HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর বোর্ড প্রশ্ন ৩ pdf download

বোর্ড প্রশ্ন
সকল বোর্ড ৩
পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২৯

সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer

১. কোনটি বিচ্ছিন্ন চলক?
[ক] শিক্ষার্থীদের বয়স
[খ] মাছের ওজন
[গ] পরিবারের সদস্য সংখ্যা
[ঘ] ঢাকা শহরের মাসিক তাপমাত্রা
উত্তর: [গ] পরিবারের সদস্য সংখ্যা

২. পরিমাপন স্কেল কোনটি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [গ] ৪

৩. প্রাথমিক তথ্যের বৈশিষ্ট্য হলো-
i. সময় কম লাগে
ii. জনবল বেশি লাগে
iii. প্রশিক্ষণপ্রাপ্ত লোকের দরকার হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৪. ৫, ৭, ২, ০, - ১ সংখ্যাগুলির পরিসর কত?
[ক] ১
[খ] ৬
[গ] ৭
[ঘ] ৮
উত্তর: [ঘ] ৮

⬔ নিচের তথ্যের আলোকে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
শ্রেণিব্যাপ্তি: ১০-১৯ ২০-২৯ ৩০-৩৯ ৪০-৪৯ ৫০-৫৯
গণসংখ্যা: ৫ ৬ ২ ৮ ৭

৫. মধ্যক শ্রেণি কোনটি?
[ক] ১৯.৫ - ২৯.৫
[খ] ২৯.৫ - ৩৯.৫
[গ] ৩৯.৫ - ৪৯.৫
[ঘ] ৪৯.৫ - ৫৯.৫
উত্তর: [গ] ৩৯.৫ - ৪৯.৫

৬. উদ্দীপকের শ্রেণিব্যাপ্তি পরিবর্তন না করা হলে কোন লেখচিত্র অঙ্কন করা সম্ভব নয়?
[ক] আয়তলেখ
[খ] গণসংখ্যা রেখা
[গ] গণসংখ্যা বহুভুজ
[ঘ] অজিভ রেখা
উত্তর: [ক] আয়তলেখ

৭. ক্রিকেট খেলায় ওভার প্রতি রানের তথ্য উপস্থাপনে উপযুক্ত চিত্র কোনটি?
[ক] আয়তলেখ
[খ] দন্ডচিত্র
[গ] গণসংখ্যা বহুভুজ
[ঘ] অজিভ রেখা
উত্তর: [ক] আয়তলেখ

৮. প্রথম ২৫টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
[ক] ১২
[খ] ১২.৫
[গ] ১৩
[ঘ] ১৩.৫
উত্তর: [গ] ১৩

৯. অজিভ রেখার সাহায্যে কোন পরিমাপটি নির্ণয় করা যায়?
[ক] গাণিতিক গড়
[খ] জ্যামিতিক গড়
[গ] মধ্যমা
[ঘ] প্রচুরক
উত্তর: [গ] মধ্যমা

১০. দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় ৫ এবং জ্যামিতিক গড় ৬ হলে তরঙ্গ গড়ের মান কত?
[ক] ০.৬০
[খ] ১.৬৭
[গ] ১.৮০
[ঘ] ৩.৮৭
উত্তর: [গ] ১.৮০

⬔ নিচের তথ্যের আলোকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
পাঁচজন বন্ধু অংশীদারি ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করল। এই লক্ষ্যে তারা ব্যবসার শুরুতে মূলধন ২, ৪, ৮, ১৬ এবং ৩২ লক্ষ টাকা জমা করলেন।

১১. মূলধনগুলির কেন্দ্রীয় মান পরিমাপের ক্ষেত্রে কোন পরিমাপটি উপযুক্ত?
[ক] গাণিতিক গড়
[খ] জ্যামিতিক গড়
[গ] মধ্যমা
[ঘ] প্রচুরক
উত্তর: [খ] জ্যামিতিক গড়

১২. উদ্দীপকের তথ্যটির মধ্যমা কত?
[ক] ৬
[খ] ৮
[গ] ১৬
[ঘ] ২৪
উত্তর: [খ] ৮

১৩. কোনটি এককমুক্ত পরিমাপক?
[ক] পরিসর
[খ] গড় ব্যবধান
[গ] পরিমিত ব্যবধান
[ঘ] বিভেদাঙ্ক
উত্তর: [ঘ] বিভেদাঙ্ক

১৪. প্রথম হ স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক কত?
[ক] n + 1/2
[খ] n(n + 1)/2
[গ] n² - 1/12
[ঘ] n² + 1/12
উত্তর: [গ] n² - 1/12

⬔ নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
২০১৮ সালের নির্বাচনি পরীক্ষায় রনি ও জনির পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২ এবং ৮৬।

১৫. প্রাপ্ত নম্বরের গড় ব্যবধান কত?
[ক] ২
[খ] ৪
[গ] ৬
[ঘ] ৮
উত্তর: [ক] ২

১৬. প্রাপ্ত নম্বরের বিভেদাঙ্ক কত?
[ক] ১.১৯%
[খ] ২.৩৮%
[গ] ৩.৫৭%
[ঘ] ৪.৭৬%
উত্তর: [খ] ২.৩৮%

১৭. ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে-
i. গণসংখ্যা রেখার ডানদিক উঁচু থাকে
ii. গড় < মধ্যমা < প্রচুরক
iii. গড় > মধ্যমা > প্রচুরক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৮. গণসংখ্যা নিবেশনের আকৃতি ও প্রকৃতি জানার জন্য ব্যবহৃত ধ্রুবকসমূহকে কী বলে?
[ক] বিভেদাঙ্ক
[খ] সংশ্লেষাঙ্ক
[গ] নির্ভরাঙ্ক
[ঘ] পরিঘাত
উত্তর: [ঘ] পরিঘাত

১৯. সংশ্লেষাঙ্কের সীমা কত?
[ক] - ১ < r < ১
[খ] - ১ > r > ১
[গ] - ১ ≤ r ≤ ১
[ঘ] - ১ ≥ r ≥ ১
উত্তর: [গ] - ১ ≤ r ≤ ১

২০. নির্ভরাঙ্কদ্বয়ের-
i. গাণিতিক গড় সংশ্লেষাঙ্ক অপেক্ষা বড়
ii. জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান
iii. মান প্রতিসম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২১. x - by -2 = 0 সমীকরণের x ও y এর সংশ্লেষাঙ্কের মান কত?
[ক] - ১
[খ] ০
[গ] ১
[ঘ] ২
উত্তর: [গ] ১

২২. সুনামির কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কালীন সারির কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?
[ক] সাধারণ ধারা
[খ] ঋতুগত ভেদ
[গ] চক্রক্রমিক ভেদ
[ঘ] অনিয়মিত ভেদ
উত্তর: [খ] ঋতুগত ভেদ

২৩. কালীন সারির উপাদান কয়টি?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [খ] ৪

২৪. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
[ক] ১৯৭১
[খ] ১৯৭২
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৭৪
উত্তর: [ঘ] ১৯৭৪

২৫. ব্যানবেইজ কোন মন্ত্রণালয়ের অধীনে?
[ক] কৃষি
[খ] খাদ্য
[গ] শিক্ষা
[ঘ] তথ্য
উত্তর: [গ] শিক্ষা

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - বোর্ড প্রশ্ন ২০১৯


পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer


Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide