HSC বাংলা ১ম পত্র mcq প্রশ্ন ও উত্তর বোর্ড প্রশ্ন-০৩

বোর্ড প্রশ্ন-৩
এইচএসসি পরীক্ষা 
বিষয়: বাংলা ১ম পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১০১ 

সময়: ৩০ মিনিট                   পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবে না।]

১. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়?
ক. বরিশাল
খ. কুড়িগ্রাম
গ. গোপালগঞ্জ
ঘ. ব্রাহ্মণবাড়িয়া
উত্তরঃ গ. গোপালগঞ্জ

২. সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি?
ক. করাচি
খ. লন্ডন
গ. জার্মানি
ঘ. প্যারিস
উত্তরঃ ঘ. প্যারিস

৩. অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, কেন?
ক. ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে
খ. দক্ষ শিকারি বলে
গ. ধানখেতে নৌকা চালানো অসুবিধার জন্য
ঘ. সতর্কতার মার নেই বলে
উত্তরঃ ক. ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে

৪. সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? উক্তিটি কার?
ক. জগৎশেঠ 
খ. মিরজাফর
গ. উমিচাঁদ 
ঘ. ওয়ালি খান
উত্তরঃ খ. মিরজাফর

৫. ‘মাসি-পিসি’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
ক. সমকাল 
খ. পূর্বাশা
গ. সমাচার দর্পণ 
ঘ. ভারতী
উত্তরঃ খ. পূর্বাশা

এইচএসসি (HSC) বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল প্রশ্ন ও উত্তরসহ: pdf download বাংলা ১ম পত্র গাইড

* উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভুতি কি
মানুষ পেতে পারে না?

৬. উদ্দীপকে ‘সেই অস্ত্র’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক. প্রকৃতি চেতনা 
খ. সংগ্রামী চেতনা
গ. মানব সভ্যতা 
ঘ. মানবতা
উত্তরঃ ঘ. মানবতা

৭. উক্ত ভাবকে ধারণ করতে প্রয়োজন-
i. উদারতা 
ii. উদাসীনতা
iii. সংবেদনশীলতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

৮. বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতে চান?
ক. অর্থের লোভে
খ. স্নেহ-ভালোবাসার টানে
গ. নিঃসঙ্গতা দূর করতে
ঘ. অতিথিপরায়ণ বলে
উত্তরঃ খ. স্নেহ-ভালোবাসার টানে

৯. ‘নূরলদীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক’- কেন?
ক. সংগঠিত হতে
খ. নিঃসঙ্গতা দূর করতে
গ. সংগ্রাম করতে
ঘ. ইতিহাস বলতে
উত্তরঃ গ. সংগ্রাম করতে

১০. ‘ঐ দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন।’ মাতিলদার এমন ভাবনা কিসের পরিচায়ক?
ক. ঔদ্যর্য 
খ. ব্যক্তিত্ব
গ. মহত্ত 
ঘ. ভীরুতা
উত্তরঃ গ. সংগ্রাম করতে

১১. কমলাকান্তের ভাবনায় কে আফিম ভিক্ষা করতে এসেছে?
ক. নেপোলিয়ন 
খ. বিচারক
গ. মার্জার 
ঘ. ওয়েলিংটন
উত্তরঃ ঘ. ওয়েলিংটন

১২. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো-
ক. গোঁ বজায় রাখা
খ. নিজের ভুল স্বীকার করে নেওয়া
গ. পরমত অসহিষ্ণুতা
ঘ. পরধর্মের প্রতি উদাসীনতা
উত্তরঃ খ. নিজের ভুল স্বীকার করে নেওয়া

১৩. ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কোন শতকে?
ক. বারো
খ. তেরো 
গ. পনেরো
ঘ. সতেরো
উত্তরঃ ক. বারো

* উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান বিশ্বের অগ্রগতি নির্ভর করে কৃষকের তথা কৃষির অগ্রযাত্রার উপর।

১৪. উদ্দীপকের সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ কীভাবে সাদৃশ্যপূর্ণ?
ক. কৃষিজীবীর সমৃদ্ধি সাধনে
খ. কৃষিজীবীর অবস্থা প্রত্যক্ষকরণে
গ. কৃষিজীবীর গুরুত্ব অনু ধাবনে
ঘ. কৃষিজীবীর ন্যায্যতা প্রাপ্তিতে
উত্তরঃ গ. কৃষিজীবীর গুরুত্ব অনু ধাবনে

১৫. উক্ত সাদৃশ্যের ভিত্তিতে প্রবন্ধটির উল্লেখযোগ্য বিষয়-
i. কৃষিকাজের প্রতি গুরুত্বারোপ
ii. কৃষককে দায়িত্বশীলকরণ
iii. কৃষকের অবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. i ও iii
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

১৬. ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বুঝানো হয়েছে?
ক. নির্বুদ্ধিতা 
খ. আনুগত্য
গ. উদারতা 
ঘ. অনুরাগ
উত্তরঃ খ. আনুগত্য

১৭. ‘সম্মানের চির নির্বাসন’ কথাটির গভীরে কোন বিষয় নিহিত?
ক. আত্মপ্রসাদ 
খ. আত্মদহন
গ. আত্মতুষ্টি 
ঘ. আত্মদ্বন্দ্ব
উত্তরঃ খ. আত্মদহন

১৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?
ক. জবা 
খ. গোলাপ 
গ. কৃষ্ণচুড়া
ঘ. পলাশ
উত্তরঃ গ. কৃষ্ণচুড়া

১৯. ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকাটি পরবর্তীকালে কী নামে প্রকাশিত হয়?
ক. দৈনিক বাংলা
খ. দৈনিক মর্নিং এজ
গ. দৈনিক ইত্তেফাক 
ঘ. দৈনিক সংবাদ
উত্তরঃ ক. দৈনিক বাংলা

* উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সহায়তায় আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায়। অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়। মা-বোনদের সম্মানহানি করে এবং ব্যাপক গণহত্যা চালায়।

২০. হানাদার বাহিনীর অত্যাচার ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. কুঠির সাহেবদের নির্যাতন
খ. ঘসেটি বেগমের মসনদ দখল
গ. সিরাজউদ্দৌলার বর্বরতা
ঘ. মিরজাফরের কুটিলতা
উত্তরঃ ক. কুঠির সাহেবদের নির্যাতন

২১. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-
i. কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার
ii. লবণ বিক্রেতার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া
iii. নবাবের অর্থ আত্মসাৎ করা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii 
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

২২. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটুকু ‘মেঘনাদ বধ’ কাব্যের কোন সর্গ হতে সংকলিত?
ক. ৪র্থ 
খ. ৫ম 
গ. ৬ষ্ঠ
ঘ. ৭ম
উত্তরঃ গ. ৬ষ্ঠ

* উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
জগৎ জুড়িয়া আছে এক জাতি
সে জাতির নাম মানুষ জাতি।

২৩. উদ্দীপকের সাথে ‘সাম্যবাদী’ কবিতার সাদৃশ্য কোথায়?
ক. বিশ্বব্যাপী এক জাতির কল্পনায়
খ. মানুষের শ্রেষ্ঠত্বের ভাবনায়
গ. সাম্যবাদী চেতনায়
ঘ. সত্য প্রতিষ্ঠার ভূমিকায়
উত্তরঃ গ. সাম্যবাদী চেতনায়

২৪. উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান
খ. এই রণ ভ‚মে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা
গ. পেটে-পিঠে, কাঁধে-মগজে যা খুশি পুঁথি ও কেতবা বও
ঘ. গাহি সাম্যের গান
উত্তরঃ ঘ. গাহি সাম্যের গান

২৫. আসর জমাতে অদ্বিতীয় কে?
ক. অনুপম 
খ. কল্যাণী
গ. বিনু দাদা 
ঘ. হরিশ
উত্তরঃ ঘ. হরিশ

বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি

২৬. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে কোনটি পরিপূর্ণ?
ক. জগৎ 
খ. সমাজ 
গ. সংসার
ঘ. দেশ
উত্তরঃ গ. সংসার

* উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য আমৃত্যু লড়াইকরেছেন। দীর্ঘ ২৭ বছর কারাবরণ করেও শোষক-স্বৈরশাসকের সঙ্গে আপস করেননি।

২৭. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সাথে মিল রয়েছে?
ক. ফেব্রুয়ারি ১৯৬৯ 
খ. বায়ান্নোর দিনগুলো
গ. রেইনকোট
ঘ. নূরলদীনের কথা মনে পড়ে যায়
উত্তরঃ খ. বায়ান্নোর দিনগুলো

২৮. নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র দুটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?
i. কারাভোগে 
ii. প্রতিবাদে 
iii. দেশপ্রেমে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. i ও iii 
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

* উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘আমিই সে’ ছোট্ট উপন্যাসটিতে বিধৃত হয়েছে মানব সভ্যতার আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি। কীভাবে আদিম মানুষ সভ্য মানুষে পরিণত হয়েছে, তারই প্রকাশ ঘটেছে উপন্যাসটিতে।

২৯. উদ্দীপকের সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্য রয়েছে-
i. ঐতিহ্য চেতনায়
ii. মুক্তির চেতনায়
iii. সংগ্রামী চেতনায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

৩০. উদ্দীপক ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বৈসাদৃশ্য লক্ষ করা যায়-
ক. সভ্যতা বিকাশে
খ. ইতিহাস চেতনায়
গ. ভাবগাম্ভীর্যে
ঘ .সংগ্রামশীলতায়
উত্তরঃ গ. ভাবগাম্ভীর্যে

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের অন্যান্য বহুনির্বাচনি প্রশ্নাবলীঃ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বিভীষণের প্রতি মেঘনাদ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : লোক-লোকান্তর
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : রক্তে আমার অনাদি অস্থি
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : নূরুলদীনের কথা মনে পড়ে যায়
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আমি কিংবদন্তির কথা বলছি
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : ফেব্রুয়ারি ১৯৬৯
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আঠারো বছর বয়স
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : সেই অস্ত্র
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : তাহারেই পড়ে মনে
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : এই পৃথিবীতে এক স্থান আছে
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : সাম্যবাদী
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : ঐকতান
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বিলাসী
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : রেইনকোট
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : অপরিচিতা
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : মাসি-পিসি
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : জীবন ও বৃক্ষ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : চাষার দুক্ষু
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বিড়াল
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বায়ান্নর দিনগুলো
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আমার পথ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আহবান
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : নেকলেস
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : মহাজাগতিক কিউরেটর
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : জাদুঘরে কেন যাব

আরো পড়ুন....
💝 একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide