বাগধারা (পর্ব-৭) বাংলা ব্যাকরণ লেকচার শীট

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
বাগধারা
(পর্ব-৭)
  • ঘরের শত্রু বিভীষণ ⇒ (অন্যের সঙ্গে হাত মিলিয়ে আপনজন যখন শত্রু হয়)
  • ঘাটে এসে নৌকো ভােবা → (শেষকালে এসে আশা নিষ্ফল হওয়া)
  • জুতাে সেলাই থেকে চন্ডীপাঠ ⇒ (সব রকমের ঝামেলা পােহানাে)
  • জোঁকের মুখে নুন → (উচিত কথা বলে উদ্ধত ব্যক্তিকে চুপ করানাে)
  • তাল গাছের শেষ তিন হাত → (দুরুহ কাজের শেষাংশে)
  • তিলকে তাল করা ⇒ (তুচ্ছ ব্যাপারকে নিয়ে বাড়াবাড়ি করা)
  • তেলা মাথায় তেল দেওয়া ⇒ (খােশামােদ করা)
  • দিনকে রাত করা ⇒ (অতি বড় মিথ্যে বলা)
  • দিনে ডাকাতি ⇒ (বিরাটভাবে ঠকানাে)
  • দুধকলা দিয়ে সাপ পােষা → (কৃতঘ্ন লােককে না বুঝে উপকার করা)
  • ধরি মাছ না ছুঁই পানি → (কোন ব্যাপারে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও আড়াল থেকে কলকাঠি নেড়ে স্বার্থসিদ্ধি করা)
  • ধান ভানতে শিবের গীত (অপ্রাসঙ্গিক বর্ণনা)
  • নাকের বদলে নরুণ → (যা প্রাপ্য, তার চেয়ে ঢের কম পাওয়া)
  • নিজের পায়ে কুড়াল মারা ⇒ (নিজের ক্ষতি নিজে করা)
  • বক ধার্মিক → (ভন্ড তপস্বী)
  • বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি → (যে দুই পক্ষেই বন্ধু)
  • বাড়া ভাতেই ছাই দেওয়া → (কাউকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা)
  • বাঁদরের গলায় মুক্তোর মালা → (যার যা পাওয়ার যােগ্যতা নেই, তার তা-ই পাওয়া)
  • ভাঙ্গে তবু মচকায় না → (কোন ব্যাপারে বিপন্ন হলেও বিব্রত ভাব না দেখানাে)
  • মায়ের কাছে মামার বাড়ির গল্প → (কোন ব্যাপারে অতি অভিজ্ঞ লােককে সে সম্পর্কে জানানাের চেষ্টা)
  • মাছের তেলে মাছ ভাজা → (যার জিনিস তা দিয়েই তার প্রয়ােজন মেটানাে)
  • মাটিতে পা না পড়া → (অহঙ্কার করা)
  • লাখ কথার এক কথা → (অতি মূল্যবান কথা)
  • লাভের গুড় পিঁপড়ে খায় → (সামান্য লাভ করতে গিয়ে অন্যভাবে ক্ষতিগ্রস্থ হওয়া) | ১২
  • লেজে-গােবরে হওয়া → (নাজেহাল হওয়া)
  • খাঁদা নাকে তিলক → (অশােভন সাজসজ্জা)
  • গােলক ধাঁধা → (জটিল)
  • ঘরে আগুন দেওয়া ⇒ (বিবাদের সৃষ্টি করা)
  • চড় মেরে গড় দান → (অপমানের পর সম্মান দেখানাে)
বাগধারা (পর্ব-৭) বাংলা ব্যাকরণ লেকচার শীট

  • চোরের মায়ের কান্না → (যে গােপন ব্যথা কাউকে জানান যায়
  • জিলিপির প্যাঁচ → (কুটিল বুদ্ধি)
  • তাল পাতার সেপাই – (কঙ্কালসার দেহ)
  • তুবড়ি ছােটা → (বেশি কথা বলা)
  • তেলে-বেগুনে জ্বলে ওঠা → (ক্রোধের বশে অত্যন্ত উত্তেজিত হওয়া)
  • বামন হয়ে চাঁদে হাত (অসম্ভব আশা পােষণ করা)
  • পেটে খেলে পিঠে সয় (লাভের জন্য কষ্ট করা যায়)
  • মৌচাকে ঢিল ⇒ (বিপজ্জনক স্থানে আঘাত করা)
  • রাজা উজির মারা ⇒ (বড় বড় কথা বলা)
  • শক্তের ভক্ত নরমের যম → (সবলের প্রতি বিনীত থাকে এবং অত্যাচার করে এমন ব্যক্তি)
  • সরস্বতীর বর পুত্র ⇒ (বিদ্বান লােক)
  • সবে ধন নীলমনি → (একমাত্র সম্বল)
  • সাত পাঁচ ⇒ (বিবিধ)
  • হরিষে বিষাদ → (আনন্দের মধ্যে দুঃখ)
  • হাল ছাড়িয়া দেওয়া → (হতাশ হওয়া)
  • হাতে বেড়ি পড়া (গ্রেফতার হওয়া)
  • হাড় কালি হওয়া → (অতিশয় দুঃখ ভােগ করা)
  • বিনা মেঘে বজ্রাঘাত ⇒ (অকস্মাৎ বিপদে পড়া)
  • কুল কাঠের অঙ্গগার → (তীব্র জ্বালা)
  • গাছে কাঁঠাল গোঁফে তেল – (পাওয়ার আগে ভােগের আয়ােজ
  • নিজের কোলে ঝােল টানা → (স্বার্থপর হওয়া)
  • কপােত বৃত্তি → (সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন)
  • কলকে পাওয়া ⇒ (পাত্তা পাওয়া)
  • কলা দেখান → (ফাঁকি দেওয়া)
  • কাছা আলগা → (অসাবধান)
  • কাঙালের ঘােড়া রােগ → (দরিদ্রের সাধ্যাতিরিক্ত ব্যয়বহুল সাধ
  • গণেশ উল্টান → (ব্যবসা তুলে দেওয়া)
  • গাছে না উঠতেই এক কাঁদি (কাজের আগেই ফল প্রত্যাশা
  • গােদা পায়ে আলতা → (অশােভন সাজ)
  • ছুঁচোর কেত্তন ⇒ (নিরন্তর কলহ)
  • ঝকমারির মাশুল → (বােকামীর দন্ড)
  • তুড়ি দিয়ে ওড়ান → (অতি সহজে পরাজিত করা)
  • দুধে ভাতে থাকা → (সচ্চল অবস্থায় বাস করা)
বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide