SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অর্থনীতি
তৃতীয় অধ্যায়

Class 9-10 Economics Guide and SSC Exam Preparation
SSC Economics Chapter-03
Economics
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে বলে- [সকল বোর্ড ’১৬]
[ক] চাহিদা
✅ যোগান
[গ] উপযোগ
[ঘ] মজুদ

২. দাম ও যোগানের সম্পর্ক কী? [সকল বোর্ড ’১৬]
[ক] বিপরীতমুখী
✅ সমমুখী
[গ] আড়াআড়ি
[ঘ] কোনো সম্পর্ক নেই

৩. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়? [সকল বোর্ড ’১৫]
✅ উপযোগ সৃষ্টি করা
[খ] চাহিদা সৃষ্টি করা
[গ] বিনিয়োগ সৃষ্টি করা
[ঘ] যোগান সৃষ্টি করা

৪. কোন উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সাহায্য করে? [সকল বোর্ড ’১৫]
[ক] উপযোগ ও প্রান্তিক উপযোগ
✅ চাহিদা ও যোগান
[গ] সঞ্চয় ও বিনিয়োগ
[ঘ] ভোগ ও বিনিয়োগ

৫. একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে? [সকল বোর্ড ’১৫]
[ক] চাহিদা
✅ যোগান
[গ] উপযোগ
[ঘ] সম্পদ

৬. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কয়টি? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] ২
[খ] ৩
[গ] ৪
✅ ৫

৭. উপযোগ বলতে কী বোঝায়? [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
✅ অভাব মোচনের ক্ষমতাকে
[খ] তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
[গ] ভোগের তীব্রতাকে
[ঘ] চাহিদার পরিমাণকে

৮. অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে? [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া]
[ক] যোগান
✅ উপযোগ
[গ] চাহিদা
[ঘ] সঞ্চয়

৯. একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়? [মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] স্বাদ
[খ] রুচি
✅ উপযোগ
[ঘ] উপকারিতা

১০. অর্থনীতিতে ভোগের অর্থ কী? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] উপযোগ বৃদ্ধি
[খ] উপযোগের সৃষ্টি
[গ] উপযোগের ক্ষমতা
✅ উপযোগের ব্যবহার

১১. দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কী গ্রহণ করি? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] তৃপ্তি
[খ] অভাব
[গ] বুদ্ধি
✅ উপযোগ

১২. কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কী বলে? [দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সঞ্চয়
✅ ভোগ
[গ] বিনিয়োগ
[ঘ] উৎপাদন

১৩. একজন ভোক্তা যদি পরপর ৩টি পাকা আম ভোগ করে এবং ১ম, ২য় ও ৩য় আম থেকে যথাক্রমে ৮ টাকা, ৭ টাকা ও ৬ টাকার সমান উপযোগ পায়, সেক্ষেত্রে তার মোট উপযোগ কত হবে? [সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ৮ টাকা
[খ] ১৩ টাকা
[গ] ১৫ টাকা
✅ ২১ টাকা

১৪. মিঠু ৪টি পেয়ারা কিনল, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] মোট পেয়ারা
✅ প্রান্তিক পেয়ারা
[গ] ভোগকৃত পেয়ারা
[ঘ] উপভোগ্য পেয়ারা

১৫. কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে কী বলে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা;
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
[ক] মোট উপযোগ
✅ প্রান্তিক উপযোগ
[গ] মোট ভোগ
[ঘ] ভোগ

১৬. প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কী? [কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা; কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ সর্বাধিক হয়
[খ] সর্বনিম্ন হয়
[গ] একই থাকে
[ঘ] পরিবর্তিত হয়

১৭. মোট উপযোগ হ্রাস পায় কখন? [আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] প্রান্তিক উপযোগ হ্রাস পেলে
[খ] প্রান্তিক উপযোগ শূন্য হলে
✅ প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে
[ঘ] প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হলে

১৮. শখ বা নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কীরূপ [বি কে জি সি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
✅ কাজ করে না
[খ] দ্রুত কাজ করে
[গ] অধিক কার্যকর
[ঘ] কার্যকর

১৯. সমাজে প্রতিপত্তি লাভের আশায় মানুষ দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হলে অকার্যকর হবে নিচের কোনটি? [মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
[খ] ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
[গ] চাহিদা বিধি
[ঘ] যোগান বিধি

২০. একজন ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না কেন? (অনুধাবন) [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] ইচ্ছা নেই বলে
✅ সামর্থ্য নেই বলে
[গ] আকাঙ্ক্ষা নেই বলে
[ঘ] ইচ্ছা ও আকাঙ্ক্ষা নেই বলে

২১. কোনো লোকের টেলিভিশন কেনার ইচ্ছা ও সামর্থ্য দুই রয়েছে। একে আমরা কী বলতে পারি? [দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] তীব্র শখ
[খ] বিলাসিতা
✅ চাহিদা
[ঘ] যোগান

২২. চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] উপযোগ ও মূল্য
✅ সময় ও দাম
[গ] যোগান ও চাহিদা
[ঘ] উৎপাদন ও মজুদ

২৩. দাম বাড়লে চাহিদা কিরূপ হয়? দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]
[ক] বাড়ে
[খ] সমান থাকে
[গ] বেশি বাড়ে
✅ কমে

২৪. চাহিদা সূচির অপর নাম কী? [যশোর জিলা স্কুল]
[ক] যোগান সূচি
✅ চাহিদা তালিকা
[গ] প্রান্তিক চাহিদা
[ঘ] চাহিদা ছক

২৫. বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ চাহিদা রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়, তাকে কী বলে? [চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ চাহিদা রেখা
[খ] যোগান রেখা
[গ] বাজেট রেখা
[ঘ] দাম ভোগ রেখা

২৬. চাহিদা রেখা চাহিদা সূচির কিসের প্রকাশ? [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট; বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] গাণিতিক প্রকাশ
✅ জ্যামিতিক প্রকাশ
[গ] বীজগাণিতিক প্রকাশ
[ঘ] ত্রিকোণমিতিক প্রকাশ

২৭. অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে কী বলে? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] চাহিদা
[খ] ভোগ
[গ] ক্রয় বিক্রয়
✅ যোগান

২৮. দাম ও যোগানের সম্পর্ক কিরূপ? [দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল;
বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] বিপরীতমুখী
[খ] সর্বত্র সমান নয়
✅ সমমুখী
[ঘ] উভয়ই ভোক্তার চাহিদার ওপর নির্ভরশীল

২৯. যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] দামের হ্রাস
✅ দামের বৃদ্ধি
[গ] চাহিদার হ্রাস
[ঘ] চাহিদা ও দাম হ্রাস

৩০. কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে কী বলে? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] ব্যক্তিগত যোগান
[খ] দ্বৈত যোগান
✅ বাজার যোগান
[ঘ] জাতীয় যোগান

৩১. যে দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে কী বলে? [পুলিশ লাইন্স হাইস্কুল এন্ড কলেজ বগুড়া; বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
[ক] ভারসাম্য চাহিদা
[খ] ভারসাম্য যোগান
✅ ভারসাম্য দাম
[ঘ] ভারসাম্য পরিমাণ

৩২. উপযোগের ধারণাটির সাথে সংশ্লিষ্ট- [নড়াইল সরকরি উচ্চ বিদ্যালয়]
i. কোনো দ্রব্য দ্বারা অভাব মোচনের ক্ষমতা
ii. কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা
iii. কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. আনজু শপিংমল থেকে নিজের জন্য একটি জামা কেনায় তাকে ভোক্তা বলা হয়। কারণ সে- [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
i. জামাটির উপযোগ নিঃশেষ করবে
ii. জামাটি ভোগ করার জন্য অর্থ ব্যয় করেছে
iii. জামাটি ক্রয়ে দর কষাকষি করেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. কোনো দ্রব্য বারবার ভোগ করার ফলে ঐ দ্রব্যের প্রতি কমে ভোক্তার- [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
i. আগ্রহ
ii. উপযোগ
iii. অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫. ব্যক্তিগত যোগান সূচিতে উপস্থিত থাকে- [অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট]
i. একাধিক বিক্রেতা
ii. একটি দ্রব্যের বিভিন্ন দাম
iii. একটি নির্দিষ্ট সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬. যোগান বৃদ্ধি পাওয়ার কারণ হলো- [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর; কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া
ii. বাজারে দ্রব্যের দাম হ্রাস পাওয়া
iii. বাজারে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. মানুষের দ্রব্য-সামগ্রীর প্রয়োজন হয় কেন? (অনুধাবন)
✅ বেঁচে থাকার জন্য
[খ] বিলাসিতার জন্য
[গ] গতিশীলতার জন্য
[ঘ] উন্নয়নের জন্য

৩৮. আমরা কোনটি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারি না? (জ্ঞান)
✅ দ্রব্যসামগ্রী
[খ] শিল্পপ্রতিষ্ঠান
[গ] সামাজিক চাহিদা
[ঘ] সেবা

৩৯. বস্ত্র কোন ধরনের অভাব? (অনুধাবন)
[ক] আরামপ্রদ
✅ প্রয়োজনীয়
[গ] বিলাসজাত
[ঘ] কম প্রয়োজনীয়

৪০. উপযোগ কোন ধরনের ধারণা? (জ্ঞান)
✅ মানসিক
[খ] নৈতিক
[গ] ধর্মীয়
[ঘ] ব্যক্তিকেন্দ্রিক

৪১. মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগ লাভ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] ইচ্ছা
[খ] উপযোগিতা
[গ] লাভ
✅ ভোগ

৪২. ভোক্তা কে? (জ্ঞান)
✅ যে ভোগ করে
[খ] যে ভোগ দেয়
[গ] যে বিক্রি করে
[ঘ] যে যোগান দেয়

৪৩. ভোক্তা কোন দ্রব্য ভোগে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে? (অনুধাবন)
[ক] বাতাস
[খ] আলো
✅ পানি
[ঘ] তাপ

৪৪. শফিক বাজার থেকে নির্দিষ্ট মূল্যে একটি ইলিশ মাছ ক্রয় করে নিজেই সবটা দিয়ে আহার করে। শফিককে অর্থনীতির ভাষায় কী বলা যায়? (প্রয়োগ)
✅ ভোক্তা
[খ] উপযোগকারী
[গ] সুবিধাভোগী
[ঘ] রুচিশীল

৪৫. কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য একজন ভোক্তার- (উচ্চতর দক্ষতা)
i. অর্থ ব্যয় করতে হয়
ii. মানসিক প্রস্তুতি থাকতে হয়
iii. উন্নত রুচিবোধ থাকতে হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. ভোক্তার মাথাপিছু আয় বাড়ার ফলে তার- (উচ্চতর দক্ষতা)
i. ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়
ii. জীবনযাত্রার মান উন্নত হয়
iii. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও :
শীত আসতে না আসতেই সিনহা রায় দুটি উলের কম্বল ক্রয় করে। রাতে প্রচণ্ড শীতে কম্বল গায়ে দিয়ে সিনহা শীত নিবারণ করে এবং আরামদায়ক ঘুম সম্পন্ন করে।

৪৭. উদ্দীপকে বর্ণিত কম্বলের শীত নিবারণ করার ক্ষমতাকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] ভোগ
✅ উপযোগ
[গ] চাহিদা
[ঘ] যোগান

৪৮. শীতের কম্বল এ বিষয়টির অন্তর্ভুক্ত হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. অভাব পূরণের ক্ষমতা
ii. মানসিক তৃপ্তি দিয়েছে
iii. অর্থমূল্য রয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে? (জ্ঞান)
[ক] চাহিদা
[খ] মোট উপযোগ
[গ] উপযোগ
✅ প্রান্তিক উপযোগ

৫০. ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হয়? (জ্ঞান)
[ক] ক্রমহ্রাসমান হারে কমে
✅ ক্রমহ্রাসমান হারে বাড়ে
[গ] সমানুপাতিক হারে বাড়ে
[ঘ] ক্রমান্বয়ে কমে

৫১. একজন ভোক্তার দুটি আম ভোগের ফলে তার মোট উপযোগের পরিমাণ হলো ১০ টাকা। ৩টি আম ভোগের ফলে যদি তার মোট উপযোগ ১২ টাকা হয় তাহলে ৩য় আমের প্রান্তিক উপযোগের পরিমাণ কত হবে? (প্রয়োগ)
[ক] ৪ টাকা
[খ] ৭ টাকা
[গ] ৩ টাকা
✅ ২ টাকা

৫২. কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
✅ মোট উপযোগ
[খ] প্রান্তিক উপযোগ
[গ] ঋণাত্মক উপভোগ
[ঘ] শূন্য উপযোগ

৫৩. ফাহাদ ১ম কলাটি খেয়ে ৮ টাকার সমান উপযোগ পেলেন। এরপর ২য় কলাটি খেয়ে মোট উপযোগ পেলেন ১০ টাকার সমান। ২য় কলাটির প্রান্তিক উপযোগ কত? (প্রয়োগ)
✅ ২ টাকা
[খ] ৯ টাকা
[গ] ১০ টাকা
[ঘ] ১২ টাকা

৫৪. বাজারে গিয়ে আমিনুল আম খেতে চাইল। সে চারটি আম খায়। কোন আমটির জন্য তার ব্যয় সর্বোচ্চ? (প্রয়োগ)
✅ ১ম
[খ] ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ

SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

৫৫. কোন দ্রব্যের মোট উপযোগ নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজন-
 (উচ্চতর দক্ষতা)
i. নির্দিষ্ট সময়ে ভোগ করা
ii. তৃপ্তির পরিমাণ জানা
iii. নির্দিষ্ট মূল্যে ক্রয় করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ- (উচ্চতর দক্ষতা)
i. ক্রমহ্রাসমান হারে বাড়ে
ii. ক্রমহ্রাসমান হারে কমে
iii. স্বাভাবিক থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬১ ও ৬২ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
রিমন বাজারে গিয়ে ১৫০ টাকায় তিনটি আম কিনল। আমের দাম কম থাকায় রিমন কিছুক্ষণ পর ৫০ টাকায় আর একটি আম কিনল এবং বাসায় গিয়ে তৃপ্তির সাথে আমগুলো খেল।

৫৭. অনুচ্ছেদে রিমনের (জ) প্রান্তিক উপযোগ কত টাকা? (প্রয়োগ)
[ক] ১৫০
[খ] ১০০
✅ ৫০
[ঘ] ২৫

৫৮. প্রান্তিক উপযোগ বের করার ক্ষেত্রে রিমন- (উচ্চতর দক্ষতা)
i. চতুর্থ আমটির মূল্যকে প্রাধান্য দিয়েছে
ii. তৃপ্তির পরিমানকে গুরুত্ব দিয়েছে
iii. মোট ব্যয় করা টাকার পরিমান বোঝার চেষ্টা করেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? (জ্ঞান)
✅ মোট উপযোগ সর্বোচ্চ হলে
[খ] মোট উপযোগ শূন্য হলে
[গ] মোট উপযোগ অপরিবর্তনীয় হলে
[ঘ] মোট উপযোগ সর্বনিম্ন হলে

৬০. দ্রব্যের ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কী হয়? (জ্ঞান)
[ক] সর্বাধিক হয়
[খ] শূন্য হয়
✅ কমে
[ঘ] সমান থাকে

৬১. জনাব শাহনেওয়াজের ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগের পরিমাণ কমে যায়। এটি অর্থনীতির কোন বিধিটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] চাহিদা বিধি
[খ] উপযোগ বিধি
[গ] উৎপাদন বিধি
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

৬২. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কোনটি? (জ্ঞান)
✅ ভোক্তা স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন হবে
[খ] ভোক্তা উঁচু লোক হবে
[গ] ভোক্তা ব্যবসায়ী হবে
[ঘ] ভোক্তা বোকা লোক হবে

৬৩. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কী হয়? (অনুধাবন)
✅ কমে
[খ] বৃদ্ধি পায়
[গ] সমান থাকে
[ঘ] খুব বেশি বৃদ্ধি পায়

৬৪. অতিরিক্ত এক একক ভোগে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] মোট উপযোগ
✅ প্রান্তিক উপযোগ
[গ] উপযোগের সমষ্টি
[ঘ] উপযোগ

৬৫. ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ রেখার ভূমি অক্ষে কী নির্দেশ করা হয়? (অনুধাবন)
✅ দ্রব্যের পরিমাণ
[খ] উপভোগ
[গ] দাম
[ঘ] বাজার

৬৬. MU এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Marginal Usage
✅ Marginal Utitility
[গ] Market Usage
[ঘ] Market Utitility

৬৭. চাহিদা বিধিতে দাম (↑) হলে চাহিদা- (অনুধাবন)
[ক] (→)
[খ] (←)
[গ] (↑)
✅ (↓)

৬৮. একটি দ্রব্য অনেকবার ভোগ করার ফলে- (উচ্চতর দক্ষতা)
i. এর প্রান্তিক উপযোগ কমে যায়
ii. দ্রব্যটির প্রতি আগ্রহ বৃদ্ধি পায়
iii. দ্রব্যটির প্রতি আগ্রহ কমে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্ত হলো- (উচ্চতর দক্ষতা)
i. ভোক্তাকে উচ্চ আয়সম্পন্ন হতে হবে
ii. ভোক্তাকে স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন হতে হবে
iii. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের রেখাচিত্রটি দেখে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :

৭০. উল্লিখিত চিত্রটি অর্থনীতির কোন বিধিটিকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] চাহিদা
[খ] যোগান
[গ] উপযোগ
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ

৭১. চিত্র অনুযায়ী এ বিধিটির রেখাটি কী নির্দেশ করছে? (প্রয়োগ)
[ক] ডানদিকে উর্ধ্বমুখী
✅ ডানদিকে নিম্নমুখী
[গ] উভয়দিকে সমমুখী
[ঘ] উভয়দিকে বিপরীতমুখী

৭২. ব্যক্তির চাহিদাসূচি থেকে অঙ্কন করা হয়- (জ্ঞান)
✅ ব্যক্তিগত চাহিদা রেখা
[খ] বাজার চাহিদা রেখা
[গ] চূড়ান্ত চাহিদা রেখা
[ঘ] স্বাভাবিক চাহিদা রেখা

৭৩. চাহিদার শর্ত কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৫
✅ ৩
[ঘ] ৬

৭৪. ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে কী বলে? (জ্ঞান)
[ক] তৃপ্তি
✅ চাহিদা
[গ] ভোগ
[ঘ] লালসা

৭৫. চাহিদার ইংরেজি প্রতিশব্দ কোনটি? (জ্ঞান)
[ক] Supply
✅ Demand
[গ] Wage
[ঘ] Want

৭৬. দ্রব্যের দামের ওপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে? (অনুধাবন)
[ক] উৎপাদন বিধি
✅ চাহিদা বিধি
[গ] যোগান বিধি
[ঘ] উপযোগ বিধি

৭৭. দাম ও সময়ের প্রেক্ষিতে কী বিবেচিত হয়? (অনুধাবন)
[ক] ভোগের পরিমাণ
✅ চাহিদার পরিমাণ
[গ] উপযোগের পরিমাণ
[ঘ] উৎপাদনের পরিমাণ

৭৮. কোনটি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায়? (উচ্চতর দক্ষতা)
✅ একজন ব্যক্তির চাহিদা সূচি থেকে
[খ] একজন ব্যক্তির যোগান সূচি থেকে
[গ] ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে
[ঘ] ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি থেকে

৭৯. দাম ও চাহিদার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান? (জ্ঞান)
[ক] সমমুখী
[খ] কেন্দ্রমুখী
✅ বিপরীতমুখী
[ঘ] নিম্নমুখী

৮০. কিসের ভিত্তিতে চাহিদা রেখা আঁকা যায়? (জ্ঞান)
✅ চাহিদা সূচি
[খ] চাহিদার বৃদ্ধি
[গ] চাহিদা বিধি
[ঘ] চাহিদার হ্রাস

৮১. চাহিদা রেখা কেমন থাকে? (জ্ঞান)
[ক] ভূমির সাথে সমান্তরাল
✅ ডানদিকে নিম্নগামী
[গ] বামদিকে ঊর্ধ্বগামী
[ঘ] ডানদিকে ঊর্ধ্বগামী

৮২. চাহিদা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
✅ দামের
[খ] উপযোগের
[গ] ক্রেতার
[ঘ] বাজারের

৮৩. বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে কী বলা হয়? (জ্ঞান)
✅ বাজার চাহিদা
[খ] ভোক্তা চাহিদা
[গ] সমষ্টি চাহিদা
[ঘ] ব্যক্তিগত চাহিদা

৮৪. চাহিদা রেখা কোনটি? (অনুধাবন)
[ক] RR
[খ] SS
[গ] CC
✅ DD

৮৫. চাহিদার সম্পর্ক রয়েছে- (অনুধাবন)
i. দামের সাথে
ii. সময়ের সাথে
iii. যোগানের সাথে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. চাহিদার বাড়া-কমার ক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে বোঝানো হয়েছে- (অনুধাবন)
i. ক্রেতার রুচি ও পছন্দ
ii. আয়
iii. পণ্যের দাম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. অর্থনীতিতে চাহিদা হতে হলে- (অনুধাবন)
i. ক্রয়ের সামর্থ্য থাকতে হবে
ii. দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা
iii. দ্রব্যটির মূল্য থাকতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম বাড়লে বা কমলে- (উচ্চতর দক্ষতা)
i. চাহিদার পরিমাণ বাড়তে পারে
ii. চাহিদার পরিমাণ কমতে পারে
iii. চাহিদা অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র, রi ও ii

৮৯. বাজারে কারা বিক্রয়ের জন্য দ্রব্য সাজিয়ে রাখেন? (জ্ঞান)
✅ বিক্রেতাগণ
[খ] সরবরাহকারীগণ
[গ] প্রতিনিধিরা
[ঘ] কর্মচারীরা

৯০. একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক ও সমর্থ থাকে তাকে কী বলে? (জ্ঞান)
✅ যোগান
[খ] চাহিদা
[গ] রেখা
[ঘ] সূচি

৯১. যোগানের ইংরেজি প্রতিশব্দ কোনটি? (জ্ঞান)
[ক] Demand
✅ Supply
[গ] Utility
[ঘ] Product

৯২. দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ কী রকম থাকে? (জ্ঞান)
[ক] বৃদ্ধি পায়
✅ হ্রাস পায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] ঋণাত্মক পর্যায়

৯৩. কোনো দ্রব্যের চাহিদার চেয়ে যোগান বেশি হলে দ্রব্যের দাম কেমন হবে? (জ্ঞান)
✅ কমবে
[খ] বাড়বে
[গ] স্থির থাকবে
[ঘ] সর্বোচ্চ হবে

৯৪. কোনো দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] চাহিদার
[খ] উৎপাদনের
✅ দামের
[ঘ] ভোগের

৯৫. দাম পরিবর্তনের ফলে যোগানের কী রকম পরিবর্তন ঘটে? (জ্ঞান)
[ক] ঊর্ধ্বমুখী
✅ সমমুখী
[গ] বিপরীতমুখী
[ঘ] নিম্নমুখী

৯৬. যোগান রেখা অঙ্কন করার জন্য নিচের কোন জিনিসটি দরকার? (জ্ঞান)
[ক] যোগানের সময়
✅ যোগান সূচি
[গ] যোগানের পরিমাণ
[ঘ] যোগানের দাম

৯৭. যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে? (জ্ঞান)
[ক] যোগান ও চাহিদার সম্পর্ক
[খ] দাম ও চাহিদার সম্পর্ক
✅ যোগান বিধির
[ঘ] চাহিদা ও যোগানের বৈষম্য

৯৮. দাম পরিবর্তনের ফলে যোগানের সমমুখী পরবির্তনকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] যোগান বিধি
✅ যোগান রেখা
[গ] যোগান বাজার
[ঘ] যোগান সূচি

৯৯. নিচের রেখাচিত্রে ঙঢ ভূমি অক্ষে দ্রব্যের যোগান এবং ঙণ লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। তাহলে গগ১ রেখা দ্বারা কোনটি নির্দেশ করা হয়েছে? (প্রয়োগ)
[ক] চাহিদার স্থিতিস্থাপকতা
[খ] যোগানের স্থিতিস্থাপকতা
✅ যোগান রেখা
[ঘ] যোগান বিধি

১০০. যোগান রেখা সাধারণত কেমন থাকে? (অনুধাবন)
✅ বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী
[খ] বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী
[গ] ভূমি অক্ষে সমান্তরাল
[ঘ] লম্ব অক্ষে সমান্তরাল

১০১. যোগান রেখার ভূমি অক্ষে কী দেখানো হয়? (জ্ঞান)
✅ যোগানের পরিমাণ
[খ] চাহিদার পরিমাণ
[গ] উপযোগের পরিমাণ
[ঘ] উৎপাদনের পরিমাণ

১০২. কোনটি যোগান রেখা? (অনুধাবন)
[ক] DD
[খ] CC
[গ] QQ
✅ SS

১০৩. একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দেয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ ব্যক্তিগত যোগান
[খ] বাজার যোগান
[গ] সমষ্টিগত যোগান
[ঘ] স্বাভাবিক যোগান

১০৪. চাহিদা অপেক্ষা যোগান বেশি হলে দামের উপর কী ধরনের চাপ সৃষ্টি হয়? (অনুধাবন)
[ক] ঊর্ধ্বমুখী
[খ] পার্শ্বমুখী
✅ নিম্নমুখী
[ঘ] অর্ন্তমুখী

১০৫. অর্থনীতিতে যোগান বলতে বোঝায়- (অনুধাবন)
i. দোকানে দ্রব্যের ব্যাপক সরবরাহ
ii. বিক্রেতার নির্দিষ্ট দামে দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকা
iii. নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে সমর্থ থাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৬. দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে যোগানের পরিমাণ- (উচ্চতর দক্ষতা)
i. বৃদ্ধি পায়
ii. হ্রাস পায়
iii. অপরিবর্তিত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. ব্যক্তিগত যোগান হলো- (অনুধাবন)
i. একজন বিক্রেতার বিভিন্ন দামে দ্রব্য বিক্রয়
ii. একজন বিক্রেতার নির্দিষ্ট সময়ে দ্রব্য বিক্রয়
iii. একজন বিক্রেতার দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৮. যোগানের অন্যতম বিবেচ্য বিষয় হলো- (অনুধাবন)
i. একটি দ্রব্য
ii. একটি নির্দিষ্ট দাম
iii. একটি নির্দিষ্ট সময়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৯. বাজার করতে গিয়ে জমির শেখ সাধারণ দৃশ্য হিসেবে কোনটি দেখতে পাবে? (প্রয়োগ)
✅ দ্রব্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার দর কষাকষি
[খ] বাজারে দ্রব্যের প্রচুর সরবরাহ
[গ] অস্বাভাবিক লোকের চাপে বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি
[ঘ] দ্রব্যের পরিমাণ থেকে লোক সমাগম বেশি

১১০. বাজারে গিয়ে ক্রেতা সবসময় কী চেষ্টা করেন? (জ্ঞান)
[ক] বেশি দামের দ্রব্য ক্রয় করতে
✅ সর্বনিম্ন মূল্যে দ্রব্য ক্রয় করতে
[গ] সবচেয়ে বেশি বিক্রিত দ্রব্যটি ক্রয় করতে
[ঘ] সামর্থ্যরে বাইরে দ্রব্য ক্রয় করতে

১১১. দ্রব্য বিক্রির ক্ষেত্রে কোনটি বিক্রেতার বৈশিষ্ট্য? (জ্ঞান)
✅ সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রয় করা
[খ] সর্বনিম্ন দামে দ্রব্য বিক্রয় করা
[গ] সর্বোচ্চ দামে দ্রব্য ক্রয় করা
[ঘ] সর্বনিম্ন দামে দ্রব্য ক্রয় করা

১১২. ক্রেতা-বিক্রেতার দর কষাকষির মাধ্যমে কোন অবস্থায় একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য ক্রয়-বিক্রয়ে সম্মত হয়? (জ্ঞান)
[ক] যোগান ও উপযোগ সমান হলে
[খ] উপযোগ ও চাহিদা সমান হলে
[গ] ভোগ ও চাহিদা সমান হলে
✅ চাহিদা ও যোগান সমান হলে

১১৩. কোনটি চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে নির্ধারিত হয়? (জ্ঞান)
[ক] অধিক দাম
✅ ভারসাম্য দাম
[গ] ভারসাম্যহীন দাম
[ঘ] স্বল্প দাম

১১৪. ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা-বেচা হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ ভারসাম্য পরিমাণ
[খ] ভারসাম্য বিধি
[গ] ভারসাম্য চাহিদা
[ঘ] ভারসাম্য যোগান

১১৫. চাহিদা ও যোগানের মধ্যে সমতা না থাকলে কী হয়? (উচ্চতর দক্ষতা)
✅ দামের পরিবর্তন হয়
[খ] চাহিদার হ্রাস পায়
[গ] দামের বৃদ্ধি হয়
[ঘ] দামের হ্রাস পায়

১১৬. ক্রেতা ও বিক্রেতার দরকষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি ক্রয়-বিক্রয় হয় যেখানে পরস্পর সমান থাকে- (উচ্চতর দক্ষতা)
i. চাহিদা
ii. যোগান
iii. উপযোগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. চাহিদা অপেক্ষা যোগান বেশি হলে- (উচ্চতর দক্ষতা)
i. দামের উপর নিম্নমুখী চাপ সৃষ্টি হবে
ii. দ্রব্যের দাম বৃদ্ধি পাবে
iii. দ্রব্যের দাম কমবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৪ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১৪

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্যের পরই বস্ত্রের স্থান। বস্ত্র তৈরি হয় সুতা থেকে আর সুতা তৈরি হয় তন্তু থেকে। তাই মানুষ তার প্রয়োজনে নানারকম তন্তু আবিষ্কার করেছে এবং করছে। তন্তুর উৎস প্রাকৃতিক হতে পারে আবার কৃত্রিমও হতে পারে। প্রাথমিক পর্যায়ে বস্ত্র তৈরির উপকরণ ছিল সুতি, লিনেন, রেশম ও পশম তন্তু। পরবর্তীতে রেয়ন, নাইলন, ভিনিয়ন, সরণ ইত্যাদি নামের অনেক কৃত্রিম তন্তু আবিষ্কৃত হয়েছে। বাজারে নানা ধরনের প্রাকৃতিক, কৃত্রিম ও মিশ্র তন্তুর বস্ত্র দেখা যায়।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বয়ন তন্তুর প্রধান বা মুখ্য গুণাবলি কোনটি?
[ক] বিশোষণ
✅ নমনীয়তা
[গ] সংকোচন
[ঘ] উজ্জ্বলতা

২. তন্তুর ব্যাসের ওপর কাপড়ের কোন বৈশিষ্ট্যটি নির্ভরশীল?
[ক] উজ্জ্বলতা
[খ] খসখসে
[গ] স্থিতিস্থাপকতা
✅ নমনীয়তা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
আনীদ বৃষ্টিতে ভিজে এসে তার স্কুল ড্রেস খুলে রাখল। দুই দিন পর তার মা ধোয়ার জন্য বের করে দেখলেন জামায় ছোট ছোট কালো দাগ পড়েছে। ফলে জামাটি পরার অনুপযুক্ত হয়ে পড়েছে।

৩. আনীদের জামাটি কোন তন্তুর তৈরি?
[ক] রেশম
✅ সুতি
[গ] পশম
[ঘ] নাইলন

৪. আনীদের জামাটি পরার উপযোগী করার উপায় হলো-
i. ব্লিচিংয়ের ব্যবহার
ii. ধোয়ার সময় ঘষে ঘষে ধোয়া
iii. গাঢ় এসিডে ধোয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ-১ : বস্ত্র তৈরির উপযোগী তন্তু
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্যের পর কোনটির অবস্থান? (জ্ঞান)
[ক] গৃহ
✅ বস্ত্র
[গ] বিনোদন
[ঘ] চিকিৎসা

৬. সাধারণত বস্ত্র তৈরি হয় কী থেকে? (জ্ঞান)
[ক] রেশম
[খ] পশম
✅ সুতা
[ঘ] কাপড়

৭. বস্ত্র তৈরির কাঁচামাল কোনটি? (জ্ঞান)
[শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] আঁশ
[খ] সুতা
✅ বয়ন তন্তু
[ঘ] তুলা

৮. তন্তু বলতে যেকোনো প্রকার আঁশকে বোঝালেও বস্ত্র শিল্পের ক্ষেত্রে অধিক উপযোগী কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] পাট
[খ] তুলা
[গ] রেশম
✅ বয়ন তন্তু

৯. বস্ত্রের ক্ষুদ্রতম মৌলিক একককে কী বলে? (জ্ঞান)
[বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ]
✅ বয়ন তন্তু
[খ] আঁশ
[গ] সুতা
[ঘ] বুনন

১০. টেক্সটাইল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? (জ্ঞান)
[সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল]
[ক] টেক্স
✅ টেক্সো
[গ] টাক্সা
[ঘ] টেক্সাস

১১. টেক্সো কী শব্দ? (জ্ঞান)
[ক] ফারসি
[খ] ইংরেজি
✅ ল্যাটিন
[ঘ] তুর্কি

১২. টেক্সো শব্দের অর্থ কী? (জ্ঞান) [মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] বয়ন তন্তু
✅ বুনন করা
[গ] বস্ত্র বয়নসংক্রান্ত
[ঘ] সুতা

১৩. বয়ন তন্তুর বৈশিষ্ট্যগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৪. গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে রাহেলা আপা তন্তুর নমনীয়তা, সমরূপতা, উজ্জ্বলতা ইত্যাদি গুণ সম্পর্কে ছাত্রীদের ধারণা দিলেন। ছাত্রীরা বয়ন তন্তুর কোন ধরনের গুণ সম্পর্কে ধারণা লাভ করল? (প্রয়োগ)
✅ মুখ্য
[খ] গৌণ
[গ] মাধ্যমিক
[ঘ] সাধারণ

১৫. তন্তুর ব্যাস যত সূক্ষ হবে তন্তু তত কেমন হবে? (অনুধাবন)
[ক] খসখসে ও রু‏ক্ষ
[খ] খসখসে ও উজ্জ্বল
✅ নমনীয় ও মসৃণ
[ঘ] নমনীয় ও উজ্জ্বল

১৬. অধিকাংশ প্রাকৃতিক তন্তুতেই এই বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এখানে কোন বৈশিষ্ট্যটির প্রতি ইঙ্গিত করা হয়েছে ? (প্রয়োগ)
[ক] ব্যাস অত্যন্ত সূক্ষ
✅ ব্যাসের চেয়ে দৈর্ঘ্য বড়
[গ] ব্যাসের চেয়ে দৈর্ঘ্য ছোট
[ঘ] স্থিতিস্থাপকতা অনেক বেশি

১৭. বয়ন তন্তুর পর্যাপ্ত কী থাকতে হবে? (জ্ঞান)
✅ শক্তি
[খ] নমনীয়তা
[গ] ঔজ্জ্বল্য
[ঘ] আঁশ

১৮. পূজা উপলক্ষে শর্মিলাকে তার মা অত্যন্ত নমনীয় ও মসৃণ কাপড়ের একটা জামা কিনে দিলেন। শর্মিলার জামার তন্তুর ব্যাস কী ধরনের? (প্রয়োগ)
[ক] অত্যন্ত মোটা
✅ অত্যন্ত সূক্ষ
[গ] মাঝারি
[ঘ] সামান্য মোটা

১৯. তন্তুর শক্তি পরীক্ষা করা হয় কী দ্বারা? (অনুধাবন)
[ক] তন্তুর ব্যাস কতটুকু সূক্ষ
[খ] তন্তুর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কতটুকু
✅ তন্তু কতটুকু টান সহ্য করতে পারে
[ঘ] তন্তু কতটা নমনীয়

২০. বয়ন তন্তুর গৌণ গুণাবলি কোনটি? (জ্ঞান)
[ক] নমনীয়তা
[খ] সমরূপতা
✅ স্থিতিস্থাপকতা
[ঘ] শক্তি

২১. সুতা বা বস্ত্রকে ভাঁজ করতে হলে তাকে কোন গুণের অধিকারী হতে হবে? (জ্ঞান)
✅ নমনীয়তা
[খ] রেসিলিয়েন্সি
[গ] স্থিতিস্থাপকতা
[ঘ] তাপ পরিবাহিতা

২২. কোন গুণটির কারণে বয়ন তন্তু সুতা দিয়ে পাকানো যায়? (জ্ঞান)
[ক] দৈর্ঘ্য প্রস্থের অনুপাত
[খ] তন্তুর অন্তর্নিহিত শক্তি
✅ নমনীয়তা
[ঘ] আসঞ্জনপ্রবণতা

২৩. কোন বৈশিষ্ট্যের কারণে তন্তুর ছোট ছোট অংশগুলো একে অপরের সাথে জড়িত থাকে? (জ্ঞান)
[ক] দৈর্ঘ্য প্রস্থের অনুপাত
[খ] তন্তুর অন্তর্নিহিত শক্তি
[গ] নমনীয়তা
✅ আসঞ্জনপ্রবণতা

২৪. তন্তুকে ভাঁজ করা, মোড়ানো বা কুঁচকানোর পর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতাকে কী বলে? (জ্ঞান)
[ক] স্থিতিস্থাপকতা
[খ] নমনীয়তা
[গ] আসঞ্জনপ্রবণ
✅ রেসিলিয়েন্সি

২৫. বস্ত্রের কুঞ্চন প্রতিরোধের জন্য তন্তুর কোন গুণটি প্রয়োজন? (জ্ঞান)
✅ রেসিলিয়েন্সি
[খ] উজ্জ্বলতা
[গ] বিশোষণ
[ঘ] স্থিতিস্থাপকতা

২৬. যেসব বস্ত্রের স্থিতিস্থাপকতা ভালো তাদের কোন গুণটি থাকে? (অনুধাবন)
[ক] অন্তর্নিহিত শক্তি
[খ] উজ্জ্বলতা
✅ রেসিলিয়েন্সি
[ঘ] বিশোষণ

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৪

২৭. স্বাভাবিক চাকচিক্যের কারণে রেশম তন্তুকে তন্তুর রানি হিসেবে গণ্য করা হয়। এটি রেশম তন্তুর কী ধরনের বৈশিষ্ট্য? (উচ্চতর দক্ষতা)
[ক] রেসিলিয়েন্সি
✅ উজ্জ্বলতা
[গ] বিশোষণ
[ঘ] স্থিতিস্থাপকতা

২৮. আজকাল বিভিন্ন ধরনের তন্তুতে কীভাবে চাকচিক্য সৃষ্টি করা যায়? (অনুধাবন)
[ক] বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে
[খ] বিভিন্ন তন্তু মিশ্রণের মাধ্যমে
✅ সমাপ্তিকরণ প্রক্রিয়ার মাধ্যমে
[ঘ] উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে

২৯. রং ও ফিনিশ প্রয়োগ করার জন্য তন্তুর যুক্তিযুক্ত বৈশিষ্ট্য কোনটি?
(উচ্চতর দক্ষতা)
[ক] ঔজ্জ্বল্য
✅ বিশোষণ
[গ] সমরূপতা
[ঘ] রেসিলিয়েন্সি

৩০. বয়ন তন্তুর কোন ক্ষমতা থাকলে বস্ত্র তাড়াতাড়ি শুকায়? (জ্ঞান)
[ক] সমরূপতা
[খ] নমনীয়তা
✅ বিশোষণ
[ঘ] স্থিতিশীলতা

৩১. তাপ পরিবাহক হিসেবে কোন তন্তুর মান সবার উপরে? (জ্ঞান)
[ক] পশম
[খ] র‌্যামি
✅ ফ্ল্যাক্স
[ঘ] সিল্ক

৩২. কোন তন্তু তাপ কুপরিবাহী? (জ্ঞান)
[ক] বীজ
[খ] পল্লব
[গ] খনিজ
✅ প্রোটিন

৩৩. সিল্ক ও উলের পোশাক শীতকালের জন্য উপযোগী কেন? (অনুধাবন)
[ক] তাপ সুপরিবাহী বলে
✅ তাপ কুপরিবাহী বলে
[গ] অন্যান্য কাপড়ের তুলনায় মোটা বলে
[ঘ] বাতাস ঢুকতে পারে না বলে

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪. বয়ন তন্তু বলতে বোঝায়- (অনুধাবন)
i. যেকোনো আঁশ বা তন্তু
ii. বস্ত্র তৈরির কাঁচামাল
iii. বস্ত্রের মৌলিক ক্ষুদ্রতম একক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. বয়ন তন্তুর মুখ্য গুণাবলিগুলো হলো- (অনুধাবন)
i. দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ও তন্তুর অন্তর্নিহিত শক্তি
ii. নমনীয়তা ও আসঞ্জনপ্রবণ
iii. উজ্জ্বলতা ও বিশোষণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬. বয়ন তন্তুর গৌণ বা মাধ্যমিক গুণাবলিগুলো হলো- (অনুধাবন)
i. স্থিতিস্থাপকতা ও সংকোচন
ii. রেসিলিয়েন্সি ও তাপ পরিবাহিতা
iii. উজ্জ্বল ও বিশোষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭. তন্তুর ব্যাস যত সূক্ষ হবে, তন্তু তত- (অনুধাবন)
i. মসৃণ হবে
ii. নমনীয় হবে
iii. স্থিতিস্থাপক হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৮. রেসিলিয়েন্সি বলতে তন্তুর যে ক্ষমতাকে বোঝায়- (অনুধাবন)
i. ভাঁজ করার পর আগের অবস্থায় ফিরে আসা
ii. মোচড়ানোর পর আগের অবস্থায় ফিরে আসা
iii. কুঁচকানোর পর আগের অবস্থায় ফিরে আসা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৯. বয়ন তন্তুর উজ্জ্বলতা হলো তন্তুর- (অনুধাবন)
i. নিজস্ব চাকচিক্য
ii. মসৃণ ও দীপ্তিময় ভাব
iii. তাপ পরিবাহকত্ব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০. বয়ন তন্তুর স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের কারণে বস্তুটি- (উচ্চতর দক্ষতা)
i. টানলে প্রসারিত হয়
ii. সুতার মান ভালো হয়
iii. টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. সমরূপতা বৈশিষ্ট্যের কারণে- (অনুধাবন)
i. সুতা সমান হয়
ii. সুতার মান ভালো হয়
iii. সুতা মসৃণ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. শীতকালের পোশাকের জন্য উপযোগী তন্তু হলো- (অনুধাবন)
i. সুতি
ii. পশম
iii. রেশম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:
গরমকালে ব্যবহার করার জন্য সুমিকে তার মা কিছুদিন আগে একটা জামা কিনে দিয়েছিল। আজ বাইরের আবহাওয়া গরম থাকায় সুমি সে জামাটি বের করে পড়ল এবং পরে খুব আরাম ও স্বাচ্ছন্দ্যবোধ করল।

৪৩. সুমির জামাটি যে তন্তু দিয়ে তৈরি তার মুখ্য গুণ কোনটি? (প্রয়োগ)
✅ সমরূপতা
[খ] উজ্জ্বলতা
[গ] বিশোষণ
[ঘ] তাপ পরিবাহিতা

৪৪. সুমির জামা সম্পর্কে সঠিক মন্তব্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ধুলে আকৃতি নষ্ট হয়ে যায়
ii. তাড়াতাড়ি শুকায়
iii. চাকচিক্য সমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ- ২ : তন্তুর শ্রেণিবিভাগ
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৫. বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে তন্তুর শ্রেণিবিন্যাসে কোনটি লক্ষণীয়?
(উচ্চতর দক্ষতা)
[ক] প্রচলন
[খ] আবিষ্কার
✅ পরিবর্তন
[ঘ] অগ্রগতি

৪৬. তন্তুর শ্রেণিবিভাগ প্রথমদিকে কেমন ছিল? (অনুধাবন)
✅ সহজ-সরল
[খ] কঠিন
[গ] স্বাভাবিক
[ঘ] দুর্বোধ্য

৪৭. প্রথমদিকের তন্তুর শ্রেণিবিভাগ অপ্রচলিত হয়ে পড়ার কারণ কী? (অনুধাবন)
[ক] পুরাতন তন্তুর ধ্বংস
[খ] পুরাতন তন্তুর প্রসারতা
✅ কৃত্রিম তন্তুর আবিষ্কার
[ঘ] কৃত্রিম তন্তুর প্রসারতা

৪৮. উৎস অনুযায়ী বয়ন তন্তুকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৯. প্রাকৃতিক তন্তু কত প্রকার? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] ছয়

৫০. উদ্ভিজ্জ তন্তুগুলোকে সেলুলোজিক তন্তু বলা হয় কেন? (অনুধাবন)
[ক] উদ্ভিদ মাটিতে জন্মায় বলে
[খ] উদ্ভিদ থেকে পাওয়া যায় বলে
✅ উদ্ভিজ্জ তন্তুগুলো সেলুলোজিক ভিত্তিক বলে
[ঘ] উদ্ভিজ তন্তুগুলো গাছের ডগায় পাওয়া যায় বলে

৫১. বীজ তন্তুর আঁশগুলো কোথায় অবস্থান করে? (জ্ঞান)
[ক] বীজের ভেতরে
[খ] বীজের মধ্যখানে
✅ বীজের চারপাশে
[ঘ] বীজের উপরের অংশে

৫২. কোনটি বীজ তন্তু? (জ্ঞান)
✅ তুলা
[খ] পাট
[গ] রেশম
[ঘ] সরণ

৫৩. গাছের কোন অংশ থেকে বৃক্ষ কোষ তন্তু পাওয়া যায়? (জ্ঞান)
[ক] শিকড়
[খ] মূল
[গ] ডাল
✅ কাণ্ড

৫৪. ‘পল্লব তন্তু’ এর অপর নাম কী? (জ্ঞান)
✅ ভাসকুলার ফাইবার
[খ] সিড ফাইবার
[গ] ভেজিটেবল ফাইবার
[ঘ] বাস্ট ফাইবার

৫৫. কোনটি পল্লব তন্তু? (জ্ঞান)
✅ সিসাল
[খ] তুলা
[গ] ক্যাপক
[ঘ] ফ্ল্যাক্স

৫৬. কোন তন্তুকে প্রোটিন তন্তু গণ্য করা হয়? (জ্ঞান)
[ক] উদ্ভিজ্জ
✅ প্রাণিজ
[গ] খনিজ
[ঘ] রাবার

৫৭. প্রাণিজ তন্তুর মূল উপাদান কী? (জ্ঞান)
✅ প্রোটিন
[খ] সিলিকেট
[গ] ফাইবার
[ঘ] খনিজ লবণ

৫৮. রাবিতা তাঁতে কাপড় বুননের সময় গুটি পোকার লালা নিঃসৃত পদার্থ ব্যবহার করে। রাবিতা কোন ধরনের তন্তুর কাপড় বুনে? (প্রয়োগ)
[ক] তুলা
[খ] পশম
[গ] পল্লব
✅ সিল্ক

৫৯. মাটির নিচে বিভিন্ন ধরনের কঠিন শিলার স্তরে স্তরে এক প্রকার আঁশ জমা হয়, এটি কী হিসেবে স্বীকৃত? (অনুধাবন)
[ক] জটিল সিলিকেট
[খ] পঞ্চম তন্তু হিসেবে
✅ এসবেসটস নামক বয়ন তন্তু
[ঘ] খনিজ লবণ

৬০. প্রাকৃতিক রাবার থেকে কীভাবে বিভিন্ন প্রকার তন্তু ও সুতা তৈরি করা হয়? (অনুধাবন)
[ক] প্রাকৃতিক উপায়ে
[খ] রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে
✅ বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে
[ঘ] চিকন করে কেটে রোদে শুকিয়ে

৬১. বিভিন্ন পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদির সংমিশ্রণ ঘটিয়ে যে তন্তু তৈরি করা হয় তাদের কী বলে? (জ্ঞান)
[ক] খনিজ তন্তু
[খ] বীজ তন্তু
[গ] রাসায়নিক তন্তু
✅ কৃত্রিম তন্তু

৬২. উৎস ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে কৃত্রিম তন্তুকে কত ভাগে ভাগ করা হয়?
[ক] ২
[খ] ৪
✅ ৬
[ঘ] ৮

৬৩. শাহাদাত হোসেন ভিসকোস রেয়ন তৈরি করেন। তন্তু তৈরিতে তিনি কোন প্রক্রিয়াটি ব্যবহার করেন? (প্রয়োগ)
[ক] প্রাকৃতিক
[খ] কৃত্রিম
[গ] ভৌত
✅ রাসায়নিক

৬৪. খালিঘরের জন্য কোনটি উপযুক্ত? (প্রয়োগ)
[ক] ধাতব তন্তু
[খ] প্রোটিন তন্তু
[গ] খনিজ তন্তু
✅ সাংশ্লেষিক তন্তু

৬৫. কোন তন্তু বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেনি? (জ্ঞান)
[ক] সাংশ্লেষিক
✅ প্রোটিন
[গ] খনিজ
[ঘ] ধাতব

৬৬. সিলিকা, লাইমস্টোন এবং অন্যান্য খনিজ উপাদান একত্র করে কোন তন্তু গঠন করা হয়? (জ্ঞান)
✅ গ্লাস
[খ] নাইলন
[গ] এজলন
[ঘ] ক্যাসিন

৬৭. অ্যালুমিনিয়াম, রুপা, সোনা প্রভৃতি ধাতু অপদ্রব্যের সাথে উত্তোলন করে পরিশুদ্ধ করে কোন তন্তু তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] খনিজ
✅ ধাতব
[গ] সাংশ্লেষিক
[ঘ] প্রোটিন

৬৮. সমুদ্র শৈবাল থেকে প্রাপ্ত তন্তুর নাম কী? (জ্ঞান)
[ক] ক্যাসিন
[খ] সিলিকা
✅ এলজিনেট
[ঘ] এজলন

৬৯. এলজিনেট তন্তুর গুরুত্ব তুলনামূলকভাবে কম কেন? (অনুধাবন)
[ক] মান ভালো নয় বলে
✅ পানিতে দ্রবীভূত হয় বলে
[গ] পানি দূষণ করে বলে
[ঘ] দুর্লভ তন্তু বলে

৭০. কখন মানুষ কৃত্রিম তন্তু আবিষ্কার করতে সক্ষম হয়? (জ্ঞান)
[ক] বিংশ শতাব্দীর প্রারম্ভে
[খ] বিংশ শতাব্দীর শেষে
✅ উনবিংশ শতাব্দীর প্রারম্ভে
[ঘ] উনবিংশ শতাব্দীর শেষে

৭১. কোন সাল থেকে কৃত্রিম তন্তুর উদ্ভাবন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে? (জ্ঞান)
[ক] ১৭০০
[খ] ১৮০০
✅ ১৯০০
[ঘ] ২০০০

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭২. উৎস অনুযায়ী বয়ন তন্তুর ভাগগুলো হলো- (অনুধাবন)
i. প্রাকৃতিক তন্তু
ii. কৃত্রিম তন্তু
iii. খনিজ তন্তু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. উদ্ভিজ্জ তন্তুর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. উদ্ভিজ্জ জগৎ থেকে পাওয়া যায়
ii. সেলুলোজ দিয়ে গঠিত
iii. মূল উপাদান প্রোটিন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. পল্লব তন্তু পাওয়া যায়- (অনুধাবন)
i. গাছের পাতায়
ii. গাছের ডাটায়
iii. গাছের মূলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৫. পশম তন্তু হিসেবে যেসব পশুর লোম ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. আলপাকা
ii. মোহেয়ার
iii. এঙ্গোরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৬. এসবেসটস নামক বয়ন তন্তু প্রতিরোধ করতে পারে- (অনুধাবন)
i. এসিড
ii. আগুন
iii. মরীচিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. প্রাকৃতিকভাবে জন্মায়নি
ii. কাঁচামাল প্রাকৃতিক বা রাসায়নিক হতে পারে
iii. দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ন্ত্রণ করা যায় না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. প্রাকৃতিক সেলুলোজ ভিত্তিক পদার্থ হলো- (অনুধাবন)
i. কার্বন
ii. কাঠের গুঁড়া
iii. ছোট তুলার আঁশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. সেলুলোজিক তন্তুর উদাহরণ হলো- (অনুধাবন)
i. ভিনিয়ন
ii. ভিসকোস রেয়ন
iii. কিউপ্রামোনিয়াম রেয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. প্রাকৃতিকভাবে সেলুলোজভিত্তিক নয় এমন পদার্থ হচ্ছে- (অনুধাবন)
i. কার্বন ও হাইড্রোজেন
ii. এসিটেট ও ট্রাই-এসিটেট
iii. অক্সিজেন ও নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. সাংশ্লেষিক তন্তুর উদাহরণ হলো- (অনুধাবন)
i. একরাইলিক
ii. পলিয়েস্টার
iii. ভিনিয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. এলজিনেট তন্তুর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. পানিতে দ্রবীভূত হয়
ii. সমুদ্র শৈবাল থেকে প্রাপ্ত
iii. গুরুত্ব তুলনামূলকভাবে অনেক বেশি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
রমিজ আলী একজন ফায়ার সার্ভিস কর্মী। কোথাও আগুন লাগলে সে তার দলের সাথে বিশেষ এক ধরনের পোশাক পরে আগুন নিভাতে যায়। পোশাকটি তাদের আগুন থেকে রক্ষা করে।

৮৩. রমিজ আলীর বিশেষ পোশাকটি কোন তন্তুর অন্তর্গত? (প্রয়োগ)
[ক] ফ্ল্যাক্স
✅ এসবেসটস
[গ] রেশম
[ঘ] র‌্যামী

৮৪. রমিজ আলীর পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. এসিডে নষ্ট হয় না
ii. বাতাস ঢোকে না
iii. মরিচা পড়ে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
তানভীর রহমান একজন সচেতন ব্যক্তি। তিনি বর্ষার সময়ে পলিয়েস্টারের, শীতের সময় উলের এবং গ্রীষ্মের সময় লিনেনের কাপড় পরিধান করেন।

৮৫. তানভীর রহমান বর্ষার সময়ে কোন ধরনের তন্তুর কাপড় পরিধান করেন? (প্রয়োগ)
[ক] প্রাকৃতিক তন্তুর
✅ কৃত্রিম তন্তুর
[গ] উদ্ভিজ্জ তন্তুর
[ঘ] প্রাণিজ তন্তুর

৮৬. উক্ত ধরনের তন্তুর আওতায় রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. প্রাণিজ লোম
ii. ধাতব তন্তু
iii. প্রোটিন তন্তু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

📖 পাঠ : ৩-৪ : বিভিন্ন তন্তুর ব্যবহার
◭ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৭. কোন তন্তুর বস্ত্র তাপ সহ্য করতে পারে? (অনুধাবন)
✅ তুলা
[খ] রেশম
[গ] রেয়ন
[ঘ] নাইলন

৮৮. কোন তন্তু অনেকদিন সূর্যালোকের সংস্পর্শে হলুদ বর্ণ ধারণ করে? (অনুধাবন)
[ক] পশম
[খ] রেশম
[গ] রেয়ন
✅ তুলা

৮৯. রুনি স্কুল থেকে ফিরে কাপড় ছেড়ে স্যাঁতসেঁতে জায়গায় রাখল। পরদিন সে দেখলো কাপড়ে তিলা পড়েছে। এটি কোন তন্তুর বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
[ক] তুলা তন্তু
✅ রেশম তন্তু
[গ] ফ্ল্যাক্স তন্তু
[ঘ] রেয়ন তন্তু

৯০. কোন তন্তুর অর্থনৈতিক মূল্য বেশি? (অনুধাবন)
[ক] ফ্ল্যাক্স
[খ] রেয়ন
✅ তুলা
[ঘ] নাইলন

৯১. কোন তন্তুর কাপড় ব্লিচিং করা যায়? (জ্ঞান)
[ক] রেশম
✅ তুলা
[গ] পশম
[ঘ] নাইলন

৯২. কোন তন্তু পানিতে ভেজালে শক্তি বৃদ্ধি পায়? (জ্ঞান)
✅ তুলা
[খ] পশম
[গ] রেশম
[ঘ] নাইলন

৯৩. বিলাসবহুল ও ফ্যাশনেবল বস্ত্র তৈরিতে কোন তন্তু ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] সুতি
[খ] ফ্ল্যাক্স
[গ] পশম
✅ রেশম

৯৪. কোন তন্তু ওজনে হালকা? (জ্ঞান)
[ক] রেয়ন
[খ] নাইলন
[গ] পশম
✅ রেশম

৯৫. শীতবস্ত্র হিসেবে কোন তন্তু ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] রেশম
[খ] নাইলন
✅ পশম
[ঘ] রেয়ন

৯৬. কোন তন্তু মানবদেহের জন্য উপযোগী ও স্বাস্থ্যসম্মত? (জ্ঞান)
✅ সুতি
[খ] ফ্ল্যাক্স
[গ] রেশম
[ঘ] পশম

৯৭. কোনটি রেয়ন তন্তুর গুণ? (অনুধাবন)
[ক] বিলাসবহুল
✅ আকর্ষণীয় রূপ
[গ] স্থিতিস্থাপক
[ঘ] পানি শোষণ ক্ষমতা বেশি

৯৮. আতাউর সাহেব কাপড় কিনতে গিয়ে দোকানিকে বললেন, এমন কাপড় দেন যা সহজে ময়লা হয় না, সূর্যালোকে নষ্ট হয় না। তিনি আসলে কোন তন্তুর কাপড় চাইছিলেন? (প্রয়োগ)
[ক] পাট
✅ ফ্ল্যাক্স
[গ] রেশম
[ঘ] পশম

৯৯. শাহিদা দামি ও টেকসই কাপড় দিয়ে একটি ডিজাইনযুক্ত জামা তৈরির সিদ্ধান্ত নিল। তার জন্য কোন কাপড়টি ভালো হবে? (প্রয়োগ)
[ক] লিনেন
[খ] সুতি
✅ রেশমি
[ঘ] পশমি

১০০. কোন তন্তুর কাপড় বর্ষায় ব্যবহার উপযোগী? (জ্ঞান)
[ক] সুতি
[খ] পশম
✅ নাইলন
[ঘ] রেশম

১০১. কোন তন্তুর ময়লার প্রতি আকর্ষণ কম? (জ্ঞান)
✅ নাইলন
[খ] সুতি
[গ] পশম
[ঘ] রেশম
Share:

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৫ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গার্হস্থ্য বিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১৫

SSC Home Science
MCQ
Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ
দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতেই পরিচ্ছদের প্রয়োজন। ব্যক্তিত্বের বিকাশেই পরিচ্ছদের সার্থকতা। আর ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রত্যেকের উচিত রুচিসম্মত পোশাক-পরিচ্ছদ পরিধান করা। যেহেতু পোশাক-পরিচ্ছদ দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প; তাই এই শিল্প প্রস্তুত, নির্বাচন ও পরিধানে শিল্প উপাদান ও শিল্পনীতির সুষ্ঠু প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বক্র রেখা দ্বারা কী বোঝানো হয়?
✅ নমনীয়তা
[খ] সততা
[গ] সাহস
[ঘ] বিশ্রাম

২. সার্টিন কাপড়ের জামা পরিধানে ভারি গঠনের মেয়েকে কেমন দেখাবে?
[ক] লম্বা
✅ মোটা
[গ] রোগা
[ঘ] পাতলা

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
লিসা তার সাদা রঙের কামিজের নিচের অংশে কালো রঙের সুতার কাজ করে। এতে তার জামাটি বেশ সুন্দর দেখায়।

৩. লিসা জামাটিতে শিল্পের কোন নীতির প্রয়োগ ঘটিয়েছে?
[ক] ভারসাম্য
✅ প্রাধান্য
[গ] অনুপাত
[ঘ] ছন্দ

৪. লিসার জামাটিতে-
i. দৃষ্টিশক্তি আন্দোলিত হয়
ii. পোশাকটি বেশি আকর্ষণীয় হয়
iii. রঙের বৈচিত্র্য বিবেচনা করা হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

📖 পাঠ-১-৩ : পোশাকে শিল্প উপাদান
◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫. দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কী প্রয়োজন? (জ্ঞান)
[ক] বুদ্ধি
[খ] খাদ্য
✅ পরিচ্ছদ
[ঘ] চিকিৎসা

৬. পোশাক পরিধানের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ বি. কে. জি. সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
✅ সৌন্দর্য বর্ধন
[খ] আরামবোধ করা
[গ] দেহকে নিরাপদ রাখা
[ঘ] আভিজাত্য প্রকাশ করা

৭. পোশাক তৈরি কোন শিল্পের অন্তর্গত? (জ্ঞান)
[ক] ক্ষুদ্রশিল্প
[খ] কুটিরশিল্প
[গ] চারুশিল্প
✅ কারুশিল্প

৮. গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে শিক্ষিকা বললেন, পোশাক তৈরি একটি শিল্পের অন্তর্গত। শিক্ষিকার উক্তিটি কোন শিল্পকে সমর্থন করে? (প্রয়োগ)
[ক] পাটশিল্পকে
[খ] কুটিরশিল্পকে
[গ] তাঁতশিল্পকে
✅ কারুশিল্পকে

৯. পোশাক শিল্পের সর্বজনীন উদ্দেশ্য কী? (জ্ঞান)
[ক] আভিজাত্য প্রকাশ
[খ] নিজের পরিচয় প্রকাশ
✅ দেহকে অলংকৃত করা
[ঘ] ফ্যাশন

১০. জামিলা তার মেয়ের জন্য একটি সুন্দর ও আকর্ষণীয় পোশাক তৈরি করল। এতে কিসের পরিচয় পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] নিহানের কর্মদক্ষতার
✅ শিল্প উপাদানের যথাযথ প্রয়োগ
[গ] পোশাক তৈরিতে যথাযথ মনোযোগ
[ঘ] উপযুক্ত রং ব্যবহারের কৌশল

১১. পোশাকে রঙের যথাযথ প্রয়োগের জন্য কোন বিষয়ে সঠিক ধারণা থাকা উচিত? (জ্ঞান) [এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] মৌসুম
✅ বর্ণচক্রের
[গ] তন্তু
[ঘ] মূল্য

১২. রং মূলত কত প্রকার? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা]
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৩. প্রতিটি বস্তুরই নিজস্ব কী রয়েছে? (অনুধাবন)
✅ রং
[খ] ভাষা
[গ] ব্যক্তিত্ব
[ঘ] ধরন

১৪. কোন রংকে বিশুদ্ধ রং বলে? (জ্ঞান)
✅ মৌলিক রং
[খ] প্রান্তিক রং
[গ] গৌণ রং
[ঘ] শীতল রং

১৫. মৌলিক রঙের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] দুটি রঙের মিশ্রণে তৈরি হয়
✅ এদের সংমিশ্রণে অন্যান্য রং তৈরি হয়
[গ] একটি গৌণ রং থাকে
[ঘ] একটি প্রান্তিক রং থাকে

১৬. দুটি রঙের মিশ্রণে তৈরি হয় কোন রং? (জ্ঞান)
[পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ গৌণ রং
[খ] মৌলিক রং
[গ] প্রাথমিক রং
[ঘ] প্রারম্ভিক রং

১৭. গৌণ রং কীভাবে তৈরি করা হয়? (অনুধাবন) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
✅ দুটি মৌলিক রং এর মিশ্রণে
[খ] একাধিক প্রান্তিক রং এর মিশ্রণে
[গ] দুটি কাছাকাছি রং এর মিশ্রণে
[ঘ] একাধিক রং এর মিশ্রণে

১৮. মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে কোন রং প্রস্তুত করা যায়? (জ্ঞান)
[ক] মিশ্র রং
[খ] মাধ্যমিক রং
[গ] বিশুদ্ধ রং
✅ প্রান্তিক রং

১৯. উষ্ণ বা উজ্জ্বল বর্ণ বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ লাল ও হলুদের মিশ্রণ
[খ] লাল ও নীলের মিশ্রণ
[গ] হলুদ ও নীলের মিশ্রণ
[ঘ] হলুদ ও সবুজের মিশ্রণ

২০. নীল ও নীলের মিশ্রণে উৎপন্ন রংগুলো কী নামে পরিচিত? (অনুধাবন)
[ক] উষ্ণ বর্ণ
[খ] উজ্জ্বল বর্ণ
✅ শীতল বর্ণ
[ঘ] মিশ্র বর্ণ

২১. লাল ও হলুদ এবং এ দুই রঙের মিশ্রণে উৎপন্ন রংগুলো কী নামে পরিচিত? (অনুধাবন)
[মাইলস্টোন কলেজ, ঢাকা]
[ক] শীতল রং
✅ উষ্ণ রং
[গ] কোমল রং
[ঘ] ধূসর রং

২২. কোন রং দূরের জিনিসকে কাছে টানে? (অনুধাবন)
[ক] স্নিগ্ধ রং
[খ] উজ্জ্বল বর্ণ
[গ] শীতল বর্ণ
✅ উষ্ণ রং
SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৫

২৩. নিচের কোন মিশ্রণটি গৌণ রঙের ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন)
✅ হলুদ + নীল = সবুজ
[খ] হলুদ + সবুজ = হলদে সবুজ
[গ] নীল + সবুজ = নীলাভ সবুজ
[ঘ] নীল + বেগুনি = নীলচে বেগুনি

২৪. মনে গরম ভাব জাগ্রত করে কোন রং? (জ্ঞান)
✅ উষ্ণ রং
[খ] শীতল রং
[গ] কোমল রং
[ঘ] হালকা রং

২৫. উষ্ণ রঙের বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার]
✅ দূরের জিনিস কাছে টানে
[খ] বস্তুকে দূরে সরিয়ে দেয়
[গ] বস্তু অপেক্ষাকৃত ছোট দেখায়
[ঘ] অন্যের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়

২৬. কমলা = লাল + ?
খালি ঘরের জন্য কোনটি উপযুক্ত? (প্রয়োগ)
[ক] বেগুনি
[খ] সবুজ
✅ হলুদ
[ঘ] কমলা

২৭. পোশাকের উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির কী বৃদ্ধি পায়? (জ্ঞান)
[ক] শক্তি
[খ] সাহস
[গ] উৎসাহ
✅ আত্মবিশ্বাস

২৮. পরিধানকারীর কিসের ওপর পোশাকের রং-এর প্রভাব অনেক বেশি? (জ্ঞান)
✅ দেহ ত্বকের
[খ] বয়সের
[গ] মনের
[ঘ] ব্যক্তিত্বের

২৯. মিলিকে যেকোনো রঙের পোশাকেই সুন্দর দেখায়। মিলির গায়ের রংকে সমর্থন করে কোনটি? (প্রয়োগ)
✅ ফরসা
[খ] শ্যামলা
[গ] উজ্জ্বল শ্যামলা
[ঘ] কালো

৩০. দেহ ত্বক কালো হলে কোন রং বর্জন করতে হবে? (জ্ঞান)
[বি. কে. জি. সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]
[ক] হালকা রং
✅ গাঢ় রং
[গ] সাদা রং
[ঘ] শীতল রং

৩১. শ্যামলা মেয়েদের ফরসা দেখাবে কোন রঙের পোশাকে? (জ্ঞান)
[ক] গাঢ় রং
[খ] সাদা রং
[গ] হালকা রং
✅ হালকা উজ্জ্বল রং

৩২. রঙের মাধ্যমে ব্যক্তির কোন বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়? (অনুধাবন)
[ক] ব্যক্তিত্বের
✅ দেহাকৃতির
[গ] ব্যক্তির বয়সের
[ঘ] ব্যক্তির মনের

৩৩. তাসনুবা বয়সের তুলনায় একটু বেশি লম্বা। তার জন্য কোন রঙের পোশাক মানানসই? (প্রয়োগ)
[ক] হালকা রঙের
[খ] উজ্জ্বল রঙের
[গ] গাঢ় রঙের
✅ সব রঙের

৩৪. লম্বা ও মধ্যম দেহাকৃতির মেয়েদের মানানসই পোশাক কোনটি? (অনুধাবন)
✅ সব রঙের পোশাক
[খ] দুই রং বিশিষ্ট পোশাক
[গ] উজ্জ্বল রঙের পোশাক
[ঘ] গাঢ় রঙের পোশাক

৩৫. খাটো বা পাতলা দেহাকৃতির পক্ষে উপযুক্ত পোশাক কোনটি? (অনুধাবন)
[সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
[ক] দ্ইু রং বিশিষ্ট পোশাক
✅ হালকা রঙের পোশাক
[গ] বিপরীত রং বিশিষ্ট পোশাক
[ঘ] গাঢ় রঙের পোশাক

৩৬. রোগা মেয়েদের জন্য উজ্জ্বল রং নির্বাচন করা হয় কেন? (অনুধাবন)
[ক] রোগের ছাপ ঢাকার জন্য
✅ বাহ্যিক দৃষ্টিতে পাতলা ভাব কমানোর জন্য
[গ] উজ্জ্বল রং চেহারায় পরিবর্তন আনে
[ঘ] সকলের দৃষ্টিতে আকর্ষণ করার জন্য

৩৭. শিখা তার জন্মদিনের ফ্রকে প্রাধান্য সৃষ্টি করতে চায়। এজন্য সে তার ফ্রকের কোথায় ডিজাইন করবে? (প্রয়োগ)
[ক] পিঠে
[খ] হাতায়
[গ] কোমরে
✅ বুকের কাছে

৩৮. দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে কেমন রঙের পোশাক নির্বাচন করতে হবে? (অনুধাবন)
[ক] হালকা রঙের
[খ] একই রঙের
✅ গাঢ় বা উজ্জ্বল রঙের
[ঘ] মিষ্টি রঙের

৩৯. শাড়ির রং হালকা হলে কীভাবে প্রাধান্য সৃষ্টি করা যাবে? (অনুধাবন)
[ক] আঁচলে গাঢ় রঙের ডিজাইন করে
✅ কোমরের কাছে গাঢ় রঙের ডিজাইন করে
[গ] শাড়ির পাড়ে গাঢ় রং ব্যবহার করে
[ঘ] শাড়ি ও ব্লাউজ একই রঙের হলে

৪০. পোশাকে কীভাবে দেহ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা যায়? (জ্ঞান)
[ক] হালকা রং ব্যবহার করে
[খ] একই রং ব্যবহার করে
✅ বিপরীত রং ব্যবহার করে
[ঘ] দুই রং ব্যবহার করে

৪১. হালকা রঙের পোশাকে কীভাবে রঙের সমন্বয় রক্ষা করা হয়? (অনুধাবন)
✅ পোশাকের ছোট অংশে গাঢ় রং ব্যবহার করে
[খ] পোশাকে বিভিন্ন রং ব্যবহার করে
[গ] পোশাকে হালকা রং ব্যবহার করে
[ঘ] পোশাকে বিপরীত রং ব্যবহার করে

৪২. পোশাকের সৌন্দর্য বৃদ্ধির শক্তিশালী উপাদান কোনটি? (জ্ঞান)
[ক] সুতা
✅ রেখা
[গ] তন্তু
[ঘ] বিন্দু

৪৩. কিসের সমন্বয়ে পোশাকের আকৃতি গড়ে উঠে? (অনুধাবন)
[ক] রঙের
✅ রেখার
[গ] সুতার
[ঘ] আকারের

৪৪. রেখা মূলত কয় প্রকার? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪৫. পোশাকের কোন রেখা সততা প্রকাশ করে? (জ্ঞান)
[সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]
✅ খাড়া রেখা
[খ] বাঁকা রেখা
[গ] সমতল রেখা
[ঘ] তীর্যক রেখা

৪৬. গতিপথের ওপর ভিত্তি করে রেখাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] তিন
[খ] চার
[গ] পাঁচ
✅ ছয়

৪৭. পোশাকে খাড়া রেখার নকশা কী প্রকাশ করে? (জ্ঞান)
[জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ প্রচেষ্টা, সাহস ও সততা
[খ] বিশ্রাম ও আরামের অনুভূতি
[গ] কোমলতা ও নমনীয়তা
[ঘ] সংযমের পরিচয়

৪৮. মোটা ও খাটো লোকের উপযোগী রেখার নকশা কোনটি? (জ্ঞান)
[কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃস্কুল]
[ক] বক্র রেখা
✅ খাড়া রেখা
[গ] তীর্যক রেখা
[ঘ] সমান্তরাল রেখা

৪৯. কোন ধরনের রেখার মাধ্যমে আরাম ও বিশ্রামের অনুভূতি আসে? (জ্ঞান)
[সরকারী বালিকা বিদ্যালয়, বরিশাল]
[ক] খাড়া
✅ কোণাকুণি
[গ] বক্র
[ঘ] সমান্তরাল

৫০. রোগা ও লম্বা মানুষের উপযোগী রেখা কোনটি? (জ্ঞান)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
[ক] বক্র রেখা
✅ সমান্তরাল রেখা
[গ] কোণাকুণি রেখা
[ঘ] খাড়া রেখা

৫১. সোহানা দেখতে রোগা ও লম্বা। তার জন্য উপযোগী রেখা কোনটি? (প্রয়োগ)
[ক] বক্র
[খ] কোণাকুণি
[গ] খাড়া
✅ সমান্তরাল

৫২. বক্র রেখার গতি যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে কী প্রকাশ করে? (জ্ঞান)
[ক] বিষাদ
✅ আনন্দ উল­াস
[গ] সংযম
[ঘ] সাহস

৫৩. নিম্নমুখী বক্র রেখা কী প্রকাশ করে? (জ্ঞান)
[ক] সংযম
[খ] নমনীয়তা
[গ] আনন্দ
✅ বিষাদ

৫৪. বক্র রেখা দ্বারা কী বোঝানো হয়? (অনুধাবন)
[সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা]
✅ নমনীয়তা
[খ] সততা
[গ] সাহস
[ঘ] বিশ্রাম

৫৫. বক্র রেখার বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] কোনো কিছুর দৈর্ঘ্য হ্রাস করে
[খ] দ্বৈত ভূমিকা পালন করে
✅ পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনে
[ঘ] সাহস ও সততা প্রকাশ করে

৫৬. তীর্যক রেখা কিসের পরিচয় বহন করে? (জ্ঞান)
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] সাহস
✅ সংযম
[গ] নমনীয়তা
[ঘ] উল­াস

৫৭. কোন রেখা দ্বৈত ভূমিকা পালন করে? (অনুধাবন)
[ক] বক্র
✅ জিগজ্যাগ
[গ] তীর্যক
[ঘ] লম্বা

৫৮. যে কোনো শিল্পের ইঁরষফরহম ইষড়পশ বা ভিত্তি কী? (জ্ঞান)
[ক] রেখা
✅ বিন্দু
[গ] রং
[ঘ] আর্ট

৫৯. রেখার সৃষ্টি হয় কী থেকে? (জ্ঞান)
[ক] টান
[খ] তুলি
✅ বিন্দু
[ঘ] দাগ

৬০. পোশাকে ছন্দ আনয়ন করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক] উজ্জ্বলতার মাধ্যমে
[খ] রেখার আকারের মাধ্যমে
✅ বিন্দুর পুনরাবৃত্তির মাধ্যমে
[ঘ] অনুভূতি সৃষ্টির মাধ্যমে

৬১. পোশাকে ঝঃরঢ়ঢ়ষরহম বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ অসংখ্য ছোট বিন্দুর সমন্বয়
[খ] বিন্দুর পুনরাবৃত্তি
[গ] বিন্দুর গতিশীলতা
[ঘ] বিন্দুর স্থিরতা

৬২. ব্যক্তিত্বের সুন্দর বিকাশের জন্য প্রত্যেকের কী করা উচিত বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
[ক] সুন্দর পোশাক
[খ] রুচিশীল হওয়া
[গ] ব্যক্তিত্বের বিকাশ
✅ নিজেকে জানা

৬৩. দেহের ত্রুটিগুলো প্রকট হয়ে ওঠে কীভাবে?
✅ আঁটসাঁট পোশাকে
[খ] বিপরীত রঙের পোশাকে
[গ] গাঢ় রঙের পোশাকে
[ঘ] ঢিলেঢালা পোশাকে

৬৪. কামিজের মাধ্যমে কীভাবে দেহের ত্রুটি ঢাকা যায়? (অনুধাবন)
[ক] আঁটসাঁট করে তৈরি করে
✅ চওড়া কলার ব্যবহার করে
[গ] খাটো করে তৈরি করে
[ঘ] ঢিলাঢালাভাবে তৈরি করে

৬৫. কাদের জন্যে ‘ভি’ বা ‘ইউ’ আকৃতির গলার নকশা মানানসই? (জ্ঞান)
[ক] যাদের গ্রিবা মোটা
[খ] যাদের গ্রিবা চিকন
✅ যাদের গ্রিবা খাটো
[ঘ] যাদের গ্রিবা লম্বা

৬৬. আদর্শ মুখমণ্ডল কোনটি? (জ্ঞান)
✅ ডিম্বাকৃতি
[খ] গোলাকৃতি
[গ] লম্বা
[ঘ] চারকোণা

৬৭. কোন ধরনের মুখাকৃতির জন্য সব ধরনের গলার নকশাযুক্ত পোশাক যথার্থ? (উচ্চতর দক্ষতা)
[ক] লম্বা
[খ] গোল
[গ] চারকোণা
✅ ডিম্বাকৃতি

৬৮. উঁচু কলারের জামা পরার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ গ্রিবার সরুভাব ঢাকা পড়ে
[খ] মুখের আকৃতির সাথে মানানসই
[গ] ঘাড়ের ত্রুুটি ঢাকবার জন্য
[ঘ] পোশাকের সাথে মানানসই

৬৯. কিসের সাথে সামঞ্জস্য রেখে অলংকারিক বস্তু নির্বাচন করতে হয়? (জ্ঞান)
[ক] পোশাকের সাথে
✅ চেহারার সাথে
[গ] চুলের স্টাইলের সাথে
[ঘ] মুখের আকৃতি অনুযায়ী

৭০. নিজেকে কিছুটা লম্বা বা খাটো, রোগা ও মোটাভাবে উপস্থাপনের জন্য যথার্থ উপায় কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ জমিনের সুষ্ঠু ব্যবহার
[খ] দৃঢ় প্রকৃতির কাপড়
[গ] উপযুক্ত জামাকাপড়
[ঘ] মানানসই গলার ছাঁট

৭১. ফাহিমের শার্টটি শরীরের সাথে একদম সেঁটে আছে। তার শার্টের জমিনের সাথে কোনটির মিল রয়েছে? (প্রয়োগ)
[ক] সুতি
✅ শিফন
[গ] ডেনিম
[ঘ] সিল্ক

৭২. ট্যাফেটা জাতীয় কাপড় পরিধানকারীকে বাহ্যিক দৃষ্টিতে মোটা দেখায়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] অনেক ভারী
✅ দৃঢ় প্রকৃতির
[গ] নরম প্রকৃতির
[ঘ] মধ্যম প্রকৃতির

৭৩. বয়স্ক ও মোটা মানুষের জন্য কিরূপ বস্ত্র উপযোগী? (জ্ঞান)
[ক] ট্যাফেটা
[খ] শার্টিন
✅ ডেনিম
[ঘ] নাইলন

৭৪. চকচকে কাপড় পরিধানকারীকে বড় দেখায় কেন? (অনুধাবন)
✅ আলোর প্রতিফলন হয় বলে
[খ] আলোর প্রতিসরণ হয় বলে
[গ] আলোর বিক্ষেপণ হয় বলে
[ঘ] আলোর প্রতিসরাঙ্কের কারণে

৭৫. কাপড়ের জমিন চকচকে হওয়ার উপযুক্ত কারণ কী? (অনুধাবন)
[ক] আলোর প্রতিফলন
✅ ধাতব তন্তুর কাজ
[গ] উজ্জ্বল রঙের ব্যবহার
[ঘ] পশমি কাপড় ব্যবহার

৭৬. কোন দেহাকৃতির অধিকারীরা সব ধরনের জমিনের পোশাক পরতে পারে? (অনুধাবন)
[ক] মোটা
[খ] লম্বা
✅ সুগঠিত
[ঘ] বয়স্ক

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৭. পোশাকশিল্পে ব্যবহৃত উলে­খযোগ্য শিল্প উপাদান- (অনুধাবন)
i. রং
ii. বিন্দু
iii. আকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. অন্য রঙের সংমিশ্রণে তৈরি করা যায় না- (অনুধাবন)
i. লাল রং
ii. নীল রং
iii. সবুজ রং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. সবুজ রং তৈরি করা হয়- (অনুধাবন)
[বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
i. হলুদ রং দিয়ে
ii. লাল রং দিয়ে
iii. নীল রং দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. বেগুনি রং তৈরি করতে শেফালির লাগবে- (প্রয়োগ)
i. লাল রং
ii. নীল রং
iii. হলুদ রং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. প্রান্তিক রং হচ্ছে- (অনুধাবন)
i. বেগুনি
ii. হলদে সবুজ
iii. লালচে কমলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. উষ্ণ বা উজ্জ্বল রংগুলোর বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. চোখ পীড়িত করে তোলে
ii. মনে উষ্ণভাব জাগ্রত করে
iii. দূরের জিনিস কাছে টানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. শীতল বা স্নিগ্ধ রঙের বৈশিষ্ট্য হচ্ছে- (অনুধাবন)
i. মনে শান্তভাব আনে
ii. বস্তুকে অপেক্ষাকৃত ছোট করে দেখায়
iii. অন্যের মনোযোগ বেশি আকর্ষণ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. পোশাকের জন্য মানানসই রং নির্বাচনে- (অনুধাবন)
i. ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
ii. দেহ ত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও সুন্দর হয়
iii. ব্যক্তির সাহস, সততা ইত্যাদি প্রকাশ পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. দেহের সুন্দর অংশকে প্রাধান্য দিতে পোশাকে- (উচ্চতর দক্ষতা)
i. বিপরীত রং ব্যবহার করা যায়
ii. বিভিন্ন অংশে গাঢ় রঙের ডিজাইন করা যায়
iii. ছোট ছোট অংশে গাঢ় রং ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. প্রতিটি রেখার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা প্রভাব ফেলে- (অনুধাবন)
i. পরিধানকারীর গ্রিবার ওপর
ii. পরিধানকারীর উচ্চতার ওপর
iii. পরিধানকারীর দেহ কাঠামোর ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. দেহের ত্রুটি গোপন করে ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়- (অনুধাবন)
i. বিন্দুর পুনরাবৃত্তির মাধ্যমে
ii. রেখার সুষম বিন্যাসের মাধ্যমে
iii. রেখার সুচিন্তিত নির্বাচনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. খাড়া রেখার নকশার পোশাক মোটা ও খাটো ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. খাটোভাব কিছুটা দূর হয়
ii. দেখতে লম্বা মনে হয়
iii. প্রশস্ততা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. জামিলা তার ছোট বোন জাহিদাকে সমান্তরাল রেখার পোশাক পরতে পরামর্শ দেয়। কারণ জাহিদার দেহের গড়ন- (প্রয়োগ)
i. খাটো
ii. লম্বা
iii. রোগা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. লম্বা ও রোগা মেয়েদের জন্য উপযুক্ত পোশাক হলো- (উচ্চতর দক্ষতা)
i. চওড়া পাড়ের শাড়ি
ii. খাড়া রেখার শাড়ি
iii. আড়াআড়ি রেখার ডুরে শাড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. ঢেউ খেলানো বক্র রেখা- (অনুধাবন)
i. আপাত দৃষ্টিতে দৈর্ঘ্য কমায়
ii. পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনে
iii. পোশাকে আরাম অনুভূতি আনে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. আঁকাবাঁকা বা জিগজ্যাগ রেখার কাপড়ে কোনো কোনো সময় ব্যক্তিকে লম্বা এবং কোনো কোনো সময় খাটো দেখায় এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. রেখার কোণের মাত্রার কারণে
ii. রেখার আকারের কারণে
iii. রেখার দিকের কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. প্রত্যেকে পোশাক নির্বাচন করবে- (অনুধাবন)
i. নিজের ধরন অনুযায়ী
ii. নিজের বৈশিষ্ট্য অনুযায়ী
iii. নিজের পছন্দ অনুযায়ী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. যেসব মেয়ে খাটো ও মোটা তাদের বড় বড় ছাপার শাড়ি পরা উচিত নয়। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. পাতলা লাগে
ii. আরও মোটা লাগে
iii. উচ্চতা আরও কমে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. প্রশস্ত কোমরের ত্রুটি ঢাকা যায়- (অনুধাবন)
i. মানানসই কোমর রেখার মাধ্যমে
ii. ঢিলেঢালা পোশাকের মাধ্যমে
iii. কুচিযুক্ত পোশাক নির্বাচনে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. সুফিয়ার গ্রিবা খাটো। তার জন্য মানানসই হলো- (প্রয়োগ)
i. ‘ভি’ গলা
ii. ‘ইউ’ গলা
iii. ‘ফিটিং’ গলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. জন্মদিন উপলক্ষে সুমনাকে তার মা শিফন কাপড়ের একটি জামা কিনে দিল। জামাটি পরিধান করলে সুমনার- (প্রয়োগ)
i. আরাম অনুভূত হবে
ii. শরীরের সাথে সেঁটে থাকবে
iii. শরীরের দোষ বা গুণ সহজে বোঝা যাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. ফ্লানেল জমিনের কাপড় বেশি উপযোগী- (অনুধাবন)
i. মোটা মানুষের জন্য
ii. পাতলা মানুষের জন্য
iii. বয়স্ক মানুষের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. শার্টিন কাপড়ের পোশাক আরিফাকে খুব মানায়। কারণ আরিফা- (প্রয়োগ)
i. লম্বা
ii. রোগা
iii. অল্প বয়সী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও:
বেগম রাহেলা তার ছেলে রায়হানের জন্য একটি লাল শার্ট, একটি নীল প্যান্ট ও একটি হলুদ ক্যাপ কিনলেন। কিন্তু রায়হানের এগুলো পছন্দ নয়। যে গৌণ রঙের পোশাক কিনতে চেয়েছিল।
[সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট]

১০০. বেগম রাহেলা রায়হানের জন্য যেসব রঙের কাপড় কিনেছেন সেগুলো কোন প্রকার রঙের?
✅ মৌলিক রং
[খ] গৌণ রং
[গ] প্রান্তিক রং
[ঘ] মাধ্যমিক রং

১০১. রায়হানের পছন্দের রং হলো-
i. সবুজ
ii. বেগুনি
iii. লালচে হলুদ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share: