NID Related Questin Answer.
GK
Election Commission Related Question Answer.
প্রশ্নঃ স্মার্টকার্ডে কয় ধরনের তথ্য রয়েছে?উত্তরঃ ২৮
প্রশ্নঃ নির্বাচন কমিশনের বর্তমান কমিশনার কারা?
উত্তরঃ
১. কাজী হাবিবুল আউয়াল
২. ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ)
৩. বেগম রাশেদা সুলতানা
৪. জনাব মোঃ আলমগীর
৫. জনাব মোঃ আনিছুর রহমান
প্রশ্নঃ বাংলাদেশের স্মার্টকার্ড শুরুতে কোন দেশ উৎপাদন করে?
উত্তরঃ ফ্রান্স।
প্রশ্নঃ নির্বাচন কমিশনের বর্তমান সচিব কে?
উত্তরঃ মোঃ হুমায়ুন কবীর খোন্দকার
প্রশ্নঃ স্মার্টকার্ড উৎপাদনের প্রধান উপাদান কি?
উত্তরঃ পলি কার্বনেট।
প্রশ্নঃ জাতীয় পরিচয়পত্র এর বর্তমান মহাপরিচালকের নাম কি?
উত্তরঃ এ কে এম হুমায়ুন কবীর।
প্রশ্নঃ NID Wing কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০১১ সালে।
প্রশ্নঃ আইডিইএ ২য় পর্যায় এর বর্তমান পরিচালকের নাম কি?
উত্তরঃ ব্রিঃ জেঃ আবুল কাশেম মোঃ ফজলুল কাদের।
প্রশ্নঃ স্মার্টকার্ডের আয়ুস্কাল কত বছর?
উত্তরঃ ১০ বছর।
প্রশ্নঃ স্মার্টকার্ডের আয়ুস্কাল নির্ধারনের জন্য কোন ধরনের টেস্ট করা হয়?
উত্তরঃ সিমুলেশন টেস্ট।
প্রশ্নঃ স্মার্টকার্ডে মেমোরি স্টোরেজ কত?
উত্তরঃ ২৫৬ কিলোবাইট।
প্রশ্নঃ ইভিএম মেশিনে ভোট প্রদান করা হয় কিসের সাহায্যে?
উত্তরঃ ব্যালট ইউনিটের সাহায্যে।
প্রশ্নঃ ইভিএম মেশিনে ভোটার সনাক্ত করার পদ্ধতি কয়টি?
উত্তরঃ ৩টি
প্রশ্নঃ ভোটার তালিকায় একজন ভোটারের কত সংখ্যার ভোটার নম্বর রয়েছে?
উত্তরঃ ১২
প্রশ্নঃ স্মার্টকার্ডে কত সংখ্যার এনআইডি নম্বর রয়েছে?
উত্তরঃ ১০
প্রশ্নঃ AFIS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Automated Fingerprint Identification System.
প্রশ্নঃ একটি কেন্দ্রের জন্য কয়টি অডিট কার্ড সরবরাহ করা হয়?
উত্তরঃ ১টি।
প্রশ্নঃ IDEA এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Identification System for Enhancing Access to Services.
প্রশ্নঃ কন্ট্রোল ইউনিটে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ সংখ্যা কত?
উত্তরঃ ১২.৬
প্রশ্নঃ ব্যালট ইউনিটে কতটি সিলেক্ট বাটন রয়েছে?
উত্তরঃ ১০টি।
প্রশ্নঃ ECS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Election Commission Secretariat.
প্রশ্নঃ ইভিএম এর সর্বশেষ ভার্সন কত?
উত্তরঃ ৩.৫.০
প্রশ্নঃ স্মার্টকার্ডে কয় স্তরের নিরাপত্তা রয়েছে?
উত্তরঃ ৩ স্তরের ২৫ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট রয়েছে।
প্রশ্নঃ স্মার্টকার্ড চীপের আয়ুস্কাল কত?
উত্তরঃ ১ লক্ষ সাইকেল।
প্রশ্নঃ স্মার্টকার্ডটি দৈনিক কতবার পাঞ্চ করা যাবে?
উত্তরঃ ২৮ বার।
প্রশ্নঃ বিশ্বে স্টোরেজের দিক থেকে ২য় বেলজিয়ামের স্মার্টকার্ডের মেমোরি স্টোরেজ কত?
উত্তরঃ ৬৪ কিলোবাইট।
প্রশ্নঃ স্মার্টকার্ডটি কতটি সার্টিফিকেট টেস্টে উত্তীর্ণ?
উত্তরঃ ২০টি।
প্রশ্নঃ বিশ্বের কোন দেশের স্মার্টকার্ডের স্টোরেজ ক্ষমতা সবচেয়ে বেশি?
উত্তরঃ বাংলাদেশ।
প্রশ্নঃ ফরাসীর কোন প্রতিষ্ঠান বাংলাদেশের স্মার্টকার্ড উৎপাদন শুরু করে?
উত্তরঃ উবার্থু কোম্পানী
প্রশ্নঃ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে?
উত্তরঃ ১১৮ নং অনুচ্ছেদ।
প্রশ্নঃ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব স্থাপিত হয়েছে?
উত্তরঃ ১১৯ নং অনুচ্ছেদ।
Smart NID এবং নির্বাচন কমিশন সংক্রান্ত সাধারণ জ্ঞান pdf download.
প্রশ্নঃ নির্বাচন কমিশনের প্রধানকে কি বলা হয়ে?
উত্তরঃ প্রধান নির্বাচন কমিশনার।
প্রশ্নঃ ভিডিও কনফারেন্সে ৩৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন হয় কবে?
উত্তরঃ ১ ডিসেম্বর ২০১৭।
প্রশ্নঃ ভিডিও কনফারেন্সে ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন হয় কবে?
উত্তরঃ ৮ আগস্ট ২০১৮।
প্রশ্নঃ প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়ক সেমিনার হয় কবে?
উত্তরঃ ১৯ এপ্রিল ২০১৮।
প্রশ্নঃ কত সালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয়ভাবে ইভিএম প্রদর্শনী হয়?
উত্তরঃ ১২ নভেম্বর ২০১৮।
প্রশ্নঃ এনআইডি’র হেল্পলাইন কত?
উত্তরঃ ১০৫।
প্রশ্নঃ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম হয় কবে?
উত্তরঃ ১৮ নভেম্বর ২০১৯।
প্রশ্নঃ যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন হয় কবে?
উত্তরঃ ১২ ফেব্রুয়ারী ২০২০।
প্রশ্নঃ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন হয় কত সালে?
উত্তরঃ ২ অক্টোবর ২০১৬।
প্রশ্নঃ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয় কত সালে?
উত্তরঃ ৩ অক্টোবর ২০১৬।
প্রশ্নঃ ভোটার ফরম ২ এর মোট ফিল্ড সংখ্যা কতটি?
উত্তরঃ ৪৬ টি
প্রশ্নঃ এনআইডি কার্ড প্রচলন ১ম শুরু হয় কবে?
উত্তরঃ ২২ জুলাই ২০০৮ সালে।
প্রশ্নঃ প্রথম নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ বিচারপতি এম ইদ্রিস (৭ জুলাই ১৯৭২)
প্রশ্নঃ ১ম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালের ৭ র্মাচ।
প্রশ্নঃ BMTF কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুরে।
প্রশ্নঃ EVM পদ্ধতিতে ১ম নির্বাচন কবে হয়?
উত্তরঃ ২০১০ সালের ১৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি নির্বাচনে।
প্রশ্নঃ EVM মেশিনে সর্বোচ্চ কতটি ব্যালট ইউনিট সংযুক্ত করা যায়?
উত্তরঃ ০৮ টি
প্রশ্নঃ বাংলাদেশে কোন প্রতিষ্ঠান EVM তৈরী করে?
উত্তরঃ বাংলাদেশ পাইল্যাব নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান।
Smart NID এবং নির্বাচন কমিশন সংক্রান্ত সাধারণ জ্ঞান pdf download.
প্রশ্নঃ স্মার্টকার্ডে ডিজাইন সংখ্যা কতটি?
উত্তরঃ ০৫টি ( মুক্তিযুদ্ধ, জাতীয় পাখি, শাপলা ফুল, চা বাগান ও স্মৃতিসৌধ)।
BVRS – Bangladesh Voter Registration System.
CIMS – Candidate Information Management System.
EMS - Election Management System.
RMS - Result Management System.
HDMI - High Definition Multimedia Interface.
EVM - Electronic Voting Machine.
ICC – Integrate Circuit Card.
NID – National Identity.
RMO – Rural Metropolitan Other.
0 Comments:
Post a Comment