৩১ ডিসেম্বর, ২০১৮
হিসাবের শিরোনাম |
ডেবিট টাকা |
ক্রেডিট টাকা |
নগদ প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব আসবাবপত্র সেবা আয় সাপ্লাইজ খরচ উত্তোলন মূলধন অগ্রিম বিমা উপযোগ খরচ অনুপার্জিত সেবা আয় বেতন খরচ (১৫ মাস) প্রাপ্য নোট পুঞ্জীভূত অবচয়-আসবাবপত্র |
৭০,০০০ ৫৯,০০০ ৬০,০০০
১৩,৫০০ ৫,০০০
৩,০০০ ৪,৫০০
১৫,০০০ ২০,০০০ |
২৯,৫০০
১,১০,০০০
৭৬,০০০
২২,৫০০
১২,০০০ |
২,৫০,০০০ |
২,৫০,০০০ |
ক. মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. আয় বিবরণী প্রস্তুত কর। ৪
গ. মালিকানাস্বত্ব ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় কর। ৪
২. মিলন ট্রেডার্সের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিলটি নিম্নরূপ-
৩১ ডিসেম্বর, ২০১৮
হিসাবের শিরোনাম |
ডেবিট টাকা |
ক্রেডিট টাকা |
মূলধন প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব যন্ত্রপাতি আসবাবপত্র ক্রয় ও বিক্রয় কু-ঋণ কু-ঋণ সঞ্চিতি কর ও অভিকর ১২% ঋণপত্র (০১-০৭-২০১৮) ভাড়া ও উপভাড়া প্রারম্ভিক মজুদ পণ্য ইজারা সম্পত্তি (১০ বৎসরের জন্য) ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমার উদ্বৃত্ত প্রদেয় নোট অফিস খরাচবলি ভ্যাট চলতি হিসাব |
৩০,০০০ ১,৫০,০০০ ৫৮,০০০ ১,০৯,০০০ ১,৫০০
৩,৫০০ ৭০,০০০ ৪০,০০০ ১০,০০০ ১০,০০০
৮,০০০
১০,০০০ ২০,০০০ |
৩,০০,০০০ ৪৫,০০০
৯৩,৫০০
৪,৫০০
৮,০০০
৪৫,০০০
২৪,০০০
|
৫,২০,০০০ |
৫,২০,০০০ |
ক. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. মোট লাভ ২৩,৫০০ টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ৪
গ. বছর শেষে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় কর। ৪
মার্চ ১ অসীম ট্রেডার্স নগদ ৫০,০০০ টাকা, ব্যাংক জমা ৪৫,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন।
” ৫ আনিতার নিকট পণ্য বিক্রয় ৩৫,০০০ টাকা।
” ৭ মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।
” ৯ নগদে বিক্রয় ২৯,০০০ টাকা।
” ১৮ আনিতার নিকট থেকে দাগকাটা চেক পাওয়া গেল ১০,০০০ টাকা।
” ১৯ বিনামূল্যে পণ্য বিতরণ ৪,০০০ টাকা।
” ৩১ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১,০০০ টাকা।
ক. অসীম ট্রেডার্স এর নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর শ্রেণিবিভাগসহ হিসাব খাত নির্ণয় কর। ৪
গ. বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও। ৪
মার্চ ২ নগদে বিক্রয় ১২,০০০ টাকা। যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
” ৪ মিসেস শান্তার পাওনা ৬,০০০ টাকা ৫% বাট্টা বাদে ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো।
” ৫ দেনাদার ফাহিমের নিকট হতে ১০,০০০ টাকা পাওনার ২% বাট্টায় ৪,৮০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো।
” ১৫ স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় ৫,০০০ টাকা।
” ২০ তামিমের নিকট হতে ৫% বাট্টায় ১৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
” ২৪ তামিমের থেকে নিকট থেকে ২৫০ টাকা বাট্টায় ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো।
” ৩০ তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো।
ক. নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় কর। ২
খ. ৪, ৫, ১৫ ও ২০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই) ৪
গ. একখানা তিনঘরা নগদান বই প্রস্তুত কর। ৪
মার্চ ১ মূলধন বাবদ ব্যবসায় নগদ ৬০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকার খেলার উপকরণ সামগ্রী নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
” ৪ দোকান ঘর ভাড়া প্রতিমাসে ৫,০০০ টাকা হিসেবে পাঁচ মাসের দোকানভাড়া দেওয়া হলো।
” ৮ ইশান স্পোর্টস এর নিকট হতে ধারে ব্যট, বল ও ট্রাউজার ক্রয় ৪০,০০০ টাকা।
” ১১ স্টার ক্লাবের নিকট প্রতি সেট ২,০০০ টাকা হিসেবে ১৫ সেট জার্সি বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ করা হলো।
” ১৮ নিম্নমানের হওয়ায় ঈশান স্পোর্টসকে ২,০০০ টাকার বল ও ট্রাউজার ফেরত দেওয়া হলো।
” ২২ স্টার ক্লাবের ফরমায়েশকৃত পণ্য সরবরাহ করা হলো।
” ২৫ মুন স্পোর্টিং ক্লাবের কাছে ৫,০০০ টাকার খেলার সামগ্রী বিক্রয় করা হলো।
” ৩১ মার্চ মাসের দোকান ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
ক. মার্চ ১৮ তারিখের লেনদেনটির জন্য একটি ডেবিট নোট প্রস্তুত কর। ২
খ. উপর্যুক্ত তথ্যাবলি থেকে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত কর। ৪
গ. উপর্যুক্ত ১, ৪, ৮ ও ১৮ তারিখের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ কর। (ব্যাখ্যার প্রয়োজন নেই) ৪
৬. ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্সের নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো-
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ (৩১-১২-২০১৮) ৪০,০০০ টাকা।
(২) ব্যাংক কর্তৃক পাওনাদার শাহানাজকে ২০,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।
(৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৮,০০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
(৪) আদায়ের জন্য ব্যাংকে ৫,০০০ টাকার চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,৫০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
(৬) ২,০০০ টাকা, ৩,৫০০ টাকা ও ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ৫,০০০ টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে।
ক. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এর পরিমাণ নির্ণয় কর। ২
খ. ২, ৩, ৪ ও ৫নং দফাগুলোর জাবেদা দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই) ৪
গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর। ৪
৭. ৩১শে ডিসেম্বর ২০১৮ তারিখে রাজিব ট্রেডার্সের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপ-
হিসাব খাত - টাকা
মূলধন - ১,০০,০০০
বিক্রয় - ৫০,০০০
আসবাবপত্র - ৭৫,০০০
আয়কর - ১০,০০০
প্রাপ্য বিল - ২৫,০০০
প্রদেয় বিল - ১৫,০০০
প্রাপ্য হিসাব - ৪০,০০০
প্রদেয় হিসাব - ২০,০০০
স্বল্পমেয়াদি ঋণ - ৩০,০০০
হাতে নগদ - ২৫,০০০
ব্যাংকে জমা - ১০,০০০
ক্রয় - ৩৫,০০০
শিক্ষানবিশ সেলামি - ৫,০০০
সমাপনী মজুদ - ৩০,০০০
অব্যবহৃত মনিহারি - ৮,০০০
ক. মুনাফাজাতীয় আয়গুলোর সমষ্টি নির্ণয় কর। ২
খ. রেওয়ামিল প্রস্তুত কর। ৪
গ. চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় কর। ৪
৩১ ডিসেম্বর, ২০১৮
হিসাবের শিরোনাম |
ডেবিট টাকা |
ক্রেডিট টাকা |
নগদ প্রাপ্য হিসাব মজুদ পণ্য (৩১-১২-২০১৮) প্রদেয় হিসাব বিক্রয় বিক্রয় ফেরত মূলধন আসবাবপত্র পুঞ্জীভ‚ত অবচয়-আসবাবপত্র বিক্রীত পণ্যের ব্যয় বেতন ভাড়া খরচ উপযোগ খরচ বিজ্ঞাপন খরচ |
৬০,০০০ ৯০,০০০ ৪৫,০০০
৫,০০০
২,০০,০০০
২,২০,০০০ ৩৩,০০০ ২১,০০০ ৫,০০০ ২০,০০০ |
৩০,০০০ ৩,৫৮,০০০
২,৮১,০০০
৩০,০০০ |
৬,৯৯,০০০ |
৬,৯৯,০০০ |
ক. বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. সমন্বয়ী জাবেদা দাখিলা দাও। ৪
গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে জলি এন্টারপ্রাইজের ৬ (ছয়) ঘরবিশিষ্ট কার্যপত্র প্রস্তুত কর। (সমন্বয় ও সমন্বিত রেওয়ামিল পর্যন্ত) ৪
৯. নিম্নে বর্ণিত তথ্যাবলি সাখাওয়াত ট্রেডার্সের হিসাব বই হতে নেয়া হয়েছে-
বিবরণ |
৩১-১২-২০১৭ |
৩১-১২-২০১৭ |
প্রাপ্য হিসাব অনাদায়ি পাওনা সঞ্চিতি (০১-০১-১৭) লিখিত অনাদায়ি পাওনা লিখিতব্য অনাদায়ি পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে |
৬০,০০০ ৬,০০০ ৭,০০০ ৯,০০০ ৬% |
৭০,০০০
৫,০০০ ৮,০০০ ১১.৫% |
খ. অনাদায়ি পাওনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত কর। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কীভাবে প্রদর্শিত হবে তা দেখাও। ৪
১০. মল্লিক কোম্পানি ২০১৮ সালের ১ অক্টোবর ১,৮০,০০০ টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল অনুমান করা হয় ৫ বৎসর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগড়বাবশেষ মূল্য অনুমান করা হয় ২০,৫০০ টাকা। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ করে।
ক. সরলরৈখিক পদ্ধতিতে ২০১৮ সালের মল্লিক কোম্পানির মেশিনের অবচয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. মল্লিক কোম্পানির বইতে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই) ৪
গ. প্রথম বছর শেষে মল্লিক কোম্পানির হিসাব বইতে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত কর। ৪
১১. জনাব রায়হান একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করেন। তার হিসাব বইয়ের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ-
হিসাবের নাম |
৩১-১২-২০১৭ (টাকা) |
৩১-১২-২০১৭ (টাকা) |
হাতে নগদ ব্যাংক জমা যন্ত্রপাতি ১০% বিনিয়োগ মজুদ পণ্য দেনাদার পাওনাদার প্রদেয় বিল |
৫০,০০০ ৫০,০০০ ৩০,০০০ ৪০,০০০ ২০,০০০ ৪০,০০০ ৫০,০০০ ২৫,০০০ |
১,৬০,০০০ ক্রে. ১০,০০০ - ৪০,০০০ ৬৫,০০০ ৬০,০০০ ৭৫,০০০ ৩৫,০০০ |
ক. যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের ওপর অবচয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় কর। ৪
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের লাভ-লোকসান বিবরণী প্রস্তুত কর। ৪
0 Comments:
Post a Comment