HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download ঢাকা বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd Paper MCQ question and answer pdf download.

ঢাকা বোর্ড
যুক্তিবিদ্যা
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১২২]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Logic 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. সংজ্ঞা প্রদানের জন্য যুক্তিবিদগণ কয়টি নিয়মের উল্লেখ করেছেন?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [গ] ৫

২. যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্টভাবে কী উল্লেখ করতে হয়?
[ক] পদের পূর্ণ ব্যক্তর্থ
[খ] পদের পূর্ণ জাত্যর্থ
[গ] পদের আংশিক ব্যক্তর্থ
[ঘ] পদের আংশিক জাত্যর্থ
উত্তর: [খ] পদের পূর্ণ জাত্যর্থ

৩. কোনটি অপ্রকৃত আরোহ?
[ক] বৈজ্ঞানিক আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] ঘটনা সংযোজন
উত্তর: [ঘ] ঘটনা সংযোজন

◭ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
নিঝুমের বই সংগ্রহের শখ আছে। সে তার বইগুলো আদ্যক্ষর অনুযায়ী আলমারিতে সাজিয়ে রাখে। ফলে তার প্রয়োজনীয় বইটি সে সহজেই পেয়ে যায়।

৪. উদ্দীপকে বই সাজানোর প্রক্রিয়াটি কোন শ্রেণিকরণকে নির্দেশ করে?
[ক] বৈজ্ঞানিক
[খ] প্রাকৃতিক
[গ] ক্রমিক
[ঘ] কৃত্রিম
উত্তর: [ঘ] কৃত্রিম

৫. উদ্দীপকে বই সাজানোর উদ্দেশ্য মূলত-
i. ব্যক্তিগত
ii. সার্বজনীন
iii. ব্যবহারিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৬. আরোহকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২

৭. আরোহের মূল বৈশিষ্ট্য কোনটি?
[ক] বিশেষ বিশেষ দৃষ্টান্ত
[খ] আরোহাত্মক উল্লম্ফন
[গ] কার্যকারণ নিয়ম
[ঘ] প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি
উত্তর: [খ] আরোহাত্মক উল্লম্ফন

৮. 'Dichotomy' শব্দের অর্থ কী?
[ক] দুই ভাগে ভাগ করা
[খ] তিন ভাগে ভাগ করা
[গ] অবিভক্ত রাখা
[ঘ] চার ভাগে ভাগ করা
উত্তর: [ক] দুই ভাগে ভাগ করা

৯. গুণের মাত্রা অনুসারে যে শ্রেণিকরণ করা হয় তার নাম কী?
[ক] বৈজ্ঞানিক শ্রেণিকরণ
[খ] তাত্ত্বিক শ্রেণিকরণ
[গ] কৃত্রিম শ্রেণিকরণ
[ঘ] ক্রমিক শ্রেণিকরণ
উত্তর: [ঘ] ক্রমিক শ্রেণিকরণ

◭ উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
হিমি বার্ষিক পরীক্ষার পর গ্রামের বাড়ি বেড়াতে গেল। কয়েকদিনের মধ্যে গ্রামে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সে লোকমুখে শুনল, “শীতলা দেবীর রোষের কারণে এ রোগ দেখা দিয়েছে।”

১০. হিমি লোকমুখে যে ব্যাখ্যার ধারণা পেল তার ভিত্তি-
i. অন্ধবিশ্বাস
ii. কুসংস্কার
iii. অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১১. বর্ণিত অনুচ্ছেদে “শীতলা দেবীর রোষের কারণে কলেরা হয়েছে” এটি কোন ধরনের ব্যাখ্যা?
[ক] বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] লৌকিক
[ঘ] অলৌকিক
উত্তর: [গ] লৌকিক

১২. প্রকল্পের প্রথম স্তর কোনটি?
[ক] পরীক্ষণ
[খ] সিদ্ধান্ত গ্রহণ
[গ] নিরীক্ষণ
[ঘ] আনুমানিক ধারণা
উত্তর: [গ] নিরীক্ষণ

১৩. বাস্তব কারণ হলো-
i. সত্য কারণ
ii. অস্তিত্বশীল কারণ
iii. সুবিরোধী কারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

১৫. কোন পদ্ধতিতে সরাসরি কার্য থেকে কারণ নির্ণয় করা যায়?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি
উত্তর: [ঘ] পরিশেষ পদ্ধতি

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা বোর্ড ২০১৯

১৬. পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না যেসব ক্ষেত্রে-
i. ভূমিকম্প
ii. চন্দ্রগ্রহণ
iii. লবণ-বালি পৃথককরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৭. “মানুষ হয় জীব” - এটি কোন ধরনের সংজ্ঞা?
[ক] অতিব্যাপক
[খ] অব্যাপক
[গ] চক্রক
[ঘ] রূপক
উত্তর: [ক] অতিব্যাপক

◭ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
করিম তার বসতভিটা সংস্কার করার জন্য মাটি খুঁড়তে গিয়ে ছোট একটি কলসী পেলেন। কলসীর মুখ খুলতেই দেখলেন বেশ কিছু সোনার মোহর। তা বিক্রি করে তার আর্থিক সচ্ছলতা আসল।

১৮. উদ্দীপকের ঘটনা পাঠ্যবইয়ের কোন বিষয়টির ইঙ্গিত করে?
[ক] সম্ভাবনা
[খ] আকস্মিকতা
[গ] কার্যকারণ
[ঘ] অনুমান
উত্তর: [খ] আকস্মিকতা

১৯. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির বৈশিষ্ট্য হলো-
i. হঠাৎ করে ঘটে থাকে
ii. কার্যকারণ সম্পর্ক অজ্ঞাত থাকে
iii. এক্ষেত্রে জ্ঞান সীমাবদ্ধ থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি প্রথম কে ব্যবহার করেন?
[ক] কার্ভেথ রীড
[খ] মিল
[গ] বেকন
[ঘ] হিউওয়েল
উত্তর: [গ] বেকন

২১. বালতিসহ পানির ওজন ২৫ কেজি। বালতির ওজন ০৫ কেজি। অতএব পানির ওজন ২০ কেজি। উদ্দীপকে কোন ধরনের কার্যকারণ পদ্ধতির ইঙ্গিত রয়েছে?
[ক] অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ
উত্তর: [ঘ] পরিশেষ

২২. যৌক্তিক বিভাগে একই সময়ে কয়টি মূলসূত্র গ্রহণ করা যায়?
[ক] একটি
[খ] দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি
উত্তর: [ক] একটি

২৩. “ক” কলেজে প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন ইংরেজিতে ফেল করে। ওই কলেজে ইংরেজি বিষয়ে ফেল করার সম্ভাবনার মাত্রা কতটুকু?
[ক] ৩
[খ] ০.৩
[গ] ০.০৩
[ঘ] ০.০০৩
উত্তর: [খ] ০.৩

২৪. সম্ভাবনা বোঝায় এরূপ বাক্য কোনটি?
[ক] আজ বৃষ্টি হয়েছে
[খ] আজ বৃষ্টি হবেই
[গ] গতকাল বৃষ্টি হয়েছিল
[ঘ] আজ বৃষ্টি হতে পারে
উত্তর: [ঘ] আজ বৃষ্টি হতে পারে

২৫. আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তিবাক্য?
[ক] বিশেষ যুক্তিবাক্য
[খ] সার্বিক যুক্তিবাক্য
[গ] প্রাকল্পিক যুক্তিবাক্য
[ঘ] বৈকল্পিক যুক্তিবাক্য
রেডিও মানুষের মতো হাসে, কাঁদে, কথা বলে।
মানুষের প্রাণ আছে। অতএব রেডিওরও প্রাণ আছে।
উত্তর: [খ] সার্বিক যুক্তিবাক্য

২৬. এটি কোন ধরনের অনুমান?
[ক] সাধু সাদৃশ্যানুমান
[খ] অসাধু সাদৃশ্যানুমান
[গ] অবৈজ্ঞানিক আরোহ
[ঘ] বৈজ্ঞানিক আরোহ
উত্তর: [খ] অসাধু সাদৃশ্যানুমান

A
BC
২৭. উদ্দীপকে কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে?
[ক] যুক্তি সাম্যমূলক
[খ] পূর্ণাঙ্গ
[গ] বৈজ্ঞানিক
[ঘ] অবৈজ্ঞানিক
উত্তর: [ক] যুক্তি সাম্যমূলক

২৮. “সব বিষয়ের মিল, শুধু একটি বিষয়ের পার্থক্য”- কোন পদ্ধতির মূল বিষয়?
[ক] ব্যতিরেকী
[খ] সহপরিবর্তন
[গ] অন্বয়ী
[ঘ] পরিশেষ
উত্তর: [ক] ব্যতিরেকী

২৯. ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
[ক] অবৈধ সার্বিকীকরণ
[খ] অনিরীক্ষণ অনুপপত্তি
[গ] অসাধু সাদৃশ্যানুমান
[ঘ] কাকতালীয় অনুপপত্তি
উত্তর: [ঘ] কাকতালীয় অনুপপত্তি

৩০. যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
i. অঙ্গগত বিভাগ
ii. গুণগত বিভাগ
iii. সংকর বিভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও ii

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide