এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper MCQ with Answer pdf download
বোর্ড প্রশ্ন সমাধান-১
ভূগোল ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১২৫]
সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Geography 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
[ক] পার্শ্বক্ষয়ের ফলে
[খ] তলদেশ ক্ষয়ের দরুন
[গ] স্রোতের বেগ কমলে
[ঘ] ঢাল হ্রাসের ফলে
উত্তর: [খ] তলদেশ ক্ষয়ের দরুন
㋡ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
২. উদ্দীপকে “ক” চিহ্নিত অঞ্চলটি কোন চাপবলয়ের অন্তর্গত?
[ক] নিরক্ষীয় নিম্নচাপ
[খ] উপক্রান্তীয় উচ্চচাপ
[গ] মেরুবৃত্তীয় নিম্নচাপ
[ঘ] মেরুদেশীয় উচ্চচাপ
উত্তর: [ক] নিরক্ষীয় নিম্নচাপ
৩. উদ্দীপকের “খ” চিহ্নিত অঞ্চলে সৃষ্ট চাপবলয়ের কারণ হলো:
i. বায়ুর বিক্ষিপ্ত হওয়া
ii. সূর্য হতে অধিক দূরত্ব
iii. পৃথিবীর আবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
৪. অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়?
[ক] মুখ্য জোয়ার
[খ] গৌণ জোয়ার
[গ] মরা কটাল
[ঘ] তেজ কটাল
উত্তর: [গ] মরা কটাল
৫. বায়ুদূষণের কারণ হলো:
i. গাছপালা আগুনে পোড়ানো
ii. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
iii. প্রাকৃতিক গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
㋡ উদ্দীপকটি পড়ে ৬নং প্রশ্নের উত্তর দাও:
৬. উদ্দীপকে সংঘটিত বৃষ্টিপাত কোন ধরনের?
[ক] শৈলোৎক্ষেপ
[খ] পরিচলন
[গ] ঘূর্ণিবাত
[ঘ] সংঘর্ষ
উত্তর: [ক] শৈলোৎক্ষেপ
৭. পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
[ক] অস্ট্রেলিয়া
[খ] আফ্রিকা
[গ] ইউরোপ
[ঘ] এশিয়া
উত্তর: [ঘ] এশিয়া
㋡ উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
৮. উদ্দীপকে “খ” চিহ্নিত ভূমিরূপ কোনটি?
[ক] মহী সোপান
[খ] মহী ঢাল
[গ] গভীর সমুদ্রখাত
[ঘ] গভীর সমুদ্রের সমভূমি
উত্তর: [খ] মহী ঢাল
৯. উদ্দীপকে “ক” চিহ্নিত ভূমিরূপটি গুরুত্বপূর্ণ কারণ স্থানটি:
i. জলজ উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত করে
ii. সামুদ্রিক মৎস্যের আবাসস্থল
iii. খনিজ সম্পদের ভান্ডার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
১০. ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২
১১. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
[ক] অক্সিডেশন
[খ] সলিউশন
[গ] কার্বনেশন
[ঘ] হাইড্রেশন
উত্তর: [ক] অক্সিডেশন
১২. জীবমন্ডলের বৃহৎ ভৌগোলিক একক হচ্ছে:
[ক] ইকোসিস্টেম
[খ] ইকোলজি
[গ] বায়োমাস
[ঘ] বায়োম
উত্তর: [ঘ] বায়োম
১৩. পর্বতারোহীদের জন্য বিপদজ্জনক মেঘ কোনটি?
[ক] পালক
[খ] পুঞ্জ
[গ] স্তর
[ঘ] ঝড়োপুঞ্জ
উত্তর: [গ] স্তর
১৪. বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত:
i. রাঙ্গামাটিতে
ii. ময়মনসিংহে
iii. শেরপুরে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
১৫. অশ্ব অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে:
[ক] উত্তর আটলান্টিকের শান্তবলয়
[খ] দক্ষিণ আটলান্টিকের শান্তবলয়
[গ] নিরক্ষীয় নিম্নচাপ বলয়
[ঘ] মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়
উত্তর: [ক] উত্তর আটলান্টিকের শান্তবলয়
১৬. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে?
[ক] জলবায়ুবিদ্যা
[খ] ভূমিরূপবিদ্যা
[গ] বারিমন্ডল
[ঘ] জীবমন্ডল
উত্তর: [খ] ভূমিরূপবিদ্যা
১৭. ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য কোনটি?
[ক] বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি
[খ] বেতার তরঙ্গের প্রতিফলন
[গ] অতি বেগুনী রশ্মি শোষণ
[ঘ] উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস
উত্তর: [ঘ] উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস
১৮. গরান বনভূমি রয়েছে কোন জেলায়?
[ক] যশোর
[খ] মাগুরা
[গ] খুলনা
[ঘ] কুষ্টিয়া
উত্তর: [গ] খুলনা
㋡ উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
১৯. উদ্দীপকে “ক” চিহ্নিত স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অন্তর্গত?
[ক] দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়
[খ] পাদদেশীয় সমভূমি
[গ] মধুপুর ও ভাওয়ালের গড়
[ঘ] বরেন্দ্র ভূমি এলাকা
উত্তর: [গ] মধুপুর ও ভাওয়ালের গড়
২০. উদ্দীপকে “ক” ও “খ” চিহ্নিত এলাকার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে:
i. বৃষ্টিপাতে
ii. মৃত্তিকায়
iii. উদ্ভিদে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
২১. বারিমন্ডলের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] ভূকিম্প
[খ] ইকোসিস্টেম
[গ] বিচূর্ণীভবন
[ঘ] জোয়ার-ভাটা
উত্তর: [ঘ] জোয়ার-ভাটা
২২. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
[ক] জঙ্গিল
[খ] ক্ষয়জাত
[গ] সঞ্চয়জাত
[ঘ] ল্যাকোলিথ
উত্তর: [গ] সঞ্চয়জাত
২৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
[ক] গঙ্গোত্রী হিমবাহে
[খ] নাগা-মনিপুরে
[গ] লুসাই পাহাড়ে
[ঘ] মানস সরোবরে
উত্তর: [ঘ] মানস সরোবরে
২৪. গ্রীনল্যান্ড অঞ্চলে কোন বায়োম দেখা যায়?
[ক] সাভানা
[খ] তুন্দ্রা
[গ] তৃণভূমি
[ঘ] বনভূমি
উত্তর: [খ] তুন্দ্রা
২৫. সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
[ক] ওজোন
[খ] নাইট্রোজেন
[গ] হিলিয়াম
[ঘ] হাইড্রোজেন
উত্তর: [ক] ওজোন
0 Comments:
Post a Comment