বোর্ড প্রশ্ন/মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষা
বিষয়: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
pdf download
বিষয় কোড: ২৯২
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
১. কোন ধরনের মূলধন ব্যয় নির্ণয়ে ব্যক্তিগত কর বিবেচনা করা হয়?
ক. সাধারণ শেয়ার
খ. সংরক্ষিত আয়
গ. অগ্রাধিকার শেয়ার
ঘ. ঋণপত্র
উত্তরঃ খ. সংরক্ষিত আয়
২. নির্দিষ্ট আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের কোথায় বিনিয়োগ করা উচিত?
i. সাধারণ শেয়ারে
ii. অগ্রাধিকার শেয়ারে
iii. কুপন বন্ডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii
৩. যে বন্ডের উপর সুদ প্রদান করা হয় না, তাকে কী বলে?
ক. কুপন বন্ড
খ. জিরো কুপন বন্ড
গ. জাঙ্ক বন্ড
ঘ. ট্রেজারি বন্ড
উত্তরঃ খ. জিরো কুপন বন্ড
* উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাওঃ
নুহা লি. বছরে ১০,০০০টি কলম উৎপাদন ও বিক্রি করে। প্রতিটি কলমের বিক্রয়মূল্য ১২ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ৮ টাকা। বার্ষিক স্থির ব্যয় ২৪,০০০ টাকা।
৪. কতটি কলম বিক্রি করলে মুনাফা শূন্য হবে?
ক. ২,০০০টি
খ. ৩,০০০টি
গ. ৬,০০০টি
ঘ. ১০,০০০টি
উত্তরঃ গ. ৬,০০০টি
৫. নুহা লি. এর বার্ষিক মুনাফা কত?
ক. ১৬,০০০ টাকা
খ. ২৪,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ৬৪,০০০ টাকা
উত্তরঃ ক. ১৬,০০০ টাকা
৬. পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হলো-
i. উৎপাদন/বিক্রয়ের সাথে পরিবর্তিত হয়
ii. মোট ব্যয় পরিবর্তিত হয়
iii. এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
৭. কোম্পানি ঝুঁকি সৃষ্টির কারণ হলো-
i. অদক্ষ ব্যবস্থাপনা
ii. শ্রমিক ধর্মঘট
iii. কাঁচামালের অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
৮. মূলধন ব্যয় হচ্ছে-
i. গড় মূলধন ব্যয়
ii. বাণিজ্যিক কাগজের ব্যয়
iii. বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii
৯. কোন কার্য মূলধন বাজেটিং নয়?
ক. কারবারের জন্য পণ্য ক্রয়
খ. সম্পত্তি পুনঃস্থাপন
গ. সম্পত্তি আধুনিকায়ন
ঘ. ব্যবসায় সম্প্রসারণ
উত্তরঃ ক. কারবারের জন্য পণ্য ক্রয়
* উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাওঃ
নিখিল লি. এর সাধারণ শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা। প্রতিষ্ঠানটি এ বছর প্রতি শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ ঘোষণা করে, লভ্যাংশ প্রবৃদ্ধির হার ৫%। মূলধনের অন্যান্য উৎসসমূহের ব্যয় নিম্নরূপ:
অগ্রাধিকার শেয়ার ৯%, কর পূর্ববর্তী বন্ডের ব্যয় ১২% এবং সংরক্ষিত আয়ের ব্যয় ১০%। কর্পোরেট কর হার ৪০%।
১০. সাধারণ শেয়ারের ব্যয় কত?
ক. ৭.৫%
খ. ১২.৫%
গ. ১২.৮৭৫%
ঘ. ২০.৭৫%
উত্তরঃ গ. ১২.৮৭৫%
১১. প্রতিষ্ঠানটি অতিরিক্ত তহবিল সংগ্রহ করতে হলে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা উচিত?
ক. বন্ড
খ. সাধারণ শেয়ার
গ. অগ্রাধিকার শেয়ার
ঘ. সংরক্ষিত মুনাফা
উত্তরঃ ক. বন্ড
১২. মূলধন বাজেটিং কৌশলের সনাতন পদ্ধতি কোনটি?
ক. গড় মুনাফার হার
খ. নিট বর্তমান মূল্য
গ. অভ্যন্তরীণ আয়ের হার
ঘ. মুনাফালভ্যতা সূচক
উত্তরঃ ক. গড় মুনাফার হার
১৩. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস কোনটি?
ক. ট্রেজারি বিল
খ. ট্রেজারি বন্ড
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. বাণিজ্যিক কাগজ
উত্তরঃ খ. ট্রেজারি বন্ড
* উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
মি. ইমেল ১০% সুদে ১০,০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন।
১৪. ১০% সরল সুদে ২য় বছর কত টাকা সুদ পাবে?
ক. ১,০০০ টাকা
খ. ১,১০০ টাকা
গ. ২,০০০ টাকা
ঘ. ২,১০০ টাকা
উত্তরঃ ক. ১,০০০ টাকা
১৫. ১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পরে-
i. চক্রবৃদ্ধি সুদ হবে ২,০০০ টাকা
ii. চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে বেশি হবে
iii. সুদাসল হবে ১২,১০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii
১৬. কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ?
ক. আয় বিবরণী প্রস্তুত করা
খ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা
গ. আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা
ঘ. পণ্য উৎপাদন ও বণ্টন করা
উত্তরঃ গ. আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা
১৭. কোনটি স্বত্বঃস্ফুর্ত অর্থায়নের উৎস নয়?
ক. ব্যবসায় ঋণ
খ. ব্যাংক ঋণ
গ. বকেয়া খরচ
ঘ. ক্রেতাদের নিকট হতে অগ্রিম
উত্তরঃ খ. ব্যাংক ঋণ
* উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
ঐশী লি. এর একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ৮০,০০০ টাকা। প্রকল্পের মেয়াদ ৪ বছর। প্রকল্প থেকে প্রথম তিন বছরের প্রতিবছর নগদ আন্তঃপ্রবাহ ৪০,০০০ টাকা এবং ৪র্থ বছর শেষে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ২,০০,০০০ টাকা। চার বছরের মোট কর পরবর্তী নিট আয় ৮০,০০০ টাকা।
১৮. প্রকল্পটির ৪র্থ বছরের নগদ অন্তঃপ্রবাহ কত?
ক. ২০,০০০ টাকা
খ. ৪০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা
ঘ. ১,২০,০০০ টাকা
উত্তরঃ গ. ৮০,০০০ টাকা
১৯. প্রকল্পটির গড় উপার্জন হার কত?
ক. ২০%
খ. ২৫%
গ. ৪০%
ঘ. ৫০%
উত্তরঃ ঘ. ৫০%
২০. আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বলতে কোনটিকে বোঝায়?
ক. ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান
খ. নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
উত্তরঃ খ. নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান
২১. সম্পদ সর্বাধিকরণ ধারণায় বিবেচনা করা হয়-
i. কারবারের নগদ মুনাফা
ii. অর্থের সময়মূল্য
iii. সকল নগদ ও অনগদ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii
* উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
আনহা লি. প্রতিবছর ১২ টাকা সুদ প্রদান করা হবে এমন শর্তে বন্ড ইস্যু করে। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার ১০%। উক্ত বন্ডের বাজারমূল্য ১৫০ টাকা।
২২. উল্লিখিত বন্ডটি কোন ধরনের বন্ড?
ক. সসীম কুপন বন্ড
খ. অসীম কুপন বন্ড
গ. জিরো কুপন বন্ড
ঘ. জাঙ্ক বন্ড
উত্তরঃ খ. অসীম কুপন বন্ড
২৩. উক্ত বন্ডের বর্তমান মূল্য কত?
ক. ১৫ টাকা
খ. ১০০ টাকা
গ. ১২০ টাকা
ঘ. ১৫০ টাকা
উত্তরঃ গ. ১২০ টাকা
২৪. পরিচালনসংক্রান্ত নগদ অন্তঃপ্রবাহ কোনটি?
ক. নগদে যন্ত্রপাতি বিক্রয়
খ. নগদে পণ্য বিক্রয়
গ. নগদে শেয়ার বিক্রয়
ঘ. যন্ত্রপাতির অবচয়
উত্তরঃ ঘ. যন্ত্রপাতির অবচয়
২৫. ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কী বলে?
ক. চক্রবৃদ্ধিকরণ
খ. বাট্টাকরণ
গ. চক্রবৃদ্ধি সুদ
ঘ. ভবিষ্যৎ মূল্য
উত্তরঃ ক. চক্রবৃদ্ধিকরণ
২৬. যে বৃত্তির মেয়াদ উল্লেখ থাকে না, তাকে কী বলে?
ক. সাধারণ বার্ষিক বৃত্তি
খ. অগ্রিম বার্ষিক বৃত্তি
গ. বিলম্বিত বার্ষিক বৃত্তি
ঘ. চিরস্থায়ী বৃত্তি
উত্তরঃ ঘ. চিরস্থায়ী বৃত্তি
* উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
২/১০, নিট ৪০ শর্তে জনাব মুয়াহিদুল হক ৪০,০০০ টাকার পণ্য বাকিতে ক্রয় করল। ১০ দিনের মধ্যে তিনি উক্ত টাকা পরিশোধ করলেন।
২৭. উদ্দীপকে উল্লিখিত ঋণটি কোন ধরনের?
ক. ঘূর্ণায়মান ঋণ
খ. জামানতি ঋণ
গ. মেয়াদি ঋণ
ঘ. ব্যবসায় ঋণ
উত্তরঃ ঘ. ব্যবসায় ঋণ
২৮. উদ্দীপক অনুযায়ী উক্ত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
i. এটির আনুষ্ঠানিকতা কম
ii. এটি স্বত্বঃস্ফ‚র্ত অর্থায়ন
iii. এই ঋণের ব্যয় শূন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
২৯. বাংলাদেশে ব্যাংকিং কোম্পানি আইনটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৭
খ. ১৯৬৯
গ. ১৯৯১
ঘ. ১৯৯৪
উত্তরঃ গ. ১৯৯১
৩০. CAPM অনুযায়ী প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ ক.
0 Comments:
Post a Comment