SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০১ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রথম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Bangladesh and Global Studies Guide and SSC Exam Preparation
Bangladesh and Global Studies Chapter-01
Bangladesh and Global Studies
MCQ
Question and Answer pdf download

পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)

১. ভাষা আন্দোলন পূর্ববাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
✅ বাঙালি জাতীয়তাবাদ
[খ] অসাম্প্রদায়িক মনোভাব
[গ] দ্বিজাতিতত্ত্ব
[ঘ] স্ব-জাত্যবোধ

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রিফাত প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে ঘরে বসে টিভির পর্দায় কার্টুন ছবি দেখে। কিন্তু সে এ বছর ২১ ফেব্রুয়ারিতে প্রভাতফেরিতে অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে যে, সে প্রতিবছর শহিদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে আর বাংলা লিখবে না।

২. প্রতিবছর শহিদ মিনারে ফুলদানের প্রতিজ্ঞা, রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে-
i. ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা
ii. বাহবা পাবার প্রত্যাশা
iii. শহিদদের স্মৃতি হৃদয়ে লালন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩. রিফাতের এই মানসিক পরিবর্তনের মূলে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে, তা হলো-
[ক] বাঙালি জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধা
[খ] অনুকরণ করার মানসিকতা
✅ নিজ ভাষার প্রতি মমত্ববোধ
[ঘ] ইংরেজি ভাষা লেখার প্রতি অনিহা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?
✅ অধ্যাপক আবুল কাশেম
[খ] ড. মুহাম্মদ এনামুল
[গ] ড. জিয়াউদ্দিন আহমদ
[ঘ] চৌধুরী খালেকুজ্জামান

২. নিচের কোনটি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে?
[ক] ভাষা আন্দোলন
[খ] যুক্তফ্রন্ট নির্বাচন
✅ ছয়দফা কর্মসূচি
[ঘ] এগার দফা কর্মসূচি

৩. ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?
[ক] ১৯৪৭
✅ ১৯৪৮
[গ] ১৯৫১
[ঘ] ১৯৫২

৪. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শীর্ষক কবিতার প্রেক্ষাপট নিচের কোনটি?
[ক] গণঅভ্যুত্থান
✅ ভাষা আন্দোলন
[গ] স্বাধীনতা যুদ্ধ
[ঘ] ১৯৪৭ এর দেশ বিভাগ

৫. ১৯৫৮ সালের ৭ই অক্টোবর পূর্ব পাকিস্তানে সামরিক আইন জারি করেন-
✅ আইয়ুব খান
[খ] ইস্কান্দার মির্জা
[গ] টিক্কা খান
[ঘ] নিয়াজি

৬. কখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়?
[ক] ১৯৪৭ সালের ১৩ আগস্ট
✅ ১৯৪৭ সালের ১৪ আগস্ট
[গ] ১৯৪৮ সালের ১৩ আগস্ট
[ঘ] ১৯৪৮ সালের ১৪ আগস্ট

৭. ‘বাঙালি জাতির মুক্তির সনদ’কে আইয়ুব সরকার কী নামে আখ্যায়িত করে?
[ক] অতিরঞ্জিত কর্মসূচি
[খ] বাঙালি জাতীয়তাবাদের কর্মসূচি
✅ বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি
[ঘ] পূর্ব বাংলার মুক্তির সনদ

৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কে?
✅ তাজউদ্দিন আহমেদ
[খ] সৈয়দ নজরুল ইসলাম
[গ] এম মনসুর আলী
[ঘ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গঠিত হয়-
✅ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
[খ] রাষ্ট্রভাষা গণপরিষদ
[গ] স্বাধীন বাংলা পরিষদ
[ঘ] বাংলা ভাষা উন্নয়ন পরিষদ

১০. কোন সাল থেকে ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হচ্ছে?
[ক] ১৯৫২
✅ ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৫

১১. ১৯৭০ সালের নির্বাচনের ফলে-
[ক] আওয়ামী লীগের উত্থান ঘটে
✅ দেশ স্বাধীন হয়
[গ] ছাত্রলীগের জন্ম হয়
[ঘ] বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে

১২. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি কী ছিল?
[ক] সামরিক শাসন বিরোধী আন্দোলন
✅ ভাষা আন্দোলন
[গ] ছয়-দফা আন্দোলন
[ঘ] ’৬৯ এর গণঅভ্যুত্থান

১৩. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?
[ক] শেখ মুজিবুর রহমান
✅ শামসুল হক
[গ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[ঘ] এম. মনসুর আলী

১৪. কাজী নজরুল ইসলামের গানে পাকিস্তানিরা কীসের অভিযোগ তুলেছিল?
✅ হিন্দুয়ানির
[খ] হিন্দু সংস্কৃতির
[গ] অপসংস্কৃতির
[ঘ] পাশ্চাত্য সংস্কৃতির

১৫. ঐতিহাসিক ছয়-দফায় কেন্দ্রীয় সরকারের হাতে কোন দুইটি বিষয় থাকার কথা বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন?
[ক] শিল্পায়ন ও অর্থনীতি
[খ] প্রতিরক্ষা ও অর্থনীতি
✅ প্রতিরক্ষা ও পররাষ্ট্র
[ঘ] সামরিক শাসন ও বাণিজ্য

১৬. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয় কত সালে?
[ক] ১৯৪৭
[খ] ১৯৪৮
✅ ১৯৪৯
[ঘ] ১৯৫২

১৭. ১৯৪৮ সালের কত তারিখে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে ঘোষণা দেন যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা?
[ক] ২০ মার্চ
✅ ২১ মার্চ
[গ] ২২ মার্চ
[ঘ] ২৩ মার্চ

১৮. ৬ দফার উদ্দেশ্য কী ছিল?
✅ জনগণের অধিকার রক্ষা
[খ] বাংলাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতিদান
[গ] ২১ ফেব্রুয়ারিকে ‘শহিদ দিবস’ হিসাবে ঘোষণা করা
[ঘ] শাসন বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করা

১৯. ভারত-পাকিস্তান যুদ্ধ কত দিন অব্যাহত ছিল?
[ক] ২০
[খ] ১৯
[গ] ১৮
✅ ১৭

২০. পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা কত ছিল?
[ক] ৩৩০টি
[খ] ৩০৯টি
[গ] ৩৩৩টি
✅ ৩১০টি

২১. পাকিস্তান সৃষ্টির পূর্বেই কোন বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়?
[ক] প্রস্তাবিত রাষ্ট্রের সংবিধান কেমন হবে
[খ] প্রস্তাবিত রাষ্ট্রের রাজধানী কোথায় হবে
✅ প্রস্তাবিত রাষ্ট্রের ভাষা কী হবে
[ঘ] প্রস্তাবিত রাষ্ট্রের বৈদেশিক নীতি কী হবে

২২. কোন সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৫৪
[খ] ১৯৬৬
[গ] ১৯৬৯
✅ ১৯৭০

২৩. কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ গড়ে ওঠে?
[ক] ড. মুহম্মদ শহীদুল্লাহ
[খ] ড. মুহম্মদ এনামুল হক
✅ অধ্যাপক আবুল কাসেম
[ঘ] আবদুল হামিদ খান ভাসানী

২৪. কৃষিক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কত বৈষম্য ছিল? (১৯৬৬ সালের তথ্য অনুসারে)
[ক] ৫৬%
✅ ৫৮%
[গ] ৬৫%
[ঘ] ৮১%

২৫. ঢাকায় ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে ‘স্মৃতির মিনার’ কবিতাটি রচনা করেন কে?
[ক] মাহবুব-উল-আলম চৌধুরী
✅ আলাউদ্দিন আল আজাদ
[গ] আবদুল গাফফার চৌধুরী
[ঘ] ড. মুনির চৌধুরী

২৬. ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনিক চিত্রে কৃষিখাতে বাঙালি কত শতাংশ ছিল?
[ক] ১৯%
✅ ২১%
[গ] ২২%
[ঘ] ২৭%

২৭. ‘তমদ্দুন মজলিশ’ সাংস্কৃতিক সংগঠনটির প্রতিষ্ঠাতা কে?
[ক] অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ
✅ অধ্যাপক আবুল কাশেম
[গ] ড. মুহাম্মদ এনামুল হক
[ঘ] মোঃ শামসুল হক

২৮. “পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ” দলটি গঠিত হয় কত সালে?
[ক] ১৯৪৭
[খ] ১৯৪৮
✅ ১৯৪৯
[ঘ] ১৯৫২

২৯. প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে?
✅ শহীদ শফিউরের পিতা
[খ] আবদুল গাফ্ফার চৌধুরী
[গ] আলাউদ্দিন আল আজাদ
[ঘ] শহীদ বরকতের পিতা

৩০. কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়?
[ক] ১৯৫৪
✅ ১৯৫৬
[গ] ১৯৫৮
[ঘ] ১৯৬০

৩১. পূর্ববাংলার মুক্তিসনদ কোনটি?
[ক] ভাষা আন্দোলন
[খ] ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান
✅ ৬ দফা
[ঘ] ২১ দফা

৩২. কাকে দিয়ে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়?
✅ শফিউরের পিতা
[খ] আব্দুর রউফের পিতা
[গ] সালামের পিতা
[ঘ] আবুল বরকতের পিতা

৩৩. ১৫ মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন কে?
[ক] নুরুল আমীন
[খ] জুলফিকার আলী ভুট্টো
✅ খাজা নাজিমুদ্দীন
[ঘ] রাও ফরমান আলী

৩৪. উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা- কে বলেছেন?
[ক] খাজা নাজিমুউদ্দিন
[খ] এ. কে. ফজলুল হক
✅ মুহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] নুরুল আমিন

৩৫. ‘কবর’ নাটকের পটভূমি কোনটি?
[ক] গণঅভ্যুত্থান
[খ] মুক্তিযুদ্ধ
[গ] ৬ দফা আন্দোলন
✅ ভাষা আন্দোলন

৩৬. যুক্তফ্রন্টের ২১ দফার অন্তর্ভুক্ত দফা কোনটি?
[ক] ক্ষতিপূরণসহ জমিদারি প্রথা উচ্ছেদ
✅ বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ
[গ] মুসলিমদের মধ্যে জমিদারি প্রথা বণ্টন
[ঘ] চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল

৩৭. ছাত্ররা ১১ দফার দাবিতে কত সালে আন্দোলন করেছিল?
[ক] ১৯৬১
[খ] ১৯৬২
✅ ১৯৬৮
[ঘ] ১৯৬৯

৩৮. ঐতিহাসিক ‘আগরতলা’ মামলা কতজনের বিরুদ্ধে রুজু করা হয়?
[ক] ৩২
[খ] ৩৩
[গ] ৩৪
✅ ৩৫

৩৯. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের দ্বারা কয়টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

৪০. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হলে পূর্ববাংলা কোন রাষ্ট্রের প্রদেশে পরিণত হয়?
[ক] ভারত
[খ] নেপাল
✅ পাকিস্তান
[ঘ] মিয়ানমার

৪১. ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে কোনটি ঘটে?
[ক] ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা
✅ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান
[গ] ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি
[ঘ] ভাইসরয়ের পদত্যাগ

৪২. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকাটির যৌক্তিক বৈশিষ্ট্য কোনটি?
[ক] উর্দু ভাষার সমর্থন
✅ বাংলা ভাষার সমর্থন
[গ] আরবি ভাষার সমর্থন
[ঘ] ইংরেজি ভাষার সমর্থন

৪৩. শিক্ষক শ্রেণিকক্ষে বলেন, ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টনে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী বক্তব্য দেন এবং তিনি ঘোষণা দেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। শিক্ষকের কথায় কোন প্রধানমন্ত্রীর ইঙ্গিত পাওয়া যায়?
[ক] লিয়াকত আলী খান
✅ খাজা নাজিমুদ্দীন
[গ] জুলফিকার আলী ভুট্টো
[ঘ] ইয়াহিয়া খান

৪৪. কত সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন?
[ক] ১৯৩২
[খ] ১৯৩৫
✅ ১৯৩৭
[ঘ] ১৯৩৯

৪৫. ভাষা আন্দোলনের সাথে কোন নামটি সম্পর্কযুক্ত?
✅ আবুল বরকত
[খ] আবুল হাসান
[গ] আসাদুজ্জামান
[ঘ] হাফিজ

৪৬. ১৯৭০ সালের নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে কীসের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে?
[ক] বিজয়ের
[খ] প্রতিবাদের
✅ মুক্তিযুদ্ধের
[ঘ] স্বাধীনতার

৪৭. আইয়ুব খান ইস্কান্দার মীর্জাকে উৎখাত ও দেশ ত্যাগে বাধ্য করেন কেন?
✅ ক্ষমতা দখল করার জন্য
[খ] নির্বাচন পরিচালনার জন্য
[গ] গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
[ঘ] সুশাসন প্রতিষ্ঠার জন্য

৪৮. পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তান সুবিধাজনক অবস্থানে ছিল কেন?
[ক] জনসংখ্যানীতির কারণে
✅ বৈষম্যনীতির কারণে
[গ] সংখ্যাসাম্যনীতির কারণে
[ঘ] পরিকল্পনানীতির কারণে

৪৯. পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ববাংলার কোন শ্রেণির বিকাশ মন্থর হয়ে পড়ে?
[ক] উচ্চবিত্ত
✅ মধ্যবিত্ত
[গ] নিম্নবিত্ত
[ঘ] উচ্চমধ্যবিত্ত

৫০. ৬ দফা কোন বিষয়টি তুলে ধরে?
[ক] স্বাধীন বাংলার রূপরেখা
✅ বাঙালির অধিকার
[গ] জাতীয় পরিচয়
[ঘ] বাঙালির চেতনা

৫১. লাহোরে ৬ দফা পেশকালীন সময়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কোন পদে অধিষ্ঠিত ছিলেন?
✅ সভাপতি
[খ] আহবায়ক
[গ] সাধারণ সম্পাদক
[ঘ] যুগ্ম সম্পাদক

৫২. ৬ দফার শেষ দফাটিতে কোন বিষয়টি স্থান পেয়েছিল?
[ক] মুদ্রা বিনিময়
✅ আধাসামরিক বাহিনী গঠন
[গ] বৈদেশিক মুদ্রার মালিকানা
[ঘ] ক্ষমতা বণ্টন

৫৩. গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে কীসের বিকাশ ঘটে?
[ক] যুদ্ধ করার মানসিকতা
✅ জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনা
[গ] বাঙালির সাহসিকতা
[ঘ] নতুন দেশ গঠনের চেতনা

৫৪. ‘তমদ্দুন মজলিশ’ কত তারিখে গঠিত হয়?
[ক] ২ জানুয়ারি
[খ] ১৯ ফেব্রুয়ারি
✅ ২ সেপ্টেম্বর
[ঘ] ১৯ জুলাই

৫৫. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?
[ক] শঙ্খনীল কারাগার
[খ] আগুনের পরশমনি
[গ] তালপাতার সেপাই
✅ আরেক ফাল্গুন

৫৬. ‘তমদ্দুন মজলিশ’ নামক সংগঠনটি কার নেতৃত্বে গড়ে ওঠে?
✅ আবুল কাশেম
[খ] কামরুদ্দিন আহম্মেদ
[গ] আতাউর রহমান খান
[ঘ] অলি আহাদ

৫৭. কে গণপরিষদে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানায়?
[ক] ড. মুহম্মদ শহীদুল্লাহ
[খ] এ. কে. ফজলুল হক
[গ] শেখ মুজিবুর রহমান
✅ ধীরেন্দ্রনাথ দত্ত

৫৮. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন?
[ক] ২১ মার্চ, ১৯৪৮
✅ ২৪ মার্চ, ১৯৪৮
[গ] ২৪ মার্চ, ১৯৫২
[ঘ] ২১ মার্চ, ১৯৫২

৫৯. ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহের প্রস্তাবের বিরোধিতা করেন কে?
[ক] খাজা নাজিমুদ্দীন
✅ এ. কে. ফজলুল হক
[গ] লিয়াকত আলী
[ঘ] চৌধুরী খালীকুজ্জামান

৬০. ১৯৪৭ সালে কোন দল মাতৃভাষায় ‘শিক্ষাদান’ এর দাবি জানায়?
[ক] মুসলিম লীগ
✅ গণ আজাদী লীগ
[গ] ছাত্রদল
[ঘ] যুক্তফ্রন্ট

৬১. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
✅ সোহরাওয়ার্দী উদ্যান
[খ] রমনা পার্ক
[গ] বোটানিক্যাল গার্ডেন
[ঘ] জিয়া উদ্যান

৬২. ‘স্মৃতির মিনার’ কবিতাটি কে রচনা করেন?
✅ আলাউদ্দিন আল আজাদ
[খ] মাহবুব-উল-আলম
[গ] কাজী নজরুল ইসলাম
[ঘ] রবীন্দ্রনাথ ঠাকুর

৬৩. ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তান গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি করেন?
✅ ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮
[খ] ২৪ ফেব্রুয়ারি, ১৯৪৮
[গ] ২৩ মার্চ, ১৯৪৮
[ঘ] ২৩ এপ্রিল, ১৯৪৮

৬৪. কার নেতৃত্বে ‘গণ আজাদী লীগ’ গঠিত হয়?
✅ কামরুদ্দিন আহমদ
[খ] আজাদ রহমান
[গ] বদরুদ্দিন আহমেদ
[ঘ] সৈয়দ কামরুজ্জামান

৬৫. ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’-গানটি কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] গণঅভ্যুত্থান
[খ] স্বাধীনতা আন্দোলন
✅ ভাষা আন্দোলন
[ঘ] ছয় দফা আন্দোলন

৬৬. এদেশের মানুষের জাতীয়তাবাদের উন্মেষের কারণ কী?
[ক] লাহোর প্রস্তাব
✅ ভাষা আন্দোলন
[গ] যুক্তফ্রন্টের নির্বাচন
[ঘ] ৬ দফা দাবি

৬৭. ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় কবে?
[ক] ১১ অক্টোবর, ১৯৯৪
✅ ১৭ নভেম্বর, ১৯৯৯
[গ] ২১ ফেব্রুয়ারি, ১৯৯৭
[ঘ] ১ মে, ১৯৯৩

৬৮. ১৯৪৭ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
[ক] এ. কে. ফজলুল হক
[খ] ড. মুহম্মদ শহীদুল্লাহ
[গ] কামরুদ্দিন আহমদ
✅ ড. জিয়াউদ্দিন আহমদ

৬৯. ‘গণ আজাদী লীগ’ কত সালে গঠিত হয়েছিল?
✅ ১৯৪৭
[খ] ১৯৪৮
[গ] ১৯৪৯
[ঘ] ১৯৫০

৭০. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয় কত তারিখে?
[ক] ১মার্চ
✅ ২ মার্চ
[গ] ৩ মার্চ
[ঘ] ৪ মার্চ

৭১. পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন খান ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন?
[ক] ৫ মার্চ
[খ] ১০ মার্চ
✅ ১৫ মার্চ
[ঘ] ২০ মার্চ

৭২. ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’-এ ঘোষণাটি সর্বপ্রথম কোথায় দেওয়া হয়?
[ক] গণপরিষদে
✅ রেসকোর্স ময়দানে
[গ] ঢাকা বিশ্ববিদ্যালয়ে
[ঘ] পল্টন ময়দানে

৭৩. মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের কী ছিলেন?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] মুখ্যমন্ত্রী
✅ গভর্নর জেনারেল

৭৪. ১৯৫২ সালের ৩০ জানুয়ারির পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কে ছিলেন?
[ক] অলি আহাদ
[খ] শামসুল হক
✅ আব্দুল মতিন
[ঘ] কাজী গোলাম মাহবুব

৭৫. ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
✅ ২১ ফেব্রুয়ারি
[খ] ২২ ফেব্রুয়ারি
[গ] ২৩ ফেব্রুয়ারি
[ঘ] ২৪ ফেব্রুয়ারি

৭৬. ২২ ফেব্রুয়ারির শোক র‌্যালিতে পুলিশের হামলায় কোন ভাষা সৈনিক শহিদ হন?
[ক] আব্দুস সালাম
✅ শফিউর
[গ] আবুল বরকত
[ঘ] আবদুল জব্বার

৭৭. ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেছিলেন?
✅ শহিদ শফিউরের পিতা
[খ] শহিদ আবুল বরকতের পিতা
[গ] শহিদ আবদুল জব্বারের পিতা
[ঘ] শহিদ রফিকউদ্দিনের পিতা

৭৮. ‘আমি কাঁদতে আসিনি, আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কোন কবি লিখেছিলেন?
[ক] গাজীউল হক
[খ] আব্দুল গাফফার চৌধুরী
[গ] আলতাফ মাহমুদ
✅ মাহবুব-উল-আলম চৌধুরী

৭৯. ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে রচিত ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচয়িতা কে?
✅ আব্দুল লতিফ
[খ] আব্দুল গাফফার চৌধুরী
[গ] মাহবুব-উল-আলম
[ঘ] আলাউদ্দিন আল আজাদ

৮০. ১৯৪৭ সালে কোন বিষয়টি প্রথমে ঘটেছিল?
✅ পাকিস্তান প্রতিষ্ঠা নিশ্চিত হওয়া
[খ] গণ আজাদী লীগ প্রতিষ্ঠা
[গ] তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা
[ঘ] করাচির শিক্ষা সম্মেলন

৮১. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাবকারী কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?
[ক] কলকাতা
[খ] পাঞ্জাব
[গ] লাহোর
✅ আলিগড়

৮২. করাচিতে শিক্ষা সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৪৭ সালের সেপ্টেম্বরে
[খ] ১৯৪৭ সালের অক্টোবরে
[গ] ১৯৪৭ সালের নভেম্বরে
✅ ১৯৪৭ সালের ডিসেম্বরে

৮৩. ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
[ক] নাজিমুদ্দীন খান
[খ] লিয়াকত আলী খান
✅ মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] আইয়ুব খান

৮৪. ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’-ঘোষণাটি কে দেন?
✅ মোহাম্মদ আলী জিন্নাহ
[খ] লিয়াকত আলী খান
[গ] খাজা নাজিমুদ্দীন
[ঘ] আইয়ুব খান

৮৫. বাংলাদেশের ২১ ফেব্রুয়ারির শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা?
[ক] জাতিসংঘ
[খ] ইউনিসেফ
✅ ইউনেস্কো
[ঘ] ইউএনডিপি

৮৬. ইউনেস্কো জাতিসংঘের কোন বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান?
[ক] রাজনৈতিক
✅ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
[গ] অর্থনৈতিক
[ঘ] আঞ্চলিক

৮৭. পৃথিবীতে কতটি ভাষা রয়েছে?
[ক] ৫০০০-এর বেশি
✅ ৬০০০-এর বেশি
[গ] ৭০০০-এর বেশি
[ঘ] ৮০০০-এর বেশি

৮৮. ‘কবর’ নাটকটি মুনীর চৌধুরী কোথায় বসে রচনা করেন?
[ক] নিজ গৃহে
✅ জেলখানায়
[গ] পাবলিক লাইব্রেরিতে
[ঘ] হাসপাতালে

৮৯. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক ‘কবর’ এর রচয়িতা কে?
[ক] জহির রায়হান
[খ] শহীদুল্লাহ কায়সার
✅ মুনীর চৌধুরী
[ঘ] আলাউদ্দিন আল আজাদ

৯০. পাকিস্তানি শাসন পর্বে কোন আন্দোলনটি বাঙালির জাতীয় মুক্তির প্রথম আন্দোলন?
✅ ভাষা আন্দোলন
[খ] গণঅভ্যুত্থান
[গ] সিপাহি আন্দোলন
[ঘ] ছয় দফা

৯১. ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটি?
[ক] বাঙালির রক্তদান
✅ জাতীয়তাবাদের উন্মেষ
[গ] শহিদ মিনার নির্মাণ
[ঘ] দেশপ্রেম

৯২. যুক্তফ্রন্ট কত দিন ক্ষমতায় ছিল?
[ক] ৪৫
✅ ৫৬
[গ] ৬৫
[ঘ] ৭১

৯৩. ২১ দফা জনগণের কাছে কী হিসেবে গৃহীত হয়?
[ক] সংবিধান
[খ] রায়
✅ স্বার্থ রক্ষার সনদ
[ঘ] দলিল

৯৪. প্রাদেশিক পরিষদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৫২
✅ ১৯৫৪
[গ] ১৯৫৩
[ঘ] ১৯৫৫

৯৫. পাকিস্তানের কোন গভর্নর জেনারেল যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেছিল?
[ক] মুহম্মদ আলী জিন্নাহ
✅ গোলাম মোহাম্মদ
[গ] খাজা নাজিমুদ্দীন
[ঘ] ইস্কান্দার মীর্জা

৯৬. যুক্তফ্রন্টের বিজয় কী প্রমাণ করে?
[ক] যুক্তফ্রন্টের প্রয়োজন আছে
[খ] বাঙালিও নেতৃত্ব দিতে পারে
[গ] বাংলাদেশের একমাত্র দল
✅ জনগণই সকল ক্ষমতার উৎস

৯৭. পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল কতটি?
[ক] ২৩৬
✅ ২৩৭
[গ] ২৩৮
[ঘ] ২৩৯

৯৮. যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কয়টি দল নিয়ে?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৬

৯৯. কত সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়?
[ক] ১৯৫৬
[খ] ১৯৫৭
✅ ১৯৫৮
[ঘ] ১৯৫৯

১০০. ১৯৬৬ সালে প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালিদের অবস্থান ছিল কত?
✅ ১৯%
[খ] ২০%
[গ] ৩০%
[ঘ] ৩২%

১০১. পাকিস্তান নৌবাহিনীর উচ্চ পদে বাঙালি ছিল কত শতাংশ?
[ক] ১১
[খ] ১৪
[গ] ১৬
✅ ১৯

১০২. কত সালে হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়?
[ক] ১৯৬১
✅ ১৯৬২
[গ] ১৯৬৩
[ঘ] ১৯৬৪

১০৩. পশ্চিম পাকিস্তানিরা নজরুল ইসলামের গানে কী অভিযোগ তোলে?
[ক] হিন্দু সংস্কৃতি
✅ হিন্দুয়ানি
[গ] পাকিস্তান বিরোধী
[ঘ] ইসলাম বিরোধী

১০৪. ‘হিন্দু সংস্কৃতি’ আখ্যা দেওয়া হয় কোনটিকে?
✅ রবীন্দ্র সংগীত
[খ] নজরুল সংগীত
[গ] আধুনিক গান
[ঘ] সঙ্গীত চর্চা

১০৫. ৬ দফার প্রথম দফাটিতে কোন প্রসংগটি স্থান পেয়েছিল?
✅ কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা
[খ] মুদ্রা
[গ] কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার
[ঘ] কর ধার্যকরণ

১০৬. ৬ দফাকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন কে?
[ক] মোহাম্মদ আলী জিন্নাহ
[খ] ইস্কান্দার মীর্জা
✅ আইয়ুব খান
[ঘ] ইয়াহিয়া খান

১০৭. ‘আগরতলা’ মামলা কতজনের বিরুদ্ধে রুজু করা হয়?
✅ ৩৫
[খ] ৩৬
[গ] ৩৭
[ঘ] ৩৮

১০৮. কত তারিখের ঘোষণায় ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন?
[ক] ২৭ মার্চ
✅ ২৮ মার্চ
[গ] ২৯ মার্চ
[ঘ] ৩০ মার্চ

১০৯. কত সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন?
[ক] ১৯৬৮
✅ ১৯৬৯
[গ] ১৯৭০
[ঘ] ১৯৫২

১১০. আইয়ুব খান প্রেসিডেন্টের পদ থেকে কত তারিখে ইস্তফা দেন?
[ক] ১৯৬৯ সালের ১৫ মার্চ
[খ] ১৯৬৯ সালের ২০ মার্চ
✅ ১৯৬৯ সালের ২৫ মার্চ
[ঘ] ১৯৬৯ সালের ৩০ মার্চ

১১১. পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৫৪
[খ] ১৯৬৫
✅ ১৯৭০
[ঘ] ১৯৫২

১১২. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মূল কারণ কী ছিল?
[ক] ভাষার দাবি আদায়
✅ বাংলার স্বায়ত্তশাসন
[গ] দেশের স্বাধীনতা অর্জন
[ঘ] যুক্তফ্রন্ট গঠন

১১৩. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অর্জন কোনটি?
[ক] মাতৃভাষার স্বীকৃতি
[খ] সংবিধান প্রতিষ্ঠা
[গ] অর্থনৈতিক বৈষম্য হ্রাস
✅ জাতীয়তাবাদের বিকাশ

১১৪. কত সালে আমাদের দেশে এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] ১৯৬৯
✅ ১৯৭০
[গ] ১৯৭১
[ঘ] ১৯৮০

১১৫. সর্বপ্রথম ‘এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে’ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন তারিখে?
✅ ১৯৭০ সালের ৭ ডিসেম্বর
[খ] ১৯৫৪ সালের ৭ ডিসেম্বর
গ১৯৭১ সালের ১ জানুয়ারি
[ঘ] ১৯৫৬ সালের ২৮ এপ্রিল

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৬. ছাত্রসমাজের ১৫ দফা কর্মসূচি ঘোষণার কারণ ছিল-
i. আইয়ুব খানের শাসনতন্ত্রের প্রস্তাব
ii. আইয়ুব খানের শিক্ষানীতি প্রণয়ন
iii. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেফতার

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৭. এদেশের অগণিত নারী মুক্তিসেনা মুক্তিযুদ্ধে কীভাবে অবদান রেখেছিল?
i. অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে
ii. আহত মুক্তিযোদ্ধাদের সেবাশুশ্রুষা করে
iii. মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান ও তথ্য সরবরাহ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৮. ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব হলো-
i. ৬ দফার প্রতি জনগণের সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়
ii. বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে
iii. পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে এদেশের জনগণের অবস্থান সুদৃঢ় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৯. ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে-
i. আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে
ii. বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে
iii. জনগণ ৬ দফা ও ১১ দফার প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i, ii ও iii
[ঘ] i ও iii

১২০. যুক্তফ্রন্টের দলগুলো-
i. আওয়ামী লীগ
ii. বাংলাদেশ জাতীয়তাবাদী দল
iii. কৃষক শ্রমিক দল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২১. নিচের কোন বিষয়গুলো যুক্তফ্রন্টের ২১ দফা দাবির অন্তর্ভুক্ত ছিল?
i. ক্ষতিপূরণসহ জমিদারি প্রথার উচ্ছেদ করা হবে
ii. সমবায় কৃষি ব্যবস্থার প্রবর্তন করা হবে
iii. বাস্তুহারাদের পুনর্বাসন করা হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১২২. যুক্তফ্রন্টের ঘোষিত বিষয়-
i. পূর্ববাংলার স্বায়ত্তশাসন
ii. ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটি
iii. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৩. ১৯৪৭ এর পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে যে ধারা লক্ষ করা যায় তা হলো-
i. পাকিস্তানের অনুগত রাজনৈতিক দল
ii. পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল
iii. সাম্যবাদী আদর্শের রাজনৈতিক ধারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১২৪. পূর্ব বাংলার যেসব বিষয় পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে-
i. অর্থনীতি
ii. সংস্কৃতি
iii. রাজনীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৫. পাকিস্তানের শাসকগোষ্ঠী আওয়ামী মুসলিম লীগের কার্যক্রম সহ্য করতে পারেনি। এর যথার্থ কারণ হলো-
i. ক্ষমতা হারানোর ভয়
ii. প্রভাব প্রতিপত্তি হ্রাসের ভয়
iii. ২১ দফা কর্মসূচি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৬. পূর্ববাংলার জনগণের স্বার্থরক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়-
i. আওয়ামী লীগ
ii. কৃষক শ্রমিক পার্টি
iii. মুসলিম লীগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৭. যুক্তফ্রন্টের ২১ দফায় শিক্ষার ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছিল তাহলো-
i. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
ii. অবৈতনিক মাধ্যমিক শিক্ষা
iii. বাংলাকে শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৮. ১৯৫৮ সালে প্রবর্তিত পাকিস্তানের সামরিক শাসন যে ধরনের পরিবর্তন সাধন করে-
i. ১৯৫৬ সালের সংবিধান বাতিল করে
ii. কেন্দীয় পরিষদ ভেঙে দেয়
iii. সকল মৌলিক অধিকার কেড়ে নেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২৯. মৌলিক গণতন্ত্রে আশি হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্যদের ভোটে-
i. রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রাখা হয়
ii. জাতীয় পরিষদের সদস্য নির্বাচনের বিধান রাখা হয়
iii. প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচনের বিধান রাখা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩০. বাঙালি জাতীয়তাবাদ বলতে বোঝায়-
i. ঐতিহ্যে যে জাতীয় ঐক্য গঠিত হয়
ii. সংস্কৃতিতে যে জাতীয় ঐক্য গঠিত হয়
iii. জাতিগত পরিচয়ে যে ঐক্য গঠিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩১. প্রতিষ্ঠালগ্নে আওয়ামী মুসলিম লীগের দাবিগুলো ছিল-
i. স্বায়ত্তশাসন
ii. জনগণের সার্বভৌমত্ব
iii. বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩২. যুক্তফ্রন্টের ২১ দফায় অন্তর্ভুক্ত ছিল-
i. সেচ ব্যবস্থার উন্নয়ন
ii. বন্যা নিয়ন্ত্রণ
iii. দুর্ভিক্ষ প্রতিরোধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৩. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের যথার্থ কারণ হলো-
i. মুসলিম লীগের দ্বিজাতিতাত্ত্বিক ধারণা
ii. বাঙালির প্রগতিশীল রাজনৈতিক চেতনা
iii. বাঙালির স্বার্থরক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৪. যুক্তফ্রন্টের দলগুলো হলো-
i. আওয়ামী লীগ
ii. জামায়াতে ইসলাম
iii. কৃষিক শ্রমিক পার্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৫. ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ করে-
i. জাতীয় কংগ্রেস
ii. আওয়ামী লীগ
iii. পিপলস পার্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৬ ও ১৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব নূরুল আমীন একজন সমাজসেবী মানুষ। কিন্তু এলাকার চেয়ারম্যান তার অপশাসন দিয়ে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করছিল। জনাব নূরুল আমীন সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং পরবর্তী নির্বাচনে জয়লাভ করেন। এতে চেয়ারম্যান তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে।

১৩৬. অনুচ্ছেদের সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য পাওয়া যায়?
[ক] তমদ্দুন মজলিস গঠন
[খ] আওয়ামী লীগ গঠন
✅ যুক্তফ্রন্ট গঠন
[ঘ] গণআজাদি লীগ গঠন

১৩৭. উক্ত সংগঠনটি গড়ে ওঠার যথার্থ কারণ-
i. বাংলায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা
ii. মুসলিম লীগের পরাজয় ঘটানো
iii. পাকিস্তানিদের কর্তৃত্ব থেকে এদেশের জনগণকে মুক্ত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৮ ও ১৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
মিজান একটি আর্ট গ্যালারি পরিদর্শনে গিয়ে একটি কার্টুন ছবি দেখল। যেখানে পাকিস্তানের মানচিত্র আঁকা। একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, তার দুধ দোহন করে নিচ্ছে পশ্চিম পাকিস্তান।

১৩৮. মিজানের দেখা ছবিটি কী প্রমাণ করে?
[ক] বাংলাদেশের সমৃদ্ধ কৃষিব্যবস্থা
[খ] দুই পাকিস্তানের মাঝে সুসম্পর্ক
✅ পশ্চিম পাকিস্তানের শোষণ
[ঘ] দুই পাকিস্তানের নির্বাচন ব্যবস্থা

১৩৯. অনুচ্ছেদে রূপকের মাধ্যমে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে শোষণের চিত্র ফুটে উঠেছে সেটি ছিল মূলত-
i. সামাজিক শোষণ
ii. অর্থনৈতিক শোষণ
iii. সামরিক শোষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪০ ও ১৪১ নং প্রশ্নের উত্তর দাও :
 ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানি জনগোষ্ঠীর সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করেন।

১৪০. বঙ্গবন্ধু এ সম্মেলনে কোন কর্মসূচি ঘোষণা করেছিলেন?
✅ ৬ দফা
[খ] ১২ দফা
[গ] ১১ দফা
[ঘ] ২১ দফা

১৪১. উক্ত কর্মসূচি দেখে আইয়ুব খানের শঙ্কিত হয়ে পড়ার কারণ হলো-
i. বৈদেশিক মুদ্রার ভাগ কমে যাবে
ii. পূর্ব পাকিস্তানে শোষণ বন্ধ হয়ে যাবে
iii. পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪২ ও ১৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
অগ্রণী ক্লাবের সভাপতির একরোখা মনোভাব ও অসহযোগিতামূলক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন ক্লাবের সাধারণ সদস্যগণ। মোহসীন সাহেবের নেতৃত্বে সদস্যগণ তাদের দাবি-দাওয়া সভাপতির নিকট পেশ করেন। সভাপতি ও তার পক্ষের লোকজন বিষয়টিকে অযৌক্তিক মনে করে প্রত্যাখ্যান করেন। ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে মোহসীন সাহেব ও তার অনুসারী সদস্যবৃন্দ সোচ্চার হন।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০১

১৪২. মোহসীন সাহেবের গৃহীত পদক্ষেপে কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়?
✅ ৬ দফা দাবি উত্থাপন
[খ] ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন
[গ] আইয়ুব বিরোধী আন্দোলন
[ঘ] ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন

১৪৩. উক্ত ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতেই -
i. আইয়ুব সরকার আতঙ্কিত হয়ে পড়ে
ii. বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়
iii. বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পথে ধাবিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৪. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের দ্বারা ভারতের পাশাপাশি অপর কোন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? (জ্ঞান)
[ক] নেপাল
[খ] ভুটান
[গ] আফগানিস্তান
✅ পাকিস্তান

১৪৫. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? (জ্ঞান)
[ক] ১৯৪৬
✅ ১৯৪৭
[গ] ১৯৪৮
[ঘ] ১৯৪৯

১৪৬. পাকিস্তানের শুরু থেকেই শাসনভার কাদের হাতে কেন্দ্রীভূত হতে থাকে? (জ্ঞান)
[ক] পূর্ব পাকিস্তানের ধনিক গোষ্ঠীর
✅ পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর
[গ] পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদদের
[ঘ] পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদদের

💘 পরিচ্ছেদ-১.১ : বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন
◈ ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন- মোহাম্মদ আলী জিন্নাহ।
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গড়ে ওঠে- ২ সেপ্টেম্বর, ১৯৪৭।
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়- ১৯৪৮ সালের ২ মার্চ।
◈ ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ জিন্নাহ এই ঘোষণা দেন- ২১ মার্চ রেসকোর্সে ও ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে।
◈ ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার পূর্বে সভাটি অনুষ্ঠিত হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়।
◈ ছাত্রজনতা কর্তৃক শহিদ মিনার প্রথম নির্মাণ হয়- ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি।
◈ “আমার ভায়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” এর রচয়িতা- আব্দুল গাফফার চৌধুরী।
◈ পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্তর্ভুক্ত করা হয়- ১৯৫৬ সালে।
◈ ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
◈ পৃথিবীতে ভাষা রয়েছে- ৬০০০ এর বেশি।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৭. ১৯৪৭ সালের কোন মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রায় নিশ্চিত হয়? (জ্ঞান)
[ক] জুন
✅ এপ্রিল
[গ] মে
[ঘ] জানুয়ারি

১৪৮. ১৯৪৭ সালের কত তারিখে চৌধুরী খলীকুজ্জামান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন? (জ্ঞান)
[ক] ১৬ মে
✅ ১৭ মে
[গ] ১৮ মে
[ঘ] ১৯ মে

১৪৯. কোন মাসে ড. জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন? (জ্ঞান)
✅ জুলাই
[খ] মে
[গ] জুন
[ঘ] এপ্রিল

১৫০. ড. মুহাম্মদ এনামূল হক পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন কীভাবে? (অনুধাবন)
[ক] সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে
[খ] সংবাদ সম্মেলনের মাধ্যমে
✅ প্রবন্ধ লিখে
[ঘ] কবিতা লিখে

১৫১. ‘তমদ্দুন মজলিস’ সংগঠনটির প্রতিষ্ঠাতা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন? (জ্ঞান)
[ক] ঢাকা কলেজ
[খ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়
[ঘ] ইডেন কলেজ

১৫২. ‘তমদ্দুন মজলিস’ কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ সাংস্কৃতিক
[খ] সামাজিক
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক

১৫৩. ‘বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন’ করার প্রস্তাব গ্রহণ করা হয় কত তারিখে? (জ্ঞান)
[ক] ১-৫ সেপ্টেম্বর
[খ] ৪-৮ সেপ্টেম্বর
✅ ৬-৭ সেপ্টেম্বর
[ঘ] ৭-৯ সেপ্টেম্বর

১৫৪. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ নামে পুস্তিকাটি কখন প্রকাশিত হয়? (জ্ঞান)
✅ ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর
[খ] ১৯৪৮ সালের ১৫ সেপ্টেম্বর
[গ] ১৯৪৮ সালের ১৮ সেপ্টেম্বর
[ঘ] ১৯৪৮ সালের ১৯ সেপ্টেম্বর

১৫৫. বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য ‘তমদ্দুন মজলিস’ কোনটি গঠন করে? (জ্ঞান)
[ক] বাংলা ভাষা সংগ্রাম পরিষদ
[খ] মাতৃভাষা সংগ্রাম পরিষদ
✅ ভাষা সংগ্রাম পরিষদ
[ঘ] বাংলা ভাষা বাস্তবায়ন পরিষদ

১৫৬. ১৯৪৭ সালে কোন শহরে শিক্ষা সম্মেলন হয়েছিল? (জ্ঞান)
[ক] পেশোয়ার
[খ] লাহোর
✅ করাচি
[ঘ] পাঞ্জাব

১৫৭. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় কখন? (জ্ঞান)
[ক] ১৯৪৭ সালের সেপ্টেম্বরে
[খ] ১৯৪৭ সালের অক্টোবরে
[গ] ১৯৪৭ সালের নভেম্বরে
✅ ১৯৪৭ সালের ডিসেম্বরে

১৫৮. ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কোন মাসে নতুনভাবে গঠিত হয়? (জ্ঞান)
✅ ডিসেম্বর
[খ] জুলাই
[গ] মে
[ঘ] জুন

১৫৯. ‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে কী নামে গঠিত হয়েছিল? (জ্ঞান)
✅ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
[খ] বাংলা ভাষা সংগ্রাম পরিষদ
[গ] বাংলা ভাষা বাস্তবায়ন পরিষদ
[ঘ] পূর্ববাংলা সংগ্রাম পরিষদ

১৬০. পাকিস্তান সরকার সভা সমাবেশ নিষিদ্ধের জন্য কত ধারা জারি করে? (জ্ঞান)
[ক] ১৪০
✅ ১৪৪
[গ] ১৪৮
[ঘ] ১৬০

১৬১. গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি অগ্রাহ্য হলে কোন মাসে ঢাকায় ধর্মঘট পালিত হয়? (জ্ঞান)
✅ ফেব্রুয়ারি
[খ] মার্চ
[গ] এপ্রিল
[ঘ] জুন

১৬২. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৮ সালের মার্চ মাসের কত তারিখে সাধারণ ধর্মঘট পালিত হয়? (জ্ঞান)
[ক] ২ মার্চ
[খ] ৪ মার্চ
✅ ১১ মার্চ
[ঘ] ২০ মার্চ

১৬৩. পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৭
✅ ১৯৪৮
[গ] ১৯৪৯
[ঘ] ১৯৫০

১৬৪. ১৯৪৮ সালের ১১ মার্চ সাধারণ ধর্মঘট চলাকালে কতজনকে গ্রেফতার করা হয়? (জ্ঞান)
[ক] ৪৯
[খ] ৫৯
✅ ৬৯
[ঘ] ৭৯

১৬৫. খাজা নাজিমুদ্দীন সংগ্রাম পরিষদের সঙ্গে কত দফা চুক্তি করেছিলেন? (জ্ঞান)
[ক] ২
[খ] ৬
✅ ৮
[ঘ] ১২

১৬৬. খাজা নাজিমুদ্দীনের সাথে করা চুক্তির কত নম্বর দফায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তনের কথা বলা হয়েছে? (অনুধাবন)
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪

১৬৭. মোহাম্মদ আলী জিন্নাহ কত তারিখে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন? (জ্ঞান)
[ক] ১৯ মার্চ
[খ] ২০ মার্চ
✅ ২১ মার্চ
[ঘ] ২২ মার্চ

১৬৮. ১৯৪৮ সালের মার্চ মাসের কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৫ মার্চ
[খ] ১৯ মার্চ
[গ] ২১ মার্চ
✅ ২৪ মার্চ

১৬৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ছাত্ররা মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্যের প্রতিবাদ করে কেন? (অনুধাবন)
✅ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেওয়ায়
[খ] বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেওয়ায়
[গ] পূর্ববাংলার হিন্দুদের অবজ্ঞা করায়
[ঘ] পূর্ববাংলার মুসলমানদের অবজ্ঞা করায়

১৭০. পাকিস্তান সরকার কোন ভাষার হরফে বাংলা প্রচলনের উদ্যোগ গ্রহণ করেছিল? (জ্ঞান)
[ক] উর্দু
✅ আরবিগহিন্দি
[ঘ] তেলেগু

১৭১. পূর্ব বাংলার জনগণের ভাষাকেন্দ্রিক আন্দোলন কীসের ভিত্তি সৃষ্টি করেছিল? (অনুধাবন)
✅ বাঙালি জাতীয়তাবাদ
[খ] ছাত্রদের ঐক্য
[গ] বাঙালিদের দৃঢ়তা
[ঘ] শাসকদের সুদৃষ্টি

১৭২. পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করেছিল? (অনুধাবন)
[ক] শাসকদের সঙ্গে আঁতাত
[খ] সামরিক শক্তি অর্জন
✅ মাতৃভাষা বাংলাকে রক্ষা
[ঘ] বুদ্ধিবৃত্তিক আন্দোলন

১৭৩. ভাষা আন্দোলনের সময় নৃ-গোষ্ঠীগুলো কোন ভাষাকে সমর্থন করেছিল?
(অনুধাবন)
[ক] চাকমা ভাষা
[খ] উর্দু ভাষা
[গ] আঞ্চলিক ভাষা
✅ বাংলা ভাষা

১৭৪. ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ পুনরায় ১৯৫২ সালের ২৬ জানুয়ারি কোন নেতা এ ঘোষণা দেন? (জ্ঞান)
✅ খাজা নাজিমুদ্দীন
[খ] লিয়াকত আলী খান
[গ] মওলানা আবদুল হামিদ খান ভাসানী
[ঘ] মওলানা আকরাম খাঁ

১৭৫. মোহাম্মদ আলী জিন্নাহকে অনুকরণ করে পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন? (জ্ঞান)
[ক] মোহাম্মদ আলী
[খ] চৌধুরী মোহাম্মদ আলী
[গ] লিয়াকত আলী খান
✅ খাজা নাজিমুদ্দীন

১৭৬. প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন খানের উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে কখন ধর্মঘট পালিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪৮ সালে ১১ মার্চ
[খ] ১৯৪৮ সালের ১৫ মার্চ
[গ] ১৯৫২ সালের ২৬ জানুয়ারি
✅ ১৯৫২ সালের ৩০ জানুয়ারি

১৭৭. কত তারিখে ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়? (জ্ঞান)
[ক] ৩ ফেব্রুয়ারি
✅ ৪ ফেব্রুয়ারি
[গ] ৫ জুন
[ঘ] ৭ মে

১৭৮. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের কত তারিখে দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহবান করে? (জ্ঞান)
[ক] ৩০ জানুয়ারি
[খ] ৪ ফেব্রুয়ারি
✅ ২১ ফেব্রুয়ারি
[ঘ] ২২ ফেব্রুয়ারি

১৭৯. ১৯৫২ সালের কত তারিখ থেকে ১৪৪ ধারা জারি করা হয়? (জ্ঞান)
✅ ২১ ফেব্রুয়ারি
[খ] ২২ ফেব্রুয়ারি
[গ] ২৩ ফেব্রুয়ারি
[ঘ] ২৪ ফেব্রুয়ারি

১৮০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সভা অনুষ্ঠিত হয় কখন? (জ্ঞান)
✅ ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
[খ] ২২ ফেব্রুয়ারি, ১৯৫২
[গ] ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২
[ঘ] ৫ মে, ১৯৫২

১৮১. ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বই পড়ে তানভীর জানতে পারে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ঢাকার একটি জায়গা ছাত্রদের জনসমুদ্রে পরিণত হয়েছিল। তানভীরের বর্ণনায় তৎকালীন সময়ের কোন জায়গার চিত্র পাওয়া যায়? (প্রয়োগ)
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা
[খ] ঢাকা মেডিকেল চত্বর
[গ] রেসকোর্স ময়দান
[ঘ] কুর্মিটোলা বিমানবন্দর

১৮২. ভাষা শহিদ আব্দুস সালাম ১৯৫২ সালের কত তারিখে মারা যান? (জ্ঞান)
✅ ২১ ফেব্রুয়ারি
[খ] ২২ ফেব্রুয়ারি
[গ] ৭ মার্চ
[ঘ] ৭ এপ্রিল

১৮৩. কত তারিখে ঢাকায় বিশাল শোক র‌্যালি বের হয়? (জ্ঞান)
[ক] ২০ ফেব্রুয়ারি
[খ] ২১ ফেব্রুয়ারি
✅ ২২ ফেব্রুয়ারি
[ঘ] ২৪ ফেব্রুয়ারি

১৮৪. ঢাকায় কত তারিখে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয়? (জ্ঞান)
[ক] ২১ ফেব্রুয়ারি
✅ ২২ ফেব্রুয়ারি
[গ] ২৩ ফেব্রুয়ারি
[ঘ] ২৪ ফেব্রুয়ারি

১৮৫. ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনারটি পুলিশ ১৯৫২ সালের কত তারিখে ভেঙ্গে ফেলে? (জ্ঞান)
✅ ২৪ ফেব্রুয়ারি
[খ] ২৫ ফেব্রুয়ারি
[গ] ২৬ ফেব্রুয়ারি
[ঘ] ২৭ ফেব্রুয়ারি

১৮৬. ভাষা আন্দোলন কত সালে রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হয়? (জ্ঞান)
✅ ১৯৫২
[খ] ১৯৫৩
[গ] ১৯৫৪
[ঘ] ১৯৫৬

১৮৭. পাকিস্তান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? (জ্ঞান)
✅ ১৯৫৬
[খ] ১৯৬২
[গ] ১৯৬৬
[ঘ] ১৯৭০

১৮৮. ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছে? (জ্ঞান)
✅ জাতীয়তার উন্মেষ ঘটানো
[খ] অর্থনৈতিক মুক্তি
[গ] সাংস্কৃতিক ব্যবধান হ্রাস
[ঘ] প্রাদেশিক স্বায়ত্তশাসন

১৮৯. বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটে কীসের মাধ্যমে? (অনুধাবন)
✅ ভাষার প্রশ্নে ঐক্যবদ্ধতার মাধ্যমে
[খ] ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে
[গ] বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে
[ঘ] পাকিস্তানের প্রতি সমর্থন দানের মাধ্যমে

১৯০. পূর্ব পাকিস্তানকালীন সময়ে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ছিল? (জ্ঞান)
[ক] ধর্ম
[খ] শিক্ষা
✅ ভাষা
[ঘ] পেশা

১৯১. কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে? (জ্ঞান)
[ক] ১৯৫০
[খ] ১৯৫২
✅ ১৯৫৩
[ঘ] ১৯৫৪

১৯২. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালনের পূর্বে এ দিনটিকে কী হিসেবে পালন করা হতো? (জ্ঞান)
[ক] জাতীয় শোক দিবস
[খ] মাতৃভাষা দিবস
✅ শহিদ দিবস
[ঘ] বিজয় দিবস

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১৯৩. ভাষা আন্দোলনের ওপর লেখা সাহিত্য হলো- (অনুধাবন)
i. কবর
ii. মাটির ময়না
iii. আরেক ফাল্গুন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] ii ও iii

১৯৪. ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয় যেসব কারণে- (অনুধাবন)
i. সভা-সমাবেশ বন্ধ করতে
ii. মিছিল বন্ধ করতে
iii. ভাষা আন্দোলন বন্ধ করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৫. প্রতিবছর ২১ ফেব্রুয়ারি পালিত হয়- (অনুধাবন)
i. শহিদ দিবস হিসেবে
ii. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
iii. স্বাধীনতা দিবস হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৬. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরও দেশে ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। এর যথার্থ কারণ হিসেবে বলা যায়- (উচ্চতর দক্ষতা)
i. সম্পদের সুষম বণ্টন না করা
ii. স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা
iii. সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৭. পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা হলো-
(অনুধাবন)
i. উর্দু ভাষায় শিক্ষা বাধ্যতামূলক করা
ii. গণপরিষদে শুধু উর্দু ও ইংরেজি ভাষার ব্যবহার
iii. করাচির শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৮. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন- (অনুধাবন)
i. মোহাম্মদ আলী জিন্নাহ
ii. নাজিমুদ্দীন খান
iii. লিয়াকত আলী খান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. পাকিস্তানের স্বাধীনতার আগেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন- (অনুধাবন)
i. ড. মুহাম্মদ এনামুল হক
ii. চৌধুরী খলীকুজ্জামান
iii. ড. জিয়াউদ্দিন আহমদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০০. ভাষা আন্দোলনে যেসব সংগঠন ভূমিকা পালন করেছিল সেগুলো হলো-
(অনুধাবন)
i. গণআজাদী লীগ
ii. মাতৃভাষায় শিক্ষা বাস্তবায়ন পরিষদ
iii. তমদ্দুন মজলিস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. ভাষা আন্দোলনে সকল রাজনৈতিক দলগুলো একাত্মতা ঘোষণা করে। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. এটা ছিল সবার দাবি
ii. এটাই ছিল রাজনৈতিক স্বার্থ
iii. এটাই ছিল জাতীয় স্বার্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০২. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির উলে­খযোগ্য ঘটনা হলো- (অনুধাবন)
i. ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল
ii. মিছিলে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ
iii. মিছিলে পুলিশের গুলিবর্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৩. পুলিশের গুলির মাধ্যমে যে ভাষা আন্দোলনকে স্তব্ধ করতে চাওয়া হয়েছিল তার ফলাফল হলো- (উচ্চতর দক্ষতা)
i. সাধারণ মানুষ ভাষার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে
ii. সাধারণ মানুষ পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা প্রকাশ শুরু করে
iii. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৪. ২১শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে কবিতা লেখেন- (অনুধাবন)
i. জীবনানন্দ দাশ
ii. মাহবুব-উল-আলম চৌধুরী
iii. আলাউদ্দিন আল আজাদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. ভাষা আন্দোলনের তাৎপর্য হলো- (অনুধাবন)
i. বাংলার মানুষ অধিকার সচেতন হয়
ii. বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগ্রত হয়
iii. পরবর্তীকালের সকল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জোগায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৬ ও ২০৭ নং প্রশ্নের উত্তর দাও :
পাকিস্তান প্রতিষ্ঠার পর জনাব মিনার সাহেব প্রতিষ্ঠিত ভাষাটিকে মানতে রাজি নন। অথচ প্রশাসনের প্রতি পরতে পরতে এই ভাষাটির উলে­খযোগ্য ব্যবহার শুরু হয়।

২০৬. কোন ভাষাটিতে মিনার সাহেবের আপত্তি ছিল? (প্রয়োগ)
[ক] ইংরেজি
✅ উর্দু
[গ] বাংলা
[ঘ] আরবি

২০৭. অনুচ্ছেদে যে ভাষাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি ব্যবহৃত হতো-
(উচ্চতর দক্ষতা)
i. মানি অর্ডার ফর্মে
ii. ডাকটিকিটে
iii. মুদ্রায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৮ ও ২০৯ নং প্রশ্নের উত্তর দাও :
নাঈম মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল। একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র-শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দিচ্ছে। ছাত্ররা না, না, না-ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে।

২০৮. অনুচ্ছেদে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? (প্রয়োগ)
✅ ভাষা আন্দোলন
[খ] ঊনসত্তরের গণঅভ্যুত্থান
[গ] একাত্তরের মুক্তিযুদ্ধ
[ঘ] অসহযোগ আন্দোলন

২০৯. উক্ত আন্দোলনের মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়
ii. বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায়
iii. বাঙালিদের মনোবল নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১০ ও ২১১ নং প্রশ্নের উত্তর দাও :
টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল। তন্বী বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল। কিন্তু তার ছোট বোন দীপ্তি কেবলই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। দীপ্তির মতে ঐসব গানের শ্রোতা হচ্ছে গ্রামের লোক। তার বোনের এসব গানপ্রীতি বেমানান লাগে।

২১০. তন্বী কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত? (প্রয়োগ)
[ক] অসহযোগ আন্দোলন
[খ] খিলাফত আন্দোলন
✅ ভাষা আন্দোলন
[ঘ] স্বাধিকার আন্দোলন

২১১. উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে তন্বী হতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. দেশপ্রেমিক
ii. জাতীয়তাবাদী
iii. প্রতিবাদী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 পরিচ্ছেদ-১. ২ : বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা
◈ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে- ১৯৪৭ সালে।
◈ অসাম্প্রদায়িক বা প্রগতিশীল চেতনায় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয়- ১৯৪৯ সালের ২৩ জুন।
◈ শেখ মুজিবকে কারাগারে প্রেরণ করা হয়- ১৯৪৯ সালে।
◈ পাকিস্তানের মোট জনসংখ্যায় বাঙালি ছিল- ৫৬ শতাংশ।
◈ যুক্তফ্রন্ট গঠিত হয়- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।
◈ ১৯৫৪ সালের নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায়- ২৩৩টি।
◈ ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ইশতেহার ছিল- ২১ দফা।
◈ শেরে বাংলা এ. কে. ফজলুল হক যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন- ১৯৫৪ সালের ৩ এপ্রিল।
◈ পাকিস্তানের সামরিক শাসন জারি হয়- ১৯৫৮ সালে।
◈ যুক্তফ্রন্ট নির্বাচনের পরে ঘন ঘন সরকার পরিবর্তিত হতে থাকে- কেন্দ্র ও প্রদেশে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১২. পূর্ববাংলার জনগণ কখন পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতিতত্তে◈ র ভুলগুলো বুঝতে শুরু করে? (জ্ঞান)
[ক] বঙ্গভঙ্গের পর
[খ] বঙ্গভঙ্গ রদের পর
[গ] ভাষা আন্দোলনের পর
✅ পাকিস্তান প্রতিষ্ঠার পর

২১৩. পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি ছিল? (জ্ঞান)
[ক] ৫৪
[খ] ৫৫
✅ ৫৬
[ঘ] ৫৭

২১৪. পাকিস্তান প্রতিষ্ঠার পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে কয়টি ধারা লক্ষ করা যায়? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

২১৫. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ কত সালে গঠিত হয়? (জ্ঞান)
✅ ১৯৪৯
[খ] ১৯৫০
[গ] ১৯৫১
[ঘ] ১৯৫২

২১৬. ১৯৪৯ সালের কত তারিখে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হয়? (জ্ঞান)
[ক] ২২ জুন
✅ ২৩ জুন
[গ] ২৪ জুন
[ঘ] ২৫ জুন

২১৭. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতির দায়িত্ব গ্রহণ করেন কে? (জ্ঞান)
✅ মওলানা ভাসানী
[খ] শামসুল হক
[গ] ফজলুল হক
[ঘ] শেখ মুজিবুর রহমান

২১৮. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের’ প্রথম সাধারণ সম্পাদক হন কে? (জ্ঞান)
✅ শামসুল হক
[খ] শেখ মুজিবুর রহমান
[গ] তাজউদ্দিন আহমদ
[ঘ] মওলানা আবদুল হামিদ খান ভাসানী

২১৯. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের’ প্রথম যুগ্ম সম্পাদক হন কে? (জ্ঞান)
[ক] সৈয়দ নজরুল ইসলাম
✅ শেখ মুজিবুর রহমান
[গ] শামসুল হক
[ঘ] মওলানা আবদুল হামিদ খান ভাসানী

২২০. শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সাল থেকে একনাগাড়ে ১৯৫২ সালের কত তারিখ পর্যন্ত বন্দি ছিলেন? (জ্ঞান)
[ক] ২৪ ফেব্রুয়ারি
[খ] ২৫ ফেব্রুয়ারি
[গ] ২৬ ফেব্রুয়ারি
✅ ২৭ ফেব্রুয়ারি

২২১. কত সালে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে? (জ্ঞান)
[ক] ১৯৫৪
✅ ১৯৫৫
[গ] ১৯৫৬
[ঘ] ১৯৫৭

২২২. ষড়যন্ত্রমূলকভাবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে। এর কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)
[ক] দুর্বল মন্ত্রিসভা
[খ] মন্ত্রীদের অদক্ষতা
✅ পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য
[ঘ] মন্ত্রীদের অর্থলিপ্সা

২২৩. কখন আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ১৯৫০ সালের ৮ মে
[খ] ১৯৫৩ সালের ১৫ জুলাই
[গ] ১৯৫৩ সালের ২০ আগস্ট
✅ ১৯৫৩ সালের ১৪ নভেম্বর

২২৪. যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল কোন রাজনৈতিক দলের? (জ্ঞান)
[ক] কৃষক প্রজা পার্টির
[খ] জাতীয় কংগ্রেসের
[গ] গণতান্ত্রিক দলের
✅ আওয়ামী লীগের

২২৫. পাকিস্তান স্বাধীন হওয়ার পর প্রথম যে নির্বাচন হয়, সেখানে ‘H’ রাজনৈতিক দল ২২৩টি আসন পায়। ‘H’ রাজনৈতিক দলের নাম কী? (প্রয়োগ)
[ক] গণতন্ত্রী দল
[খ] কৃষক প্রজা পার্টি
[গ] মুসলিম লীগ
✅ যুক্তফ্রন্ট

২২৬. পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে? (জ্ঞান)
✅ ৯
[খ] ১০
[গ] ১১
[ঘ] ১২

২২৭. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কোন রাজনৈতিক দল বা জোট সরকার গঠনের বৈধতা লাভ করে? (জ্ঞান)
[ক] মুসলিম লীগ
[খ] আওয়ামী মুসলিম লীগ
[গ] কৃষক প্রজা পার্টি
✅ যুক্তফ্রন্ট

২২৮. যুক্তফ্রন্ট কয় দফা দাবি প্রণয়ন করে? (জ্ঞান)
[ক] ২০
✅ ২১
[গ] ২২
[ঘ] ২৩

২২৯. ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল? (জ্ঞান)
[ক] সেচ ব্যবস্থার উন্নয়ন
[খ] বাস্তুহারাদের পুনর্বাসন
[গ] পাট ব্যবসায়কে জাতীয়করণ
✅ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা

২৩০. যুক্তফ্রন্টের ২১ দফায় জমিদারি সম্পর্কে কী কথা বলা হয়েছিল? (জ্ঞান)
[ক] ক্ষতিপূরণসহ জমিদারি প্রথা উচ্ছেদ
✅ বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ
[গ] মুসলিমদের মধ্যে জমিদারি প্রথা বণ্টন
[ঘ] হিন্দুদের মধ্যে জমিদারি প্রথা বণ্টন

২৩১. যুক্তফ্রন্টের ২১ দফায় কী ধরনের কৃষিব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছিল? (জ্ঞান)
✅ সমবায়ভিত্তিক
[খ] প্রযুক্তিভিত্তিক
[গ] মৌজাভিত্তিক
[ঘ] সমন্বিত

২৩২. যুক্তফ্রন্টের ২১ দফার পঞ্চম দফাটি কী ছিল? (জ্ঞান)
[ক] কুটির শিল্পের সম্প্রসারণ
[খ] হস্ত শিল্পের সম্প্রসারণ
[গ] বস্ত্র শিল্পের সম্প্রসারণ
✅ লবণ শিল্পের সম্প্রসারণ

২৩৩. যুক্তফ্রন্টের ২১ দফায় কয়টি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছিল? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৩৪. বর্তমান সরকার দুর্নীতি নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের প্রতিজ্ঞার কথা পাকিস্তান আমলে কোথায় উল্লেখ করা হয়েছিল? (প্রয়োগ)
✅ যুক্তফ্রন্টের ২১ দফায়
[খ] ৬ দফায়
[গ] ছাত্রদের ১১ দফায়
[ঘ] ৫৬র সংবিধানে

২৩৫. যুক্তফ্রন্টের কত নম্বর দফায় শহিদ মিনার নির্মাণের কথা বলা হয়েছে? (অনুধাবন)
[ক] ১৫
[খ] ১৬
✅ ১৭
[ঘ] ১৮

২৩৬. ২১ দফার মাধ্যমে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতটি উপনির্বাচনে পরাজিত হলে পদত্যাগ করবে বলে ঘোষণা দেয়? (জ্ঞান)
[ক] পরপর ২টি
✅ পরপর ৩টি
[গ] যেকোনো ৩টি
[ঘ] যেকোনো ৪টি

২৩৭. কত সালে যুক্তফ্রন্টভুক্ত কৃষক-প্রজা পার্টির নেতা এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন? (জ্ঞান)
✅ ১৯৫৪ সালের ৩ এপ্রিল
[খ] ১৯৫৪ সালের ৭ এপ্রিল
[গ] ১৯৫৪ সালের ১০ এপ্রিল
[ঘ] ১৯৫৪ সালের ১৫ আগস্ট

২৩৮. পাকিস্তানের গভর্নর কখন যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে? (জ্ঞান)
✅ ১৯৫৪ সালের ৩০ মে
[খ] ১৯৫৪ সালের ১০ জুন
[গ] ১৯৫৪ সালের ৮ জুলাই
[ঘ] ১৯৫৪ সালের ১৫ আগস্ট

২৩৯. যুক্তফ্রন্ট সরকার বাতিল করে কাকে গৃহবন্দি করা হয়? (জ্ঞান)
[ক] মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে
[খ] শামসুল হককে
✅ এ কে ফজলুল হককে
[ঘ] হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে

২৪০. যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে কোন নেতাকে গ্রেফতার করা হয়েছিল? (জ্ঞান)
[ক] হোসেন শহিদ সোহরাওয়ার্দীকে
✅ শেখ মুজিবুর রহমানকে
[গ] শেরে বাংলা এ কে ফজলুল হককে
[ঘ] মওলানা ভাসানীকে

২৪১. যুক্তফ্রন্ট সরকার বাতিলের পর শেখ মুজিবসহ কতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়? (জ্ঞান)
✅ ৩০০০
[খ] ২৫০০
[গ] ২০০০
[ঘ] ১৫০০

২৪২. কীসের মাধ্যমে পূর্ববাংলার প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়? (জ্ঞান)
[ক] সংবিধান রচনা
[খ] ১৯৫৪ সালের নির্বাচনে
[গ] ঘন ঘন সরকার পতন
✅ শেখ মুজিবসহ তিনহাজার নেতাকর্মী গ্রেফতার

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪৩. পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী যেসব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণকে বঞ্চিত করে- (অনুধাবন)
i. প্রশাসনিক
ii. রাজনৈতিক
iii. অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৪. আওয়ামী মুসলিম লীগ পূর্ববাংলার জনগণের যে ধরনের স্বার্থরক্ষায় সংগ্রাম অব্যাহত রাখে- (অনুধাবন)
i. রাজনৈতিক
ii. অর্থনৈতিক
iii. সামরিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৫. ১৯৫৪ সালে ‘H’ দল ২১ দফার ভিত্তিতে নির্বাচন করে বিজয় অর্জন করে। উক্ত নির্বাচনে ‘H’ দল- (প্রয়োগ)
i. ২২৩টি আসন পায়
ii. সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে
iii. সরকার গঠন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৬. তদানীন্তন পাকিস্তানে ‘H’ দলটি ছিল দেশের প্রধান রাজনৈতিক দল। দলটি দেশের অপর অঞ্চলের জনগণকে নানাদিক দিয়ে বঞ্চিত করে। দলটির ক্ষেত্রে সঠিক তথ্যসমূহ হলো- (প্রয়োগ)
i. দলটির নাম মুসলিম লীগ
ii. দলটির প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী
iii. দলটি ১৯৫৪ সালের নির্বাচনে পরাজিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৭. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ দলটি- (অনুধাবন)
i. ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত
ii. প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক
iii. প্রথম সভাপতি শেখ মুজিবুর রহমান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৮. শেখ মুজিবুর রহমান ছিলেন ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। উক্ত দলটি- (প্রয়োগ)
i. জনগণের সার্বভৌমত্বের কথা বলে
ii. প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলে
iii. কৃষকদের মধ্যে ভূমি বণ্টনের কথা বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৯. পাকিস্তান সরকার ৩০ মে একটি মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে। এ মন্ত্রিসভা- (অনুধাবন)
i. ৫৬ দিন ক্ষমতায় ছিল
ii. ফজলুল হক মুখ্যমন্ত্রী ছিলেন
iii. মোহাম্মদ আলী জিন্নাহ বাতিল ঘোষণা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫০. ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ববাংলার জনগণ বুঝতে শুরু করে- (অনুধাবন)
i. পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র
ii. ভারত রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র
iii. দ্বিজাতিতত্তে◈ র ভুলগুলো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫১. পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী কর্তৃত্ব শুরু করে- (অনুধাবন)
i. অর্থনৈতিক ক্ষেত্রে
ii. প্রশাসনিক ক্ষেত্রে
iii. রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫২. পূর্ববাংলার স্বার্থরক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দলগুলো ছিল- (অনুধাবন)
i. আওয়ামী লীগ
ii. মুসলিম লীগ
iii. ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৩. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ- (অনুধাবন)
i. পূর্ববাংলায় দ্রুত জনপ্রিয়তা পায়
ii. পাকিস্তানি শাসকগোষ্ঠীর আস্থাভাজন হয়
iii. পাকিস্তানি শাসকদের রোষানলে পড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৪. আওয়ামী মুসলিম লীগ গঠনে এদেশের রাজনীতিতে যে পরিবর্তন পরিলক্ষিত হয়- (অনুধাবন)
i. বৈষম্য বৃদ্ধি পায়
ii. জাতীয়তাবাদের উন্মেষ ঘটে
iii. জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৫. যুক্তফ্রন্টের ২১ দফা দাবির অন্যতম দাবি হলো- (অনুধাবন)
i. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
ii. শাসন ও বিচার বিভাগ একত্রীকরণ
iii. একুশে ফেব্রুয়ারিকে শহিদ দিবস ঘোষণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৬. যুক্তফ্রন্টের ২১ দফায় যেসব বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল সেগুলো হলো- (অনুধাবন)
i. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ii. রাজশাহী বিশ্ববিদ্যালয়
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৭. যুক্তফ্রন্ট সরকার বাতিলের অজুহাত ছিল- (অনুধাবন)
i. কর্ণফুলী কাগজের কলে বাঙালি-অবাঙালি দাঙ্গা
ii. রাষ্ট্রীয় ব্যাংকে বাঙালি-অবাঙালি দাঙ্গা
iii. আদমজী পাটকলে বাঙালি-অবাঙালি দাঙ্গা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৮. যুক্তফ্রন্ট সরকার বাতিলের ফলাফল ছিল- (অনুধাবন)
i. কেন্দ্র ও প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন
ii. সামরিক শাসন জারি
iii. গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫৯ ও ২৬০ নং প্রশ্নের উত্তর দাও :
 ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব বাংলায় একটি রাজনৈতিক দল গঠন করা হয়। উক্ত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

২৫৯. অনুচ্ছেদে কোন রাজনৈতিক দল গঠনের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ আওয়ামী মুসলিম লীগ
[খ] পাকিস্তান মুসলিম লীগ
[গ] জামায়াত-ই-ইসলামী
[ঘ] নেজাম-ই-ইসলামী

২৬০. উক্ত রাজনৈতিক দল পূর্ববাংলার জনগণের- (উচ্চতর দক্ষতা)
i. অর্থনৈতিক স্বার্থ রক্ষায় আন্দোলন করে
ii. রাজনৈতিক স্বার্থ রক্ষায় আন্দোলন করে
iii. আশা-আকাঙক্ষার ভিত্তিতে কর্মসূচি প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬১ ও ২৬২ নং প্রশ্নের উত্তর দাও :
পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানাবাঁধতে থাকে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে নির্বাচনকে সামনে রেখে ১৯৫৪ সালে একটি জোট গঠন করে।

২৬১. অনুচ্ছেদে উল্লিখিত রাজনৈতিক জোটটির নাম কী ছিল? (প্রয়োগ)
✅ যুক্তফ্রন্ট
[খ] চারদলীয় জোট
[গ] মহাজোট
[ঘ] সাতদলীয় জোট

২৬২. এ জোটের অন্যতম নির্বাচনি কর্মসূচি ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া
ii. ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা
iii. পাটশিল্প জাতীয়করণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 পরিচ্ছেদ-১. ৩ : সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ
◈ পাকিন্তানে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে নস্যাৎ করার জন্য তৎপরতা চালায়- পশ্চিম পাকিস্তান ভিত্তিক সামরিক বেসামরিক গোষ্ঠী।
◈ জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন- ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।
◈ ‘মৌলিক গণতন্ত্র ব্যবস্থার’ প্রবর্তক- জেনারেল আইয়ুব খান।
◈ ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের স্থায়িত্ব ছিল- ১৭ দিন।
◈ ১৯৬৬ সালে উত্থাপিত ছয় দফাকে বলা হয়- পূর্ব বাংলার মুক্তির সনদ।
◈ আগরতলা মামলায় ৩৫ জন আসামীর মধ্যে প্রধান ছিলেন- বঙ্গবন্ধু।
◈ বঙ্গবন্ধুকে আগরতলা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়- ১৯৬৯ এর ২২ ফেব্রুয়ারি।
◈ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৯টি আসনের মধ্যে পায়- ১৬৭টি আসন।
◈ ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে অপরিসীম গুরুত্ব ছিল- ১৯৭০ সালের নির্বাচন।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৩. কত তারিখে ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করেন? (জ্ঞান)
[ক] ৫ অক্টোবর
✅ ৭ অক্টোবর
[গ] ৫ নভেম্বর
[ঘ] ৭ ডিসেম্বর

২৬৪. ১৯৫৮ সালে কে সামরিক আইন জারি করেন? (জ্ঞান)
✅ ইস্কান্দার মীর্জা
[খ] আইয়ুব খান
[গ] মোহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] গোলাম মোহাম্মদ

২৬৫. ইস্কান্দার মীর্জাকে জেনারেল আইয়ুব খান কত তারিখে উৎখাত করেন? (জ্ঞান)
[ক] ২১ অক্টোবর খ ২৩ অক্টোবর
[গ] ২৫ অক্টোবর ✅ ২৭ অক্টোবর

২৬৬. ১৯৫৮ সালের কত তারিখে আইয়ুব খান ক্ষমতা দখল করেছিলেন? (জ্ঞান)
[ক] ২৫ অক্টোবর
[খ] ২৬ অক্টোবর
✅ ২৭ অক্টোবর
[ঘ] ২৮ অক্টোবর

২৬৭. জনাব ‘H’ তার দেশের প্রেসিডেন্টকে অপসারণ করে ক্ষমতা দখল করে এবং নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করে। জনাব ‘H’ পাকিস্তানের কোন শাসকের প্রতিনিধি? (প্রয়োগ)
[ক] মোহাম্মদ আলী জিন্নাহ
✅ আইয়ুব খান
[গ] ইয়াহিয়া খান
[ঘ] ইস্কান্দার মীর্জা

২৬৮. আইয়ুব খান কাকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিলেন? (জ্ঞান)
[ক] লিয়াকত আলী খান
✅ ইস্কান্দার মীর্জা
[গ] মোহাম্মদ আলী বগুড়া
[ঘ] ফিরোজ খান নুন

২৬৯. আইয়ুব খান ক্ষমতা দখল করে কাকে দেশত্যাগে বাধ্য করেছিলেন? (জ্ঞান)
[ক] লিয়াকত আলী খান
✅ ইস্কান্দার মীর্জা
[গ] মোহাম্মদ আলী বগুড়া
[ঘ] ফিরোজ খান নুন

২৭০. আইয়ুব খান প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে নিজেকে কী হিসেবে ঘোষণা করেন? (জ্ঞান)
✅ প্রধান সামরিক আইন প্রশাসক
[খ] সামরিক আইন প্রশাসক
[গ] গভর্নর জেনারেল
[ঘ] কেন্দ্রীয় আইন প্রশাসক

২৭১. আইয়ুব খান ‘মৌলিক গণতন্ত্র’ ব্যবস্থা চালু করেন কেন? (অনুধাবন)
✅ সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য
[খ] রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য
[গ] অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য
[ঘ] নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য

২৭২. আইয়ুব খান নিচের কোন ব্যবস্থাটি চালু করেন? (জ্ঞান)
[ক] সমাজতন্ত্র
✅ মৌলিক গণতন্ত্র
[গ] সংসদীয় গণতন্ত্র
[ঘ] রাজতন্ত্র

২৭৩. আইয়ুব খানের সময়ে প্রাদেশিক ও জাতীয় পরিষদ নির্বাচনে ভোটার বা নির্বাচকমণ্ডলী ছিল কত হাজার? (জ্ঞান)
[ক] ৭০
[খ] ৭৫
✅ ৮০
[ঘ] ৮৫

২৭৪. আইয়ুব খান প্রাদেশিক ও জাতীয় পরিষদ এবং প্রেসিডেন্ট নির্বাচনে কোন সদস্যদের দ্বারা নির্বাচকমন্ডলী গঠন করেছিলেন? (জ্ঞান)
[ক] পুরুষ ভোটারদের
✅ ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের
[গ] এসএসসি পাস ভোটারদের
[ঘ] পশ্চিম পাকিস্তানি ভোটারদের

২৭৫. আইয়ুব খান ৮০ হাজার ইউনিয়ন কাউন্সিল সদস্যদের ভোটে কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন? (জ্ঞান)
[ক] ১৯৬২
[খ] ১৯৬৩
[গ] ১৯৬৪
✅ ১৯৬৫

২৭৬. পাকিস্তান রাষ্ট্রটির জন্মের পর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর মধ্যে কোন বিষয়টি পরিলক্ষিত হয়? (জ্ঞান)
[ক] সাংবিধানিক শাসন
✅ বৈষম্যমূলক আচরণ
[গ] নিয়মতান্ত্রিক শাসন
[ঘ] গণতান্ত্রিক আচরণ

২৭৭. পাকিস্তান আমলে বাজেটে বরাদ্দের চিত্রটি বিশ্লেষণ করলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কোন বিষয়টি ফুটে ওঠে? (উচ্চতর দক্ষতা)
[ক] উদারনীতি
[খ] গণতান্ত্রিকনীতি
✅ বৈষম্যনীতি
[ঘ] সাম্যনীতি

২৭৮. ১৯৫৫-৫৬ সাল থেকে ১৯৫৯-৬০ সাল পর্যন্ত পূর্বপাকিস্তান মোট বাজেট বরাদ্দের কত টাকা লাভ করেছিল? (জ্ঞান)
[ক] ১১২ কোটি
[খ] ১১২ কোটি ২ লাখ ৫০ হাজার
[গ] ১১৩ কোটি
✅ ১১৩ কোটি ৩ লাখ ৮০ হাজার

২৭৯. ১৯৫৫-৫৬ সাল থেকে ১৯৫৯-৬০ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান মোট বাজেট বরাদ্দের কত টাকা পেয়েছিল? (জ্ঞান)
[ক] ৩০০ কোটি
[খ] ৪০০ কোটি
✅ ৫০০ কোটি
[ঘ] ৬০০ কোটি

২৮০. ১৯৬০-৬১ সাল থেকে ১৯৬৪-৬৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানকে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল? (জ্ঞান)
[ক] ৮,৪৮০ মিলিয়ন
[খ] ৭,৪৮০ মিলিয়ন
✅ ৬,৪৮০ মিলিয়ন
[ঘ] ৫,৪৮০ মিলিয়ন

২৮১. ১৯৬০-৬১ থেকে ১৯৬৪-৬৫ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানকে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল? (জ্ঞান)
[ক] ২১,২৩০ মিলিয়ন
✅ ২২,২৩০ মিলিয়ন
[গ] ২৩,২৩০ মিলিয়ন
[ঘ] ২৪,২৩০ মিলিয়ন

২৮২. ১৯৬৬ সালে শিল্পে বাঙালিদের অবস্থান কত শতাংশ ছিল? (জ্ঞান)
[ক] ২৪.৪%
[খ] ২৮.১%
[গ] ২২.৭%
✅ ২৫.৭%

২৮৩. ১৯৬৬ সালে পাকিস্তানের স্বরাষ্ট্র খাতে কত ভাগ বাঙালি ছিলেন? (জ্ঞান)
✅ ২২.৭%
[খ] ২৩.৬৫%
[গ] ২৫.৩ %
[ঘ] ২৭.৮%

২৮৪. পাকিস্তানের শিক্ষাক্ষেত্রে মোট অফিসারের কত শতাংশ বাঙালি ছিলেন? (জ্ঞান)
[ক] ২১.১%
✅ ২৭.৩%
[গ] ২২.৬%
[ঘ] ২১.২%

২৮৫. পাকিস্তানের সেনাবাহিনীতে মোট অফিসারের শতকরা কত ভাগ বাঙালি ছিলেন? (জ্ঞান)
✅ ৫
[খ] ১০
[গ] ১৫
[ঘ] ২০

২৮৬. পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে সাধারণ সৈনিকের কত শতাংশ বাঙালি ছিলেন? (জ্ঞান)
[ক] ৩
✅ ৪
[গ] ৭
[ঘ] ১০

২৮৭. পাকিস্তানি বিমানবাহিনীর পাইলটদের শতকরা কত ভাগ পাইলট বাঙালি ছিলেন? (জ্ঞান)
[ক] ১০
✅ ১১
[গ] ১৩
[ঘ] ১৫

২৮৮. পূর্ববাংলায় পাকিস্তান আমলে মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে কেন? (অনুধাবন)
[ক] রাজনৈতিক সংঘাতের কারণে
✅ বৈষম্যমূলক নীতির কারণে
[গ] সাংস্কৃতিক বৈষম্যের কারণে
[ঘ] শিক্ষার অভাবে

২৮৯. আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে কত সালে পূর্ববাংলায় আন্দোলন শুরু হয়? (জ্ঞান)
✅ ১৯৬১
[খ] ১৯৬২
[গ] ১৯৬৩
[ঘ] ১৯৬৪

২৯০. ছাত্রসমাজ কত সালে আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে? (জ্ঞান)
[ক] ১৯৬০
[খ] ১৯৬১
✅ ১৯৬২
[ঘ] ১৯৬৩

২৯১. ১৯৬২ সালে আইয়ুবের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে কারা প্রতিবাদমুখর হয়ে ওঠে? (জ্ঞান)
[ক] সাধারণ জনগণ
[খ] বুদ্ধিজীবী শ্রেণি
[গ] রাজনৈতিক নেতৃবৃন্দ
✅ ছাত্রসমাজ

২৯২. ১৯৬২ সালে আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ প্রতিবাদমুখর হয়ে ওঠে। এর যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি
✅ পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য
[গ] পশ্চিম পাকিস্তানের প্রতি বৈষম্য
[ঘ] প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি

২৯৩. ছাত্রসমাজ ১৯৬২ সালে কত দফা ঘোষণা করে? (জ্ঞান)
[ক] ১১
[খ] ১২
[গ] ১৪
✅ ১৫

২৯৪. ‘এনডিএফ’ এর পূর্ণরূপ কী? (উচ্চতর দক্ষতা)
✅ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট
[খ] ন্যাশনাল ডেভলপমেন্ট ফ্রন্ট
[গ] ন্যাশনাল ডেমোক্রেটিক ফান্ড
[ঘ] ন্যাশনাল ডেভলপমেন্ট ফান্ড

২৯৫. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে ভোটার ছিল কত কোটি? (জ্ঞান)
[ক] ৩. ১৫
✅ ৩. ২২
[গ] ৩. ২৫
[ঘ] ৩. ৩৫

২৯৬. কত সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৬৪
✅ ১৯৬৫
[ঘ] ১৯৬৬

২৯৭. ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ কত দিন অব্যাহত ছিল? (জ্ঞান)
[ক] ২১
[খ] ১৯
✅ ১৭
[ঘ] ১৫

২৯৮. ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে পূর্ব পাকিস্তান কীরূপ অবস্থায় ছিল? (জ্ঞান)
[ক] সুরক্ষিত
[খ] ভারত বিরোধী
✅ অরক্ষিত
[ঘ] দুর্যোগ কবলিত

২৯৯. স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে বাঙালি কীরূপ রাজনীতির প্রতি আকৃষ্ট হয়? (জ্ঞান)
[ক] মৌলবাদী
[খ] সহিংস
✅ জাতীয়তাবাদী
[ঘ] অসহিংস

৩০০. কখন ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি ঘোষিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৪০ সালে
[খ] ১৯৫৬ সালে
[গ] ১৯৬৫ সালে
✅ ১৯৬৬ সালে

৩০১. কখন লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৬ সালের ২-৩ ফেব্রুয়ারি
[খ] ১৯৬৬ সালের ৩-৪ ফেব্রুয়ারি
[গ] ১৯৬৬ সালের ৪-৫ ফেব্রুয়ারি
✅ ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি

৩০২. শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কোন শহরে ছয়দফা পেশ করেছিলেন? (জ্ঞান)
[ক] করাচি
[খ] রাওয়ালপিন্ডি
[গ] পেশোয়ার
✅ লাহোর

৩০৩. ১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে কে যোগদান করেন? (জ্ঞান)
[ক] শামসুল হক
✅ শেখ মুজিবুর রহমান
[গ] মওলানা আব্দুল হামিদ খান
[ঘ] এ কে ফজলুল হক

৩০৪. ৬ দফা দাবি উপস্থাপন করেন কে? (জ্ঞান)
✅ শেখ মুজিবুর রহমান
[খ] শামসুল হক
[গ] ফজলুল হক
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৩০৫. ৬ দফা প্রস্তাবে প্রথম দফাটিতে কোন প্রসংগটি স্থান পেয়েছিল? (উচ্চতর দক্ষতা)
[ক] কর ধার্যকরণ
[খ] মুদ্রা
[গ] কেন্দ্রীয় সরকার
✅ কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা

৩০৬. ৬ দফা অনুসারে কেন্দ্রীয় সরকারের হাতে কয়টি বিষয় থাকবে? (জ্ঞান)
[ক] ৫
[খ] ৪
[গ] ৩
✅ ২

৩০৭. ৬ দফা প্রস্তাবে প্রতিরক্ষার পাশাপাশি অপর কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নিকট হস্তান্তরের কথা বলা হয়েছিল? (জ্ঞান)
[ক] স্বরাষ্ট্র
✅ পররাষ্ট্র
[গ] অর্থ
[ঘ] যোগাযোগ

৩০৮. ৬ দফা প্রস্তাবে কর ধার্য করার ক্ষমতা কার কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছিল? (জ্ঞান)
[ক] কেন্দ্রীয় সরকার
[খ] পররাষ্ট্র মন্ত্রণালয়
✅ আঞ্চলিক সরকার
[ঘ] জাতীয় রাজস্ব বোর্ড

৩০৯. ৬ দফার প্রস্তাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার মালিক হিসেবে কার কথা বলা হয়েছিল? (জ্ঞান)
✅ অঙ্গরাজ্য
[খ] কেন্দ্রীয় সরকার
[গ] অর্থ মন্ত্রণালয়
[ঘ] জাতীয় রাজস্ব বোর্ড

৩১০. কোনটিকে পূর্ববাংলার জাতীয় মুক্তির সনদ বলা হতো? (জ্ঞান)
[ক] ছাত্রদের ১১ দফা
[খ] যুক্তফ্রন্টের ২১ দফা
✅ বঙ্গবন্ধুর ৬ দফা
[ঘ] ছাত্রসমাজের ১৫ দফা

৩১১. সশস্ত্র সংগ্রাম ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব না। এটি কে বিশ্বাস করতেন? (অনুধাবন)
[ক] মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
[খ] শামসুল হক
✅ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] শাহেদ আলী

৩১২. ‘আগরতলা’ মামলার এক নম্বর আসামি কাকে করা হয়? (জ্ঞান)
[ক] শামসুল হককে
[খ] এ কে ফজলুল হককে
✅ শেখ মুজিবুর রহমানকে
[ঘ] তোফায়েল আহমদকে

৩১৩. কত সালে ‘আগরতলা’ মামলা করা হয়? (জ্ঞান)
[ক] ১৯৬৭ ✅ ১৯৬৮
[গ] ১৯৬৯
[ঘ] ১৯৭০

৩১৪. ঐতিহাসিক আগরতলা মামলার শুনানি কবে শুরু হয়েছিল? (জ্ঞান)
✅ ১৯৬৮ সালের ১৯ জুন
[খ] ১৯৬৮ সালের ২০ জুন
[গ] ১৯৬৮ সালের ২১ জুন
[ঘ] ১৯৬৮ সালের ২২ জুন

৩১৫. ‘আগরতলা’ মামলার বিরুদ্ধে ছাত্রসমাজ কয় দফা পেশ করে? (জ্ঞান)
[ক] ২১
[খ] ১৫
✅ ১১
[ঘ] ৬

৩১৬. কত সালে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] ১৯৫২
[খ] ১৯৬২
[গ] ১৯৬৬
✅ ১৯৬৯

৩১৭. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আসাদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? (জ্ঞান)
✅ ঢাকা
[খ] রাজশাহী
[গ] চট্টগ্রাম
[ঘ] ইসলামী

৩১৮. ১৯৭০ সালের কত তারিখে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ১৭ ডিসেম্বর
[খ] ২৩ নভেম্বর
[গ] ১১ ডিসেম্বর
[ঘ] ১৯ ডিসেম্বর

৩১৯. ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? (জ্ঞান)
[ক] ঢাকা
✅ রাজশাহী
[গ] চট্টগ্রাম
[ঘ] ইসলামী

৩২০. আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের কত তারিখে মুক্তি দিতে বাধ্য হন? (জ্ঞান)
[ক] ১২ জানুয়ারি
✅ ২২ ফেব্রুয়ারি
[গ] ৭ মার্চ
[ঘ] ১২ মার্চ

৩২১. কত তারিখে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? (জ্ঞান)
[ক] ২ মার্চ
[খ] ২৫ ফেব্রুয়ারি
[গ] ২৬ মার্চ
✅ ২৩ ফেব্রুয়ারি

৩২২. কোথায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়? (জ্ঞান)
✅ রেসকোর্স ময়দানে
[খ] টাঙ্গাইলে
[গ] পল্টনে
[ঘ] তেজগাঁওয়ে

৩২৩. ১৯৬৯ সালে কাদের পক্ষ থেকে শেখ মুজিবকে রেসকোর্স ময়দানে সংবর্ধনা দেওয়া হয়? (জ্ঞান)
✅ ছাত্র সংগ্রাম পরিষদ
[খ] তমদ্দুন মজলিস
[গ] রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
[ঘ] সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

৩২৪. আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলে উক্ত পদে কে আসীন হন? (জ্ঞান)
[ক] ফাতেমা জিন্নাহ
[খ] জুলফিকার আলী ভুট্টো
✅ ইয়াহিয়া খান
[ঘ] মোহাম্মদ আলী জিন্নাহ

৩২৫. পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা-ভাবনার বিকাশ ঘটে কেন? (অনুধাবন)
[ক] ১৯৫৪ সালের নির্বাচনে জয় লাভ করায়
[খ] ভাষা আন্দোলনের কারণে
[গ] ১৯৫৬ সালের সংবিধানের কারণে
✅ গণঅভ্যুত্থানের কারণে

৩২৬. পাকিস্তানের ১৯৭০ সালের নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দেয় কেন? (অনুধাবন)
✅ ইতোপূর্বে নির্বাচন না হওয়ায়
[খ] ঘন ঘন সরকার বদল হওয়ায়
[গ] মন্ত্রিসভার ঘন ঘন পতন হওয়ায়
[ঘ] মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায়

৩২৭. কত তারিখে তদানীন্তন পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
✅ ৭ ডিসেম্বর
[খ] ৭ মার্চ
[গ] ৭ নভেম্বর
[ঘ] ৭ আগস্ট

৩২৮. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মোট ভোটার ছিল কতজন? (জ্ঞান)
✅ ৫. ৬৪ কোটি
[খ] ৫. ৭০ কোটি
[গ] ৬. ৬৪ কোটি
[ঘ] ৬. ৭০ কোটি

৩২৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কামাল সাহেব ভোট প্রদান করেন। তিনি কোন নীতির ভিত্তিতে ভোট দেন? (প্রয়োগ)
✅ এক ব্যক্তি এক ভোট নীতি
[খ] অসাম্যনীতি
[গ] বৈষম্যনীতি
[ঘ] সাম্যনীতি

৩৩০. ৬ দফার পক্ষে নির্বাচনকে গণভোট হিসেবে অভিহিত করে কোন দল? (জ্ঞান)
[ক] ন্যাপ
[খ] ডেমোক্রেটিক পার্টি
[গ] জামায়াত-ই-ইসলামি
✅ আওয়ামী লীগ

৩৩১. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন নির্ধারিত ছিল? (জ্ঞান)
[ক] ১৬৬
[খ] ১৬৭
[গ] ১৬৮
✅ ১৬৯

৩৩২. ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট আসন ছিল কত? (জ্ঞান)
[ক] ২৫০
[খ] ২৭০
[গ] ২৮০
✅ ৩০০

৩৩৩. ১৯৭০ সালে অনুষ্ঠিত পাকিস্তানের দুটি নির্বাচনে ‘H’ দল নিরঙ্কুশ জয় লাভ করে। ‘H’ দলটির নাম কী? (প্রয়োগ)
[ক] গণতন্ত্রী দল
[খ] মুসলিম লীগ
[গ] পাকিস্তান কংগ্রেস
✅ আওয়ামী লীগ

৩৩৪. বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে কীসের মাধ্যমে? (অনুধাবন)
[ক] ৬ দফা আন্দোলন
✅ ’৭০-এর নির্বাচনে বিজয়
[গ] ’৫২-এর ভাষা আন্দোলন
[ঘ] ১৯৫৬ সালের সংবিধান

৩৩৫. কত সালে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে? (জ্ঞান)
[ক] ১৯৬৮
[খ] ১৯৬৯
[গ] ১৯৭০
✅ ১৯৭১

৩৩৬. আইয়ুব খান পূর্ব ঘোষিত কত সালের সাধারণ নির্বাচন স্থগিত করেন? (জ্ঞান)
[ক] ১৯৫৮
✅ ১৯৫৯
[গ] ১৯৬০
[ঘ] ১৯৭০

৩৩৭. কত সালে গণঅভ্যুত্থান ঘটে? (জ্ঞান)
[ক] ১৯৬৬
[খ] ১৯৬৭
[গ] ১৯৬৮
✅ ১৯৬৯

৩৩৮. ব্যবসায়-বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় পিছিয়ে পড়ে কেন? (অনুধাবন)
[ক] শিক্ষার অভাবে
✅ অর্থনৈতিক বৈষম্যের কারণে
[গ] শিল্পনীতির অভাবে
[ঘ] দুর্যোগের কারণে

৩৩৯. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কোন ধরনের আন্দোলনের রূপ পরিগ্রহ করে? (জ্ঞান)
[ক] নিয়মতান্ত্রিক
[খ] অহিংস
[গ] সাংবিধানিক
✅ বিপ্লবাত্মক

৩৪০. ১৯৫৫-৫৬ সাল থেকে ১৯৫৯-৬০ সাল পর্যন্ত একটি প্রদেশে সরকার ১১৩ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়। প্রদেশটির নাম কী? (প্রয়োগ)
✅ পূর্ব পাকিস্তান
[খ] অন্ধ্রপ্রদেশ
[গ] পশ্চিমবঙ্গ
[ঘ] বেলুচিস্তান

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৪১. পাকিস্তানের সংসদ ও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি- (অনুধাবন)
i. পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর জন্য
ii. পূর্ব পাকিস্তানের জনগণের জন্য
iii. সামরিক বাহিনীর ষড়যন্ত্রের কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪২. আইয়ুব খান সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করতে যে ধরনের পদক্ষেপ নেন- (অনুধাবন)
i. ৮০ হাজার সদস্যের মাধ্যমে নির্বাচন
ii. হ্যাঁ-না ভোটের ব্যবস্থা
iii. শুধু জাতীয় পরিষদ নির্বাচন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৩. পাকিস্তান সৃষ্টির পূর্বে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় যেসব ক্ষেত্রে অগ্রসর ছিল- (অনুধাবন)
i. অর্থনৈতিক
ii. সামাজিক
iii. শিক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৪. বৈষম্যমূলক নীতির কারণে পশ্চিম পাকিস্তানের তুলনায় যেসব ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পিছিয়ে পড়ে- (অনুধাবন)
i. অর্থনৈতিক
ii. প্রতিরক্ষা
iii. প্রশাসনিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৫. পাকিস্তান সৃষ্টির আগে পূর্ববাংলা পশ্চিম পাকিস্তানের তুলনায় শিক্ষার ক্ষেত্রে এগিয়ে ছিল- (অনুধাবন)
i. প্রাথমিক শিক্ষায়
ii. মাধ্যমিক শিক্ষায়
iii. উচ্চতর শিক্ষায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৬. ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের শাসকগোষ্ঠী যেসব বিষয়ে অভিযোগ তোলে- (অনুধাবন)
i. রবীন্দ্র সংগীত হিন্দু সংস্কৃতি
ii. নজরুল ইসলামের গানে হিন্দুয়ানি
iii. ইসলাম বিপন্ন হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৭. ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে বাঙালি ছিল- (অনুধাবন)
i. দেশরক্ষায় ৮. ১%
ii. আইন ক্ষেত্রে ১৯%
iii. স্বাস্থ্যক্ষেত্রে ১৯%

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৮. পাকিস্তানের কেন্দ্র ও প্রদেশে ঘন ঘন সরকার পতনের পিছনে যৌক্তিক কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. শাসকগোষ্ঠীর চক্রান্ত
ii. বিমানবাহিনীর ষড়যন্ত্র
iii. সামরিক বাহিনীর চক্রান্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৯. আইয়ুব খান ক্ষমতা দখল করে যে ঘোষণা দেন তাতে যে বিষয়টি ফুটে উঠেছে- (অনুধাবন)
i. গণতন্ত্রপ্রীতি
ii. নির্বাচন স্থগিত করা
iii. দুর্নীতি হ্রাসের আশাবাদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫০. ৬ দফা দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের যে বিষয়টি ফুটে উঠেছে- (অনুধাবন)
i. স্বায়ত্তশাসনের দাবি
ii. সর্বজনীন ভোটাধিকারের দাবি
iii. আধাসামরিক বাহিনীর প্রয়োজনীয়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫১. পাকিস্তানে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে দুর্বল করার জন্য ভূমিকা রেখেছিল- (অনুধাবন)
i. পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী
ii. রাজনৈতিক নেতৃবৃন্দ
iii. সামরিক বাহিনী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫২. ক্ষমতা দখল করে আইয়ুব খান নিজে যে সব পদে অধিষ্ঠিত ছিলেন তা হলো- (অনুধাবন)
i. প্রেসিডেন্ট
ii. প্রধান সামরিক আইন প্রশাসক
iii. সেনাপ্রধান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৩. পূর্ব পাকিস্তানে সামরিক শাসন জারির পর- (অনুধাবন)
i. ১৯৫৬ সালে গৃহীত সংবিধান বাতিল করা হয়
ii. কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়
iii. মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৪. প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে আইয়ুব খান - (অনুধাবন)
i. নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা দেন
ii. রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেন
iii. ১৯৫৯ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৫. উনসত্তরের গণঅভ্যুত্থানে যুক্ত হয়- (অনুধাবন)
i. সকল গণতান্ত্রিক দল
ii. পেশাজীবী সংগঠন
iii. সকল স্তরের মানুষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৬. গণঅভ্যুত্থান আন্দোলনে যুক্ত হতে গিয়ে শহিদ হন- (অনুধাবন)
i. মওলানা ভাসানী
ii. আসাদ
iii. ড. শামসুজ্জোহা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫৭. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়ে- (অনুধাবন)
i. আগরতলা মামলা প্রত্যাহারে
ii. ১৯৭০ সালের নির্বাচনে
iii. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৮. পূর্ববাংলার জনগণ স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে-
(অনুধাবন)
i. নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য
ii. নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য
iii. নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫৯. পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে - (অনুধাবন)
i. পূর্ব পাকিস্তানে আন্দোলন দানাবেঁধে ওঠে
ii. বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে
iii. পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬০. জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - (অনুধাবন)
i. সামরিক শাসনবিরোধী আন্দোলন গড়ে তোলে
ii. সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়
iii. ১২ দফা কর্মসূচি প্রণয়ন করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬১. ঐতিহাসিক আগরতলা মামলার আসামি ছিলেন- (অনুধাবন)
i. সামরিক কর্মকর্তাগণ
ii. বেসামরিক কর্মকর্তাগণ
iii. প্রাক্তন সামরিক কর্মকর্তাগণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৬২. ১৯৭০ সালের নির্বাচনে - (অনুধাবন)
i. আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে
ii. পাকিস্তানের স্বার্থান্বেষী মহলের পরাজয় ঘটে
iii. বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৩ ও ৩৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ৩টি সদরদপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা ৫ ভাগ ছিলেন বাঙালি। সেনাবাহিনীর মাত্র ৪ ভাগ লোক বাঙালি ছিলেন। সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে।

৩৬৩. অনুচ্ছেদে পাকিস্তানি শাসকগোষ্ঠীর কোন বৈষম্যের দিকটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
[ক] অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য
✅ সামরিক ক্ষেত্রে বৈষম্য
[গ] প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য
[ঘ] রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য

৩৬৪. উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো- (উচ্চতর দক্ষতা)
i. পশ্চিম পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত
ii. পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত
iii. পূর্ব পাকিস্তানিরা নিরাপত্তাহীনতায় ভুগত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৫ ও ৩৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
মুশফিক দশ টাকার কাগুজে নোটে একজন নেতার ছবি দেখে। যিনি ৬ দফা দাবি পাকিস্তানি শাসকদের কাছে তুলে ধরেছিলেন।

৩৬৫. মুশফিক দশ টাকার কাগুজে নোটে কার ছবি দেখতে পেয়েছে? (প্রয়োগ)
[ক] জিয়াউর রহমান
[খ] মওলানা ভাসানী
✅ শেখ মুজিবুর রহমান
[ঘ] হোসেন শহিদ সোহরাওয়ার্দী

৩৬৬. অনুচ্ছেদে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার বিষয়বস্তু ছিল- (উচ্চতর দক্ষতা)
i. বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণ
ii. বৈদেশিক সাহায্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা
iii. রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৭ ও ৩৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
রিমির দাদা ছিলেন লে. কর্নেল মোয়াজ্জেম হোসাইন। তিনি পাকিস্তানি শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়েছিলেন। এ মামলায় শেখ মুজিবুর রহমানসহ সামরিক বাহিনীর অনেক অফিসারও গ্রেফতার হন। পরবর্তীতে আন্দোলনের মুখে পাকিস্তানি সরকার এ মামলা তুলে নিতে বাধ্য হয়।

৩৬৭. অনুচ্ছেদে উল্লিখিত মামলাটি ইতিহাসে কী নামে পরিচিত? (প্রয়োগ)
✅ আগরতলা ষড়যন্ত্র মামলা
[খ] ঢাকা ষড়যন্ত্র মামলা
[গ] কলকাতা ষড়যন্ত্র মামলা
[ঘ] মেহেরপুর ষড়যন্ত্র মামলা

৩৬৮. উক্ত মামলা দায়েরের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠী যা হাসিল করতে চেয়েছিল তা হলো- (উচ্চতর দক্ষতা)
i. শেখ মুজিবুর রহমান ও অন্যদের অত্যাচার করা
ii. গোপন বিচারে অভিযুক্তদের ফাঁসি দেওয়া
iii. ৬ দফা আন্দোলন দমন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬৯ ও ৩৭০ নং প্রশ্নের উত্তর দাও :
মিজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে একটি ছাত্র সংগঠনের মিছিল দেখতে পায়। মিছিলটিতে অল্পসংখ্যক ছাত্রছাত্রী। তারা বিশ্ববিদ্যালয়ের বেতন বৃদ্ধির প্রতিবাদে মিছিল বের করেছে।

৩৬৯. মিজানের দেখা মিছিলটির সাথে বাংলার কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
[ক] ৬ দফা আন্দোলন
✅ ১১ দফা আন্দোলন
[গ] ভাষা আন্দোলন
[ঘ] গণঅভ্যুত্থান

৩৭০. অনুচ্ছেদের সাথে সামঞ্জ্যপূর্ণ আন্দোলনটির শিক্ষা সম্পর্কিত দাবি ছিল-
(উচ্চতর দক্ষতা)
i. জাতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিল
ii. কালাকানুন বাতিল
iii. শিক্ষা ব্যয় সংকোচন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭১ ও ৩৭২ নং প্রশ্নের উত্তর দাও :
মিশরীয় স্বৈরশাসকের নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে মিশরীয় জনগণ স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। প্রতিবাদ একসময় রাজতান্ত্রিক স্বৈরশাসকের পতন ঘটায়। ফলে মিশরে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

৩৭১. অনুচ্ছেদের মিশরীয় ঘটনাটির সাথে বাংলার ইতিহাসের কোন ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ? (প্রয়োগ)
✅ ঊনসত্তরের গণঅভ্যুত্থান
[খ] ভাষা আন্দোলন
[গ] ৬ দফা আন্দোলন
[ঘ] ১১ দফা আন্দোলন

৩৭২. মিশরীয় জনগণের প্রতিবাদের সাথে বাংলার ইতিহাসের সংশ্লিষ্ট ঘটনাটিতে বাংলার জনগণের সামঞ্জস্যপূর্ণ প্রতিবাদ ছিল- (উচ্চতর দক্ষতা)
i. গণতন্ত্র বাস্তবায়ন
ii. অর্থনৈতিক বৈষম্যের অবসান
iii. সামরিক চক্রের কর্তৃত্ব বিলুপ্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide