এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download
ঢাকা বোর্ড
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer
১. Civis এবং Civitas শব্দের অর্থ যথাক্রমে-
[ক] নাগরিক ও রাষ্ট্র
[খ] জাতীয় রাষ্ট্র ও নাগরিক
[গ] নাগরিক ও নগররাষ্ট্র
[ঘ] জাতীয় জনসমাজ ও রাষ্ট্র
উত্তর: [গ] নাগরিক ও নগররাষ্ট্র
◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি সংসদীয় আসনে ইভিএম (EVM: Electronic Voting Machine)-এর ব্যবহার হয়েছে। নির্বাচকমণ্ডলী এসএমএসের মাধ্যমে ভোট কেন্দ্র ও ভোটার নম্বর সহজেই জানতে পেরেছে। ফলে জনগণের সময় এবং অর্থের সাশ্রয় হয়েছে।
২. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কিসের ইঙ্গিত বহন করে?
[ক] E-Commerce
[খ] E-Service
[গ] E-Governance
[ঘ] E-Voting
উত্তর: [গ] E-Governance
৩. উক্ত বিষয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-
i. তথ্যপ্রযুক্তির সহায়তা
ii. শিক্ষিত জনগণ
iii. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৪. Natio ও Natus শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] টিউটনিক
[খ] ল্যাটিন
[গ] গ্রীক
[ঘ] ইংরেজি
উত্তর: [খ] ল্যাটিন
৫. সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়-
[ক] আইনের যথার্থ প্রয়োগ
[খ] শক্তিশালী আমলাতন্ত্র প্রতিষ্ঠা
[গ] নিয়ন্ত্রিত গণতন্ত্র
[ঘ] গণমাধ্যমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
উত্তর: [ক] আইনের যথার্থ প্রয়োগ
৬. স্বাধীন জনমত গঠিত হয় কোন ধরনের সরকারব্যবস্থায়?
[ক] একনায়কতন্ত্রে
[খ] সমাজতন্ত্রে
[গ] রাজতন্ত্রে
[ঘ] গণতন্ত্রে
উত্তর: [ঘ] গণতন্ত্রে
৭. "Voice of the people is the voice of the God".- উক্তিটির সাথে কোনটি সম্পর্কিত?
[ক] জনসভা
[খ] জনমত
[গ] আইনসভা
[ঘ] ধর্মমত
উত্তর: [খ] জনমত
৮. ”এক জাতি, এক দল ও এক নেতা”- এ নীতিতে বিশ্বাসী সরকারব্যবস্থা হলো-
[ক] প্রজাতন্ত্র
[খ] একনায়কতন্ত্র
[গ] রাজতন্ত্র
[ঘ] অভিজাততন্ত্র
উত্তর: [খ] একনায়কতন্ত্র
৯. ISP-এর পূর্ণরূপ কোনটি?
[ক] Internet Service Project
[খ] Internet Service Project
[গ] International Service Project
[ঘ] Internet Service Protocol
উত্তর: [খ] Internet Service Project
১০. কোন ভাষায় নগরকে ‘পুর’ বা ‘পুরী’ বলা হয়?
[ক] ইংরেজি
[খ] জার্মান
[গ] ল্যাটিন
[ঘ] সংস্কৃত
উত্তর: [ঘ] সংস্কৃত
১১. আইনের সুপ্রাচীন উৎস কোনটি?
[ক] প্রথা
[খ] ধর্ম
[গ] জনমত
[ঘ] আইনসভা
উত্তর: [ক] প্রথা
জনাব ‘ক’ একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি অরাজনৈতিক। সংগঠনটি সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ আদায়ে কাজ করলেও সরকারকে নিয়ন্ত্রণ করে না।
১২. জনাব ‘ক’ এর সংগঠনটি একটি-
[ক] রাজনৈতিক দল
[খ] বিরোধী দল
[গ] চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
[ঘ] নির্বাচনি জোট
উত্তর: [গ] চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
১৩. উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
i. সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা
ii. সংগঠনের সদস্যদের কল্যাণ সাধন করা
iii. নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১৪. কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন?
[ক] সক্রেটিস
[খ] জ্যাঁক রুশো
[গ] অস্টিন
[ঘ] টি.এইচ.গ্রীন
উত্তর: [গ] অস্টিন
১৫. আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক কে?
[ক] অধ্যাপক ফাইনার
[খ] পল এইচ. অ্যাপলবি
[গ] ম্যাক্সওয়েবার
[ঘ] ফিফ্নার ও প্রেসথাস
উত্তর: [গ] ম্যাক্সওয়েবার
১৬. পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় হচ্ছে, নাগরিকের-
i. সামাজিক বিষয়
ii. রাজনৈতিক কার্যকলাপ
iii. অর্থনৈতিক কর্মকাণ্ড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১৭. জাতীয়তা হচ্ছে-
[ক] সামাজিক চেতনা
[খ] মানসিক ধারণা ও অনুভূতি
[গ] রাজনৈতিক অধিকার
[ঘ] সাংস্কৃতিক অনুভূতি
উত্তর: [খ] মানসিক ধারণা ও অনুভূতি
◈ নিচের ছকটি দেখে পরবর্তী প্রশ্ন দুটোর উত্তর দাও:
সরকার
(i) একটিমাত্র কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়
(ii) নামে মাত্র রাষ্ট্রপ্রধান
(iii) এক কক্ষবিশিষ্ট আইনসভা
‘ক’ রাষ্ট্র ‘খ’ রাষ্ট্র
(i) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(ii) দ্বৈত নাগরিকত্ব
(iii) দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা
১৮. ছকে উল্লিখিত ‘ক’ রাষ্ট্রের সরকার হলো-
[ক] যুক্তরাষ্ট্রীয়
[খ] এককেন্দ্রিক
[গ] রাজতান্ত্রিক
[ঘ] একনায়কতান্ত্রিক
উত্তর: [খ] এককেন্দ্রিক
১৯. ‘ক’ রাষ্ট্র ও ‘খ’ রাষ্ট্রের সরকারের পার্থক্য হলো-
i. ক্ষমতা ও কর্তৃত্ব
ii. সংবিধানের প্রকৃতি
iii. সরকারের দায়িত্বশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২০. 'The Spirit of laws' গ্রন্থটির লেখক কে?
[ক] জন লক
[খ] জন অস্টিন
[গ] ব্ল্যাকস্টোন
[ঘ] মন্টেস্কু
উত্তর: [ঘ] মন্টেস্কু
২১. লালফিতার দৌরাত্ম্যের ফল হচ্ছে-
i. জনগণের হয়রানি
ii. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
iii. রাজনৈতিক অস্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২২. জাতিসংঘে মানবাধিকারসমূহ গৃহীত হয় কত সালে?
[ক] ১৯৪৫
[খ] ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৫২
উত্তর: [গ] ১৯৪৮
২৩. “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা”- বিশ্বকবির উক্ত বন্দনায় কী প্রকাশ পেয়েছে?
[ক] জাতীয়তা
[খ] দেশপ্রেম
[গ] জনমত
[ঘ] ধর্মীয় অনুভূতি
উত্তর: [খ] দেশপ্রেম
২৪. গণতন্ত্র ও নিয়ন্ত্রিত আমলাতন্ত্র একে অপরের জন্য-
i. কল্যাণকর
ii. হুমকিস্বরূপ
iii. আশীর্বাদস্বরূপ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
২৫. রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায় কোনো জাতির-
i. মূল্যবোধ
ii. দৃষ্টিভঙ্গি
iii. রাজনৈতিক মতাদর্শ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২৬. রাজনৈতিক স্বাধীনতা হলো-
[ক] ভোট প্রদান
[খ] স্বাধীনভাবে চলাফেরা
[গ] যোগ্যতা অনুযায়ী কর্ম লাভ
[ঘ] উপযুক্ত মজুরি লাভ
উত্তর: [ক] ভোট প্রদান
২৭. বাংলাদেশ সরকার ‘তথ্য অধিকার আইন’ কত সালে পাস করে?
[ক] ২০০৬
[খ] ২০০৭
[গ] ২০০৯
[ঘ] ২০১১
উত্তর: [গ] ২০০৯
◈ প্রদত্ত ছকটি দেখে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
সচিব
↑
অতিরিক্ত সচিব
↑
যুগ্ম সচিব
↑
উপ সচিব
↑
সিনিয়র সহকারী সচিব
২৮. উল্লিখিত ছক দ্বারা বাংলাদেশের আমলাতন্ত্রের কোন বিষয়টি বোঝা যায়?
[ক] পেশাদারিত্ব
[খ] দক্ষতা
[গ] আনুষ্ঠানিকতা
[ঘ] পদসোপান
উত্তর: [ঘ] পদসোপান
২৯. ছকে উল্লিখিত সংগঠনের জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করতে হবে-
i. সুযোগ সুবিধা বাড়াতে হবে
ii. দক্ষতা বৃদ্ধির জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে
iii. শুদ্ধাচার প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৩০. সুশাসনের সমস্যা হলো-
i. বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ
ii. জবাবদিহিতার অনুপস্থিতি
iii. বাক স্বাধীনতার হস্তক্ষেপ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
good
ReplyDeleteSir tnx
ReplyDeleteVery good
ReplyDelete