৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ব্যবসায় উদ্যোগ
প্রথম অধ্যায়
Class 9-10 Business Entrepreneur Guide and SSC Exam Preparation
Bebsai Uddog mcq Chapter-01
Business Entrepreneur
MCQ
Question and Answer pdf download
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
[ক] প্রাচীন
✅ মধ্য
[গ] মোগল
[ঘ] আধুনিক
২. কোন বন্দরকে Porto Grando নামে অভিহিত করা হতো?
✅ চট্টগ্রাম
[খ] খুলনা
[গ] কলকাতা
[ঘ] সপ্তগ্রাম
৩. বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে-
i. স্থানগত বাধা দূর করার মাধ্যমে
ii. সামাজিক সহায়তা দানের মাধ্যমে
iii. অর্থগত বাধা দূর করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নের ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
শাকিলাদের একটি পারিবারিক নার্সারি আছে। সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উৎপাদন করে বিক্রি করে। তাদের বাড়ির মাটি চারাগাছ উৎপাদন ও লালনের জন্যও উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়ায় পানিও সবসময় পাওয়া যায়। ফলে নার্সারির চারাগাছগুলোর মানও বেশ ভালো।
৪. শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প?
[ক] উৎপাদন
✅ প্রজনন
[গ] সেবা
[ঘ] নির্মাণ
৫. শাকিলাদের নার্সারির চারাগাছগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি?
✅ প্রাকৃতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
৬. ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি?
[ক] দ্রব্য বিনিময়
[খ] প্রযুক্তির উন্নয়ন
✅ কাগজি মুদ্রার প্রচলন
[ঘ] ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ
৭. কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়?
[ক] চিকিৎসক
[খ] শিক্ষক
[গ] আইনজীবী
✅ মৎস্যজীবী
৮. পানি হতে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প?
[ক] নির্মাণ
✅ সেবা
[গ] উৎপাদন
[ঘ] নিষ্কাশন
৯. মি. সিমন বড়ুয়া খাগড়াছড়ির পাহাড়িয়া এলাকায় স্বল্প পুঁজি নিয়ে আনারস ও কলাচাষ করে ব্যাপকভাবে সফলতা পান। মি. সিমন বড়ুয়ার ব্যবসায়ে সফলতার কারণ কী?
✅ ভূমি
[খ] নদনদী
[গ] ঐতিহ্য
[ঘ] পুঁজি
ব্যবসায়ের ধারণা
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ কোনটি? (জ্ঞান)
[ক] মুনাফা অর্জন
✅ মানুষের অভাববোধ
[গ] শিল্পবিপ্লব
[ঘ] বাজার সৃষ্টি
১১. অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে কিসের উদ্ভব হয়? (জ্ঞান)
[ক] বাণিজ্য
[খ] শিল্প
[গ] সেবা
✅ ব্যবসায়
১২. নিচের কোন কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়? (অনুধাবন)
[ক] বিদ্যালয় পরিষ্কার রাখা
✅ বিউটি পার্লার
[গ] বাড়ির পাশে গাছ লাগানো
[ঘ] বাড়ির পাশের আবর্জনা পরিষ্কার করা
১৩. সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] বাণিজ্য
✅ ব্যবসায়
[গ] শিল্প
[ঘ] প্রত্যক্ষ সেবা
১৪. ব্যবসায়ের প্রধান লক্ষ্য কী? (জ্ঞান)
[ক] জীবিকা নির্বাহ
✅ মুনাফা অর্জন
[গ] ক্রয়-বিক্রয়
[ঘ] সেবা প্রদান
১৫. ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)
✅ মুনাফা অর্জন
[খ] সেবা প্রদান
[গ] পণ্য উৎপাদন
[ঘ] বিনিয়োগ করা
১৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে? (জ্ঞান)
✅ আর্থিক মূল্য
[খ] উপযোগ
[গ] কার্যকারিতা
[ঘ] ভোগ যোগ্যতা
১৭. ঝুঁকি ব্যবসায়ের কী? (অনুধাবন)
[ক] উদ্দেশ্য
✅ বৈশিষ্ট্য
[গ] সুবিধা
[ঘ] অসুবিধা
১৮. কিসের আশায় ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে? (অনুধাবন)
[ক] ভোগের
[খ] সেবা পাওয়ার
✅ মুনাফা অর্জনের
[ঘ] সুনামের
১৯. ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তাকে কোনটি বিবেচনায় রাখতে হয়? (জ্ঞান)
[ক] প্রতিযোগিতা
✅ নৈতিকতা
[গ] পুঁজির সংস্থান
[ঘ] উপযোগ সৃষ্টি
২০. মি. কাইসার কলার মৌসুমে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে আধা কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রি করে জনগণের চাহিদা মেটান। এটি কোন ধরনের কর্মকাণ্ড? (প্রয়োগ)
[ক] চাহিদা সৃষ্টি
[খ] উপযোগ সৃষ্টি
[গ] জনকল্যাণ
✅ আইনগত দণ্ডনীয়
২১. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি? (অনুধাবন)
[ক] লেনদেনের পৌনঃপুনিকতা
[খ] উপযোগ সৃষ্টি
✅ নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
[ঘ] ব্যবসায়ের উপকরণ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২. অর্থনৈতিক কাজের আওতাভুক্ত হলো- (অনুধাবন)
i. হাঁস-মুরগি পালন
ii. ওষুধ বিক্রয়
iii. বিউটি পার্লার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩. যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি- (অনুধাবন)
i. জীবিকা নির্বাহের জন্য করা হয়
ii. মুনাফা অর্জনের জন্য করা হয়
iii. বিনোদনের জন্য করা হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৪. ব্যবসায়ের বহির্ভূত হলো- (অনুধাবন)
i. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
ii. মুনাফার আশায় বিউটি পার্লার পরিচালনা
iii. পরিবারের সদস্যদের জন্য সবজি চাষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড ব্যবসায় হিসেবে গণ্য হবে যদি ব্যবসায়- (উচ্চতর দক্ষতা)
i. বৈধ হয়
ii. সঠিকভাবে পরিচালিত হয়
iii. আইনসম্মতভাবে গৃহীত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬. ব্যবসায় অন্য সব পেশা থেকে আলাদা। কারণ ব্যবসায়ের রয়েছে- (অনুধাবন)
i. আর্থিক মূল্য
ii. ঝুঁকি ও অনিশ্চয়তা
iii. লেনদেনের পৌনঃপুনিকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭. ব্যবসায়িক গুরুত্বপূর্ণ দিক হলো- (অনুধাবন)
i. নৈতিকতা
ii. সততা
iii. সামাজিক দায়বদ্ধতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
রহমান ও রহিম দুই বন্ধু। রহমানের বাবা চালের ব্যবসায়ী। আর রহিমের বাবা টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য টাকা পেয়ে থাকে।
২৮. রহমানের বাবা ও রহিমের বাবার কাজকে কিসের ভিত্তিতে পৃথক করা যায়? (প্রয়োগ)
[ক] বিনিময়ের
✅ ব্যবসায়ের
[গ] শিল্পের
[ঘ] বাণিজ্যের
২৯. রহমানের বাবার কাজটি- (উচ্চতর দক্ষতা)
i. উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত
ii. মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত
iii. অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০. কোনটি বৃদ্ধির কারণে দিন দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়ছে? (জ্ঞান)
✅ চাহিদা
[খ] উৎপাদন
[গ] লেনদেন
[ঘ] পণ্য বণ্টন
৩১. প্রাচীন যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটি ব্যবহৃত হতো? (অনুধাবন)
[ক] কাগজি মুদ্রা
✅ দ্রব্য
[গ] স্বর্ণ-রৌপ্য
[ঘ] দুষ্প্রাপ্য ঝিনুক
৩২. কোন কর্মকাণ্ডের ব্যর্থতার জন্য মুদ্রার প্রচলন হয়? (অনুধাবন)
[ক] পণ্য উন্নয়ন
[খ] পণ্য উৎপাদন
[গ] পণ্য বণ্টন
✅ পণ্য বিনিময়
৩৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৩৪. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো? (জ্ঞান)
[ক] বাজার সৃষ্টি
[খ] মোবাইল ব্যাংকিং
✅ পশু শিকার
[ঘ] টেলিগ্রাম
৩৫. দ্রব্য বিনিময় প্রথা চালু হয় কোন যুগে? (জ্ঞান)
✅ প্রাচীন যুগে
[খ] মধ্য যুগে
[গ] আধুনিক যুগে
[ঘ] মধ্য ও আধুনিক যুগে
৩৬. কোন যুগে অর্থের প্রচলন ঘটে? (জ্ঞান)
[ক] প্রাচীন যুগে
✅ মধ্য যুগে
[গ] আধুনিক যুগে
[ঘ] প্রস্তর যুগে
৩৭. কোনটি প্রাচীন যুগের কাজ? (অনুধাবন)
✅ কৃষিকাজ
[খ] সংগঠন সৃষ্টি
[গ] বৃহদায়তন উৎপাদন
[ঘ] বাজার সৃষ্টি
৩৮. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয় কখন? (জ্ঞান)
[ক] প্রাচীন যুগে
✅ মধ্য যুগে
[গ] আধুনিক যুগে
[ঘ] প্রাগৈতিহাসিক যুগে
৩৯. কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কখন? (জ্ঞান)
[ক] প্রাচীন যুগে
✅ মধ্য যুগে
[গ] পণ্য উৎপাদন যুগে
[ঘ] সমসাময়িক সময়ে
৪০. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন? (জ্ঞান)
[ক] প্রাচীন যুগে
✅ মধ্য যুগে
[গ] আধুনিক যুগে
[ঘ] প্রাগৈতিহাসিক যুগে
৪১. শিল্প বিপ্লব ঘটে কোন যুগে? (জ্ঞান)
[ক] প্রাচীন যুগে
[খ] মধ্য যুগে
✅ আধুনিক যুগে
[ঘ] অত্যাধুনিক যুগে
৪২. কোনটি আধুনিক যুগের কাজ? (অনুধাবন)
[ক] কাগজি নোটের প্রচলন
[খ] বাজার সৃষ্টি
[গ] ব্যবসায় সংগঠনের উদ্ভব
✅ বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা
৪৩. ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে? (জ্ঞান)
✅ আধুনিক যুগ
[খ] প্রাগৈতিহাসিক যুগ
[গ] মধ্য যুগ
[ঘ] প্রাচীন যুগ
৪৪. বিমা ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে? (জ্ঞান)
[ক] প্রাচীন
[খ] মধ্য
✅ আধুনিক
[ঘ] প্রাগৈতিহাসিক
৪৫. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো? (জ্ঞান)
[ক] বাজার সৃষ্টি
[খ] মোবাইল ব্যাংকিং
✅ পশু শিকার
[ঘ] টেলিগ্রাম
৪৬. এটিএম-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)]
[ক] অটোমেটিক টেলার মেশিন
[খ] অটোমেটিক টেলার মানি
✅ অটোমেটেড টেলার মেশিন
[ঘ] অটোমেটো টেলার মানি
৪৭. প্রযুক্তিগত পরিবর্তন ঘটে কোন যুগে? (জ্ঞান)]
[ক] প্রাগৈতিহাসিক
[খ] প্রাচীন
[গ] মধ্য
✅ আধুনিক
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৮. দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে যেসব প্রচলন শুরু হয়- (অনুধাবন)
i. তাম্র মুদ্রা
ii. কাগজি মুদ্রা
iii. চেক
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৯. প্রাচীনকালে ব্যবসায়িক কর্মকাণ্ড ছিল- (অনুধাবন)
i. দ্রব্য বিনিময়
ii. মৎস্য শিকার
iii. ধাতব মুদ্রার ব্যবহার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫০. মধ্যযুগে প্রচলন ঘটে- (অনুধাবন)
i. কাগজি মুদ্রার
ii. বাজার ও শহরের
iii. বৃহদায়তন উৎপাদনের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. কেনা-বেচার কাজ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়- (অনুধাবন)
i. প্রাগৈতিহাসিক যুগে
ii. মধ্য যুগে
iii. আধুনিক যুগে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২. আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. কাগজি মুদ্রার প্রচলন
ii. শিল্প বিপ্লব
iii. প্রযুক্তির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৩. পণ্য-দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
[ক] আত্মকর্মসংস্থান
[খ] চাকরি
[গ] সেবালয়
✅ ব্যবসায়
৫৪. পণ্য দ্রব্যের ক্রয়-বিক্রয়ের কার্য যথার্থভাবে সম্পাদনের জন্য কয়টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
৫৫. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৫৬. উৎপাদনের বাহন কোনটি? (অনুধাবন)
✅ শিল্প
[খ] বাণিজ্য
[গ] প্রত্যক্ষ সেবা
[ঘ] পরিবহন
৫৭. মাকসুদ বাঁশ ও বেত দিয়ে ঝুঁড়ি, খেলনা ও সোফা তৈরি করেন। এটির মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন শাখার কাজ করেন? (প্রয়োগ)
✅ শিল্প
[খ] বাণিজ্য
[গ] প্রত্যক্ষ সেবা
[ঘ] পরোক্ষ সেবা
৫৮. জনাব পলাশ সাহেব সিলেট থেকে উন্নতমানের কমলা সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কমলার জুস তৈরি করেন। জনাব পলাশের জুস তৈরি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] বাণিজ্যের
✅ শিল্পের
[গ] পণ্য বিনিময়ের
[ঘ] পরিবহনের
৫৯. প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার-উপযোগী পণ্যে পরিণত করাকে কী বলে? (জ্ঞান)
[ক] ব্যবসায়
[খ] বাণিজ্য
[গ] প্রত্যক্ষ সেবা
✅ শিল্প
৬০. শিল্পকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
৬১. কোন শিল্পের উৎপাদন সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ প্রজনন
[খ] নিষ্কাশন
[গ] নির্মাণ
[ঘ] উৎপাদন
৬২. জনাব মেহেদী নিজের খামারে মুরগির ডিম থেকে বাচ্চা সংগ্রহ করেন। এখান থেকে তিনি ছোট-বড় বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। জনাব মেহেদী কোন শিল্পের সাথে জড়িত? (প্রয়োগ)
[ক] উৎপাদন শিল্প
[খ] সেবা শিল্প
✅ প্রজনন শিল্প
[ঘ] নির্মাণ শিল্প
৬৩. নিচের কোনটি প্রজনন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
✅ নার্সারি
[খ] সেতু নির্মাণ
[গ] খনিজ শিল্প
[ঘ] বস্ত্র শিল্প
৬৪. ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
[ক] প্রজনন
[খ] উৎপাদন
✅ নিষ্কাশন
[ঘ] সেবা
৬৫. রিনা কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] প্রজনন শিল্পের
[খ] সেবা শিল্পের
✅ নিষ্কাশন শিল্পের
[ঘ] নির্মাণ শিল্পের
৬৬. নিচের কোনটি নিষ্কাশন শিল্প? (অনুধাবন)
[ক] হ্যাচারি
✅ খনিজ শিল্প
[গ] রাস্তাঘাট নির্মাণ
[ঘ] বস্ত্র শিল্প
৬৭. যাত্রাবাড়ী ফ্লাইওভার তৈরি কোন শিল্পের আওতাধীন? (অনুধাবন)
[ক] নিষ্কাশন
[খ] সেবা
✅ নির্মাণ
[ঘ] উৎপাদন
৬৮. রাস্তা-ঘাট তৈরি কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
[ক] সেবা
[খ] প্রজনন
[গ] উৎপাদন
✅ নির্মাণ
৬৯. শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করে কোন শিল্প? (জ্ঞান)
✅ উৎপাদন শিল্প
[খ] নির্মাণ শিল্প
[গ] নিষ্কাশন শিল্প
[ঘ] সেবা শিল্প
৭০. কোন শিল্পের উৎপাদন সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ প্রজনন
[খ] নিষ্কাশন
[গ] নির্মাণ
[ঘ] উৎপাদন
৭১. বস্ত্র শিল্প কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
[ক] নিষ্কাশন
✅ উৎপাদন
[গ] নির্মাণ
[ঘ] সেবা
৭২. মানুষের জীবন যাত্রাকে সহজ ও আরামদায়ক করে কোন শিল্প? (জ্ঞান)
[ক] উৎপাদন শিল্প
✅ সেবা শিল্প
[গ] প্রজনন শিল্প
[ঘ] খনিজ শিল্প
৭৩. ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
[ক] প্রজনন শিল্প
[খ] নিষ্কাশন শিল্প
[গ] উৎপাদন শিল্প
✅ সেবাশিল্প
৭৪. মোবাইল ফোন কোম্পানি কোন ধরনের শিল্প? (জ্ঞান)
[ক] সংযোজন
[খ] নির্মাণ
[গ] উৎপাদন
✅ সেবা
৭৫. শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর কার্য্যাবলিকে কী বলে? (জ্ঞান)
[ক] শিল্প
✅ বাণিজ্য
[গ] প্রত্যক্ষ সেবা
[ঘ] সেবা শিল্প
৭৬. শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংঘটিত বাধা দূর করে কোনটি? (অনুধাবন)
✅ বাণিজ্য
[খ] পরিবহন
[গ] বিজ্ঞাপন
[ঘ] গুদামজাতকরণ
৭৭. মালিকানা সংক্রান্ত বাধা দূর করে কোনটি? (অনুধাবন)
[ক] গুদামজাতকরণ
[খ] পরিবহন
✅ পণ্য বিনিময়
[ঘ] বিমা
৭৮. আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয় কোনটিকে? (জ্ঞান)
✅ বাণিজ্যকে
[খ] ব্যাংককে
[গ] বিমাকে
[ঘ] বিজ্ঞাপনকে
৭৯. ব্যবসায়ের স্বত্বগত বাধা দূর করে কোনটি? (অনুধাবন)
[ক] বিমা
✅ পণ্য বিনিময়
[গ] পরিবহন
[ঘ] বিজ্ঞাপন
৮০. Trade কী? (জ্ঞান)
[ক] পণ্য ক্রয়
[খ] পণ্য বিক্রয়
[গ] রূপান্তর
✅ পণ্য বিনিময়
৮১. মি. রায়হান তার পুরাতন মোটর সাইকেলটি বিক্রি করে মালিকানা সংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের কোন উপাদানের সহায়তা নিবেন? (প্রয়োগ)
[ক] বিজ্ঞাপন
[খ] পরিবহন
✅ পণ্য বিনিময়
[ঘ] বিমা
৮২. নিচের কোনটি স্থানগত বাধা দূর করে? (অনুধাবন)
✅ পরিবহন
[খ] গুদামজাতকরণ
[গ] বিমা
[ঘ] বিনিময় মাধ্যম
৮৩. ব্যবসায়ের সময়গত বাধা দূর করে কোনটি? (জ্ঞান)
✅ গুদামজাতকরণ
[খ] বিমা
[গ] ব্যাংকিং
[ঘ] পরিবহন
৮৪. এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করতে কোনটির সহায়তা প্রয়োজন? (অনুধাবন)
[ক] পরিবহন
✅ গুদামজাতকরণ
[গ] মোড়কিকরণ
[ঘ] বিজ্ঞাপন
৮৫. ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা কোনটি? (জ্ঞান)
[ক] শিল্প
✅ বাণিজ্য
[গ] প্রত্যক্ষ সেবা
[ঘ] উৎপাদন
৮৬. অর্থসংক্রান্ত বাধা দূর করে কোনটি? (জ্ঞান)
[ক] পরিবহন
✅ ব্যাংকিং
[গ] বিজ্ঞাপন
[ঘ] গুদামজাতকরণ
৮৭. কোনটি ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে? (জ্ঞান)
[ক] পরিবহন
[খ] বিজ্ঞাপন
[গ] ব্যাংকিং
✅ বিমা
৮৮. আরেফিন সিদ্দিক একজন বস্ত্র ব্যবসায়ী। করটিয়া থেকে কাপড় আনতে তিনি নানা ঝুঁকির সম্মুখীন হন। এক্ষেত্রে কোনটির মাধ্যমে তার ঝুঁকি দূর করা সম্ভব? (প্রয়োগ)
✅ বিমা
[খ] ব্যাংকিং সেবা
[গ] পণ্য বিনিময়
[ঘ] পরিবহন
৮৯. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে? (অনুধাবন)
[ক] পণ্য বিনিময়
[খ] পরিবহন
[গ] ব্যাংকিং
✅ বিজ্ঞাপন
৯০. স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তির অর্থ উপার্জনকে কী বলে? (জ্ঞান)
[ক] পরোক্ষ সেবা
✅ প্রত্যক্ষ সেবা
[গ] সেবা
[ঘ] উৎপাদন
৯১. ডাক্তার, উকিল প্রভৃতি কোন ধরনের পেশা? (অনুধাবন)
✅ স্বাধীন পেশা
[খ] পরাধীন পেশা
[গ] প্রত্যক্ষ পেশা
[ঘ] পরোক্ষ পেশা
৯২. জনাব হাসান ডাক্তার হয়ে মানুষের কাছে সেবক হিসেবে পরিচিতি পেলেন। তিনি কেমন পেশায় নিয়োজিত? (প্রয়োগ)
✅ স্বাধীন পেশায়
[খ] পরাধীন পেশায়
[গ] আত্মকর্মসংস্থানে
[ঘ] পরোক্ষ পেশায়
৯৩. নিচের কোনটি প্রত্যক্ষ সেবা? (অনুধাবন)
✅ আইনবৃত্তি
[খ] হ্যাচারি
[গ] বস্ত্রশিল্প
[ঘ] খনিজ শিল্প
৯৪. অডিট ফার্ম কোন ধরনের ব্যবসায়ের মধ্যে পড়ে? (জ্ঞান)
✅ প্রত্যক্ষ সেবা
[খ] পরোক্ষ সেবা
[গ] শিল্প
[ঘ] বাণিজ্য
৯৫. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি? (জ্ঞান)
[ক] শিল্প
[খ] বাণিজ্য
✅ প্রত্যক্ষ সেবা
[ঘ] প্রত্যক্ষ বিনিময়
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৬. পণ্য বিনিময় সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. ক্রয়
ii. বিক্রয়
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৭. প্রজনন শিল্পের উদাহরণ হচ্ছে- (অনুধাবন)
i. নার্সারি
ii. রাস্তাঘাট নির্মাণ
iii. হ্যাচারি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৮. সেবা শিল্পের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. গ্যাস উৎপাদন ও বিতরণ
ii. ব্যাংকিং
iii. পণ্য রপ্তানি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৯. পণ্য ক্রয় বিক্রয় কার্য সমাধানের ক্ষেত্রে দেখা দিতে পারে- (অনুধাবন)
i. অর্থগত সমস্যা
ii. ঝুঁকিগত সমস্যা
iii. তথ্যগত সমস্যা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০০. ব্যবসায় কার্যক্রমের উদ্ভব ঘটে- (অনুধাবন)
i. অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে
ii. লেনদেনকে ঘিরে
iii. সংস্কৃতিকে ঘিরে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০১. যেকোনো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি- (অনুধাবন)
i. জীবিকা নির্বাহের জন্য করা হয়
ii. মুনাফা অর্জনের জন্য করা হয়
iii. বিনোদনের জন্য করা হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০২. সেবা কর্ম বিক্রি করে অর্থ উপার্জন করে- (অনুধাবন)
i. ডাক্তার
ii. উকিল
iii. প্রকৌশলী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০৩. প্রত্যক্ষ সেবার উদাহরণ- (অনুধাবন)
i. আইন চেম্বার
ii. অডিট ফার্ম
iii. ডাক্তারি ক্লিনিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৪ ও ১০৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রনি তার গ্রামের নাইট স্কুলে বয়স্কদের শিক্ষা দিয়ে থাকেন। এছাড়া তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দুটি পুকুরে মাছের চাষ করেন।
১০৪. জনাব রনি শিক্ষা প্রদান করে কোন ধরনের কাজ করেন? (প্রয়োগ)
[ক] মানবাধিকার
[খ] সামাজিক
✅ সেবা
[ঘ] শিল্প
১০৫. রনি কোন ধরনের শিল্পের কাজ করেন? (প্রয়োগ)
[ক] উৎপাদন শিল্প
[খ] বুনন শিল্প
✅ প্রজনন শিল্প
[ঘ] ব্যবসায়
ব্যবসায়ের গুরুত্ব
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৬. ব্যবসায় কোন ধরনের কর্মকাণ্ড? (জ্ঞান)
[ক] ব্যক্তিগত
[খ] পারিবারিক
✅ অর্থনৈতিক
[ঘ] সামাজিক
১০৭. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব হয়? (অনুধাবন)
[ক] ডাক্তারি সেবা প্রদান
✅ অর্থনৈতিক উন্নয়ন
[গ] আইন প্রণয়ন
[ঘ] সামাজিক কাঠামোর পরিবর্তন
১০৮. বর্তমান বিশ্বে কোনটির গুরুত্ব অপরিসীম? (জ্ঞান)
[ক] প্রত্যক্ষ সেবা
[খ] দ্রব্য বিনিময়
[গ] বাজার ব্যবস্থা
✅ ব্যবসায়
১০৯. কোনটির মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সম্ভব হবে? (অনুধাবন)
[ক] বিনিময় প্রথার
[খ] ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের
✅ ব্যবসায়ের
[ঘ] প্রত্যক্ষ সেবার
১১০. কোনটির মাধ্যমে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটানো যাবে? (অনুধাবন)
[ক] কাঁচামাল সদ্ব্যবহারের
[খ] মুলধনের প্রাচুর্যতার
✅ ব্যবসায়ের
[ঘ] সামাজিক কর্মকাণ্ডের
১১১. সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কী? (অনুধাবন)
✅ পণ্যদ্রব্যের আদান-প্রদান
[খ] শিল্পের বিকাশ
[গ] যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
[ঘ] সৃজনশীল কাজের উন্নয়ন
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১২. ব্যবসায় বিশেষ অবদান রেখে চলছে- (অনুধাবন)
i. অর্থনৈতিক উন্নয়নে
ii. সামাজিক উন্নয়নে
iii. রাজনৈতিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৩. ব্যবসায়ের ফলে- (অনুধাবন)
i. সঞ্চয় বৃদ্ধি পায়
ii. মূলধন গঠিত হয়
iii. জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১৪. ব্যবসায় উন্নয়ন ঘটায়- (অনুধাবন)
i. গবেষণার
ii. সৃজনশীল কাজের
iii. শিল্পের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
ব্যবসায় পরিবেশ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১৫. কিসের দ্বারা মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসায় প্রভাবিত হয়? (জ্ঞান)
[ক] শিক্ষার
[খ] ধর্ম
✅ পরিবেশ
[ঘ] রাজনীতি
১১৬. কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্য্যাবলিকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
✅ পরিবেশ
[খ] ব্যবসায়িক পরিবেশ
[গ] ব্যবসায়
[ঘ] বাণিজ্য
১১৭. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্য্যাবলি, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
[ক] পরিবেশ
✅ ব্যবসায়িক পরিবেশ
[গ] অর্থনৈতিক পরিবেশ
[ঘ] প্রাকৃতিক পরিবেশ
১১৮. ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭
১১৯. ‘জলবায়ু’ কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক পরিবেশ
[খ] সামাজিক পরিবেশ
✅ প্রাকৃতিক পরিবেশ
[ঘ] আইনগত পরিবেশ
১২০. ভূমি কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
✅ প্রাকৃতিক
[খ] অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] রাজনৈতিক
১২১. কোনটি অর্থনেতিক পরিবেশের উপাদান? (অনুধাবন)
✅ মূলধন
[খ] মানবসম্পদ
[গ] সার্বভৌমত্ব
[ঘ] শিক্ষা ও সংস্কৃতি
১২২. ‘অর্থ ও ব্যাংকিং’ কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক পরিবেশ
[খ] রাজনৈতিক পরিবেশ
[গ] প্রযুক্তিগত পরিবেশ
✅ অর্থনৈতিক পরিবেশ
১২৩. ধর্মীয় বিশ্বাস কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক
[খ] রাজনৈতিক
[গ] আইনগত
✅ সামাজিক
১২৪. মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
✅ সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] প্রাকৃতিক
১২৫. শিক্ষা ও সংস্কৃতি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
✅ সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] আইনগত
[ঘ] প্রাকৃতিক
১২৬. ‘ঐতিহ্য’ ব্যবসায়িক কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক পরিবেশ
✅ সামাজিক পরিবেশ
[গ] রাজনৈতিক পরিবেশ
[ঘ] অর্থনৈতিক পরিবেশ
১২৭. রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটি? (অনুধাবন)
[ক] শিক্ষা
✅ সরকার
[গ] বিজ্ঞান ও প্রযুক্তি
[ঘ] জনসংখ্যা
১২৮. আইনশৃঙ্খলা কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
[ক] অর্থনৈতিক
[খ] সামাজিক
✅ রাজনৈতিক
[ঘ] আইনগত
১২৯. কোনটি আইনগত পরিবেশের উপাদান? (অনুধাবন)
[ক] আইনশৃঙ্খলা
[খ] শিক্ষা ও সংস্কৃতি
[গ] মানব সম্পদ
✅ পরিবেশ সংরক্ষণ
১৩০. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি? (অনুধাবন)
[ক] সার্বভৌমত্ব
✅ ভোক্তা আইন
[গ] আন্তর্জাতিক সম্পর্ক
[ঘ] সরকারি নীতিমালা
১৩১. নিচের কোনটি প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত? (অনুধাবন)
[ক] বাণিজ্যিক আইন
[খ] সরকারি নীতিমালা
✅ কারিগরি দক্ষতা
[ঘ] ভোক্তাদের মনোভাব
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩২. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়- (অনুধাবন)
i. মানুষের জীবনধারা
ii. সংস্কৃতি
iii. অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩৩. প্রযুক্তিগত পরিবেশের উপাদান- (অনুধাবন)
i. প্রযুক্তি শিক্ষা
ii. কারিগরি দক্ষতা
iii. মানবসম্পদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩৪. রাজনৈতিক পরিবেশের উপাদান হলো - (অনুধাবন)
i. সরকার
ii. কারিগরি দক্ষতা
iii. আন্তর্জাতিক সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৫ ও ১৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
যশোর ও কুষ্টিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে আখ জšে§। জনাব সুমন ঐ অঞ্চলে গুড়ের ব্যবসায় করে সফলতা লাভ করেন। সম্প্রতি তিনি তার ব্যবসায়কে পার্শ্ববর্তী অঞ্চলে সম্প্রসারণ করার কথা ভাবছেন।
১৩৫. জনাব সুমনের ব্যবসায় নির্বাচনের ক্ষেত্রে পরিবেশের কোন উপাদান ভূমিকা রেখেছে? (প্রয়োগ)
✅ প্রাকৃতিক সম্পদ
[খ] পরিবহন
[গ] ঐতিহ্য
[ঘ] ঋণ ব্যবস্থা
১৩৬. ব্যবসায় সম্প্রসারণে জনাব সুমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন?
(উচ্চতর দক্ষতা)
[ক] পাইকারি ব্যবসায়
[খ] আমদানি বাণিজ্য
✅ রপ্তানি বাণিজ্য
[ঘ] খুচরা ব্যবসায়
বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩৭. বাংলাদেশ কী নির্ভর দেশ? (জ্ঞান)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] ব্যবসায়
[ঘ] বাণিজ্য
১৩৮. বাংলাদেশ কেমন দেশ? (অনুধাবন)
[ক] উন্নত
[খ] অনুন্নত
[গ] শিল্পোন্নত
✅ উন্নয়নশীল
১৩৯. মসলিন কাপড়ের জন্য কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? (জ্ঞান)
✅ সোনারগাঁও
[খ] ঢাকা
[গ] রাজশাহী
[ঘ] নারায়ণগঞ্জ
১৪০. সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? (জ্ঞান)
[ক] ঢাকা
[খ] খুলনা
[গ] নারায়ণগঞ্জ
✅ চট্টগ্রাম
১৪১. কত শতাব্দীতে পর্তুগিজরা এদেশে বাণিজ্য করতে আরম্ভ করে? (জ্ঞান)
[ক] খ্রিস্টীয় পঞ্চদশ
✅ খ্রিস্টীয় ষোড়শ
[গ] খ্রিস্টীয় চতুর্দশ
[ঘ] খ্রিস্টীয় ত্রয়োদশ
১৪২. Porto Piqueno-এর অর্থ কী? (জ্ঞান)
[ক] বৃহৎ বন্দর
✅ ক্ষুদ্র বন্দর
[গ] মাঝারি বন্দর
[ঘ] স্থল বন্দর
১৪৩. পর্তুগিজরা কোন স্থানকে বৃহৎ বন্দর নামে অভিহিত করেন? (জ্ঞান)
[ক] Port City
[খ] Porto Piqueno
✅ Porto Grando
[ঘ] Port Area
১৪৪. Porto Grando-এর অর্থ কী? (জ্ঞান)
✅ বৃহৎ বন্দর
[খ] ক্ষুদ্রবন্দর
[গ] মাঝারি বন্দর
[ঘ] স্থলবন্দর
১৪৫. পর্তুগিজরা কোন স্থানকে বৃহৎ বন্দর নামে অভিহিত করেন? (জ্ঞান)
[ক] নারায়ণগঞ্জ
[খ] তাম্রলিপ্ত
✅ চট্টগ্রাম
[ঘ] সপ্তগ্রাম
১৪৬. সপ্তগ্রাম বন্দরটি কোন এলাকায় অবস্থিত ছিল? (জ্ঞান)
[ক] পূর্ববঙ্গে
✅ পশ্চিমবঙ্গে
[গ] উত্তরবঙ্গে
[ঘ] দক্ষিণবঙ্গে
১৪৭. সপ্তগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য কোন দুটি নদীর মাধ্যমে সংঘটিত হতো? (জ্ঞান)
[ক] পদ্মা ও ভাগীরথী
[খ] সরস্বতী ও মেঘনা
✅ ভাগীরথী ও স্বরস্বতী
[ঘ] ভাগীরথী ও যমুনা
১৪৮. এদেশ চিরকাল কিসের জন্য বিখ্যাত ছিল? (অনুধাবন)
[ক] শিল্প
✅ বাণিজ্য
[গ] চাকরি
[ঘ] কৃষি
১৪৯. আমাদের দেশের কোন পথ ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ ছিল? (অনুধাবন)
[ক] স্থল
✅ জল
[গ] আকাশ
[ঘ] রেল
১৫০. এ দেশের সওদাগররা কতগুলো জাহাজের মালিক ছিল? (জ্ঞান)
[ক] অর্ধশতাধিক
✅ শতাধিক
[গ] সহস্রাধিক
[ঘ] লক্ষাধিক
১৫১. ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় কোন সম্পদ এদেশে বিদ্যমান? (জ্ঞান)
[ক] খনিজ তেল
[খ] চুনাপাথর
✅ প্রাকৃতিক গ্যাস
[ঘ] বিদ্যুৎ
১৫২. এক সময় সোনারগাঁও ব্যবসায়, শিক্ষাদীক্ষা, কৃষি, শিল্পসাহিত্য, সংস্কৃতি, কারুশিল্পে কেমন ছিল? (অনুধাবন)
[ক] অনুন্নত
[খ] অগ্রসরমান
[গ] অনগ্রসর
✅ বিশ্বসেরা
১৫৩. বর্তমানে বাংলাদেশের কোন শাড়ি বিশ্ববাসীর দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে? (অনুধাবন)
[ক] সিল্ক
✅ জামদানি
[গ] টাঙ্গাইল
[ঘ] সূতি
১৫৪. জনাব কিরণের ঢাকার বসুন্ধরায় একটি কসমেটিকসের দোকান রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবরোধের কারণে তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোন ধরনের পরিবেশ তার ব্যবসায়কে প্রভাবিত করছে? (প্রয়োগ)
[ক] আইনগত পরিবেশ
[খ] প্রাকৃতিক পরিবেশ
✅ রাজনৈতিক পরিবেশ
[ঘ] প্রযুক্তিগত পরিবেশ
১৫৫. সুন্দরবন সংরক্ষরণের জন্য সরকার কিছু আইন প্রণয়ন করেছেন। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? (প্রয়োগ)
[ক] সামাজিক
✅ আইনগত
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক
১৫৬. ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু নীতিমালা বাংলাদেশ ব্যাংকে প্রদান করল। এ নীতিমালা ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? (অনুধাবন)
[ক] প্রযুক্তিগত
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
✅ আইনগত
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫৭. দেশের অর্থনীতিতে প্রতি বছর বেড়েই চলেছে- (অনুধাবন)
i. শিল্পের অবদান
ii. বাণিজ্যের অবদান
iii. বিমার অবদান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৮. সোনারগাঁও-এর মসলিন রপ্তানি হতো- (অনুধাবন)
i. ইউরোপে
ii. আমেরিকায়
iii. আফ্রিকায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৯. এদেশের বাণিজ্যের সাথে প্রতিযোগিতা চলত- (অনুধাবন)
i. তাম্রলিপ্তের
ii. সপ্তগ্রামের
iii. সুবর্ণগ্রামের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬০. দেশের শিল্প বিকাশে সহায়ক- (অনুধাবন)
i. কয়লা
ii. চুনপাথর
iii. বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬১. ইউনিলিভার বাংলাদেশ লি. চার প্রকার লাক্স সাবান প্রস্তুত করে। চার প্রকার সাবান প্রস্তুতের জন্য তারা বিবেচনা করেছে-
i. জনসংখ্যা
ii. ভোক্তাদের অভিরুচি
iii. ভোক্তাদের চাহিদা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬২. অতীতকালে এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে- (অনুধাবন)
i. জাহাজ নির্মাণ করে
ii. মসলিন কাপড় তৈরি করে
iii. নকশিকাঁথা তৈরি করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৩. শিল্প ও ব্যবসায় বাণিজ্যের উন্নতিতে প্রয়োজন- (অনুধাবন)
i. দক্ষতাসম্পন্ন কর্মী
ii. উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি
iii. ভোক্তাদের মনোভাব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৪. বাংলাদেশের বন্ধ পাটকল চালুকরণের জন্য মূলধন সরবরাহ করা হয়েছে। এর পেছনে কাজ করেছে- (উচ্চতর দক্ষতা)
i. বিদেশে বাজার সৃষ্টি
ii. শিল্প নীতি
iii. সরকারি নীতিমালা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৫. জনসংখ্যা সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভালো দিক হলো- (অনুধাবন)
i. সস্তায় জনশক্তি সরবরাহ নিশ্চিত করেছে
ii. পণ্য ও সেবার ব্যাপক বাজার সৃষ্টি করেছে
iii. বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করেছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬৬. সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে- (অনুধাবন)
i. ব্যবসায় বাণিজ্যে অনুকূল পরিবেশ তৈরিতে
ii. শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে
iii. রাজনীতির অনুকূল পরিবেশ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৭ ও ১৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের উন্নতির বড় অন্তরায় হলো জনগণের শিক্ষা ও সচেতনতার অভাব। জামিল ভাবে, এ দেশের অধিক জনসংখ্যাকে যদি শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করে গড়ে তোলা যায় তবে দেশের মঙ্গল হবে।
১৬৭. জামিল কোন ধরনের পরিবেশকে নিয়ে ভাবছে? (প্রয়োগ)
[ক] অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
[গ] বিজ্ঞান ও প্রযুক্তিগত
✅ সামাজিক
১৬৮. উক্ত পরিবেশের উন্নয়নের করণীয় হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ
ii. কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন
iii. সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৯. কোনটি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে?
[ক] ব্যবসায়
[খ] বাণিজ্য
✅ ব্যবসায়-বাণিজ্য
[ঘ] শিল্প
১৭০. ব্যবসায়ে কী বিদ্যমান?
[ক] নিশ্চিত সাফল্য
[খ] নিশ্চিত ব্যর্থতা
✅ ঝুঁকি
[ঘ] কম মুনাফা
১৭১. মানুষের অভাব মোচনের উপকরণ ও সেবা কার্যদির সরবরাহকে কেন্দ্র করে কিসের সূচনা হয়?
[ক] সভ্যতার
[খ] বাণিজ্যের
✅ ব্যবসায়ের
[ঘ] কৃষিকাজের
১৭২. কোনটি প্রাচীন যুগের অর্থনৈতিক কর্মকাণ্ড?
[ক] প্রযুক্তির উন্নয়ন
[খ] কাগজি মুদ্রার প্রচলন
✅ কৃষি কাজ
[ঘ] শিল্প কারখানার বিকাশ
১৭৩. বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ব্যবহৃত হতো কোন যুগে?
[ক] প্রাচীন
✅ মধ্য
[গ] আধুনিক
[ঘ] মধ্য-প্রাচীন
১৭৪. কাগজি মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে?
[ক] প্রাচীন
[খ] আধুনিক
✅ মধ্য
[ঘ] প্রাগৈতিহাসিক
১৭৫. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?
[ক] আধুনিক
[খ] প্রাচীন
[গ] প্রাক আধুনিক
✅ মধ্য
১৭৬. মোবাইল ব্যাংকিং প্রচলন হয় কোন যুগে?
[ক] প্রাচীন
✅ আধুনিক
[গ] মধ্য
[ঘ] বর্তমান
১৭৭. উৎপাদনের প্রক্রিয়া কোনটি?
[ক] বাণিজ্য
✅ শিল্প
[গ] কারখানা
[ঘ] কাঁচামাল
১৭৮. পণ্যদ্রব্য উৎপাদন সংক্রান্ত কাজকে কী বলে?
✅ শিল্প
[খ] বাণিজ্য
[গ] ব্যবসায়
[ঘ] পেশা
১৭৯. হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত?
✅ প্রজনন
[খ] নির্মাণ
[গ] উৎপাদন
[ঘ] নিষ্কাশন
১৮০. নিচের কোনটি প্রজনন শিল্প?
✅ হাঁস-মুরগির খামার
[খ] খনিজ সম্পদ উত্তোলন
[গ] ভবন নির্মাণ
[ঘ] তাঁত শিল্প
১৮১. যে প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে কী বলে?
[ক] প্রজনন শিল্প
✅ নিষ্কাশন শিল্প
[গ] নির্মাণ শিল্প
[ঘ] উৎপাদন শিল্প
১৮২. সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত?
[ক] উৎপাদন
[খ] সেবা
[গ] প্রজনন
✅ নিষ্কাশন
১৮৩. বাসা বাড়িতে গ্যাস সরবরাহ কোন শিল্পের অন্তর্গত?
✅ সেবা
[খ] গ্যাস
[গ] উৎপাদন
[ঘ] প্রক্রিয়াভিত্তিক
১৮৪. নিচের কোনটি বাণিজ্যের আওতামুক্ত?
✅ মৎস চাষ
[খ] পণ্যের প্রচার
[গ] চিকিৎসা সেবা
[ঘ] গ্যাস সরবরাহ
১৮৫. কোনটি বাণিজ্যের আওতাভুক্ত?
[ক] অডিট ফার্ম
[খ] প্রজনন শিল্প
✅ ব্যাংকিং
[ঘ] নিষ্কাশন শিল্প
১৮৬. পরিবহন ব্যবসায়ের কোন বাধাকে দূরীভূত করে?
[ক] স্বত্বগত
[খ] তথ্যগত
[গ] অর্থগত
✅ স্থানগত
১৮৭. অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন প্রকার সেবাকর্মকে কী বলে?
[ক] ব্যবসায়
[খ] বাণিজ্য
✅ প্রত্যক্ষ সেবা
[ঘ] বিমা
১৮৮. কোনটি সেবামূলক ব্যবসায় বর্হিভূত?
[ক] হোটেল
✅ বলপেন তৈরি শিল্প কারখানা
[গ] ট্রাভেল এজেন্সী
[ঘ] ফটোকপিয়ার
১৮৯. অদৃশ্যমানতা কোনটির বৈশিষ্ট্য?
✅ সেবা
[খ] পণ্য
[গ] মূলধন
[ঘ] সম্পত্তি
১৯০. হিসাব নিরীক্ষা কোন ধরনের পেশা?
[ক] ব্যবসায়
[খ] শিল্প
[গ] বাণিজ্য
✅ প্রত্যক্ষ সেবা
১৯১. কোনটি প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়?
[ক] বইয়ের দোকান
[খ] মুদি দোকান
✅ লন্ড্রি
[ঘ] মাছ-মাংসের দোকান
১৯২. কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার?
✅ আত্মকর্মসংস্থান
[খ] ব্যবসা-বাণিজ্য
[গ] আমদানি-রপ্তানি
[ঘ] সম্পদের সুষ্ঠু ব্যবহার
১৯৩. কোনটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে?
✅ ব্যবসা-বাণিজ্য
[খ] সমাজ ব্যবস্থা
[গ] পরিবহন
[ঘ] সভ্যতা
১৯৪. সম্পদের উন্নয়ন ব্যবসায়ের কোন ধরনের গুরুত্ব?
[ক] সামাজিক
✅ অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] মানবিক
১৯৫. ব্যবসায়ের মাধ্যমে কী সৃষ্টি হয়?
[ক] চাকরি
✅ কর্মসংস্থান
[গ] বেকারত্ব
[ঘ] যোগাযোগ
১৯৬. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?
[ক] মূলধন
[খ] ঐহিত্য
[গ] শিল্প আইন
✅ নদনদী
১৯৭. বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য মাধ্যম কোন নদী?
[ক] যমুনা নদী
✅ ভাগীরথী নদী
[গ] সুমরা নদী
[ঘ] দামোদর নদী
১৯৮. ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় কোন সম্পদ এদেশে বিদ্যমান?
[ক] খনিজ তেল
[খ] চুনাপাথর
✅ প্রাকৃতিক গ্যাস
[ঘ] বিদ্যুৎ
১৯৯. হরতাল কোন পরিবেশের উপাদান?
✅ রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] আইনগত
২০০. পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে সফল উদ্যোক্তার ধারণা কী রকম?
[ক] অনুপোযোগী
[খ] উপযোগী
[গ] সাধারণ
✅ সময়োপযোগী
২০১. বাণিজ্য ব্যবসায়ের কী ধরনের শাখা?
[ক] পণ্য উৎপাদনকারী
✅ পণ্য বণ্টনকারী
[গ] পণ্য সংরক্ষণকারী
[ঘ] পণ্য প্রচারকারী
২০২. ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে কোন যুগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়?
[ক] প্রাচীন
[খ] মধ্য
✅ আধুনিক
[ঘ] প্রাগৈতিহাসিক
২০৩. প্রাচীনকালে আরবগণ দলে দলে এদেশে আগমন করেছিল কেন?
[ক] মসলিন কাপড়ের জন্য
[খ] জাহাজ শিল্পের জন্য
✅ বাণিজ্যের খ্যাতির জন্য
[ঘ] খাদ্যশস্যের জন্য
২০৪. পর্তুগিজরা কোন স্থানকে ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
[ক] তাম্রলিপ্ত
✅ সপ্তগ্রাম
[গ] নারায়ণগঞ্জ
[ঘ] চট্টগ্রাম
২০৫. অতীতকাল থেকে আজ পর্যন্ত জামদানি শাড়ির কদর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের ফলাফল?
[ক] সংস্কৃতি
[খ] প্রযুক্তি
✅ ঐতিহ্য
[ঘ] বিজ্ঞান
২০৬. কোনটি শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে?
[ক] জনশক্তির অভাব
✅ রাজনৈতিক অস্থিতিশীলতা
[গ] চাহিদার অপ্রতুলতা
[ঘ] যোগানের স্বল্পতা
২০৭. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে নিরুৎসাহী হয়?
[ক] প্রতিকূল প্রাকৃতিক উপাদান
[খ] স্বল্প শ্রমের যোগান
✅ প্রতিকূল রাজনৈতিক উপাদান
[ঘ] প্রতিকূল আইনগত উপাদান
২০৮. উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
[ক] স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
✅ প্রযুক্তিগত উন্নয়ন
[গ] অনুকূল শিল্পনীতি
[ঘ] কাঁচামালের সহজলভ্যতা
২০৯. ব্যবসায়ের ফলে-
i. সঞ্চয় বৃদ্ধি পায়
ii. মূলধন গঠিত হয়
iii. জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১০. নির্মাণ শিল্প হলো-
i. রাস্তাঘাট নির্মাণ
ii. সেতু নির্মাণ
iii. বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১১. ব্যবসায়ের মাধ্যমে সহজ হয়-
i. সম্পদের যথাযথ ব্যবহার
ii. দেশের অর্থনৈতিক উন্নয়ন
iii. তেল ও গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১২. ব্যবসায়ের অর্থনৈতিক উদ্দেশ্য হলো-
i. মুনাফা অর্জন
ii. সম্পদের সুষ্ঠু ব্যবহার
iii. জনশক্তির সদ্ব্যবহার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৩. প্রত্যক্ষ সেবা হচ্ছে-
i. বিজ্ঞাপন
ii. আইন বৃত্তি
iii. অডিট ফার্ম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৪. পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. পরিবেশ ও বিমা
ii. ব্যাংকিং ও গুদামজাতকরণ
iii. উৎপাদন ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২১৫. বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে-
i. স্থানগত বাধা দূর করার মাধ্যমে
ii. সামাজিক সহায়তা দানের মাধ্যমে
iii. অর্থগত বাধা দূর করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৬. প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত হলো-
i. ছাপাখানা
ii. ইঞ্জিনিয়ারিং ফার্ম
iii. ডায়াগনস্টিক সেন্টার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৭. ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে-
i. অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা
ii. শিল্প, সাহিত্য ও ঐতিহ্য
iii. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৮. দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়-
i. সৃজনশীলতার কারণে
ii. চাঁদাবাজির কারণে
iii. আইন-শৃঙ্খলার অবনতির কারণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২১৯. বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্ত নির্ভরতা থেকে মুক্ত করতে পারলে অর্জন সম্ভব হবে-
i. শিল্প বাণিজ্যে অগ্রসরতা
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২০. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ হলো-
i. ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২১. ব্যবসায় কার্যক্রমের উদ্ভব ঘটে-
i. অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে
ii. লেনদেনকে ঘিরে
iii. সংস্কৃতিকে ঘিরে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২২ ও ২২৩ নং প্রশ্নের উত্তর দাও :
ইমন সদ্য এম.বি.বি.এস পাশ করেছেন। তার বাবা, বড় ভাই, বড় বোন সবাই ডাক্তারী পাশ করার পর ইমন তার পরিবারের অন্যান্যদের অনুসরণ করে একটি ক্লিনিক স্থাপন করে স্বল্প সম্মানী নিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেন।
২২২. ইমনের ব্যবসায়ের ধরন হলো-
[ক] উৎপাদন শিল্প
[খ] নির্মাণ শিল্প
[গ] পণ্য বিনিময়
✅ প্রত্যক্ষ সেবা
২২৩. সামাজিক পরিবেশের যেসব উপাদান ইমনের ব্যবসায়কে প্রভাবিত করেছে তা হলো-
i. শিক্ষা
ii. ধর্মীয় বিশ্বাস
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২২৪ ও ২২৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব বন্ধন ফুলবাড়ি গেটে একটি হোটেল দিয়ে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন।
২২৪. জনাব বন্ধনের শিল্পটির ধরন কী?
[ক] উৎপাদনমূলক
✅ সেবামূলক
[গ] প্রজনন
[ঘ] নির্মাণ
২২৫. জনাব বন্ধনের শিল্পটির সফলতা অর্জনে কোন পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
[ক] প্রাকৃতিক
[খ] রাজনৈতিক
✅ সামাজিক
[ঘ] অর্থনৈতিক
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৬ ও ২২৭ নং প্রশ্নের উত্তর দাও :
রবিন গঞ্জে একটা মুদি দোকান চালায়। সে শহর থেকে মালামাল কিনে এনে দোকানে বিক্রয় করে। পুঁজি কম থাকায় বেশি মাল একত্রে আনতে পারে না। এজন্য বার বার মাল কিনতে যাওয়ায় নানান সমস্যা হয়। সে মনে করে পুঁজি বেশি থাকলে সে অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারত।
২২৬. রবিন বাণিজ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
[ক] ব্যক্তিগত
✅ স্থানগত
[গ] রূপগত
[ঘ] কালগত
২২৭. বার বার শহরে মাল কিনতে যাওয়ায় রবিনের যে সমস্যা হয়, তা হলো-
i. পরিবহন ব্যয় বৃদ্ধি পায়
ii. কম মাল কেনায় দাম বেশি পড়ে
iii. মাঝে-মধ্যেই দোকান বন্ধ রাখতে হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২৮. ব্যবসায় হলো - (অনুধাবন)
i. জীবিকা নির্বাহে পরিচালিত কার্য্যাবলি
ii. শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার সমষ্টি
iii. মুনাফার উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২৯. ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- (অনুধাবন)
i. মানুষের অভাব পূরণে
ii. পেশাজীবীদের আয় হ্রাসকরণে
iii. দেশের সামগ্রিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩০. শিল্পকে বিবেচনা করা হয়- (অনুধাবন)
i. উৎপাদনের বাহন হিসেবে
ii. ব্যবসায়ের শাখা হিসেবে
iii. প্রত্যক্ষ সেবার বাধা হিসেবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩১. ব্যবসায়ের যেসব শাখা সেবা প্রদানের সাথে জড়িত- (অনুধাবন)
i. শিল্প
ii. বাণিজ্য
iii. প্রত্যক্ষ সেবা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩২. জনাব তৌফিক কুষ্টিয়া থেকে চাল এনে ঢাকায় বিক্রি করেন। এক্ষেত্রে তাকে- (প্রয়োগ)
i. পণ্য উৎপাদন করতে হয়
ii. পণ্যের মালিকানা সংক্রান্ত বাধা দূর করতে হয়
iii. মুনাফা অর্জনের লক্ষ্যে ঝুঁকি গ্রহণ করতে হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৩. ব্যবসায়ের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. সঞ্চয় বৃদ্ধি পায়
ii. জীবন মান উন্নত হয়
iii. দেশে শ্রমিক সংকট সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৪. ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে- (অনুধাবন)
i. ব্যবসায়িক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
ii. সরকারের পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি
iii. দেশে-দেশে সংস্কৃতির বিনিময় ঘটে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৫. আবিদ মেডিকেল কলেজ থেকে পাস করে একটি ক্লিনিক স্থাপন করে তা পরিচালনা করছেন। আবিদের কার্য্যাবলি- (প্রয়োগ)
i. প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত
ii. ব্যবসায়ের অন্তর্ভুক্ত
iii. বাণিজ্যের অন্তর্ভুক্ত
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৬. রনি খাল-বিল থেকে মৎস আহরণ করে বাজারে বিক্রয় করে। ঘটনাটিতে প্রকাশ পেয়েছে- (প্রয়োগ)
i. নিষ্কাশন শিল্প
ii. ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ
iii. ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩৭. কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. শিল্প
ii. বাণিজ্য
iii. প্রত্যক্ষ সেবা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩৮. ব্যবসায় পরিবেশ বিশ্লেষণের প্রয়োজন- (অনুধাবন)
i. কোন স্থানে ব্যবসায় স্থাপনের জন্য
ii. প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য
iii. ব্যবসায় ব্যবস্থার উন্নতির জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৯ ও ২৪০ নং প্রশ্নের উত্তর দাও :
আবিদ তার নার্সারিতে বিভিন্ন ঔষধি গাছের চারা উৎপাদন করে। কাবিল এই চারাগাছ আবিদের নিকট থেকে ক্রয় করে বাজারে নিয়ে বিক্রয় করে।
২৩৯. আবিদের কার্য্যাবলি কোন শিল্পের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ প্রজনন
[খ] উৎপাদন
[গ] উৎপাদন
[ঘ] সেবা
২৪০. কাবিল ব্যবসায়ে যে শাখার সাথে জড়িত তা ভূমিকা রাখে - (উচ্চতর দক্ষতা)
i. স্থানগত বাধা দূর করতে
ii. সেবা প্রদান করতে
iii. ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪১ ও ২৪২ নং প্রশ্নের উত্তর দাও :
পাবেলের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। সেখানে অনেক খাল-বিল ও নদনদী রয়েছে। তাছাড়া সেখানকার ব্যাংকিং ব্যবস্থা খুব ভাল। তাই সে মৎস আহরণ করে বাজারে বিক্রি করার কথা ভাবছে।
২৪১. পাবেল যে কাজটি করতে চাচ্ছে তা কীসের আওতাভুক্ত? (প্রয়োগ)
[ক] বাণিজ্য
[খ] প্রত্যক্ষ সেবা
✅ শিল্প
[ঘ] উৎপাদন
২৪২. পাবেলের গ্রামে তার ব্যবসায়ের জন্য অনুকূল রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. প্রাকৃতিক পরিবেশ
ii. প্রযুক্তিগত পরিবেশ
iii. অর্থনৈতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment