ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
মডেল টেস্ট
এসএসসি পরীক্ষা
বিষয়: বাংলা ১ম পত্র
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর pdf download
বিষয় কোড: ১০১
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবে না।]
১. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্পর্কে কবির অভিমত কী?
ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না
খ. তারা মানুষ নামের পরিচয় দানের অযোগ্য
গ. তারা অকৃতজ্ঞতারই পরিচয় দেয়
ঘ. তারা নীচ ও হীন জীবনযাপন করে
উত্তরঃ ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না
২. ‘কপোতাক্ষ নদ’ কবিতার মূল সুর কী?
ক. প্রকৃতিপ্রেম
খ. স্মৃতিকাতরতা
গ. নিসর্গপ্রেম
ঘ. গভীর আনন্দ
উত্তরঃ খ. স্মৃতিকাতরতা
৩. মানব জীবনের উদ্দেশ্য-
i. মিথ্যা সুখ কামনা
ii. জগতের কল্যাণ
iii. মানবের কল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. ii ও iii
৪. রবীন্দ্রনাথ ঠাকুরেরর কোন কাব্যগ্রন্থ থেকে 'জুতা আবিষ্কার' কবিতাটি সংকলন করা হয়েছে?
ক. মানসী
খ. সোনার তরী
গ. কল্পনা
ঘ. চিত্রা
উত্তরঃ গ. কল্পনা
৫. গিরির হিম ললাট ঘামল কেন?
ক. পাথরের গতিশীলতায়
খ. ঝরনার উদ্ভবে
গ. নাচের উৎসবে
ঘ. ভয় পাওয়ায়
উত্তরঃ খ. ঝরনার উদ্ভবে
৬. মাঠ স্তব্ধ হবে না, কারণ-
ক. সবাই মিলে সজীব রাখবে
খ. নতুনভাবে পরিচর্যা করবে
গ. কোনো দুর্যোগের সম্ভাবনা নেই
ঘ. বহমানতা টিকিয়ে রাখবে
উত্তরঃ ঘ. বহমানতা টিকিয়ে রাখবে
৭. প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালতে পারে আলো- এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে?
ক. পারস্পরিক সম্প্রীতি
খ. বিপদে সাহায্য করা
গ. একে অন্যের খোঁজ নেওয়া
ঘ. কাউকে তুচ্ছ না ভাবা
উত্তরঃ খ. বিপদে সাহায্য করা
* উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাওঃ
রিপভ্যান উইংকল দীর্ঘ বিশ বছর পর গাঁয়ে ফিরে এলে তাকে কেউ চিনতে পারেনি। সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষে তার স্বজন টম এলে সব শংকার অবসান ঘটে।
৮. উদ্দীপকের টমের সাথে ‘আমি কোনো আগন্তুক নই’- কবিতার সাদৃশ্য রয়েছে-
i. জমিলার মার
ii. কদম আলীর
iii. অবোধ বালকের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii
৯. ‘আমার পরিচয়’ কবিতায় নদীর সংখ্যা কত?
ক. ১২০০
খ. ১৪০০
গ. ১৩০০
ঘ. ১৫০০
উত্তরঃ গ. ১৩০০
১০. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় নীলকমলেরা কারা?
ক. প্রহরীরা
খ. সাহসীরা
গ. হৃদয়বান ব্যক্তিগণ
ঘ. মুক্তিযোদ্ধাগণ
উত্তরঃ ঘ. মুক্তিযোদ্ধাগণ
১১. বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন?
ক. বাণীকণ্ঠের চোখের অসুখ ছিল
খ. জমিদারের কাছে অপমানিত হয়ে
গ. বোবা মেয়েটির ভবিষ্যৎ ভেবে
ঘ. বাণীকণ্ঠের স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হয়েছিল
উত্তরঃ গ. বোবা মেয়েটির ভবিষ্যৎ ভেবে
১২. লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দেওয়ার কারণ-
ক. বিজ্ঞান চর্চার জন্য
খ. স্বশিক্ষিত হবার সুযোগ পাওয়া
গ. ধর্মীয় চর্চার জন্য
ঘ. পরীক্ষায় ভালো ফলাফল না করা
উত্তরঃ খ. স্বশিক্ষিত হবার সুযোগ পাওয়া
১৩. গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতাপতা জড়ানো- কার?
ক. মুখুয্যে গৃহকর্ত্রীর
খ. রথের
গ. শ্মশানের
ঘ. কাছাকাছি বাড়ির
উত্তরঃ খ. রথের
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
১৪. কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? মুহাম্মদ শহীদুল্লাহর এ হতাশার দুর হতে পারে কিভাবে?
ক. স্বেচ্ছাসেবক দল গঠন করে
খ. সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ. ফোকলোর সোসাইটি স্থাপন করে
ঘ. জনসাধারণকে সচেতন করে
উত্তরঃ গ. ফোকলোর সোসাইটি স্থাপন করে
১৫. অপুর টিনের বাক্সটি প্রকৃতপক্ষে-
i. তার সম্পত্তির সমাবেশ
ii. খেলার সামগ্রীর স্থান
iii. শিশুমনের একান্ত কল্পনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiর
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. iii
উত্তরঃ গ. i ও iii
১৬. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমনই এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যার নিত্যকার আহার্য। এ বক্তব্যে হযরত মুহম্মদ (স.)-এর চরিত্রের ফুটে ওঠা দিকটি হলো-
i. নিরহংকার
ii. বিচক্ষনতা
iii. সত্যনিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও iii
১৭. আজ আমাদের এত অধঃপতনের কারণ কী?
ক. মেহনতি মানুষের প্রতি অবহেলা
খ. গণজাগরণের অভাব
গ. স্বপ্নরাজ্যে বিচরণ
ঘ. ব্যক্তিকে প্রাধান্য দেওয়া
উত্তরঃ ক. মেহনতি মানুষের প্রতি অবহেলা
১৮. আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. স্বাভাবিক মৃত্যু
ii. নৈতিক অধঃপতন
iii. মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক. এ ও iiর
খ. ii ও iii
গ. i, ii ও iii
ঘ. i ও ii
উত্তরঃ খ. ii ও iii
১৯. আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?
ক. আচরণের জন্য
খ. শারীরিক গঠনের জন্য
গ. বেশি রানড়বার জন্য
ঘ. বেশি খাওয়ার জন্য
উত্তরঃ খ. শারীরিক গঠনের জন্য
২০. মমতাদির সঙ্গে ছেলেটির কথোপকথন মূল্যবান বলার কারণ-
i. কথার ভেতর মূল্যবান বিষয় ছিল
ii. কথার ভেতরে সেড়বহ লুকিয়ে ছিল
iii. কথায় বন্ধুত্বপূর্ণ আবেগ লুকিয়ে ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiর
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. ii ও iii
২১. টেনিসনের রিং আউট দ্যা ওল্ড ও রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ- এ দুয়ের মধ্যে মিল কোথায়?
ক. একটি অন্যটির অনুবাদ
খ. দুটোই বাংলা নববর্ষকে উদ্দেশ্য করে
গ. কবিতা দুটো মনে আনন্দের সঞ্চার করে
ঘ. কবিতা দুটোর মূলভাব একই
উত্তরঃ ঘ. কবিতা দুটোর মূলভাব একই
২২. প্রাণের চেয়ে মন বড়- আদর্শটি প্রতিফলন দেখা যায় জাহানারা ইমামের কোন কাজের মদ্য দিয়ে?
ক. জামীকে স্কুলে যতে না দেওয়ায়
খ. যুদ্ধের সময় নিজ পাড়া ছেড়ে না যাওয়ায়
গ. রুমিকে উদ্ধারের জন্য মার্সি পিটিশন না করায়
ঘ. শরীফ সাহেবের কুলখানির আয়োজন করায়
উত্তরঃ গ. রুমিকে উদ্ধারের জন্য মার্সি পিটিশন না করায়
২৩. জীবনের পূর্ণাবয়ব নয় খন্ডাংশ, জীবনের একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে, স্বল্পসংখ্যক চরিত্রের মাধ্যমে এর পরিণতি ঘটে। এখানে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে?
ক. কবিতা
খ. ছোটগল্প
গ. উপন্যাস
ঘ. নাটক
উত্তরঃ খ. ছোটগল্প
২৪. লেখকের জগদলের দিন আনন্দময় হবার প্রধান কারণ-
ক. সেখানে বড় খেলার মাঠ ছিল
খ. বেঙ্গল টাইগার-এর আনুগত্য
গ. জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য
ঘ. স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি
উত্তরঃ ঘ. স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি
২৫. হাতেম আলির জমিদারী রয়েছে-
ক. কাশিমপুরে
খ. রেশমপুরে
গ. সোনাপুরে
ঘ. বাবুপুরা
উত্তরঃ খ. রেশমপুরে
* উষ্টীপকটি পএড় ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
দ্বৈত শাসনব্যবস্থা ব্যর্থ হলে ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই প্রথায় নির্দিষ্ট দিনে জমিদারকে সন্ধ্যার পূর্বে বাৎসরিক কর পরিশোধ করতে হতো। অন্যথায় পরদিনই জমিদারি নিলামে উঠত।
২৬. উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তা হলো-
ক. বাল্যবিবাহ
খ. সান্ধ্য আইন
গ. পীরের প্রভাব
ঘ. স্বাধীন জীবনচেতনা
উত্তরঃ খ. সান্ধ্য আইন
২৭. উদ্দীপকের বিষয়বস্তু ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাথে সঙ্গতিপূর্ণ?
ক. খোদেজা
খ. হাতেম আলি
গ. বহিপীর
ঘ. তাহেরা
উত্তরঃ খ. হাতেম আলি
২৮. হরিকাকুর জারে প্রচুর মাছ উঠলে তিনি বুধাকে কী বলে সম্বোধন করেন?
ক. খোকাবাবু
খ. সোনাবাবা
গ. মানিকরতন
ঘ. গোবরাজা
উত্তরঃ গ. মানিকরতন
২৯. নিজের বোঝা নিজে বইবো। বুধার এ বক্তব্যে ফুটে ওঠে-
ক. কর্মদক্ষতা
খ. শারীরিক সক্ষমতা
গ. আত্মবিশ্বাস
ঘ. দেশপ্রেম
উত্তরঃ গ. আত্মবিশ্বাস
৩০. দেশ স্বাধীন হলে বুধাকে নিয়ে শাহাবুদ্দিনের পরিকল্পনা কী?
ক. যুদ্ধরত ছেলেটির নানা ভঙ্গির ছবি আঁকা
খ. কাকতাড়ুয়া বানানো
গ. নিজের সামনে বসে হাসানো
ঘ. বুধাকে হত্যা করা
উত্তরঃ ক. যুদ্ধরত ছেলেটির নানা ভঙ্গির ছবি আঁকা
0 Comments:
Post a Comment