একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-১প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস HSC
Biology 1st Paper Chapter-1 Animal diversity and classification guide
pdf download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-২প্রাণীর পরিচিতি HSC
Biology 1st Paper Chapter-2 Introduction to animals guidepdf
download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-৩মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ HSC
Biology 1st Paper Chapter-3 Human Physiology Digestion and
Absorption guidepdf download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-৪মানব শারীরতত্ত্ব রক্ত ও সংবহন HSC
Biology 1st Paper Chapter-4 Human Physiology Blood and Circulation
guidepdf download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-৫মানব শারীরতত্ত্ব শ্বসন ও শ্বাসক্রিয়া HSC
Biology 1st Paper Chapter-5 Human Physiology Respiration and
Respiration guidepdf download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-৬মানব শারীরতত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন HSC
Biology 1st Paper Chapter-6 Human Physiology Waste and Excretion guidepdf
download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-৭মানব শারীরতত্ত্ব চলন ও অঙ্গচালনা HSC
Biology 1st Paper Chapter-7 Human Physiology Movement and Gesture guidepdf
download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-৮মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ HSC
Biology 1st Paper Chapter-8 Human Physiology Coordination and
Control guidepdf download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-৯মানব জীবনের ধারাবাহিকতা HSC
Biology 1st Paper Chapter-9 Continuity of human life guidepdf
download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-১০মানবদেহের প্রতিরক্ষা HSC
Biology 1st Paper Chapter-10 Defense of the human body guidepdf
download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-১১জিনতত্ত্ব ও বিবর্তন HSC
Biology 1st Paper Chapter-11 Genetics and Evolution guidepdf
download. |
|
একাদশ-দ্বাদশ
শ্রেণির গাইড জীববিজ্ঞান২য়পত্র অধ্যায়-১২প্রাণীর আচরণ HSC
Biology 1st Paper Chapter-12 Animal behavior guidepdf
download. |
|
✅ HSCBiology 1st Paper Guide pdf Download |
Home »
HSC Biology 2nd Paper Guide
» HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১২ pdf download
HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১২ pdf download
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
১২শ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Biology 2nd Paper pdf download
Chapter-12
MCQ
Question and Answer
১. নিচের কোন প্রাণীর খাদ্য গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় রিলিজারের কার্যকারিতার বিষয় জানা যায়?
[ক] হরিণ
[খ] বেজী
[গ] গাংচিল
[ঘ] মানুষ
সঠিক উত্তর: [গ]
২. স্টিকলব্যাক বর্ণ পরিবর্তন করে কোনটি করে?
[ক] শত্রুকে ভয় দেখায়
[খ] শিকার করে
[গ] জনন সম্পন্ন করে
[ঘ] লুকিয়ে থাকে
সঠিক উত্তর: [ক]
৩. কোন শাস্ত্রের জন্য পাভল্যাভ নোবেল পান?
[ক] ভ্রূণবিদ্যা
[খ] কোষবিদ্যা
[গ] শারীরবিদ্যা
[ঘ] বংশগতিবিদ্যা
সঠিক উত্তর: [গ]
৪. সুপ্ত আচরণ প্রাণী কিভাবে পায়?
[ক] শিখনের মাধ্যমে
[খ] জিনগতভাবে
[গ] প্রজাতিগতভাবে
[ঘ] অনুসরণের মাধ্যমে
সঠিক উত্তর: [খ]
৫. তিন কাঁটা স্টিকলব্যাক এর বিস্তৃতি কোথায়?
[ক] ভারত মহাসাগর
[খ] বঙ্গোপসাগর
[গ] আরব সাগর
[ঘ] কৃষ্ণ সাগর
সঠিক উত্তর: [ঘ]
৬. পুরুষ মৌমাছি কত দিন বাঁচে?
[ক] ২-২০ দিন
[খ] ২-২৫ দিন
[গ] ২-৩০ দিন
[ঘ] ২-৩৫ দিন
সঠিক উত্তর: [গ]
৭. উদ্দীপক ও গ্রাহক অঙ্গের সম্পর্কের ওপর ভিত্তি করে ট্যাক্সিসের প্রকারভেদ কোনটি?
[ক] টেলোট্যাক্সিস
[খ] ফটোট্যাক্সিস
[গ] কেমোট্যাক্সিস
[ঘ] জিওট্যাক্সিস
সঠিক উত্তর: [ক]
৮. জন্মের কত দিন পর চিকা/মুশিক শাবকেরা গন্ধে আকৃষ্ট হয়?
[ক] ৩-৫ দিন
[খ] ৫-৭ দিন
[গ] ৫-১৪ দিন
[ঘ] ৭-১৫ দিন
সঠিক উত্তর: [গ]
৯. ‘শিখন অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন’ - এটি কার উক্তি?
[ক] সি. টি. মর্গান
[খ] আর. এ. ক্রিক
[গ] ম্যাকগ্রোয়েন
[ঘ] ওয়াটসন
সঠিক উত্তর: [গ]
১০. সুপ্তি রান্না করতে গিয়ে গরম পাতিলে হাত লাগা মাত্র হাত সরিয়ে নিল, এটি কোনটির উদাহরণ?
[ক] সাপেক্ষ পতিতবর্তী
[খ] সহজাত আচরণ
[গ] প্রতিবর্তী ক্রিয়া
[ঘ] আত্মরক্ষা
সঠিক উত্তর: [গ]
১১. শিম্পাঞ্জি কোন উদ্দীপক ব্যবহার করে অন্য প্রাণীদের আকর্ষণ করে?
[ক] রাসায়নিক উদ্দীপক
[খ] শব্দ উদ্দীপক
[গ] দর্শন উদ্দীপক
[ঘ] স্পর্শ উদ্দীপক
সঠিক উত্তর: [গ]
১২. কোন মৌমাছি প্রজনন ক্ষমতাহীন?
[ক] রাণী মৌমাছি
[খ] পুরুষ মৌমাছি
[গ] স্ত্রী মৌমাছি
[ঘ] ড্রোন মৌমাছি
সঠিক উত্তর: [গ]
১৩. একটি রাণী মৌমাছি কতজন কর্মী মৌমাছিকে নেতৃত্ব দেয়?
[ক]কয়েকশ
[খ]কয়েক হাজার
[গ] কয়েক কটি
[ঘ] দশ হাজার
সঠিক উত্তর: [খ]
১৪. কোন আচরণের জন্য প্রাণী সমাজে স্বীকৃতি লাভ করে?
[ক] শিখন আচরণ
[খ] সহজাত আচরণ
[গ] অনুসরণ
[ঘ] সামাজিক আচরণ
সঠিক উত্তর: [ক]
১৫. গেছো ব্যাঙের ফেনাময় বাসা তৈরি করা কী ধরনের আচরণ?
[ক] পরার্থপরতা
[খ] বাৎসল্য
[গ] মিথোজীবী
[ঘ] আগ্রাসন বিরোধী
সঠিক উত্তর: [খ]
১৬. Pavlov ছিলেন একজন -
i. ডাক্তার
ii. শারীরবিজ্ঞানী
iii. মনোবিজ্ঞানী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
১৭. কোনটি শিখন আচরণের অন্তর্ভূক্ত?
[ক] পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন
[খ] জৈবিক প্রয়োজন
[গ] ভাব প্রকাশ করা
[ঘ] অস্তিত্ব প্রকাশ
সঠিক উত্তর: [ক]
১৮. একটি রাণী মৌমাছি-
i. প্রতিদিন ১০০০-১৫০০ ডিম পাড়ে
ii. ২-৬ বৎসর বাঁচে
iii. কলোনীতে ডিম পাড়া ছাড়া অন্য কোন কাজ করতে অক্ষম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
১৯. বাংলাদেশের কোন স্থানে পরিযায়ী পাখি বেশি দেখা যায়?
[ক] নাটোর
[খ] নিঝুম দ্বীপ
[গ] রাজশাহী
[ঘ] জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: [খ]
২০. পাখির ডিম রক্ষণাবেক্ষণ কোন আচরণ প্রকাশ করে?
[ক] বিগ্রহ আচরণ
[খ] মৈথুন আচরণ
[গ] সঞ্চয় আচরণ
[ঘ] বাৎসল্য আচরণ
সঠিক উত্তর: [ঘ]
২১. সহজাত আচরণ হলো -
i. মৌমাছির মৌচাক তৈরি করা
ii. পিনের খোচা লাগলে হাত সরিয়ে ফেলা
iii. মাকড়শার জাল বোনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
২২. পানকৌড়ির ডিমের রং কেমন?
[ক] কালচে
[খ] হলদে
[গ] নীলচে
[ঘ] নীলচে সাদা
সঠিক উত্তর: [ঘ]
২৩. FAP - এর পূর্ণরূপ কোনটি?
[ক] Fixed Action Pattern
[খ] Fixed Action Partion
[গ] Fixed Animal Pattern
[ঘ] Fixed Animal Portion
সঠিক উত্তর: [ক]
২৪. শীতকালে কত প্রজাতির পাখি বাংলাদেশে আসে?
[ক] প্রায় ১৫০ প্রজাতির
[খ] প্রায় ২০৯ প্রজাতির
[গ] প্রায় ২২৫ প্রজাতির
[ঘ] প্রায় ২৩৫ প্রজাতির
সঠিক উত্তর: [খ]
২৫. আধুনিক মনোভাব নিয়ে আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন-
i. Korand Lorenz
ii. Robert Polomin
iii. Nikolas tinbergen
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
২৬. সহজাত আচরণ প্রাণী কীভাবে অর্জন করে?
[ক] জিনতাত্ত্বিকভাবে
[খ] প্রজাতিগতভাবে
[গ] অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে
[ঘ] চর্চার মাধ্যমে
সঠিক উত্তর: [ক]
২৭. William Harvey কোন প্রাণীর আচরণ প্রত্যক্ষ করেন?
[ক] পাখি
[খ] উভচর
[গ] স্তন্যপায়ী
[ঘ] মৎস্য
সঠিক উত্তর: [ক]
২৮. চামচঠোঁটি কাদাখোচা পাখি কোন দেশ থেকে বাংলাদেশে আসে?
[ক] জাপান
[খ] ফিনল্যান্ড
[গ] রাশিয়া
[ঘ] নিউজিল্যান্ড
সঠিক উত্তর: [গ]
২৯. পাভলভকে চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে?
[ক] ১৯০৪
[খ] ১৯৪০
[গ] ১৯৪৪
[ঘ] ১৯১৪
সঠিক উত্তর: [ক]
৩০. স্পর্শের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
[ক] Pheotaxis
[খ] Phonotaxis
[গ] Tropotaxis
[ঘ] Thigmotaxis
সঠিক উত্তর: [ঘ]
৩১. কলোনির প্রশাসনিক দায়িত্ব পালন করে কে?
[ক] পুং মৌমাছি
[খ] রাণী মৌমাছি
[গ] ড্রোন মৌমাছি
[ঘ] কর্মী মৌমাছি
সঠিক উত্তর: [খ]
৩২. পাখির মাইগ্রেশনের কারণ -
i. খাদ্যের স্বল্পতা
ii. শীতের তীব্রতা
iii. অবকাশ যাপন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৩৩. কোনটি সামাজিক পতঙ্গ?
[ক] তেলাপোকা
[খ] প্রজাপতি
[গ] মাছি
[ঘ] মৌমাছি
সঠিক উত্তর: [ঘ]
৩৪. কোনটি সম্পূর্ণ আলাদাভাবে বাচ্চাদের লালন পালন করে?
[ক] মৌমাছি
[খ] মাকড়সা
[গ] প্রজাপতি
[ঘ] পাখি
সঠিক উত্তর: [খ]
৩৫. গাছের কচি ডগা দিয়ে বাসা তৈরি করে কোন ব্যাঙ
[ক] ট্রাইটন ব্যাঙ
[খ] গেছো ব্যাঙ
[গ] হইলা ব্যাঙ
[ঘ] র্যাকোফোরাস ব্যাঙ
সঠিক উত্তর: [ক]
৩৬. কোনটি শিখণ আচরণের উদ্দীপনার অন্তর্ভূক্ত?
[ক] সাপেক্ষ উদ্দীপক
[খ] বাহ্যিক উদ্দীপনা
[গ] অভ্যন্তরীণ উদ্দীপনা
[ঘ] অনিরপেক্ষ উদ্দীপক
সঠিক উত্তর: [ক]
৩৭. শিখন (Learning) হলো -
i. জিন দিয়ে নিয়ন্ত্রিত আচরণ
ii. অনুকরণের ফলে অর্জিত আচরণ
iii. শাস্তি বা পুরস্কার পাওয়ার সাথে সংশ্লিষ্ট আচরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
৩৮. কোনটি জিনের প্রভাবে ঘটে?
[ক] কাঁদা
[খ] উড়তে শেখা
[গ] চিৎকার করা
[ঘ] সাঁতার শেখা
সঠিক উত্তর: [খ]
৩৯. মাছের উকুনে কোন ধরনের ট্যাক্সিস দেখা যায়?
[ক] মেনোট্যাক্সিস
[খ] টেলেট্যাক্সিস
[গ] নেমোট্যাক্সিস
[ঘ] ট্রেপোট্যাক্সিস
সঠিক উত্তর: [ঘ]
৪০. কোন মাছ ডিম পাড়ার জন্য আগে বাসা তৈরি করে?
[ক] গজার
[খ] ইলিশ
[গ] কাতলা
[ঘ] রুই
সঠিক উত্তর: [ক]
৪১. কোন মৌমাছিটি হুল ফুটিয়ে শত্রু দমন করে?
[ক] রাণী মৌমাছি
[খ] অপত্য মৌমাছি
[গ] পুরুষ মৌমাছি
[ঘ] কর্মী মৌমাছি
সঠিক উত্তর: [ঘ]
৪২. প্রাণীর শিখন আচরণের অন্তর্ভূক্ত-
i. খাদ্য অন্বেষণ ও সংরক্ষণ
ii. অন্তর্দৃষ্টি ও সাপেক্ষ প্রতিবর্তী
iii. অনুসরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৪৩. তিন-কাঁটা স্টিকলব্যাকের আবাসস্থল -
i. কৃষ্ণ সাগর
ii. দক্ষিণ ইতালি
iii. উত্তর আফ্রিকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৪৪. গ্লেডিয়েটর ব্যাঙ কোথায় পাওয়া যায়?
[ক] উত্তর আমেরিকায়
[খ] দক্ষিণ আমেরিকায়
[গ] কানাডায়
[ঘ] আফ্রিকায়
সঠিক উত্তর: [খ]
৪৫. পরিযায়ী পাখিরা সাধারণত দিনে কত ঘন্টা উড়বার পর বিশ্রাম নেয়?
[ক] ২-৩ ঘন্টা
[খ] ৫-৬ ঘন্টা
[গ] ৭-১০ ঘন্টা
[ঘ] ১০-১৫ ঘন্টা
সঠিক উত্তর: [খ]
৪৬. কোন প্রাণীটি গ্রীষ্মনিদ্রা গ্রহণ করে?
[ক] ব্যাঙ
[খ] টিকটিকি
[গ] ধনেশ
[ঘ] কলিশা
সঠিক উত্তর: [খ]
৪৭. শ্রমবিভাজনের ভিত্তিতে একটি মৌচাকের মৌমাছিদেরকে কয় ভাগে ভাগ করা হয়?
[ক] ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে
সঠিক উত্তর: [খ]
৪৮. অর্জিত প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য হলো -
i. পূর্বের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল
ii. বংশপরম্পরায় প্রবাহিত হয় না
iii. উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক তৈরি করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৪৯. আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত?
[ক] জাপান
[খ] আর্জেন্টিনা
[গ] ইতালি
[ঘ] ব্রাজিল
সঠিক উত্তর: [খ]
৫০. প্রাণীর আচরণের নির্ধারিত ক্রিয়া ধারা নির্ধারিত হয় -
[ক] পরিবেশ দ্বারা
[খ] লিঙ্গ দ্বারা
[গ] জিন দ্বারা
[ঘ] খাদ্য দ্বারা
সঠিক উত্তর: [গ]
৫১. কোন প্রজাতির পুরুষ ব্যাঙ ডিম পায়ে নিয়ে ঘুরে বেড়ায়?
[ক] কুনোব্যাঙ
[খ] গেছো ব্যাঙ
[গ] কোলা ব্যাঙ
[ঘ] সোনা ব্যাঙ
সঠিক উত্তর: [ক]
৫২. মাকড়শার জাল কি সুতা দিয়ে তৈরি?
[ক] লাইলন
[খ] রেশম সুতা
[গ] বস্ত্রসুতা
[ঘ] কাঠিসুতা
সঠিক উত্তর: [খ]
৫৩. রানী মৌমাছি কত বছর বাঁচে?
[ক] ২-৩
[খ] ২-৬
[গ] ২-৪
[ঘ] ২-৫
সঠিক উত্তর: [ঘ]
৫৪. মৌচাকে রাণী মৌমাছির সংখ্যা কয়টি?
[ক] ১টি
[খ] ৫টি
[গ] ১৫টি
[ঘ] অসংখ্য
সঠিক উত্তর: [ক]
৫৫. মোটিভেশনের ক্ষেত্রে প্রযোজ্য -
i. এটি অভ্যন্তরীণ উদ্দীপনা
ii. এটি দ্বারা জনন আচরণ প্রভাবিত হয়
iii. এটি দ্বারা প্রাণী তাড়না অনুভব করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৫৬. ক্লাইনোট্যাক্সিস আচরণ দেখা যায় কোন প্রাণীতে?
[ক] বাটারফ্লাই
[খ] ড্রাগনফ্লাই
[গ] মৌমাছি
[ঘ] রেড বিটল
সঠিক উত্তর: [ক]
৫৭. উদ্দীপক নিয়ন্ত্রিত আচরণের প্রধান নীতি কয়টি?
[ক] ২টি
[খ] ৪টি
[গ] ৬টি
[ঘ] ৭টি
সঠিক উত্তর: [খ]
৫৮. প্রাণীর কোন আচরণ তার দলের অন্যান্য সদস্যদেরকে ও তাদের পরিবেশকে প্রভাবিত করে?
[ক] শিখন আচরণ
[খ] পরিবেশগত আচরণ
[গ] সহজাত আচরণ
[ঘ] সামাজিক আচরণ
সঠিক উত্তর: [ঘ]
৫৯. ট্যাক্সেসের বৈশিষ্ট্য হলো -
i. জীব অপরিবর্তনীয় সাড়াদান করে
ii. স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে
iii. দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৬০. প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
[ক] Karl Voon Frisch
[খ] Robert Horvitz
[গ] Sir Martin John Evans
[ঘ] Francis Hanry
সঠিক উত্তর: [ক]
৬১. কেমোট্যাক্সিস আচরণে কোনটি ঘটে?
[ক] কোষের বিপাকীয় কাজ
[খ] অক্সিজেনের তারতম্য
[গ] রাসায়নিক ঘনত্বের তারতম্য
[ঘ] অভিকর্ষজনিত সারাদান
সঠিক উত্তর: [গ]
৬২. মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
[ক] Pulex irritans
[খ] Apis indica
[গ] Musca demestica
[ঘ] Polychaeta
সঠিক উত্তর: [খ]
৬৩. অ্যালট্রুইজম শব্দটির প্রবর্তক কে?
[ক] August comte
[খ] Watson
[গ] R. A. King
[ঘ] Clark
সঠিক উত্তর: [ক]
৬৪. শিশু জন্মের পরই-
i. মাতৃগর্ভের বাইরের পরিবেশ দ্বারা উদ্দীপ্ত হয়
ii. নিজের অস্তিত্ব প্রকাশের উদ্দীপনা সৃষ্টি হয়
iii. চিৎকার করে কাঁদে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৬৫. কর্মী মৌমাছির রং কেমন?
[ক] কালো
[খ] সাদা
[গ] কালচে নীল
[ঘ] হলুদাভ
সঠিক উত্তর: [ক]
৬৬. ব্যাঙের প্রজনন কোন ঋতুতে ঘটে?
[ক] শীতকালে
[খ] বর্ষাকালে
[গ] শরৎকালে
[ঘ] গ্রীষ্মকালে
সঠিক উত্তর: [খ]
৬৭. ঘন্টার সাথে কুকুরের মুখ থেকে লালা ঝরতে থাকা কোনটির উদাহরণ?
[ক] নিরপেক্ষ প্রতিবর্তী
[খ] গভীর প্রতিবর্তী
[গ] সাপেক্ষ প্রতিবর্তী
[ঘ] অগভীর প্রতিবর্তী
সঠিক উত্তর: [গ]
৬৮. ‘রিলিজার’ শব্দের প্রবর্তক কে?
[ক] বিজ্ঞানী লরেঞ্জ
[খ] বিজ্ঞানী টিনবারগেন
[গ] উইলিয়াম হার্ভে
[ঘ] বিজ্ঞানী থমসন
সঠিক উত্তর: [ক]
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
গণি মিয়া সমাজের জন্য নিবেদিত প্রাণ। তিনি সমাজের দু:খী, অসহায় মানুষদের সবসময় সাহায্য করেন। তিনি নিজের কথা একদম চিন্তা করেন না।
৬৯. গণি মিয়অর আচরণ কোন ধরনের?
[ক] সহজাত আচরণ
[খ] শিখন আচরণ
[গ] সামাজিক আচরণ
[ঘ] অনুকরণ আচরণ
সঠিক উত্তর: [গ]
৭০. গণি মিয়ার এ আচরণটি-
i. জটিল ও ধারাবাহিক
ii. ধনাত্ম প্রকৃতির
iii. মৌমাছির প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
HSC
জীববিজ্ঞান ২য় পত্র
গাইড
একাদশ-দ্বাদশ শ্রেণি
✅HSCBiology2ndPaper Guide pdf download
0 Comments:
Post a Comment