HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download

ঢাকা বোর্ড
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. Civis এবং Civitas শব্দের অর্থ যথাক্রমে-
[ক] নাগরিক ও রাষ্ট্র
[খ] জাতীয় রাষ্ট্র ও নাগরিক
[গ] নাগরিক ও নগররাষ্ট্র
[ঘ] জাতীয় জনসমাজ ও রাষ্ট্র
উত্তর: [গ] নাগরিক ও নগররাষ্ট্র

◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি সংসদীয় আসনে ইভিএম (EVM: Electronic Voting Machine)-এর ব্যবহার হয়েছে। নির্বাচকমণ্ডলী এসএমএসের মাধ্যমে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর সহজেই জানতে পেরেছে। ফলে জনগণের সময় এবং অর্থের সাশ্রয় হয়েছে।

২. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কিসের ইঙ্গিত বহন করে?
[ক] E-Commerce
[খ] E-Service
[গ] E-Governance
[ঘ] E-Voting
উত্তর: [গ] E-Governance

৩. উক্ত বিষয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-
i. তথ্যপ্রযুক্তির সহায়তা
ii. শিক্ষিত জনগণ
iii. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৪. Natio ও Natus শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] টিউটনিক
[খ] ল্যাটিন
[গ] গ্রীক
[ঘ] ইংরেজি
উত্তর: [খ] ল্যাটিন

৫. সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়-
[ক] আইনের যথার্থ প্রয়োগ
[খ] শক্তিশালী আমলাতন্ত্র প্রতিষ্ঠা
[গ] নিয়ন্ত্রিত গণতন্ত্র
[ঘ] গণমাধ্যমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
উত্তর: [ক] আইনের যথার্থ প্রয়োগ

৬. স্বাধীন জনমত গঠিত হয় কোন ধরনের সরকারব্যবস্থায়?
[ক] একনায়কতন্ত্রে
[খ] সমাজতন্ত্রে
[গ] রাজতন্ত্রে
[ঘ] গণতন্ত্রে
উত্তর: [ঘ] গণতন্ত্রে

৭. "Voice of the people is the voice of the God".- উক্তিটির সাথে কোনটি সম্পর্কিত?
[ক] জনসভা
[খ] জনমত
[গ] আইনসভা
[ঘ] ধর্মমত
উত্তর: [খ] জনমত

৮. ”এক জাতি, এক দল ও এক নেতা”- এ নীতিতে বিশ্বাসী সরকারব্যবস্থা হলো-
[ক] প্রজাতন্ত্র
[খ] একনায়কতন্ত্র
[গ] রাজতন্ত্র
[ঘ] অভিজাততন্ত্র
উত্তর: [খ] একনায়কতন্ত্র

৯. ISP-এর পূর্ণরূপ কোনটি?
[ক] Internet Service Project
[খ] Internet Service Project
[গ] International Service Project
[ঘ] Internet Service Protocol
উত্তর: [খ] Internet Service Project

১০. কোন ভাষায় নগরকে ‘পুর’ বা ‘পুরী’ বলা হয়?
[ক] ইংরেজি
[খ] জার্মান
[গ] ল্যাটিন
[ঘ] সংস্কৃত
উত্তর: [ঘ] সংস্কৃত

১১. আইনের সুপ্রাচীন উৎস কোনটি?
[ক] প্রথা
[খ] ধর্ম
[গ] জনমত
[ঘ] আইনসভা
উত্তর: [ক] প্রথা

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (ঢাকা বোর্ড ২০১৯)

◈ উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ‘ক’ একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি অরাজনৈতিক। সংগঠনটি সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ আদায়ে কাজ করলেও সরকারকে নিয়ন্ত্রণ করে না।

১২. জনাব ‘ক’ এর সংগঠনটি একটি-
[ক] রাজনৈতিক দল
[খ] বিরোধী দল
[গ] চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
[ঘ] নির্বাচনি জোট
উত্তর: [গ] চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

১৩. উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
i. সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা
ii. সংগঠনের সদস্যদের কল্যাণ সাধন করা
iii. নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৪. কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন?
[ক] সক্রেটিস
[খ] জ্যাঁক রুশো
[গ] অস্টিন
[ঘ] টি.এইচ.গ্রীন
উত্তর: [গ] অস্টিন

১৫. আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক কে?
[ক] অধ্যাপক ফাইনার
[খ] পল এইচ. অ্যাপলবি
[গ] ম্যাক্সওয়েবার
[ঘ] ফিফ্নার ও প্রেসথাস
উত্তর: [গ] ম্যাক্সওয়েবার

১৬. পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় হচ্ছে, নাগরিকের-
i. সামাজিক বিষয়
ii. রাজনৈতিক কার্যকলাপ
iii. অর্থনৈতিক কর্মকাণ্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৭. জাতীয়তা হচ্ছে-
[ক] সামাজিক চেতনা
[খ] মানসিক ধারণা ও অনুভূতি
[গ] রাজনৈতিক অধিকার
[ঘ] সাংস্কৃতিক অনুভূতি
উত্তর: [খ] মানসিক ধারণা ও অনুভূতি

◈ নিচের ছকটি দেখে পরবর্তী প্রশ্ন দুটোর উত্তর দাও:
সরকার
(i) একটিমাত্র কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়
(ii) নামে মাত্র রাষ্ট্রপ্রধান
(iii) এক কক্ষবিশিষ্ট আইনসভা

‘ক’ রাষ্ট্র ‘খ’ রাষ্ট্র
(i) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(ii) দ্বৈত নাগরিকত্ব
(iii) দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা

১৮. ছকে উল্লিখিত ‘ক’ রাষ্ট্রের সরকার হলো-
[ক] যুক্তরাষ্ট্রীয়
[খ] এককেন্দ্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
উত্তর: [খ] এককেন্দ্রিক

১৯. ‘ক’ রাষ্ট্র ও ‘খ’ রাষ্ট্রের সরকারের পার্থক্য হলো-
i. ক্ষমতা ও কর্তৃত্ব
ii. সংবিধানের প্রকৃতি
iii. সরকারের দায়িত্বশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২০. 'The Spirit of laws' গ্রন্থটির লেখক কে?
[ক] জন লক
[খ] জন অস্টিন
[গ] ব্ল্যাকস্টোন
[ঘ] মন্টেস্কু
উত্তর: [ঘ] মন্টেস্কু

২১. লালফিতার দৌরাত্ম্যের ফল হচ্ছে-
i. জনগণের হয়রানি
ii. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
iii. রাজনৈতিক অস্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২২. জাতিসংঘে মানবাধিকারসমূহ গৃহীত হয় কত সালে?
[ক] ১৯৪৫
[খ] ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৫২
উত্তর: [গ] ১৯৪৮

২৩. “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা”- বিশ্বকবির উক্ত বন্দনায় কী প্রকাশ পেয়েছে?
[ক] জাতীয়তা
[খ] দেশপ্রেম
[গ] জনমত
[ঘ] ধর্মীয় অনুভূতি
উত্তর: [খ] দেশপ্রেম

২৪. গণতন্ত্র ও নিয়ন্ত্রিত আমলাতন্ত্র একে অপরের জন্য-
i. কল্যাণকর
ii. হুমকিস্বরূপ
iii. আশীর্বাদস্বরূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৫. রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায় কোনো জাতির-
i. মূল্যবোধ
ii. দৃষ্টিভঙ্গি
iii. রাজনৈতিক মতাদর্শ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৬. রাজনৈতিক স্বাধীনতা হলো-
[ক] ভোট প্রদান
[খ] স্বাধীনভাবে চলাফেরা
[গ] যোগ্যতা অনুযায়ী কর্ম লাভ
[ঘ] উপযুক্ত মজুরি লাভ
উত্তর: [ক] ভোট প্রদান

২৭. বাংলাদেশ সরকার ‘তথ্য অধিকার আইন’ কত সালে পাস করে?
[ক] ২০০৬
[খ] ২০০৭
[গ] ২০০৯
[ঘ] ২০১১
উত্তর: [গ] ২০০৯

◈ প্রদত্ত ছকটি দেখে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
সচিব
অতিরিক্ত সচিব
যুগ্ম সচিব
উপ সচিব
সিনিয়র সহকারী সচিব

২৮. উল্লিখিত ছক দ্বারা বাংলাদেশের আমলাতন্ত্রের কোন বিষয়টি বোঝা যায়?
[ক] পেশাদারিত্ব
[খ] দক্ষতা
[গ] আনুষ্ঠানিকতা
[ঘ] পদসোপান
উত্তর: [ঘ] পদসোপান

২৯. ছকে উল্লিখিত সংগঠনের জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করতে হবে-
i. সুযোগ সুবিধা বাড়াতে হবে
ii. দক্ষতা বৃদ্ধির জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে
iii. শুদ্ধাচার প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৩০. সুশাসনের সমস্যা হলো-
i. বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ
ii. জবাবদিহিতার অনুপস্থিতি
iii. বাক স্বাধীনতার হস্তক্ষেপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

Share:

3 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide