বাংলা ব্যাকরণ pdf download
ভাষা
◉ ভাষার মূল উপাদান কী?
উঃ ধ্বনি
◉ শব্দের মূল উপাদান কী?
উঃ বর্ণ
◉ বাক্যের মূল উপাদান কী?
উঃ শব্দ
◉ বর্তমান পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে?
উঃ প্রায় ষারে তিন হাজারের উপরে
◉ ভাষা ভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান কত?
উঃ পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা
◉ পৃথিবীর আদি ভাষার নাম কি?
উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা
◉ ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিসে?
উঃ দেশ, কাল ও পরিবেশভেদে
◉ ভাবের উৎস কি?
উঃ ভাষা
◉ বর্তমানে প্রায় কত লোক বাংলা ভাষায় কথা বলে?
উঃ প্রায় চব্বিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশ ছাড়াও পশ্চিম বঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসাম প্রদেশের মানুষ বাংলায় কথা বলে।
◉ বাংলা ভাষায় মোট শব্দ সংখ্যা কত?
উঃ প্রায় এক লক্ষ পঁচিশ হাজার।
◉ বাংলা বর্ণ কখন স্থায়ী রূপ লাভ করে?
উঃ ঊনিশ শতকে মুদ্রণ যন্ত্র আবিষ্কার পর।
◉ বাংলা বর্ণমালা উদ্ভব ঘটে কোন লিপি থেকে?
উঃ ব্রাহ্মীলিপি থেকে।
◉ বাংলা ভাষার জন্ম কখন?
উঃ খ্রিস্টিয় সপ্তম শতকে।
◉ মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে?
উঃ গৌড়ীয় প্রাকৃত হতে।
◉ ভাষার মৌলিক রূপ কয়টি?
উঃ দুটি ক) লৈখিক খ) মৌখিক
◉ পৃথিবীর কত কোটি লোকের মুখের ভাষা বাংলা?
উঃ চব্বিশ কোটি
◉ মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে কোন ভাষার সৃষ্টি হয়?
উঃ ব্রজবুলি ভাষা।
◉ ব্রজবুলি কী ধরনের ভাষা?
উঃ ব্রজবুলি ভাষাটি কবিদের সৃষ্টি কৃত্রিম।
◉ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ কাব্যটি রচনা করেন-
উঃ ব্রজবুলি ভাষায়।
◉ বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে কে?
উঃ বিদ্যাপতি।
◉ বাংলা সনের প্রবর্তক কে?
উঃ সম্রাট আকবর।
◉ ভাষার দিক দিয়ে বাংলা ভাষার দ্বিতীয় গ্রন্থ কোনটি?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন।
কতিপয় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। রক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হল-
ক) রুজ+ত
খ) রন+ত
গ) রক+ক্ত
ঘ) রনজ+ত
উত্তরঃ ঘ
২। কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ?
ক) রাঁধুনী
খ) ঘরামি
গ) ধোলাই
ঘ) পানীয়
উত্তরঃ খ
৩। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) মহি+মা
খ) মহা+ইমা
গ) মহৎ+ইমন
ঘ) ম+হিমা
উত্তরঃ গ
৪। স্মরণীয় শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর।
ক) স্মৃ+অনীয়
খ) সরঃ+নীয়
গ) স্ম+অরনীয়
ঘ) সর+অনীয়
উত্তরঃ ক
৫। সৌজন্য শব্দের প্রকৃতি ও প্রত্যয়-
ক) সুজন+য
খ) সু+জন্য
গ) সৌজন্য+অ
ঘ) সুজন+অন্য
উত্তরঃ ক
৬। গ্রহণীয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় হল-
ক) গ্রহ+অনীয়
খ) গ্রহণ+ঈয়
গ) গ্রহ+অণীয়
ঘ) গ্র+অনীয়
উত্তরঃ খ
৭। জয় শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক) জ+অচ
খ) জ+অঙ
গ) জি+অচ
ঘ) জি+অঙ
উত্তরঃ গ
৮। প্রত্যয়যোগে গঠিত-
ক) পইপই
খ) হইচই
গ) টইটই
ঘ) লাগসই
উত্তরঃ ঘ
৯। প্রত্যয়জাত শব্দ-
ক) অগ্রিম
খ) অভাব
গ) অতীশ
ঘ) অনুতাপ
উত্তরঃ ক
১০। জেলে শব্দের প্রকৃতি কি?
ক) জাল+ইয়া
খ) জেল+এ
গ) জাল+আ
ঘ) জালা+এ
উত্তরঃ ক
১১। বাদী শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক) বাদ+ঈ
খ) বাদ+ই
গ) বদ+ইন
ঘ) বা+আদি
উত্তরঃ ক
১২। করণীয় শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক) কর+নীয়
খ) কৃ+অনীয়
গ) করণ+ঈষ
ঘ) কী+অনীয়
উত্তরঃ খ
১৩। নীতি শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক) নীত+ই
খ) নী+ক্তি
গ) নৃ+ইতি
ঘ) নৃ+ঈতি
উত্তরঃ খ
১৪। শৈব শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক) শৃ+অব
খ) শী+অব
গ) শিব+অ
ঘ) শৈ+অব
উত্তরঃ গ
১৫। লালিমা শব্দের প্রকৃতি প্রত্যয়-
ক) লাল+ইমা
খ) লাল+ইমন
গ) লালি+অম
ঘ) লালিম+আ
উত্তরঃ খ
১৬। মেঠো শব্দের প্রকৃতি প্রত্যয় ও প্রত্যয় কি?
ক) মাঠ+ও
খ) মাঠ+উয়া
গ) মেঠ+ও
ঘ) মেঠ+উয়া
উত্তরঃ খ
১৭। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) মু+ক্ত
খ) মুক+ত
গ) মুহ+ক্ত
ঘ) মুচ+ক্ত
উত্তরঃ ঘ
১৮। শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) শিশু+ব
খ) শিশু+ষ্ণ
গ) শৈ+শব
ঘ) শিশ+ব
উত্তরঃ খ
১৯। জ্যান্তশব্দটির প্রকৃতি প্রত্যয় কি?
ক) জী+অন্ত
খ) জ্যান+ত
গ) জ+এ্যাস্তু
ঘ) জান+তচ
উত্তরঃ ক
২০। কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ঠিক?
ক) কৃ+য
খ) কর+য
গ) কৃ+র্য
ঘ) কর+র্য্য
উত্তরঃ ক
২১। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
ক) উৎকর্ষতা
খ) উৎকর্ষ
গ) উৎকৃষ্ট
ঘ) উৎকৃষ্টতা
উত্তরঃ গ
২২। নিচের কোনটি কৃৎ প্রত্যয়?
ক) বচ+তব্য
খ) তিল+অ
গ) সর্প+ইল
ঘ) মেধা+বীন
উত্তরঃ ক
২৩। পুষ্পাঞ্জলি শব্দটি কি ভাবে গঠিত?
ক) প্রত্যয় যোগে
খ) সন্ধি যোগে
গ) উপসর্গ যোগে
ঘ) সমাস যোগে
উত্তরঃ ক
২৪। নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ-
ক) চৈত্র
খ) শৈব
গ) সৌর
ঘ) দৈব
উত্তরঃ গ
২৫। প্রত্যয়ঘটিত শব্দ-
ক) দুরন্ত
খ) বসন্ত
গ) ডুবন্ত
ঘ) অনন্ত
উত্তরঃ গ
স্পেশাল মডেল টেস্ট
বাংলা ২য় পত্র
ভাষা, বর্ণ ও ধ্বনি
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download
০১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. চিত্র
খ. লেখা
গ. ভাষা
ঘ. ইঙ্গিত
উত্তরঃ গ. ভাষা
০২.ভাষার জগতে বাংলার স্থান কততম?
ক. ৭ম
খ. ৬ষ্ঠ
গ. ৫ম
ঘ. ৪র্থ
উত্তরঃ ক. ৭ম
০৩. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
ক. মান্দারিন
খ. ফ্রেঞ্চ
গ. ইংরেজি
ঘ. হিন্দি
উত্তরঃ ক. মান্দারিন
০8. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
ক. বঙ্গ-কামরূপী
খ. সংস্কৃত
গ. হিন্দি
ঘ. উড়িয়া
উত্তরঃ ক. বঙ্গ-কামরূপী
০৫. বাংলা ভাষার উৎস কোনটি?
ক. ইন্দো-এশিয়ান
খ. ইন্দো-আফ্রিকান
গ. ইন্দো-ইউরোপীয়
ঘ.ইন্দো-ভারতীয়
উত্তরঃ ক. ইন্দো-এশিয়ান
০৬. পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয়?
ক. তিনটি
খ. একটি
গ. দুটি
ঘ. চারটি
উত্তরঃ গ. দুটি
০৭. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত?
ক. বিশেষণ ও ক্রিয়া
খ.বিশেষ্য ও বিশেষণ
গ. বিশেষ্য ও সর্বনাম
ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ঘ. ক্রিয়া ও সর্বনাম
০৮. 'একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন'-এ বাক্যাংশটি কোন রীতিতে দিন-
ক. চলিত রীতি
খ. সাধুরীতি
গ. মিশ্র রীতি
ঘ. বিদেশী রীতি
উত্তরঃ খ. সাধুরীতি
০৯. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ ঘ. ৭টি
১০. নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
ক. ভাষা
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. বাক্য
উত্তরঃ ক. ভাষা
১১. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ. ভাষা
১২. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
ক. ব্যাকরণ
খ. ভাষা
গ. ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
ঘ. কোনোটিইনয়
উত্তরঃ খ. ভাষা
১৩. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
ক. অর্থদ্যোতকতা
খ. ইশারা বা অঙ্গভঙ্গি
গ. মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
ঘ. জনসমাজে ব্যবহার যোগ্যতা
উত্তরঃ খ. ইশারা বা অঙ্গভঙ্গি
১৪. উপভাষা Dialect. কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকেরভাষা
গ. অঞ্চলবিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ. অঞ্চলবিশেষের মানুষের মুখের ভাষা
১৫. দেশ-কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে?
ক. ধ্বনির
খ. ভাষার
গ. অর্থের
ঘ. শব্দের
উত্তরঃ খ. ভাষার
১৬. ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
উত্তরঃ গ. ৪টি
১৭. প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো-
ক. ধ্বনি,শব্দ, বাক্য
খ. শব্দ, সন্ধি, সমাস
গ. ধ্বনি, শব্দ, বর্ণ
ঘ. অনুসর্গ, উপসর্গ, শব্দ
উত্তরঃ ক. ধ্বনি,শব্দ, বাক্য
১৮. কোন অঞ্চলের মৌলিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে?
ক. যশোর
খ. ঢাকা
গ. কলকাতা
ঘ. বিহার
উত্তরঃ গ. কলকাতা
১৯. নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
ক. তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
গ. তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
ঘ. তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে
উত্তরঃ খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
২০. বাংলা ভাষার কোনরীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
ক. সাধুরীতি
খ. চলিত রীতি
গ. কথ্য রীতি
ঘ. লেখ্য রীতি
উত্তরঃ ক. সাধুরীতি
২১. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট-
ক. চলিত ভাষা
খ. কথ্য ভাষা
গ. লেখ্য ভাষা
ঘ. সাধু ভাষা
উত্তরঃ ঘ. সাধু ভাষা
২২. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. কথ্য রীতি
ঘ. লেখ্য রীতি
উত্তরঃ গ. কথ্য রীতি
২৩. চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক. পরিবর্তনশীল
খ. আভিজাত্যের অধিকারী
গ. গুরুগম্ভীর
ঘ. অপরিবর্তনীয়
উত্তরঃ ক. পরিবর্তনশীল
২৪. বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্য
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কাঠামো অপরিবর্তিত
ঘ. কৃত্রিমতাবর্জিত
উত্তরঃ ঘ. কৃত্রিমতাবর্জিত
২৫. ভাষার কোনরীতি কৃত্রিমতা বর্জিত?
ক. কথ্য রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. চলিত রীতি
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ. চলিত রীতি
২৬. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক. চলিত রীতি
খ. সাধুরীতি
গ. মিশ্র রীতি
ঘ. আঞ্চলিক রীতি
উত্তরঃ খ. সাধুরীতি
২৭. ভাষার কোনরীতি তদ্ভব শব্দবহুল?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. কথ্য রীতি
ঘ. বানানরীতি
উত্তরঃ খ. চলিত রীতি
২৮. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
ক. অব্যয়
খ. সম্বোধন পদ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ ক. অব্যয়
২৯. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয়না?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. ক্রিয়া
উত্তরঃ গ. অব্যয়
৩০. বাংলা ভাষার মধ্যযুগ কোনটি?
ক.৬৫০-১২০০ সাল
খ.৮০০-১২০০ সাল
গ.১২০০-১৬০০ সাল
ঘ.১২০১-১৮০০ সাল
উত্তরঃ ঘ.১২০১-১৮০০ সাল
৩১. বাংলা ভাষার প্রাচীন যুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল
খ. ৮০০-১২০০ সাল
গ.১২০০-১৬০০ সাল
ঘ. ১২০১-১৮০০ সাল
উত্তরঃ ক. ৬৫০-১২০০ সাল
৩২. বাংলা ভাষার আধুনিক যুগ কোনটি?
ক. ৬৫০-১২০০ সাল
খ. ৮০০-১২০০ সাল
গ. ১২০০-১৬০০ সাল
ঘ. ১৮০০-বর্তমান
উত্তরঃ ঘ. ১৮০০-বর্তমান
৩৩. প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
ক. উপভাষা
খ. চলিত ভাষা
গ. সাধু ভাষা
ঘ. হিন্দি ভাষা
উত্তরঃ গ. সাধু ভাষা
🥰
ReplyDelete