বাগধারা (পর্ব-৩) বাংলা ব্যাকরণ লেকচার শীট

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
বাগধারা
(পর্ব-৩)
  • জগদ্দল পাথর (গুরুভার) ঋণের জগদ্দল পাথরে সে চোখে সর্ষে ফুল দেখছে।
  • ঝাঁকের কই (একই দলভূক্ত) ওরা সবাই ঝাঁকের কই; একই উদ্দেশ্য নিয়ে চলে।
  • ঝােপ বুঝে কোপ মারা (সুযােগ গ্রহণ করা) চালাক ব্যবসায়ীরা ঝােপ বুঝে কোপ মেরেই তাে রাতারাতি টাকার কুমির।
  • টনক নড়া (সজাগ হওয়া) এতােদিন বিনা দ্বিধায় জলের মত টাকা খরচ করেছে; বাবার মৃত্যুর পর সংসারের চাপ পড়াতে এখন তার টনক নড়েছে।
  • টাকার গরম (ধনের অহংকার) টাকার গরমে মতিবাবুর মাটিতে পা পড়ে না।
  • টইটুম্বুর (ভরপুর) অতি বৃষ্টিতে খাল-বিল জলে টইটুম্বুর হয়ে আছে।
  • টক্কর দেওয়া (পাল দেওয়া) বড় কর্তার সাথে টক্কর দেওয়া ওর মতাে মাছিমারা কেরানির কাজ নয়।
  • টাকার কুমির (প্রচুর অর্থের মালিক) যুদ্ধের বাজারে চোরাকারবার করে সে এখন টাকার কুমির।
  • ঠোঁটকাটা (স্পষ্টভাষী) নেহাৎ ঠোঁটকাটা লােক বলে তিনি অন্যায় সহ্য করতে পারেননি; মুখের উপর সােজা জবাব দিয়ে দিয়েছেন।
  • ঠেলার নাম বাবাজি (চাপে পড়িয়া কাবু হওয়া) এতদিন তাে আমার কথা শােননি, এখন মজা বােঝে। একেই বলে ঠেলার নাম বাবাজি।
  • ঠুটো জগন্নাথ (অকর্মণ্য ব্যক্তি) ওর মতাে ঠুটো জগন্নাথের হাতে আমি আমার মেয়ে তুলে দেবাে ?
  • ডান হাতের ব্যাপার (খাওয়া) কাজের দেরি হয়ে যাচ্ছে, ডান হাতের ব্যাপারটা তাড়াতাড়ি সেরে নাও।
  • ডুমুরের ফুল (অদৃশ্য বস্তু) কিরে শহীদ, তুই যে ডুমুরের ফুল হয়ে উঠলি; তােকে আজকাল দেখাই যায় না।
  • ডুবে ডুবে জল খাওয়া (গােপনে কাজ করা) বাইরে সে ভাল মানুষ; আসলে কিন্তু ডুবে ডুবে জল খাওয়াতে সে ওস্তাদ।
  • ডামাডােল (গােলযােগ) যুদ্ধের ডামাডােলে অনেকেই বাড়িঘর করে নিয়েছে।
  • ঢাকঢাক গুড়গুড় (লুকোচুরি) তার ঢাকঢাক গুড়গুড় স্বভাব কিন্তু আমি পছন্দ করি না।
  • ঢাকের কাঠি (তােষামুদে) বড় লােকের ঢাকের কাঠির অভাব নেই আজকাল।
  • টি টি পড়া (কলঙ্ক) মেয়েটার চরিত্রহীনতায় সর্বত্র টি টি পড়ে গেল।
  • টিমে তেতালা (মন্থর গতি, কুঁড়ে) এমন টিমে তেতালায় এগুলে আরাে দুবছরে কাজ শেষ করতে পারবে না।
  • তাসের ঘর (ক্ষণস্থায়ী) ধন জন যৌবন সব তাসের ঘর; এই আছে, এই নাই।
বাগধারা (পর্ব-৩) বাংলা ব্যাকরণ লেকচার শীট

  • তীর্থের কাক (প্রতীক্ষারত) এম, এ পাশ করে ছেলে সংসার চালাবে; তার পথ চেয়ে সারা পরিবার তীর্থের কাকের মত বসে আছে।
  • তুষের আগুন (নিরন্তর দহনকারী) পুত্রশােকে বিধবার বুকে তুষের আগুন জ্বলছে।
  • তুলসী বনের বাঘ (ভন্ড) সাধুর মত দেখালেও লােকটা আসলে তুলসী বনের বাঘ।
  • তালকানা (কান্ডজ্ঞানহীন) ওর মতাে তালকানা ছেলে নিয়েও বাবা-মায়ের কত গর্ব।
  • দহরম মহরম (ঘনিষ্ঠতা) বড় বাবুর সাথে তার খুব দহরম মহরম।
  • দুধের মাছি (সুসময়ের বন্ধু) টাকা ফুরিয়ে গেলে দুধের মাছি সব উড়ে যাবে।
  • নেই-আঁকড়া (নাছােড় বান্দা) ধন্য নেই-আঁকড়া ছেলে। কিছুতেই সঙ্গ ছাড়বে না তাে।
  • দাঁও মারা (মােটা লাভ করা) হঠাৎ লবণের দাম বেড়ে যাওয়াতে ব্যাপারীরা এক দাঁও মেরেছে।
  • ধামাধরা (তােষামুদে) বড় লােকের ধামাধরার অভাব হয় না।
  • ধর্মপূত্র যুধিষ্ঠির (অত্যন্ত ধার্মিক) লােকটা সারাজীবন চুরি করে শেষ বয়সে ধর্মপুত্র যুধিষ্ঠির সেজেছে।
  • ননির পুতুল (শ্রম-বিমুখ) ওর মত ননির পুতুল দিয়ে কোন কাজ হবে না।
  • নয়ছয় (বিশৃঙ্খল) টেবিলের উপর বইগুলাে নয়ছয় করে রেখেছ কেন ?
  • নয়নের তারা (প্রিয়) বিধবার একমাত্র ছেলেটি তার নয়নের তারা।
  • পটল তােলা (মারা যাওয়া) সংসারটা সবদিক দিয়ে গুছিয়ে দেবার পর ঠিক সময়ে পটল বাবু পটল তুললেন।
  • পুকুর চুরি (বড় রকমের চুরি) জমিদারের অনুপস্থিতিতে নায়েব পুকুর চুরি শুরু করেছে।
  • পােয়াবারাে (আশাতীত সৌভাগ্য) মেয়েদের বিয়ে দিয়েছেন; দুছেলে এম,এ পাশ করেছে এখন তাে আপনার পােয়াবারাে।
  • পুঁটি মাছের প্রাণ (ক্ষুদ্র প্রাণ) তার যে পুঁটি মাছের প্রাণ; তাই তাে এমনি এক মহৎ কাজের জন্য মাত্র পাঁচ টাকা চাঁদা সে দিতে পেরেছে।
  • পাকা ধানে মই (বিপুল ক্ষতি করা) আমিতাে তার বাড়া ভাতে ছাই দেইনি যে; সে আমার পাকা ধানে মই দেবে।
  • পাথরে পাঁচকিল (প্রবল সৌভাগ্য) খান সাহেবের দুই ছেলে ডাক্তার, এক ছেলে ব্যারিস্টার; এখন তাে তাঁর পাথরে  পাঁচকিল।
  • পায়াভারি (অহঙ্কারী) পুরস্কার পেয়ে সে পায়াভারি হয়েছে; মাটিতে এখন তার পা পড়ে না।
  • পগার পার (পলায়ন করা) পুলিশের চোখে ধুলাে দিয়ে চোর পগার পার।
বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide