বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download
কারক ও বিভক্তি
০১. 'সকলকে মরতে হবে'- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে দ্বিতীয়া
খ. কর্মকারকে দ্বিতীয়া
গ. অপাদানে দ্বিতীয়া
ঘ. অধিকরণে দ্বিতীয়া
গ. অপাদানে দ্বিতীয়া
ঘ. অধিকরণে দ্বিতীয়া
উত্তরঃ ক. কর্তৃকারকে দ্বিতীয়া
০২. 'ভাইয়ে ভাইয়ে বেশ মিল' বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ১মা
খ. কর্তায় ২য়া
গ. কর্তায় ৭মী
ঘ. কর্মে ২য়া।
উত্তরঃ গ. কর্তায় ৭মী
০৩. 'পাগলে কিনা বলে' বাক্যে পাগলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ষষ্ঠী
খ. কর্তায় ২য়া
গ. কর্তায় ৭মী
ঘ. কর্তায় শুন্য
উত্তরঃ গ. কর্তায় ৭মী
০৪. দশেমিলে করি কাজ- বাক্যে 'দশে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ২য়া
খ. সম্প্রদান কারকে ৭মী
গ. কর্তৃকারকে ৭মী
ঘ. কর্তৃকারকে ৪র্থী
উত্তরঃ গ. কর্তৃকারকে ৭মী
০৫. 'জল পড়ে, পাতা নড়ে'- এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?
ক. কর্তায় প্রথমা
খ. কর্তায় সপ্তমী
গ. কর্তায় চতুর্থী
ঘ. কর্তায় তৃতীয়া
উত্তরঃ ক. কর্তায় প্রথমা
০৬. 'তাকে দিয়ে কিছু হবে না'- বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে দ্বিতীয়া
খ. কর্মে দ্বিতীয়া
গ. করণে দ্বিতীয়া
ঘ. অধিকরণে দ্বিতীয়া
উত্তরঃ ক. কর্তৃকারকে দ্বিতীয়া
০৭. মানুষে ভাবে এক, হয় আর এক'- বাক্যে মানুষেশব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. অপাদান কারকে সপ্তমী
ঘ. অধিকরণ কারকে সপ্তমী
উত্তরঃ ক. কর্তৃকারকে সপ্তমী
০৮. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ক. ছাগলে কিনা খায়
খ. টাকায় টাকা আনে
গ. আরেফ বই পড়ে
ঘ. ডাক্তার ডাক
উত্তরঃ গ. আরেফ বই পড়ে
০৯. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
ক. কোদালে মাটি কাটব
খ. জাহাজ চট্টগ্রাম ছাড়ল
গ. সাপের হাসি বেদেয় চেনে
ঘ. আমারে তুমি রক্ষা করাে
উত্তরঃ ঘ. আমারে তুমি রক্ষা করাে
১০. 'কারক' (কৃ+ণক) শব্দটির অর্থ?
ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাস সম্পাদন করে
গ. যা ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
উত্তরঃ গ. যা ক্রিয়া সম্পাদন করে
১১. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. বিশেষণ পদের
খ. অব্যয় পদের
গ. নাম পদের
ঘ. ক্রিয়া বিশেষণ পদের
উত্তরঃ গ. নাম পদের
১২. বাক্যের প্রতিটি শব্দের সাথে অম্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
ক. কারক
খ. বিভক্তি
গ. সমাস
ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ খ. বিভক্তি
১৩. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে?
ক. সমাস
খ. কারক
গ. সন্ধি
ঘ. বিশেষণ
উত্তরঃ খ. কারক
১৪. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়ােজন হয়?
ক. কারক
খ. সন্ধি
গ. প্রকৃতি
ঘ. সমাস
উত্তরঃ ক. কারক
১৫. 'কারক (কৃ+ণক) শব্দটির অর্থ?
ক. যা পদকে সম্পাদন করে
ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাস সম্পাদন করে
গ. যা ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
উত্তরঃ গ. যা ক্রিয়া সম্পাদন করে
১৬. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. বিশেষণ পদের
খ. অব্যয় পদের
গ. নাম পদের
ঘ. ক্রিয়া বিশেষণ পদের
উত্তরঃ গ. নাম পদের
১৭. বাক্যের প্রতিটি শব্দের সাথে অম্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
ক. কারক
খ. বিভক্তি
গ. সমাস
ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ খ. বিভক্তি
১৮. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে?
ক. সমাস
খ. কারক
গ. সন্ধি
ঘ. বিশেষণ
উত্তরঃ খ. কারক
১৯. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়ােজন হয়?
ক. কারক
খ. সন্ধি
গ. প্রকৃতি
ঘ. সমাস
উত্তরঃ ক. কারক
২০. 'পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে'- বাক্যে পরীক্ষা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মেশূন্য
খ. কর্তায়শূন্য
গ. অপাদানে পঞ্চমী
ঘ. অধিকরণে ষষ্ঠী
উত্তরঃ ক. কর্মেশূন্য
২১. “নগরে রাজা এলাে” ---‘রাজা' এর কারক ও বিভক্তি
ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. অপাদানে পঞ্চমী
ঘ. অধিকরণে ষষ্ঠী
উত্তরঃ খ. কর্তায় শূন্য
২২. 'জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।'- এখানে জেলে কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ. কর্তৃকারকে ১মা বিভক্তি
গ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
ঘ. কর্মকারকে ১মা বিভক্তি
উত্তরঃ খ. কর্তৃকারকে ১মা বিভক্তি
২৩. 'দেবতার ধন কে যায় লয়ে ফিরায়ে লয়ে'- এ বাক্যে 'দেবতার' পদটি
ক. সম্প্রদানে ষষ্ঠী
খ. সম্বন্ধে ষষ্ঠী
গ. কর্মে ষষ্ঠী
ঘ. কর্তায় ষষ্ঠী
উত্তরঃ ঘ. কর্তায় ষষ্ঠী
২৪. কোন বাক্যে কর্তায় এবিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
ক. অন্ধজনে বদ্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
খ. ঘর ভরেছে অন্ধজনে
গ. হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
ঘ. অন্ধজনে দেহ আলাে
উত্তরঃ ক. অন্ধজনে বদ্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
২৫. 'আমার যাওয়া হয়নি'- 'আমার' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. কর্তায় ষষ্ঠী
ঘ. কর্মে ষষ্ঠী
উত্তরঃ গ. কর্তায় ষষ্ঠী
২৬. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
ক. কর্তৃকারক
খ. সম্প্রদান কারক
গ. কারণ কারক
ঘ. কর্মকারক
উত্তরঃ ঘ. কর্মকারক
২৭. ক্রিয়ার বিষয়কে কি বলে?
ক. কর্ম
খ. পদ
গ. সমাস
ঘ. করণ
উত্তরঃ ক. কর্ম
২৮. 'এমন মেয়ে আর দেখিনি'- বাক্যে মেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ খ. কর্মে শূন্য
0 Comments:
Post a Comment