উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-১
কৃষিশিক্ষা
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৩৯
সময়-২৫ মিনিট পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৭
[খ] ১৯৬১
[গ] ১৯৬৫
[ঘ] ১৯৬৯
উত্তর: [খ] ১৯৬১
২. BARI-এর প্রধান কার্যালয় কোথায়?
[ক] গাজীপুর
[খ] ফরিদপুর
[গ] জামালপুর
[ঘ] পিরোজপুর
উত্তর: [ক] গাজীপুর
৩. নিচের কোনটি উদ্যান ফসল?
[ক] তুলা
[খ] তুঁত
[গ] তেঁতুল
[ঘ] নিম
উত্তর: [ঘ] নিম
৪. রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা?
[ক] তুলা
[খ] তুঁত
[গ] তেঁতুল
[ঘ] নিম
উত্তর: [খ] তুঁত
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
ফরহাদের গ্রামের এলাকার মাটি খুব শক্ত তবে একটু বৃষ্টি হলেই কাঁদা হয়। তাই তারা শীতকালীন সবজি উৎপাদন ভালোভাবে করতে পারে না।
৫. উদ্দীপকের মাটির ধরন নিচের কোনটি?
[ক] এঁটেল
[খ] পলি
[গ] দো-আঁশ
[ঘ] বেলে
উত্তর: [ক] এঁটেল
৬. উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য-
i. এ মাটির পানি ধারণক্ষমতা বেশি
ii. গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে
iii. মিষ্টি আলু খুব ভালো জন্মে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
৭. জলবায়ু বলতে কত বছরের গড় অবস্থাকে বুঝায়?
[ক] ৫-১০
[খ] ১০-১৫
[গ] ২০-৩০
[ঘ] ৪০-৫০
উত্তর: [গ] ২০-৩০
৮. সবজি ও সালাদ হিসেবে খাওয়া যায় নিচের কোনটি?
[ক] রসুন
[খ] আলু
[গ] পিঁয়াজ
[ঘ] হলুদ
উত্তর: [গ] পিঁয়াজ
৯. রেশম চাষকে কী বলে?
[ক] এপিকালচার
[খ] সেরিকালচার
[গ] হর্টিকালচার
[ঘ] পিসিকালচার
উত্তর: [খ] সেরিকালচার
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১০নং প্রশ্নের উত্তর দাও:
মৌসুম
রবি 'A'
১০. উদ্দীপকে উলিখিত 'A' চিহ্নিত মৌসুমের অন্তর্গত ফসল-
i. কচু
ii. পাট
iii. সরিষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১১. নিচে কোনটি ট্রাইকোডার্মা?
[ক] মিথোজীবী ছত্রাক
[খ] অমিথোজীবী ছত্রাক
[গ] মিথোজীবী শৈবাল
[ঘ] অমিথোজীবী শৈবাল
উত্তর: [ক] মিথোজীবী ছত্রাক
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
নন্দবাবু কোনো একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন, গাছের গোড়া লতা-পাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়।
১২. নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
[ক] রোগিং
[খ] মালচিং
[গ] প্রুনিং
[ঘ] ট্রেনিং
উত্তর: [খ] মালচিং
১৩. এই পদ্ধতি অবলম্বন করার কারণ-
i. মাটির ক্ষয়রোধ করার জন্য
ii. আর্দ্রতা সংরক্ষণের জন্য
iii. তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক ]i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৪. কোনটি ব্যাকটেরিয়া?
[ক] ট্রাইকোডার্মা
[খ] রাইজোবিয়াম
[গ] কোলেট্রোটিকাম
[ঘ] অ্যাজোলা
উত্তর: [খ] রাইজোবিয়াম
১৫. ছায়া পছন্দকারী উদ্ভিদ হলো-
i. তুলা
ii. চা
iii. আদা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] ii ও iii
১৬. কোন মাটিতে কমলা ভালো হয়?
[ক] ক্ষারীয়
[খ] লোনা
[গ] অম্লীয়
[ঘ] নিরপেক্ষ
উত্তর: [গ] অম্লীয়
১৭. পেয়ারা গাছের বংশ বিস্তারে প্রধান মাধ্যম কোনটি?
[ক] গুটি কলম
[খ] জোড়া কলম
[গ] কুঁড়ি সংযোজন
[ঘ] কাটিং
উত্তর: [ক] গুটি কলম
১৮. আখের লাল পচা রোগের কারণ নিচে কোনটি?
[ক] ভাইরাস
[খ] ব্যাকটেরিয়া
[গ] মাইকোপ্লাজম
[ঘ] ছত্রাক
উত্তর: [ঘ] ছত্রাক
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
শামীম পিঁয়াজ ও সরিষার বীজ উৎপাদনের জন্য পরামর্শ নেওয়ার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট যান। কৃষি কর্মকর্তা তাকে বীজ শোধন এবং কিছু আন্তঃপরিচর্যার পরামর্শ দেন। সে মোতাবেক চাষ করে শামীম সফল হন।
১৯. বীজ শোধনে শামীম নিচের কোনটি ব্যবহার করবেন?
[ক] ফুরাডান
[খ] ডায়াজিনন
[গ] ক্যাপটান
[ঘ] ডাইমেক্রন
উত্তর: [গ] ক্যাপটান
২০. কৃষি কর্মকর্তার পরামর্শে শামীম যে বিশেষ পরিচর্যা করেন তা হলো-
i. কীটনাশক প্রয়ো
[গ] করা
ii. পৃথকীকরণ দূরত্ব বজায় রাখা
iii. সময়মতো রোগিং করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
২১. শাকসবজি পচনের প্রধান কারণ কোনটি?
[ক] তাপমাত্রা
[খ] আর্দ্রতা
[গ] ক্ষত
[ঘ] শ্বসন
উত্তর: [ক] তাপমাত্রা
২২. কৃষিতথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] জয়দেবপুর
[খ] মহাখালী
[গ] ধানমন্ডি
[ঘ] খামার বাড়ি
উত্তর: [ঘ] খামার বাড়ি
২৩. শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়?
[ক] অক্সিজেন
[খ] হাইড্রোজেন
[গ] নাইট্রোজেন
[ঘ] পটাসিয়াম
উত্তর: [গ] নাইট্রোজেন
২৪. ভাইরাসের সংক্রমণে ধানের কোন রোগটি হয়?
[ক] টুংরো
[খ] পাতা ঝলসানো
[গ] ব্লাস্ট
[ঘ] খোল পচা
উত্তর: [ক] টুংরো
২৫. আখ চাষের সবচেয়ে উন্নত পদ্ধতি কোনটি?
[ক] রোপা
[খ] পরিখা
[গ] এসটিপি
[ঘ] এনটিপি
উত্তর: [গ] এসটিপি
উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer
0 Comments:
Post a Comment