর্ণ পণ্য বা সেবা সুবিধাজনক কেন? (অনুধাবন)
[ক] অধিক মুনাফা লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়
✅ কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়
[গ] স্বল্প চলতি মূলধন প্রয়োজন হয়
[ঘ] অর্থায়ন করা সহজ হয়

১৫২. কারবারের পণ্য বা সেবা বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের কী হয়? (অনুধাবন)
[ক] ঝুঁকি বৃদ্ধি পায়
✅ ঝুঁকি হ্রাস পায়
[গ] ঝুঁকি একই থাকে
[ঘ] মুনাফা হ্রাস পায়

১৫৩. প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে মুনাফা অর্জনের চেষ্টা করে? (অনুধাবন)
✅ অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে
[খ] নিশ্চিত ঝুঁকিকে কেন্দ্র করে
[গ] নিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে
[ঘ] অনিশ্চিত বিনিয়োগকে কেন্দ্র করে

১৫৪. কামাল তার দোকানে আগে শুধুমাত্র চাল বিক্রি করতেন। এ বছর তিনি তার কারবারি পণ্যে বৈচিত্র্যায়ণ করলেন। কামাল কোন কাজটি করেছে? (উচ্চতর দক্ষতা)
[ক] কারবারে নতুন মূলধন যোগ করেছে
[খ] কারবারের আয়তন বৃদ্ধি করেছে
✅ চাল ছাড়াও অন্যান্য দ্রব্য বিক্রি শুরু করেছে
[ঘ] অধিক মুনাফা অর্জন করেছে

১৫৫. ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য ক্রয়ের সুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] কম দামে অনেক পণ্যদ্রব্য কেনা যায়
✅ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস একই সাথে পাওয়া যায়
[গ] উন্নতমানের পণ্যদ্রব্য পাওয়া যায়
[ঘ] অধিক পছন্দসই জিনিস কেনা যায়

১৫৬. আকবর হোসেন তার দোকানে আগে টেকস্ট বুক বিক্রি করতেন। এবার তিনি টেকস্ট বুকের পাশাপাশি গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই বিক্রি শুরু করেছেন। এর ফলে তার ব্যবসায়ে কী হয়েছে? (প্রয়োগ)
✅ বৈচিত্র্যায়ণ
[খ] ঝুঁকি বৃদ্ধি
[গ] মুনাফা বৃদ্ধি
[ঘ] বিক্রয় কেন্দ্রীভূত

১৫৭. শীতের হাওয়া বইতে শুরু করলে বস্ত্র বিতানের মালিক দেলোয়ার হোসেন তার দোকানের পণ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তার দোকানে নিচের কোন পণ্যটি তোলা সবচেয়ে যুক্তিযুক্ত হবে? (প্রয়োগ)
[ক] সুতি কাপড়
✅ গায়ের চাদর
[গ] বেড সিট
[ঘ] রেশমি পোশাক

১৫৮. জনাব রায়হান কাঙ্ক্ষিত উৎস থেকে কারবারের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করেছেন। এজন্য তিনি কোন কাজটি করেছিলেন? (উচ্চতর দক্ষতা)
[ক] শেয়ার বিক্রয়
✅ পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ
[গ] আমদানি-রপ্তানি খাত বিশ্লেষণ
[ঘ] মানব কল্যাণের ক্ষেত্র নির্ণয়

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১৫৯. ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা বলতে বোঝায়- (অনুধাবন)
i. প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ করা
ii. স্বল্প ও দীর্ঘমেয়াদে তহবিল বিনিয়োগ করা
iii. তহবিল বণ্টন সংক্রান্ত ব্যবস্থাপনা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬০. ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সকল নীতিমালা পরিলক্ষিত হয় তা হলো- (অনুধাবন)
i. ঝুঁকি পরিহার নীতি
ii. উপযুক্ততার নীতি
iii. তারল্য বনাম মুনাফানীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬১. কারবারি অর্থায়নের একটি অন্যতম নীতি হলো তারল্য বনাম মুনাফা নীতি। এই নীতি অনুযায়ী- (উচ্চতর দক্ষতা)
i. নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক
ii. মুনাফা বৃদ্ধিকল্পে অধিক বিনিয়োগে তারল্য ঘাটতি হয়
iii. নগদ অর্থ বেশি রাখলে মুনাফা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. উপযুক্ততার নীতির মূল বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা
ii. দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা
iii. দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন সরবরাহ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৩. দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে- (অনুধাবন)
i. বিনিয়োগ ব্যাংক
ii. বাণিজ্যিক ব্যাংক
iii. ডিবেঞ্চার হোল্ডারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৪. তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ী পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে- (অনুধাবন)
i. ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয়
ii. ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়
iii. ব্যবসায়ের ঝুঁকি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

আর্থিক ব্যবস্থাপকের কার্য্যাবলি : পৃষ্ঠা-৯

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৫. আর্থিক ব্যবস্থাপক কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৬৬. আয় সিদ্ধান্তের অপর নাম কী? (জ্ঞান)
[ক] ব্যয় সিদ্ধান্ত
[খ] বিনিয়োগ সিদ্ধান্ত
[গ] মুনাফা সিদ্ধান্ত
✅ অর্থায়ন সিদ্ধান্ত

১৬৭. তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন ও এ সকল উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করাকে কী বলে? (অনুধাবন)
[ক] বিনিয়োগ সিদ্ধান্ত
[খ] নীতিগত সিদ্ধান্ত
[গ] পরিকল্পিত সিদ্ধান্ত
✅ অর্থায়ন সিদ্ধান্ত

১৬৮. সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে কারা? (জ্ঞান)
[ক] ক্ষুদ্র কোম্পানি
[খ] মাঝারি কোম্পানি
✅ বৃহৎ কোম্পানি
[ঘ] অতি ক্ষুদ্র কোম্পানি

১৬৯. মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয় কীভাবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যবসায়ের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতির ওপর ভিত্তি করে
✅ সংগৃহীত মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে
[গ] শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ওপর ভিত্তি করে
[ঘ] অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরির ওপর ভিত্তি করে

১৭০. কোনো প্রতিষ্ঠানের ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে কোনটির প্রয়োগ আবশ্যক? (প্রয়োগ)
[ক] সঠিক ব্যয় সিদ্ধান্ত
✅ সঠিক অর্থায়ন সিদ্ধান্ত
[গ] বিনিয়োগ সিদ্ধান্ত
[ঘ] মূলধন সিদ্ধান্ত

১৭১. একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয় কীভাবে? (উচ্চতর দক্ষতা)
[ক] শেয়ার বিক্রির মাধ্যমে
[খ] নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে
[গ] নিজস্ব তহবিল সংগ্রহের মাধ্যমে
✅ সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে

১৭২. ইসমাইল একজন মুদি দোকানদার। মুদি দোকানের জন্য সে নতুন আসবাবপত্র, রেফ্রিজারেটর, ফ্যান ইত্যাদি ক্রয় করে। ইসমাইলের ক্রয়কৃত সামগ্রীগুলোর জন্য অর্থ ব্যয় কোন ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)
[ক] আয় সিদ্ধান্ত
✅ বিনিয়োগ সিদ্ধান্ত
[গ] অর্থায়ন সিদ্ধান্ত
[ঘ] পরিকল্পনামাফিক সিদ্ধান্ত

১৭৩. বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে কিসের পরিকল্পনা করতে হয়? (অনুধাবন)
[ক] লাভ-ক্ষতি
[খ] আদেশ-নির্দেশ
[গ] নির্দেশনা-নিয়ন্ত্রণ
✅ অর্থের আগমন-নিগর্মন

১৭৪. জনাব হাসান বিভিন্ন উৎস হতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে একটি মুদি দোকান দিলেন। ফলে তার ব্যবসায়ে আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। এই প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করার জন্য কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
[ক] নগদান
[খ] বিজ্ঞান
✅ অর্থায়ন
[ঘ] পরিকল্পনা

১৭৫. জনাব আকাশ তার জেনারেল স্টোরের জন্য একটি রেফ্রিজারেটর ক্রয় করবেন বলে মনস্থির করেছেন। এটা কী ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)
[ক] আয় সিদ্ধান্ত
[খ] অর্থায়ন সিদ্ধান্ত
✅ বিনিয়োগ সিদ্ধান্ত
[ঘ] উপযোগ সিদ্ধান্ত

১৭৬. দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? (অনুধাবন)
✅ ব্যয় সিদ্ধান্ত
[খ] প্রকল্প সিদ্ধান্ত
[গ] পরিকল্পিত সিদ্ধান্ত
[ঘ] অর্থায়ন সিদ্ধান্ত

১৭৭. নগদ প্রবাহ হতে কী নির্ণয় করা হয়? (অনুধাবন)
[ক] পণ্য বিক্রয়ের পরিমাণ
✅ মুনাফার পরিমাণ
[গ] কাঁচামালের পরিমাণ
[ঘ] শেয়ারের পরিমাণ

১৭৮. বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে কোনটি নির্ধারণ করতে হয়? (উচ্চতর দক্ষতা)
✅ নগদ প্রবাহ
[খ] লভ্যাংশ
[গ] পণ্যের মূল্য
[ঘ] আর্থিক বিবরণী

১৭৯. কীভাবে নগদ প্রবাহ নির্ধারণ করা হয়? (অনুধাবন)
[ক] উৎপাদন খরচ থেকে বিক্রয়লব্ধ অর্থ বাদ দিয়ে
[খ] উৎপাদন খরচ থেকে অন্যান্য খরচ বাদ দিয়ে
✅ বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে
[ঘ] উৎপাদন খরচের সাথে অন্যান্য খরচ যোগ করে

১৮০. কাঁচামাল ক্রয়ের জন্য অর্থ সংগ্রহের সিদ্ধান্তকে কী বলে? (জ্ঞান)
[ক] বিনিয়োগ সিদ্ধান্ত
[খ] স্থায়ী বিনিয়োগ সিদ্ধান্ত
[গ] অর্থায়ন সিদ্ধান্ত
✅ চলতি বিনিয়োগ সিদ্ধান্ত

১৮১. নিচের কোনটি শেয়ারবাজারে শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে না? (জ্ঞান)
✅ ঋণের হার
[খ] মুনাফার হার
[গ] গ্রাহক সেবা
[ঘ] সুনাম

১৮২. পরিকল্পনামাফিক তথ্য সংগ্রহ করতে হয় কেন? (অনুধাবন)
✅ উৎপাদন প্রক্রিয়াকে অব্যবহৃত রাখতে
[খ] ক্রয় প্রক্রিয়াকে তরান্বিত করতে
[গ] বিক্রয় প্রক্রিয়াকে অব্যহত রাখতে
[ঘ] বিজ্ঞাপন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৩. উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত হবে- (অনুধাবন)
i. কারখানা নির্মাণের জন্য খরচ
ii. বিদ্যুৎ বিলের জন্য খরচ
iii. মেশিন ক্রয়ের জন্য খরচ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৪. উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচ ইত্যাদি সিদ্ধান্ত হলো- (প্রয়োগ)
i. অর্থায়ন সিদ্ধান্ত
ii. ব্যয় সিদ্ধান্ত
iii. বিনিয়োগ সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৫. মি. শুভ একজন আর্থিক ব্যবস্থাপক। তাকে পরিচালনা পর্ষদ আগামী দশ বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ তৈরি করতে আদেশ দেন। এমতাবস্থায় মি. শুভ নগদ প্রবাহ তৈরি করতে পারবেন- (প্রয়োগ)
i. পণ্যের মূল্য কী হবে তা থেকে
ii. পণ্য কী পরিমাণ বিক্রয় হবে তা থেকে
iii. পণ্যের কী পরিমাণ অবচয় হবে তা থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৬. আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো- (অনুধাবন)
i. ব্যাংক ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল
ii. মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠাকরণ
iii. প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বণ্টন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
‘নিলীমা পাবলিক লি.’ কোম্পানির ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন প্রয়োজন। কোম্পানিটি শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মূলধন দিয়ে প্রতিষ্ঠানের জন্য দুটি মেশিন ক্রয় করে।

১৮৭. নিলীমা পাবলিক লি. এর শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করাকে কী বলা হয়? (প্রয়োগ)
✅ আয় সিদ্ধান্ত
[খ] ব্যয় সিদ্ধান্ত
[গ] বিনিয়োগ সিদ্ধান্ত
[ঘ] মুনাফা সিদ্ধান্ত

১৮৮. বিনিয়োগ সিদ্ধান্ত যে কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. পণ্যের মূল্য নির্ধারণ দুরূহ কাজ
ii. কারবারের বিক্রয় মূল্য নির্ণয় জটিল কাজ
iii. ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ নির্ণয় দুরূহ কাজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা : পৃষ্ঠা-১০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৯. অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স কোন কাজে নিয়োজিত ছিল? (জ্ঞান)
✅ আর্থিক বিবরণীর বিচার-বিশ্লেষণের
[খ] বিক্রেতার মোট বিক্রয় হ্রাসকরণের
[গ] মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধিকরণের
[ঘ] তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্যকরণের

১৯০. কোথা থেকে অর্থায়নের প্রকৃতি ও আওতা সম্পর্কে ধারণা পাওয়া যায়? (জ্ঞান)
[ক] উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয় থেকে
[খ] আয় বা অর্থায়ন সিদ্ধান্ত থেকে
[গ] অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ থেকে
✅ অর্থায়নের ক্রমবিকাশের ধারা থেকে

১৯১. গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকদের প্রধান দায়িত্ব কী ছিল? (অনুধাবন)
[ক] নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয় করা
✅ হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণপূর্বক ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়ন করা
[গ] মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠা করা
[ঘ] তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য করা

১৯২. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোনটি? (জ্ঞান)
✅ যুক্তরাষ্ট্র
[খ] জাপান
[গ] জার্মানি
[ঘ] রাশিয়া

১৯৩. কোনটির প্রয়োগ ব্যর্থ হওয়ায় ত্রিশ দশকে যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিয়েছিল? (প্রয়োগ)
[ক] বৈচিত্র্যায়ণ প্রবণতা
✅ একত্রীকরণ প্রবণতা
[গ] কেন্দ্রীভূতকরণ প্রবণতা
[ঘ] সম্প্রসারণ প্রবণতা

১৯৪. যুক্তরাষ্ট্রে চরম মন্দাবস্থা শুরু হয় কখন? (জ্ঞান)
[ক] প্রথম দশকে
[খ] পনেরো দশকে
[গ] পঁচিশের দশকে
✅ ত্রিশের দশকে

১৯৫. কোন দশক থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়? (জ্ঞান)
[ক] ১৯২০-এর দশক
✅ ১৯৩০-এর দশক
[গ] ১৯৪০-এর দশক
[ঘ] ১৯৫০-এর দশক

১৯৬. ব্যবসায় পরিচালনার তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা দেয় কোন সালে? (জ্ঞান)
[ক] ১৯৩০
✅ ১৯৪০
[গ] ১৯৫০
[ঘ] ১৯৬০

১৯৭. অর্থায়নের সনাতন ধারা কোনটি? (জ্ঞান)
[ক] ১৯৪০-১৯৫০ দশক
✅ ১৯৫০-১৯৬০ দশক
[গ] ১৯৬০-১৯৭০ দশক
[ঘ] ১৯৭০-১৯৮০ দশক

১৯৮. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৪০ সালে
[খ] ১৯৫০ সালে
✅ ১৯৬০ সালে
[ঘ] ১৯৭০ সালে

১৯৯. কারবারি অর্থায়নের নানা তত্ত্ব বিশ্লেষণ করেছেন কে? (জ্ঞান)
✅ মার্টন মিলার
[খ] জে. বি. সে
[গ] জুবের আলী
[ঘ] ক্যানটিলন

২০০. হ্যারি মার্কোইজ, মার্টন মিলার, মডিগিল্য়ানি নোবেল পুরস্কার লাভ করেন কোন দশকে? (জ্ঞান)
[ক] ১৯৩০-এর দশকে
[খ] ১৯৫০-এর দশকে
[গ] ১৯৮০-এর দশকে
✅ ১৯৯০-এর দশকে

২০১. ১৯৭০-এর দশকে অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী ছিল? (অনুধাবন)
[ক] পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ
[খ] মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধিকরণ
✅ শেয়ারের বাজারদর সর্বাধিকরণ
[ঘ] ব্যবসায়ের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন

২০২. ১৯৯০-এর দশকে হ্যারি মার্কোইজ কেন নোবেল পুরস্কার লাভ করেন। (জ্ঞান)
[ক] ক্রয়-বিক্রয় বিশ্লেষণের মাধ্যমে অর্থায়ন অগ্রগতির জন্য
[খ] আমদানি ও রপ্তানি বিশ্লেষণের মাধ্যমে অর্থায়ন অগ্রগতির জন্য
[গ] মুনাফা বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতির জন্য
✅ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতির জন্য

২০৩. কোন দশকে বিশ্ববাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ হয়? (জ্ঞান)
[ক] ১৯৫০-এর দশক
[খ] ১৯৬০-এর দশক
[গ] ১৯৮০-এর দশক
✅ ১৯৯০-এর দশক

২০৪. বিশ্ববাণিজ্য সংস্থার আত্মপ্রকাশের ফলে কী হয়? (অনুধাবন)
✅ আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা হ্রাস পায়
[খ] শেয়ারের বাজারদর সর্বাধিকরণ হয়
[গ] মূলধনী কাঠামো অঙ্ক নির্ভর করে
[ঘ] দীর্ঘমেয়াদি বিনিয়োগ অত্যাধিক বৃদ্ধি পায়

২০৫. শিল্পবিপ্লবের পরে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষতা লাভ করে কীভাবে? (অনুধাবন)
[ক] সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমে
[খ] কোম্পানিগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে
✅ বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে
[ঘ] ঋণের দায় ও মালিকানা স্বত্বের মাধ্যমে

২০৬. সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ব্যবসায় বাণিজ্যের পরিধিকে বৃদ্ধি করেছে ফলে সৃষ্টি হয়েছে- (উচ্চতর দক্ষতা)
[ক] একমুখী প্রতিযোগিতা
✅ নানামুখী প্রতিযোগিতা
[গ] একচেটিয়া প্রতিযোগিতা
[ঘ] মুনাফা অর্জন প্রতিযোগিতা

২০৭. অর্থায়নের সনাতন ধারণা অনুযায়ী মুনাফা সর্বোচ্চকরণের জন্য কোনটি করা প্রয়োজন? (অনুধাবন)
✅ দীর্ঘমেয়াদি বিনিয়োগ বৃদ্ধি
[খ] স্বল্পমেয়াদি বিনিয়োগ বৃদ্ধি
[গ] বিক্রয় কমানোর মাধ্যমে ব্যয় হ্রাস
[ঘ] ব্যয় বৃদ্ধির মাধ্যমে বিক্রয় বৃদ্ধি

২০৮. কোনটি ব্যবহার করে বর্তমানে অর্থায়নের কাজ সুচারুভাবে সম্পাদন করা হয়? (প্রয়োগ)
✅ কম্পিউটার
[খ] ক্যালকুলেটর
[গ] গ্রাফপেপার
[ঘ] টাইপ রাইটার মেশিন

২০৯. কোন দশকে কম্পিউটার অধ্যায়ের শুরু হয়? (জ্ঞান)
[ক] ১৯২০-১৯৩০
[খ] ১৯৫০-১৯৬০
[গ] ১৯৬০-১৯৭০
✅ ১৯৭০-১৯৮০

২১০. ১৯৭০-এর দশকে কম্পিউটারের আবিষ্কার বিশেষ জনপ্রিয়তা পায় কেন? (প্রয়োগ)
[ক] মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত হওয়ার জন্য
[খ] সুদূর প্রসারি পরিকল্পনার জন্য
✅ আর্থিক হিসাবের জটিলতা নিরসনের জন্য
[ঘ] মুনাফা বৃদ্ধির সাথে ঝুঁকি বৃদ্ধির জন্য

২১১. মূলধনী কাঠামোর সনাতন ধারণা কেমন ছিল? (জ্ঞান)
[ক] অনেক সহজ ও অংকনির্ভর
[খ] অনেক কঠিন ও সময়নির্ভর
✅ অনেক জটিল ও অংকনির্ভর
[ঘ] অনেক সহজ ও অংকনির্ভর

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১২. বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জানতে হবে- (অনুধাবন)
i. অর্থায়ন সংক্রান্ত ধারণা
ii. নিজস্ব মূলধনের সংস্থান
iii. অর্থের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৩. ক্রমবিকাশের ধারায় অর্থায়নের কাজ হিসেবে যুক্ত হয়- (অনুধাবন)
i. প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিবেদন তৈরি করা
ii. নগদ অর্থের ব্যবস্থাপনা করা
iii. পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৪. ১৯৫০-১৯৬০ দশকে অর্থায়নের প্রধান কাজ- (অনুধাবন)
i. মূলধনী বাজারের প্রকৃতি নির্ধারণ করা
ii. দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি করা
iii. ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৫. ১৯৭০-এর দশকে অর্থায়নের ক্রমোন্নয়নের ধারায় কী পরিবর্তন সাধিত হয়? (প্রয়োগ)
i. অংক নির্ভর হয়ে ওঠে
ii. ঝুঁকি সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা
iii. অর্থায়নের নানা তত্ত্ব বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii


২১৬. তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলা হয়? (রাজউক উত্তরা মডেল কলেজ)
[ক] ব্যয় সিদ্ধান্ত
[খ] বিনিয়োগ সিদ্ধান্ত
✅ আয় সিদ্ধান্ত
[ঘ] লভ্যাংশ সিদ্ধান্ত

২১৭. সরকারি অর্থায়নে আয়ের উৎস কোনটি? (রাজউক উত্তরা মডেল কলেজ)
[ক] সরকারি শিক্ষা প্রতিষ্ঠান
✅ ট্রেজারির বিল
[গ] সেতু
[ঘ] সরকারি হাসপাতাল

২১৮. কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? (রাজউক উত্তরা মডেল কলেজ)
✅ সরকারি অর্থায়নে
[খ] ব্যবসায় অর্থায়নে
[গ] আন্তর্জাতিক অর্থায়নে
[ঘ] পারিবারিক অর্থায়নে

২১৯. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? (আইডিয়াল স্কুল এন্ড কলেজ)
✅ সামাজিক প্রতিষ্ঠান
[খ] সাধারণ প্রতিষ্ঠান
[গ] পারিবারিক প্রতিষ্ঠান
[ঘ] বিনোদনমূলক প্রতিষ্ঠান

২২০. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয়? (আইডিয়াল স্কুল এন্ড কলেজ)
[ক] বিপণন
[খ] ব্যাংকিং
[গ] ব্যবস্থাপনা
✅ অর্থায়ন

২২১. ব্যবসায়ে তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি? (আইডিয়াল স্কুল এন্ড কলেজ)
[ক] অর্থায়ন
[খ] জাতীয় উন্নয়ন
[গ] সামাজিক মর্যাদা বৃদ্ধি
✅ মুনাফা অর্জন

২২২. কম্পিউটার অধ্যায়ের সূচনা হয়- (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ)
[ক] ১৯৫০ এর দশকে
[খ] ১৯৬০ এর দশকে
✅ ১৯৭০ এর দশকে
[ঘ] ১৯৮০ এর দশকে

২২৩. মুনাফা বৃদ্ধির সাথে সাথে অর্থায়নে কোনটি বাড়ে? (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ)
[ক] আয়
[খ] ব্যয়
[গ] বিক্রয়
✅ ঝুঁকি

২২৪. ব্যবসায়ের পণ্য যদি বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে- (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ)
[ক] সব ধরনের ক্রেতা আকৃষ্ট করতে পারে
[খ] ব্যাংক ঋণ বেশি পাবে
✅ ঝুঁকি বণ্টিত হয়ে যায়
[ঘ] ঝুঁকি বেড়ে যায়

২২৫. যৌথমুলধনী প্রতিষ্ঠানের মালিক কে? (খুলনা জিলা স্কুল)
✅ শেয়ারহোল্ডার
[খ] ঋণপত্র ক্রেতা
[গ] ডিবেঞ্চার হোল্ডার
[ঘ] বন্ড ক্রেতা

২২৬. জাতীয় আয় বৃদ্ধির প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি? (খুলনা জিলা স্কুল)
✅ উৎপাদনমুখী বিনিয়োগ
[খ] আমদানি মুখী বিনিয়োগ
[গ] রক্ষণশীল বিনিয়োগ
[ঘ] সেবামূলক বিনিয়োগ

২২৭. মুনাফা বৃদ্ধির জন্য বিনিয়োগ বেশি করা হলে কোনটি হয়? (খুলনা জিলা স্কুল
[ক] তারল্য বৃদ্ধি
✅ তারল্য ঘাটতি
[গ] তারল্য শূন্য
[ঘ] তারল্য উদ্বৃত্ত

২২৮. একটি পরিবারের আয়ের উৎস কোনটি? (ফরিদপুর জিলা স্কুল)
✅ চাকরি
[খ] গ্যাস বিল
[গ] বিদ্যুৎ বিল
[ঘ] স্কুলের বিল

২২৯. IDB এর পূর্ণ নাম কী? (ফরিদপুর জিলা স্কুল)
[ক] Investment Demand Bank
✅ Islamic Development Bank
[গ] Inverstment Demand Bank
[ঘ] Income Demand Bank

২৩০. ব্যাংকসমূহের মুনাফা হলো- (ফরিদপুর জিলা স্কুল)
[ক] ঋণ গ্রহীতার জন্য ধার্যকৃত সুদ
[খ] আমানত
[গ] আমানতকারিকে প্রদেয় সুদের হার
✅ দুই ধরনের সুদের পার্থক্য

২৩১. আধুনিক অর্থায়নের বৈশিষ্ট্য কোনটি? (ফরিদপুর জিলা স্কুল)
✅ মূলধন বাজারের অগ্রাধিকার
[খ] দীর্ঘমেয়াদি বিনিয়োগ
[গ] বিক্রয় বৃদ্ধি
[ঘ] ব্যয় হ্রাস

২৩২. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কী বলা হয়? (যশোর জিলা স্কুল)
[ক] পারিবারিক অর্থায়ন
[খ] সরকারি অর্থায়ন
✅ আন্তর্জাতিক অর্থায়ন
[ঘ] ব্যবসায় অর্থায়ন

২৩৩. বেশি বিনিয়োগ করা হলে কী হয়? (ফরিদপুর জিলা স্কুল)
✅ তারল্য ঘাটতি হয়
[খ] তারল্য ঘাটতি দূর হয়
[গ] মুনাফা কমে যায়
[ঘ] মুনাফা বেড়ে যায়

২৩৪. World Trade Qrganization কত সালে আত্মপ্রকাশ করে? (যশোর জিলা স্কুল)
[ক] ১৯৮০
✅ ১৯৯০
[গ] ১৯৯৫
[ঘ] ২০০০

২৩৫. অর্থায়ন কোন দশকে অংক নির্ভর হয়ে পড়ে? (যশোর জিলা স্কুল)
✅ ১৯৬০-১৯৭০
[খ] ১৯৭০-০৯৮০
[গ] ১৯৮০-১৯৯০
[ঘ] ১৯৯০-২০০০

২৩৬. আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন? (যশোর জিলা স্কুল)
✅ দুই ধরনের
[খ] তিন ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

২৩৭. রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কার অধীন? (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
[ক] BSTI
✅ BCIC
[গ] WASA
[ঘ] UNDP

২৩৮. পাবলিক লি. কোম্পানির অর্থসংস্থানের মূল উৎস- (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
[ক] ঋণপত্র বিক্রি
✅ শেয়ার বিক্রি
[গ] সঞ্চিতি মুনাফা
[ঘ] অনুদান

২৩৯. অর্থায়ন কী নিয়ে কাজ করে? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা)
[ক] প্রকল্প ব্যবস্থাপনা
✅ তহবিল ব্যবস্থাপনা
[গ] রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা
[ঘ] উৎপাদন ব্যবস্থাপনা

২৪০. অর্থায়নের আয়ের সাথে কোনটির সংগতি থাকা বাঞ্ছনীয়? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা)
[ক] প্রয়োজনীয় মূলধন
[খ] সংগ্রহীত ঋণের
✅ ব্যয়ের সঠিক সময়ের
[ঘ] যথার্থ পরিকল্পনা

২৪১. মি. বাতেন মোবাইল সার্ভিসিং-এর দোকান দিতে চান। তার ব্যবসায়ের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য কোথা থেকে তহবিল নির্বাহ করবেন? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা)
[ক] সরকারি তহবিল থেকে
[খ] আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে
✅ নিজস্ব তহবিল থেকে
[ঘ] আন্তর্জাতিক তহবিল থেকে

২৪২. বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা)
✅ রেমিটেন্স
[খ] বৈদেশিক ঋণ
[গ] বৈদেশিক সাহায্য
[ঘ] আয়কর

২৪৩. কোনটির জন্য চলতি মূলধন দরকার হয় না? (খুলনা সরকারি বালিকা বিদ্যালয়)
[ক] কাঁচামাল ক্রয়
[খ] শ্রমিকের মজুরি প্রদান
✅ মেশিন ক্রয়
[ঘ] ভাড়া প্রদান

২৪৪. আন্তর্জাতিক অর্থায়ন কী? (বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] উন্নয়ন ও অনুন্নয়ন অর্থ ব্যয়
✅ আমদানি ও রপ্তানি বিষয়
[গ] ব্যবসায়ে অর্থায়ন
[ঘ] দাতব্য স্থানে অর্থ ব্যবস্থাপনা

২৪৫. বৃহৎ প্রকল্পের অর্থায়ন করে কীভাবে? (বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] বৈদেশিক সাহায্য
✅ ppp-এর মাধ্যমে
[গ] বেসরকারি ও সরকারি সহায়তায়
[ঘ] সারচার্জ আরোপ করে

২৪৬. কোনটি সঠিক? (বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোনো সম্পর্ক নেই
[খ] নগদ অর্থ বেশি রাখলে মুনাফা বেশি হয়
✅ নগদ অর্থ কম রাখলে মুনাফা বেশি হয়
[ঘ] ব্যবসায়ে নগদ অর্থ বেশি রাখা হলে ক্ষতি বেশি হয়

২৪৭. আয় সিদ্ধান্ত কী? (বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ তহবিল সংগ্রহ প্রক্রিয়া
[খ] তহবিল ব্যবহার প্রক্রিয়া
[গ] লভ্যাংশ প্রদান ব্যবস্থা
[ঘ] উৎপাদন ব্যবস্থাপনা

২৪৮. সরকারি ব্যয়ের খাত নয় কোনটি? (ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] রাস্তাঘাট
✅ আয়কর
[গ] প্রতিরক্ষা
[ঘ] সরকারি হাসপাতাল

২৪৯. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ কাজে লাগানো হয়? (ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] ১৯৩০
[খ] ১৯৪০
[গ] ১৯৫০
✅ ১৯৬০

২৫০. যুক্তরাষ্ট্রের চরম মন্দাবস্থা শুরু হয় কখন? (বগুড়া জিলা স্কুল)
[ক] কুড়ির দশকে
✅ ত্রিশের দশকে
[গ] চল্লিশের দশকে
[ঘ] পঞ্চাশের দশকে

২৫১. শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতাব্দীতে? (কুমিল্লা জিলা স্কুল)
[ক] ষষ্ঠদশ
✅ সপ্তদশ
[গ] অষ্টাদশ
[ঘ] ঊনবিংশ

২৫২. কোন প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট সফলতা পায়নি? (কুমিল্লা জিলা স্কুল)
[ক] পুনর্গঠন
✅ একত্রীকরণ
[গ] বিবর্তন
[ঘ] বিনিয়োগ মূল্যায়ন

২৫৩. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর)
[ক] দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়
[খ] তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
[গ] নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়
✅ ব্যবসায়-বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়

২৫৪. আমাদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কী বলা হয়? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর)
[ক] পারিবারিক অর্থায়ন
[খ] সরকারি অর্থায়ন
✅ আন্তর্জাতিক অর্থায়ন
[ঘ] ব্যবসায় অর্থায়ন

২৫৫. মালিক পক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয় কীভাবে? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর)
[ক] ব্যবসায়ের নিজস্ব ও বিশেষায়িত অর্থনীতির ওপর ভিত্তি করে
[খ] সংগৃহীত মূলধনের পরিমাণের ওপর ভিত্তি করে
✅ শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ওপর ভিত্তি করে
[ঘ] অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরির ওপর ভিত্তি করে

২৫৬. বাংলাদেশের অর্থনীতিতে ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নে সর্বশেষ ভূমিকা রাখছে- (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ)
i. বাংলাদেশ গৃহনির্মাণ অর্থায়ন সংস্থা
ii. বাংলাদেশ কৃষি ব্যাংক
iii. বাংলাদেশ যুব ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] ii ও iii

২৫৭. কোনটির কারণে ব্যবসায়-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পেয়েছে- (ফরিদপুর জিলা স্কুল)
i. সভ্যতার ক্রমবিকাশ
ii. প্রযুক্তির উন্নয়ন
iii. রাজনৈতিক পটভূমি পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৮. অর্থায়ন বলতে বোঝায়- (ফরিদপুর জিলা স্কুল)
i. তহবিল সংগ্রহ
ii. তহবিল পরিকল্পনা
iii. তহবিল সংক্রান্ত পরিকল্পনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫৯. আয়ের সাথে কিসের সংগতি করা প্রয়োজন- (যশোর জিলা স্কুল)
i. ব্যয়ের
ii. সঞ্চয়ের
iii. বিনিয়োগের

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬০. অর্থায়নের অন্তর্ভুক্ত কাজগুলো হলো- (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
i. তহবিল সংগ্রহ
ii. তহবিল ব্যবস্থাপনা
iii. তহবিলের উৎকৃষ্ট ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬১. বাংলাদেশে আমদানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো- (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা)
i. খাদ্য সামগ্রী
ii. ঔষধ
iii. পেট্রোলিয়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬২. সম্পর্কগুলো লক্ষ কর- (বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
i. চলতি মূলধন স্বল্প ➜ মেয়াদি তহবিল
ii. বিক্রয়লব্ধ অর্থ ➜ চলতি মূলধন
iii. চলতি মূলধন ➜ মজুরি, কাঁচামাল ক্রয় ইত্যাদি ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৩. সরকারি অর্থায়নের জন্য প্রযোজ্য হলো- (বগুড়া জিলা স্কুল)
i. মূল লক্ষ্য সমাজকল্যাণ
ii. সাধারণত অলাভজনক হয়
iii. আয় অপেক্ষা ব্যয় বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৪. শিল্পবিপ্লবের পর উৎপাদন কৌশলের পরিবর্তন- (কুমিল্লা জিলা স্কুল)
i. জটিলতর হয়
ii. বিশেষায়িত হয়
iii. বিভাজিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৫. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নকে ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. মূল চালিকা শক্তি হিসেবে
ii. তহবিল সংগ্রহ ও বিনিয়োগ প্রক্রিয়া হিসেবে
iii. অর্থ ব্যবস্থাপনার সহায়ক প্রক্রিয়া হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৬. প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা অর্জন করতে- (অনুধাবন)
i. পরিকল্পিতভাবে অর্থ সংস্থান করতে হয়
ii. লাভজনক খাতে বিনিয়োগ করতে হয়
iii. উৎপাদন খরচ ন্যূনতম রাখতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৭. অর্থায়নের ধারণা সহায়তা করে- (অনুধাবন)
i. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনার ক্ষেত্রে
ii. আমদানি ও রপ্তানি খাতগুলো বিচার-বিশ্লেষণে
iii. স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৮. জনাব আরিফুল একজন মুদি দোকানদার। অর্থায়ন বিষয়ক জ্ঞান থাকায় তিনি- (অনুধাবন)
i. কারবারি পণ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করেন
ii. প্রতিষ্ঠান পরিচালনায় স্বল্প মেয়াদি তহবিল ব্যবহার করেন
iii. বিভিন্ন অনুদানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৯. অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- (অনুধাবন)
i. মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সফল করতে
ii. দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করতে
iii. নিয়মিত আয়ের সাথে অনিয়মিত ব্যয়ের সংগতি বিধানে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭০. বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো- (অনুধাবন)
i. যথেষ্ট সুসংঘটিত
ii. অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে
iii. আর্থিক অব্যবস্থাপনায় ক্ষতির সম্মুখীন হচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৭১ ও ২৭২ নং প্রশ্নের উত্তর দাও :
মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় জনাব তৌফিকের একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনায় তিনি অর্থায়ন বিষয়ক জ্ঞান প্রয়োগ করেন। ফলে প্রতিবছর তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হন।

২৭১. ব্যবসায়িক পণ্য নির্বাচনে জনাব তৌফিক কোন নীতি অনুসরণ করেছেন? (প্রয়োগ)
[ক] উপযুক্ততার নীতি
[খ] রক্ষণশীলতার নীতি
[গ] তারল্য বনাম মুনাফা নীতি
✅ কারবারের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন

২৭২. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা পালনের ক্ষেত্রে জনাব তৌফিককে নিতে হয়- (উচ্চতর দক্ষতা)
i. অর্থায়ন সিদ্ধান্ত
ii. বিনিয়োগ সিদ্ধান্ত
iii. সঞ্চয় সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০১

কামরুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা 
মডেল টেস্ট পরীক্ষা 
বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং 
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১৫২

সময়: ৩০ মিনিট                        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
SSC Finance and Banking
MCQ
Question and Answer
১. ATM বলতে কী বোঝায়?
ক. Automatic Teller Machine
খ. Automated Teller Machine
গ. Automatical Teller Machine
ঘ. Automated Technical Machine
উত্তর: খ. Automated Teller Machine

২. বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার ভূমিকা রাখে-
i. খরচে
ii. স্থানান্তরে
iii. হস্তান্তরে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. i ও iii
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii 

৩. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কী?
ক. প্রচুর অর্থ
খ. অধিক বিনিয়োগ
গ. ব্যাংক ও গ্রাহকের অবস্থা
ঘ. দক্ষতা
উত্তর: গ. ব্যাংক ও গ্রাহকের অবস্থা

৪. ঋণদানের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংক?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. শিল্প ব্যাংক
ঘ. একক ব্যাংক
উত্তর: ক. কেন্দ্রীয় ব্যাংক

* নিম্নোক্ত তথ্য অবলম্বনে ৫ ও ৬ প্র্রশ্নের উত্তর দাও:
সানজিনের প্রাইমেট ব্যাংকে একটি হিসাব আছে। তিনি তার সম্পত্তির দলিলপত্র, স্বর্ণালংকার ইত্যাদি ব্যাংকে সংরক্ষণ করেন।

৫. প্রাইমেট ব্যাংকের সাথে সানজিনের কী ধরনের সম্পর্ক বিদ্যমান?
ক. আইনগত
খ. মুনাফাগত
গ. লেনদেনের 
ঘ. অংশীদারিত্বের
উত্তর: ক. আইনগত

৬. উদ্দীপকের প্রাইমেট ব্যাংক সানজিনের কী হিসেবে কাজ করে?
ক. পাওনাদার 
খ. প্রতিনিধি
গ. ট্রাস্ট 
ঘ. অছি
উত্তর: ঘ. অছি

৭. চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী?
ক. সুনাম বৃদ্ধি
খ. ব্যয় হ্রাস
গ. গোপনীয়তা রক্ষা
ঘ. পারস্পরিক. উন্নতি সাধন
উত্তর: ঘ. পারস্পরিক. উন্নতি সাধন

৮. LC খুলতে কোন ব্যাংকের অনুমতি নিতে হয়?
ক. বাণিজ্যিক ব্যাংক 
খ. শিল্প ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. মার্চেন্ট ব্যাংক
উত্তর: গ. কেন্দ্রীয় ব্যাংক

৯. কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার অচল?
ক. শেয়ার বাজার 
খ. ব্যাংক
গ. লেনদেন
ঘ. বিমা কোম্পানি
উত্তর: গ. লেনদেন

১০. বিনিময় ব্যাংকের কাজ হলো-
i. বৈদেশিক লেনদেন নিষ্পত্তি
ii. রপ্তানি
iii. বৈদেশিক মুদ্রা বিনিময়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii

১১. পরোক্ষভাবে মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক?
ক. বিশেষায়িত ব্যাংক 
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. বিনিময় ব্যাংক
উত্তর: গ. বাণিজ্যিক ব্যাংক

১২. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কয়টি?
ক. ১১টি
খ. ১২টি
গ. ১৩টি 
ঘ. ১৪টি
উত্তর: ক. ১১টি

১৩. কোন চেক. অধিক. নিরাপদ?
ক. বাহক চেক
খ. হুকুম চেক
গ. অনুমোদন প্রাপ্ত চেক
ঘ. দাগকাটা চেক
উত্তর: ঘ. দাগকাটা চেক

১৪. কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো-
i. মুদ্রাবাজার গঠন
ii. ঋণ দান
iii. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii

১৫. কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য-
i. অর্থসংগ্রহ
ii. অর্থ ব্যবস্থাপনা
iii. ব্যয় নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii

১৬. ব্যবসায়ের মৌলিক উপকরণ কী?
ক. পুঁজি
খ. বাজার
গ. ব্যাংক
ঘ. পরিকল্পনা
উত্তর: ক. পুঁজি

১৭. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i. ঋণ
ii. বিল বাট্টাকরণ
iii. লিজিং

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii

১৮. প্রকৃত সুদের হার কী দ্বারা প্রকাশ করা হয়?
ক. r
খ. i
গ. n 
ঘ. EAR
উত্তর: ঘ. EAR

১৯. আদর্শ বিচ্যুতি কেন প্রয়োজন?
ক. ঝুঁকি নির্ণয়ে
খ. আয় নির্ণয়ে
গ. অশ্চিয়তা নির্ণয়ে
ঘ. লাভ নির্ণয়ে
উত্তর: ক. ঝুঁকি নির্ণয়ে

২০. মূলধন বাজেটিং একটি-
ক. সম্পদ
খ. প্রজেক্ট
গ. দায়
ঘ. মূল্যায়ন প্রক্রিয়া
উত্তর: ঘ. মূল্যায়ন প্রক্রিয়া

* নিম্নোক্ত তথ্য অবলম্বনে ২১ ও ২২ প্র্রশ্নের উত্তর দাও:
জনাব করিম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি মাসিক. ১০% সুদে ২০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখেন।

২১. অনুচ্ছেদ অনুযায়ী স এর মান কত হবে?
ক. ৬
খ. ১২
গ. ১৮
ঘ. ২৪
উত্তর: খ. ১২

২২. জনাব করিম ২ বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবেন?
ক. ২৩৫০
খ. ২৪৪০
গ. ২৪৪৫
ঘ. ২৫০০
উত্তর: খ. ২৪৪০

২৩. ডিবেঞ্চার বিনিয়োগকারীরা কোন ঝুঁকি মোকাবিলা করে?
ক. ব্যবসায়িক ঝুঁকি
খ. আর্থিক. ঝুঁকি
গ. সুদের হারের ঝুঁকি
ঘ. তারল্য ঝুঁকি
উত্তর: গ. সুদের হারের ঝুঁকি

২৪. তহবিলের বিভিনড়ব উৎসের মূলধন ব্যয় কীরূপ?
ক. সমান
খ. অসমান
গ. শূন্য
ঘ. অসীম
উত্তর: খ. অসমান

২৫. বাংলাদেশে কয়টি স্টক একচেঞ্জ রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: ক. ২টি

২৬. ডিবেঞ্চার হোল্ডারগণ কোম্পানি থেকে কী গ্রহণ করে?
ক. লভ্যাংশ
খ. সুদ
গ. ঋণ
ঘ. মুনাফা
উত্তর: খ. সুদ

২৭. মুদ্রাকে ব্যাংক ব্যবস্থায় কী বলা হয়?
ক. ধারক
খ. জননী
গ. বাবা
ঘ. মালিক
উত্তর: খ. জননী

২৮. নগদ অর্থ বেশি রাখলে ব্যবসায়ীদের-
ক. সুদ কমে যায়
খ. ক্ষতি কমে যায়
গ. মুনাফা কমে যায়
ঘ. মুনাফা বেড়ে যায়
উত্তর: গ. মুনাফা কমে যায়

২৯. অর্থায়নের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কোনটি?
ক. ক্ষুদ্র ঋণ
খ. ঋণপত্র
গ. অবণ্টিত মুনাফা
ঘ. লিজিং
উত্তর: গ. অবণ্টিত মুনাফা

৩০. ঝুঁকিপূর্ণ কিন্তু আয়ের সম্ভাবনা বেশি কোন বিনিয়োগ?
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. বন্ড
ঘ. ডিবেঞ্চার
উত্তর: ক. সাধারণ শেয়ার
Share:

1 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide