পাসপোর্ট সংশোধন করতে কি কি প্রয়োজন তা এই পোস্টির মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি নিজেই আপনার পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
How to change/correct my name in MRP Passport/e Passport.
পাসপোর্টে নিজ নাম সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.
২. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৩. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৪. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।
How to change/correct my date of birth in MRP Passport/e Passport.
পাসপোর্টে জন্ম তারিখ সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.
২. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৩. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৪. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।
উল্লেখ্য, বয়স পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত সংশোধন করা যাবে।
How to change/correct my father's name in MRP Passport/e Passport.
পাসপোর্টে পিতার নাম সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.
২. পিতার জাতীয় পরিচয়পত্র/National ID Card. (যদি থাকে)
৩. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৪. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৫. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।
How to change/correct my mother's name in MRP Passport/e Passport.
পাসপোর্টে মাতার নাম সংশোধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID Card.
২. মাতার জাতীয় পরিচয়পত্র/National ID Card. (যদি থাকে)
৩. জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৪. এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
৫. এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান।
যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।
এক নজরে পরিপত্র-০১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সুরক্ষা সেবা বিভাগ
নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।
www.ssd.gov.bd
স্মারক নং-৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০৭.১৭ (অংশ).৬৩
তারিখঃ ২৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দ
১৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
পরিপত্র
বিষয়ঃ তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ।
তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনা নিম্নরুপঃ
০১. পাসপোর্টে নাম (নিজ, পিতা ও মাতা) ও বয়স সংশোধনের জন্য-
i. প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/National ID Card/NID.
জেএসসি/ JSC/Junior School Certificate/জেডিসি/JDC/Junior Dakhil Certificate (Madrasa Board).কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে।
এসএসসি/SSC/Secondary School Certificate/Dakhil Certificate.কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে।
এইচএসসি/HSC/Higher Secondary Certificate./Alim Certificate (Madrasa Board)./কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র বিবেচনা করতে হবে।
ii. যাদের এ ধরনের (JSC/JDC/SSC/Dakhil/HSC/Alim/কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান) সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।
iii. অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে (যাদের একাডেমিক সনদ নেই শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য) জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে।
iv. প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করা যেতে পারে।
v. আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে।
০২. সরকারি চাকুরিজীবীগণ চাকুরিতে প্রবেশের সময় তথ্যাদি জমা দেন বিধায় এ ধরনের তথ্য পরিবর্তনের আবেদন বিবেচনার কোন অবকাশ নেই। তবে সরকারি চাকুরিজীবী যারা চাকুরির পূর্বে পাসপোর্ট গ্রহণ করেছেন, তাদের প্রমাণক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক তথ্য সংশোধন করা যেতে পারে।
০৩. বিদেশস্থ দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থানবসবাসের প্রমাণক, ছবি, নাম এবং বয়স সম্বলিত প্রমাণক যেমন Permanent Resident Card/Job ID Card/Student ID Card/Driving License ইত্যাদি সংযোজন করতে হবে, যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
০৪. বিদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকগণ এই পরিপত্র জারির ৬ (ছয়) মাসের মধ্যে তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। তবে যৌক্তিক কারণে এ সময়সীমা ১ (এক) বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশোধনের আবেদনে ব্যর্থ হলে আর সুযোগ থাকবে না।
০৫. MRP-তে কোন সংশোধনী না থাকলে রি-ইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশন আবশ্যক নয়।
০৬. পাসপোর্ট হারিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হারানো পাসপোর্টের পুলিশ প্রতিবেদনসহ রি-ইস্যুর আবেদন দাখিল করতে হবে।
০৭. আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে এবং হলফনামা প্রদান করতে হবে। ভবিষ্যতে কোন আইনী জটিলতা হলে আবেদনকারী দায়ী থাকবেন এই মর্মে ঘোষণা থাকতে হবে।
০৮. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র জারি করা হল। উপযুক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।
স্বাক্ষরিত
২৮.০৮.২০২১
(মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী)
অতিরিক্ত সচিব
ফোন:+৮৮০-২-৯৫৭৩৩০৪
Email: addlsi@ssd.gov.bd
বিতরণঃ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
০১. সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
০২. পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা।
০৩. সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী ভবন, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা ১০০০।
০৪. সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭।
০৫. মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
০৬. মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
০৭. মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা।
০৮. রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ, পরিবহন পুল ভবন (৯ম তলা), সচিবালয় লিঙ্ক রোড়, ঢাকা।
০৯. অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকা।
১০. প্রকল্প পরিচালক, “ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্প, আগারগাঁও, ঢাকা।
১১. যুগ্মসচিব (বহিরাগমন-১ অধিশাখা), সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
১২. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
১৩. সচিব মহোদয়ের একান্ত সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
এক নজরে পরিপত্র-০২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সুরক্ষা সেবা বিভাগ
নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।
www.ssd.gov.bd
স্মারক নং-৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০২.১৮ (অংশ).২১৭
তারিখঃ ২৪ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ
০৯ ডিসেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দ
পরিপত্র
বিষয়ঃ দেশে পাসপোর্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান।
সূত্রঃ ক. সুরক্ষা সেবা বিভাগ এর ৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০৭.১৭ (অংশ).৬৩
খ. গত ২৩.১১.২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার রেকর্ড নোট।
তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রি. এর পরিপত্র।
০১। বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণকের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট প্রদান করা যাবে।
০২। এতদ্ব্যতীত পাসপোর্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশোধনপূর্বক পাসপোর্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮.০০.০০০০.০৪৩.৩২.০০৭.১৭(অংশ).৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দে জারিকৃত পরিপত্র অনুসৃত হবে।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত
২৮.০৮.২০২১
(মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী)
অতিরিক্ত সচিব
ফোন:+৮৮০-২-৯৫৭৩৩০৪
Email: addlsi@ssd.gov.bd
বিতরণঃ
০১. মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০২. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
০৩. সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
০৪. সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা।
০৫. সচিব, প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী ভবন, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা ১০০০।
০৬. সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭।
০৭. মহাপরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
০৮. মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা৷
০৯. মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সেগুনবাগিচা, ঢাকা।
১০. রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ, পরিবহন পুল ভবন (৯ম তলা), সচিবালয় লিঙ্ক রোড, ঢাকা৷
১১. অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগ, ঢাকা।
১২. প্রকল্প পরিচালক, “ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রন ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্প, আগারগাঁও, ঢাকা।
১৩. যুগ্মসচিব (বহিরাগমন-১ অধিশাখা), সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।
Passport Correction Poripotro
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত
পরিপত্র
official pdf version
0 Comments:
Post a Comment