SSC বাংলা ১ম পত্র বহুনির্বাচনি (mcq) বোর্ড প্রশ্ন সমাধান pdf download

বোর্ড প্রশ্ন
এসএসসি পরীক্ষা 
বিষয়: বাংলা ১ম পত্র 
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১০১ 

সময়: ৩০ মিনিট             পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবে না।]

SSC Bangla 1st Paper
Board Question
MCQ
Question and Answer pdf download

১. ‘মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না’- উক্তিটি কার?
ক. বুধার 
খ. কুন্তির
গ. ফুলকলির 
ঘ. শাহাবুদ্দিনের
উত্তরঃ খ. কুন্তির
 
২. ‘নিশিন্দা’ অর্থ কী?
ক. ধানের মঞ্জরী 
খ. নিঝুম রাত
গ. গ্রামীণ এক ধরনের গাছ
ঘ. ভেষজ ঔষধ
উত্তরঃ গ. গ্রামীণ এক ধরনের গাছ
 
৩. মমতাদির ক্ষেত্রে প্রযোজ্য-
i. শব্দহীন
ii. নির্বিকার
iii. অনুভূতিহীন
 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. ii ও iii 
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
 
৪. ‘আয়ু যেন শৈবালের নীর’- এর পরের চরণ কোনটি?
ক. কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ
খ. সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে
গ. মানব-জনম সার, এমন পাবে না আর
ঘ. সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ
উত্তরঃ খ. সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে
 
৫. ‘ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে’- উক্তিটি কার?
ক. ভুবন মুখুয্যের 
খ. হরিহরের
গ. সেজ ঠাকরুনের 
ঘ. রাধা বোষ্টমের
উত্তরঃ খ. হরিহরের
 
৬. তাহেরাকে সাহায্য করার ব্যাপারে হাশেম আলীর কোন বোধটি প্রধান হয়ে উঠেছে?
ক. মানবিকতা 
খ. সহানুভূতি
গ. সহমর্মিতা 
ঘ. নির্ভীকতা
উত্তরঃ খ. সহানুভূতি
 
৭. আধুনিক কর্মনাশা স্রোতে কী হারিয়ে যাচ্ছে?
ক. ছড়া 
খ. প্রবাদ
গ. উপকথা 
ঘ. পল্লিগান
উত্তরঃ গ. উপকথা
 
৮. ‘আত্মিক মৃত্যু’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. নৈতিক অধঃপতন
ii. মূল্যবোধের অবক্ষয়
iii. অস্বাভাবিক মৃত্যু
 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii
 
৯. ‘নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?’- এ কথায় প্রকাশ পেয়েছে বুধার-
ক. দূরদর্শিতা 
খ. খেয়ালিপনা
গ. অজ্ঞতা 
ঘ. কৌশল
উত্তরঃ ঘ. কৌশল
 
১০. সিকানদার আবু জাফর রচিত কোন গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে?
ক. আমারই দেশ সব মানুষের
খ. তোমার মৃত্যু জাগিয়ে দিল মানুষের বিবেক
গ. আমাদের সংগ্রাম চলবেই চলবে
ঘ. আমি দাম দিয়ে কিনেছি বাংলা
উত্তরঃ গ. আমাদের সংগ্রাম চলবেই চলবে

* উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনো?
 
১১. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
ক. দেশপ্রেম
খ. প্রকৃতিপ্রেম
গ. স্মৃতিকাতরতা
ঘ. আত্মশ্লাঘা
উত্তরঃ গ. স্মৃতিকাতরতা
 
১২. উদ্দীপকের মূলবক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
খ. সতত তোমার কথা ভাবি এ বিরলে
গ. তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
ঘ. আর কি হে হবে দেখা?- যত দিন যাবে
উত্তরঃ ক. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
 
১৩. হযরত মুহাম্মদ (স.) রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন-
ক. হুদায়বিয়ার সন্ধিতে
খ. খয়বরের যুদ্ধে
গ. মক্কাবাসীকে ক্ষমা করায়
ঘ. তায়েফবাসীর প্রতি আচরণে
উত্তরঃ ক. হুদায়বিয়ার সন্ধিতে
 
১৪. কোনটি সৈয়দ মুজতবা আলীর লেখা?
ক. এলেবেলে 
খ. প্রফুল্ল
গ. প্রতিভার খেলা 
ঘ. ময়ুরকণ্ঠী
উত্তরঃ ঘ. ময়ুরকণ্ঠী
  
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

১৫. ‘বহিপীর’ নাটকের তাহেরা চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. অনমনীয়তা
ii. অধিকার সচেতনতা
iii. মানবিকতা
 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii 
গ. i ও iii 
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
 
১৬. ‘মানুষ’ কবিতায় চেঙ্গিস খানকে কিসের প্রতীক ভাবা হয়েছে?
ক. ধ্বংসের
খ. প্রতিবাদের
গ. কল্যাণের 
ঘ. ক্ষমতার
উত্তরঃ ক. ধ্বংসের
 
১৭. জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দাশ কী ছিলেন?
ক. পল্লিকবি 
খ. কবিয়াল
গ. গীতিকবি 
ঘ. স্বভাবকবি
উত্তরঃ ঘ. স্বভাবকবি
 
১৮. জাহানারা ইমাম রুমীকে বাঁচানোর জন্য মার্সি পিটিশন করেননি কেন?
ক. রুমীর প্রতি স্নেহশীলতার কারণে
খ. রুমীকে বাঁচানো যাবে না বলে
গ. রুমীর আত্মযর্মাদা রক্ষার জন্য
ঘ. রুমীর প্রতি কঠোরতার কারণে
উত্তরঃ গ. রুমীর আত্মযর্মাদা রক্ষার জন্য
 
১৯. ‘আমারো ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে’ মন্ত্রীর এ কথায় প্রকাশ পায়-
i. কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা
ii. নির্বুদ্ধিতা
iii. অন্ত্যজ শ্রেণির প্রতি কটাক্ষ
 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. ii ও iii 
গ. i ও iii
ঘ. i, ii ও ii
উত্তরঃ গ. i ও iii
 
২০. “কূপমন্ডুক ‘অসংযমী’র আখ্যা দিয়াছে যারে তারি তরে ভাই গান রচে যাই, বন্দনা করি তারে।”- পঙ্ক্তিদ্বয়ে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?
ক. সুধীজনদের প্রতি উষ্মা
খ. উপেক্ষিতদের প্রতি মমতা
গ. ভদ্র স¤প্রদায়ের প্রতি ধিক্কার
ঘ. উপেক্ষিতদের সচেতন করার প্রয়াস
উত্তরঃ খ. উপেক্ষিতদের প্রতি মমতা
 
২১. নাটকের প্রাণ কী?
ক. কাহিনি 
খ. চরিত্র 
গ. সংলাপ
ঘ. পরিবেশ
উত্তরঃ গ. সংলাপ
 
২২. সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন?
ক. ১৯২১ 
খ. ১৯২২
গ. ১৯২৩ 
ঘ. ১৯২৪
উত্তরঃ খ. ১৯২২

* উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয় সাপুড়ের মেয়ে বিলাসীকে বিয়ে করে। তার হাতে ভাত খাওয়ার অপরাধে গ্রামবাসী তাদের একঘরে করে অমানবিক নির্যাতন শুরু করে।
 
২৩. উদ্দীপকের গ্রামবাসীর আচরণে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. ঈশ্বর নাপিত 
খ. ভট্টাচার্য মহাশয়
গ. ঠাকুরদাস মুখুয্যে 
ঘ. অধর রায়
উত্তরঃ ঘ. অধর রায়
 
২৪. উক্ত বৈশিষ্ট্যটি হলো-
ক. জাত-বৈষম্য
খ. সাম্প্রাদায়িক মনোভাব
গ. ধর্মীয় কুসংস্কার 
ঘ. আভিজাত্য
উত্তরঃ ক. জাত-বৈষম্য
 
২৫. ‘স্বভাষার প্রতি কবির ছিল অটুট ও অপরিসীম প্রেম’- মন্তব্যটি কোন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বঙ্গবাণী
খ. কপোতাক্ষ নদ
গ. আমার পরিচয়
ঘ. আমি কোনো আগন্তুক নই
উত্তরঃ ক. বঙ্গবাণী
 
২৬. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয়-
ক. ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে
খ. অন্যায়ের প্রতিবাদ করতে
গ. প্রতিহিংসায় অন্ধ হয়ে
ঘ. শত্রুর প্রতি প্রতিশোধ নিতে
উত্তরঃ ঘ. শত্রুর প্রতি প্রতিশোধ নিতে
 
২৭. কোনটি কবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ নয়?
ক. এক পয়সার বাঁশি 
খ. মাটির কান্না
গ. চলে মুসাফির
ঘ. সোজনবাদিয়ার ঘাট
উত্তরঃ গ. চলে মুসাফির
 
২৮. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
ক. ভোরের পাখি 
খ. বনফুল
গ. যাযাবর 
ঘ. বীরবল
উত্তরঃ ঘ. বীরবল

বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর মডেল টেস্ট:০১ | নবম-দশম শ্রেণি

২৯. ‘পয়লা বৈশাখকে এ অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন’- লেখক এখানে কোন অবস্থার কথা বলেছেন?
ক. বুর্জোয়া বিলাস ও ফ্যাশন
খ. মেকি আনন্দ আয়োজন
গ. অনাড়ম্বর উদযাপন 
ঘ. সাম্প্রদায়িক নিষ্পেষণ
উত্তরঃ ক. বুর্জোয়া বিলাস ও ফ্যাশন
 
৩০. ‘আমার পরিচয়’ কবিতায় ‘বীজমন্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. গূঢ় সত্য বচন
খ. প্রেক্ষাপট
গ. অন্তর্নিহিত তাৎপর্য
ঘ. মূল প্রেরণা
উত্তরঃ ঘ. মূল প্রেরণা
Share:

2 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide