HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (mcq) বহুনির্বাচনি বোর্ড প্রশ্ন সমাধান pdf download

এইচএসসি পরীক্ষা
বোর্ড প্রশ্ন সমাধান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
বিষয় কোড: ২৭৫
HSC ICT MCQ Question and Answer pdf download

সময়: ২৫ মিনিট                   পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

১. WiMax এর স্ট্যান্ডার্ড কত?
ক. 802.11 GHz
খ. 802.11a GHz
গ. 802.15 GHz
ঘ. 802.16 GHz
উত্তরঃ ঘ. 802.16 GHz

২. (১১১০.১১)২ এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি?
ক. E.A
খ. E.C
গ. C.E
ঘ. E.3
উত্তরঃ খ. E.C

* উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
'X' তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পনড়ব ডিজিটাল সুবিধা পায়।

৩. উদ্দীপকে সার্ভিসটির নাম কী?
ক. ব্লুটুথ
খ. ওয়াইফাই
গ. ওয়াইম্যাক্স
ঘ. ক্লাউড কম্পিউটিং
উত্তরঃ ঘ. ক্লাউড কম্পিউটিং

৪. সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ
ii. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়
iii. রক্ষণাবেক্ষণ খরচ নেই

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. i ও iii

৫. NOR এর আউটপুট 0 (শূন্য) হবে যখন-
i. সবগুলো ইনপুটে 1
ii. সবগুলো ইনপুটে 0
iii. যে কোনো একটি ইনপুটে 1

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

৬. ওয়েব সাইটের একক ঠিকানা-
ক. IP Address
খ. URL
গ. HTTP
ঘ. HTML
উত্তরঃ খ. URL

৭. বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে-
i. মেশিন ভাষা
ii. মধ্যস্তরের ভাষা
iii. উচ্চস্তরের ভাষা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৮. নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়?
ক. সর্টিং
খ. সার্চিং
গ. কুয়েরি
ঘ. ইন্ডেক্সিং
উত্তরঃ গ. কুয়েরি

৯. C ভাষায় লাইব্রেরি ফাংশন হলো-
i. prinf ( )
ii. scanf ( )
iii. add ( )

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

* উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
'X' কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনি পরীক্ষার ফলাফলের ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি ডেটাকে সহজেই খুঁজে বের করতে পারছিলেন।

১০. অধ্যক্ষ সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে?
ক. সর্টিং
খ. সার্চিং
গ. ইন্ডেক্সিং
ঘ. কুয়েরি
উত্তরঃ ক. সর্টিং

১১. উক্ত পদ্ধতির সুবিধা-
i. স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়
ii. কাজের গতি বৃদ্ধি পায়
iii. বেশি জায়গার প্রয়োজন হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

১২. ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়?
ক. SELECT 
খ. UPDATE
গ. CREATE 
ঘ. INSERT
উত্তরঃ ঘ. INSERT

১৩. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?
ক. বায়োইনফরমেটিক্স
খ. ন্যানোটেকনোলজি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ক্রায়োসার্জারি
উত্তরঃ ক. বায়োইনফরমেটিক্স

১৪. বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

১৫. পাঁচটি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
ক. ৮
খ. ১৬
গ. ৩২
ঘ. ৬৪
উত্তরঃ গ. ৩২

১৬. (17)8 এর পরের সংখ্যা কোনটি?
ক. 14
খ. 15
গ. 16
ঘ. 20
উত্তরঃ ঘ. 20

১৭. #include < stdio.h>
main ( )
{
int a = 3, b;
b = 2 * a;
print f ("%d", b);
}

উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ ঘ. ৬

১৮. ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ-
i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii

১৯. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-
ক. টেলিফোন ক্যাবল
খ. কো-এক্সিয়াল ক্যাবল
গ. টুইস্টেড পেয়ার ক্যাবল
ঘ. ফাইবার অপটিক ক্যাবল
উত্তরঃ গ. টুইস্টেড পেয়ার ক্যাবল

* উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
A
Y
B

২০. Y এর মান কোনটি?
ক. AB
খ. AB
গ. A+B
ঘ. AB
উত্তরঃ ঘ. AB

২১. উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y = 1 পেতে হলে A ও B এর কত ইনপুট দিতে হবে?
ক. A = 0 I B = 0
খ. A = 0 I B = 1
গ. A = 1 I B = 0
ঘ. A = 1 I B = 1
উত্তরঃ ঘ. A = 1 I B = 1

২২. ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?
ক. <br>
খ. <a>
গ. <li>
ঘ. <i>
উত্তরঃ খ. <a>

* উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।

২৩. তমালের তৈরিকৃত ওয়েবপেজটি কোন ধরনের?
ক. ডায়নামিক ওয়েবপেজ
খ. স্ট্যাটিক ওয়েবপেজ
গ. লোকাল ওয়েবপেজ
ঘ. রিমোট ওয়েবপেজ
উত্তরঃ খ. স্ট্যাটিক ওয়েবপেজ

২৪. ওয়েবপেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো-
i. ASP
ii. PHP
iii. JSP

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৫. “সি” ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?
ক. ৮
খ. ১৬
গ. ৩২
ঘ. ৬৪
উত্তরঃ খ. ১৬
একাদশ-দ্বাদশ (HSC) শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সৃজনশীল প্রশ্ন উত্তর। HSC Information and Communication Technology (ICT) Question Answer.
Share:

1 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide